নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার জানালা খুললেই একটি বকুল গাছ দেখা যায়
বকুল গাছের তলায় একটি পাগল চুপ করে বসে থাকে
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর।
একদিন রাতে আমি পাগলকে ডেকে পাশে বসিয়ে ভাত খেতে দেই
পাগল খায়, কথা বলে না। কি বিপুল দারিদ্রের চেহারা!
পৃথিবীর সব ধুলো আর নোংরা ওর গায়ে লেগে আছে।
অন্ধকার! ভীষন অন্ধকার! পাগল বলে।
বড্ড শীত পড়েছে এবার-
বকুল গাছ থেকে শুকনো পাতা খসে পড়ছে পাগলের গায়ে
পাগলটা বসে, চুপ করে। কেউ তার দিকে ফিরে তাকায় না
বৃষ্টি আসে, ঝড় বয়ে যায়, আবার দেখা দেয় রোদ।
পাগল বসে থাকে।
ক্লান্তি আসে না।
বকুল গাছ থেকে পাতা খসে পড়ে।
আহ হা রে... বড় মায়া লাগে!
পাঁচ বছর ধরে পাগলটা বসে আছে ঐ বকুল গাছের তলায়।
কিন্তু কেন ?
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: স্যলুট এর দরকার নাই।
একটা বার্গার আর কোক খাইয়ে দিলেই চলিবে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঘটনা সত্যি হলে তাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ান। আপনি পাগলের কাছে যা জানতে চাইবেন আশানুরুপ উত্তর পাবেন। পরিক্ষা করে দেখতে পারেন।
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: আমার মনে হয় কেউ পুরোপুরি মিথ্যা লিখতে পারে না।
গরুর মাংস আনতে হবে। ফ্রিজে নেই।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
মেহেদি_হাসান. বলেছেন: কেন বসে থাকে?
আপনি বললেন ৫বছর ধরে বসে থাকে? আপনি কি বাসায় ওঠার আগে থেকেই বসে থাকতো নাকি বাসায় ওঠার পরে এসেছে? আপনার বাসায় ওঠার আগে থেকে যদি থাকে তাহলে খোজ নিন আপনারা বাসায় ওঠার আগে কারা ও বাসায় থাকতো তাদের কোন যুবতী মেয়ে ছিলো নাকি তাহলে রহস্য পেয়ে যাবেন আর যদি আপনারা বাসায় ওঠার পরে সে পাগল আসে আর আপনার জানালার দিকে তাকিয়ে থাকে তাহলে বুঝে নিন
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: সে বসে থাকুক। সে তো কারো ক্ষতি করছে না।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম পাগলরা এমনই । বসে থাকে আর বিড়বিড় করে মনের কথাগুলো বলতে থাকে
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: পাগলরা ভালোবাসা চায়।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩০
অধীতি বলেছেন: সরল বাক্যে সুন্দর কবিতা। পাগল আর বকুল গাছ কি সুন্দর উপমা ফুটিয়ে তুলেছেন। বকুলের শুকনো পাতায় পাগল উষ্ণতা পাক।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০২
রাজীব নুর বলেছেন: সমস্ত পাগলদের জন্য কিছু করা দরকার।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন: পাগলটার কষ্টের কথা কেউ না ভাবলেও বকুল গাছটা হয়তো ভাবে।
সে হয়তো তার পাতা ঝরিয়ে পাগলটার শীত দুর করতে চায়। যদিও তার পাতার আচ্ছাদনে পাগলটার শীত দুর হবে না।
কবিতা ভালো হয়েছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: আপনি যখন বলেছেন কবিতা ভালো হয়েছে, তাহলে আর চিন্তা নাই।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭
এইচ তালুকদার বলেছেন: লালন বলেছিলেন পাগল ছাড়া দুনিয়া চলে না
২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
রাজীব নুর বলেছেন: পাগলরা অবহেলিত।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের শতকরা ১৫ ভাগ মানুষের মানসিক সমস্যা আছে; আমাদের দেশের মানসিক সমস্যার মুল কারণ দারিদ্রতা, জেনেটিক্যাল ও সামাজিক নির্যাতন।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: দারিদ্রতা অশিক্ষা কুসংস্কার উপমহাদেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।তাই আমরা যেদিকে তাকাই না কেন পাগোল ভিখারীদেরকে না দেখে থাকতে পারিনা। এদের সীমাহীন বঞ্চনা আমাদের কাছে গা সয়ে গেছে। তাইতো ওদের কষ্ট আমাদেরকে ভাবাইনা।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কোনো অসুখী মানুষ থাকবে না। শেখ হাসিনা তাদের প্রত্যেকের জন্য সুন্দর ব্যবস্থা করবেন।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিটা দেখে ‘তিতাশ একটি নদীর নাম’ সিনেমার একটি দৃশ্য মনে পড়ে গেল।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: ‘তিতাশ একটি নদীর নাম’ ।
সিনেমাটা আমি দেখেছি।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবরীর কোলে পাগলের মাথার দৃশ্যটা মনে পড়ে।হুবহু এক
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: হ্যা।
দেখেছি।
ইউটিউবে এই দ্রশ্য টা অনেকবার দেখেছি।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:০৩
নেওয়াজ আলি বলেছেন: বকুল তলায় বসে হয়তো প্রেয়সীর জন্য । আহারে
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: আপনি ঠিক ধরেছেন।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩১
রানার ব্লগ বলেছেন: বকুল তলায় বসিয়া থাকে
আহারে দিবা নিশি
কি জানি কি ভাবিয়া কাটায়
এক মনে ধ্যানে বসি
৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ভালোবাসার কারনে লোকজন বেশী পাগল হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: একদম নতুনত্ব স্যালুট জানাই-------------
পাগলাটা বসে আছে কারও আশায়