নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই বছরটা খুবই খারাপ গেলো।
বছরের শুরুতেই চাকরী হারালাম। অথচ আমার চাকরী চলে যাওয়ার পেছনে কোনো কারন ছিলো না। অফিসও কোনো কারন বলে নি। অফিসে আমি প্রচুর কাজ করতাম। কোনোদিন অফিসে লেট করে যাই নি। আবার অফিস টাইম শেষ হবার আগে বের হয়ে যাই নি কখনও। এমন কি কোনো ছুটি কাটাই নি। বরং অফিস টাইমের চেয়ে বেশি কাজ করতাম। অফিসের সবাই আমাকে খুবই পছন্দ করতো।
তবে আমার অফিসে তিনজন লোক আমাকে হিংসা করতো। এই তিনজন আমার চাকরী খেয়ে দিয়েছে- এই কথাটা আমাকে অফিসের অনেকেই বলেছেন। অবশ্য এজন্য আমি অফিসের কারো উপর কোনো রাগ রাখি নি।
নতুন চাকরীর জন্য আমি কোনো চেষ্টা করি নি।
জানি, চেষ্টা করে কোনো লাভও হবে না। এর মধ্যে দেশে শুরু হলো করোনা। লকডাউন। ভয়াবহ অবস্থা। ক্ষমতাবান মামা চাচা না থাকলে এদেশে চাকরী পাওয়া বেশ শক্ত। অবশ্য বহু লোক ক্ষমতাবান মামা চাচা ছাড়াও চাকরী পাচ্ছেন। তাছাড়া চাকরীর উপর আমার মন উঠে গেছে। কারন লোকজনের অতি নিম্ম মন মানসিকতা। কত রকমের চাটুকারিতা, কত রকমের দালালি দেখতে হয়। এমন কি চাটুকারিতা দালালি করতেও হয়। না করলে চাকরী টিকিয়ে রাখা মুশকিল। মাস শেষে কিছু টাকার জন্য নিজেকে এত নীচে নামানো সম্ভব না। আমার মাস শেষে বাড়ি ভাড়া দিতে হয় না। কাজেই এত প্যারা না নিলেও হয় আমার।
সুখে দুঃখে যেভাবেই যাক, বছরটা চলেই গেলো।
চাকরী যাওয়াতে আমি কোনো দুঃখ পাইনি। কারন আমার অফিসের লোকজন ছিলো বিরাট বদ। তারা এতই বদ ছিলো যে আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারতাম না। ওদের কর্মকান্ড দেখে আমার দম বন্ধ হয়ে আসতো। অফিস থেকে পরে অবশ্য আমাকে ফোন দিয়ে জয়েন করতে বলেছিলো। আমি যাই নি। চাকরী যাওয়ার পরও আমার জীবনে খুব একটা কোনো কিছুর অভাব বোধ হয়নি। প্রতিমাসে আব্বা পনের/বিশ হাজার টাকা পাঠিয়ে দিতো। মাসে দুইবার বাজার করে দিতো। ঘর সংসারের খরচ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা ছিলো না। একমাসের বাজার আমার ঘরে সব সময় মজুদ থাকতো। ক'দিন পরপর'ই বাসায় অনুষ্ঠান লেগেই থাকতো।
কিছু দিন আগে আব্বা হঠাত মারা গেলেন।
অথচ এত দ্রুত আব্বার মরার কথা ছিলো না। উনি শারীরিকভাবে দুর্বল ছিলেন না। আব্বা মরে যাওয়াতে আমি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি। আব্বা মরে গিয়ে আমাকে বিরাট বিপদে ফেলে গেছেন। একমাত্র আব্বা'ই সর্বদা আমার খোঁজ খবর রাখতো। কোনো দিন তার কাছে কিছু চাইতে হতো না। চাওয়ার আগেই সব দিয়ে দিতেন। আব্বা জানতেন আমার কি লাগবে। আমি কি চাই। আব্বা সব সময় বলতেন, তোমার কোনো চিন্তার দরকার নাই। আমি এখনও বেঁচে আছি। আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। তোমার চাকরী নাই- এটা নিয়ে মন খারাপ করবে না। আমি ইচ্ছা করলে আগামীকালই তোমাকে একটা চাকরী দিতে পারি।
নতুন বছরটা কিভাবে যাবে- আমি জানি না।
আমার মাথার উপর থেকে বটগাছ নাই হয়ে গেছে। ভীষন রকমের অসহায় হয়ে গেছি। আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। মাথা কাজ করছে না। নিজেকে পঙ্গু বলে মনে হচ্ছে। আব্বা এমন একজন মানুষ ছিলো- তাকে যদি বলতাম আমি একটা খুন করেছি। সে বলতো কোনো অসুবিধা নাই। তোমার কোনো চিন্তা করতে হবে না। যা করার আমি করছি। তুমি টেনশন ফ্রি থাকো। নাও চা খাও। সেই লোক দুনিয়া থেকে চলে গেছে। আমার আব্বা কোনো মন্ত্রী মিনিস্টার ছিলেন না। কিন্তু সে তিনজন মন্ত্রীর ক্ষমতা পকেটে রাখতো। আমার যত রকমের সমস্যা ছিলো তাকে একবার বলতাম এবং সাথে সাথে আমি নিশ্চিন্ত হয়ে যেতাম।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: সেরকমই মনে হচ্ছে।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
একটা কিছু সিদ্ধান্ত নিয়ে কোন একটা কিছু শুরু করে দিন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: হ্যা। দেখি।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৩
ইসিয়াক বলেছেন: আপনি আগে বলেছিলেন এই বছরটা শুধু ব্লগিং করবেন তারপর আর ব্লগিং করবেন না। সত্যি কি আপনি ব্লগিং ছেড়ে দিবেন?
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি না। মাথা কাজ করছে না। মাথায় খুব যন্ত্রনা হয়।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: আপনাকেও।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: চাকুরী ছাড়া চলছেন কেমন করে? শুভকামনা
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: আমার বাপের জমিদারি আছে।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আগামী বছর ভালো যাবে সব সময় এমন আশাই করি, এখন পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। করোনা কোন পর্যায়ে যাবে তা এখনও কেউ সঠিক বলতে পারছেন না। সবাই করোনা থেকে ব্যবসা করার চিন্তায় আছেন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
আজ বছরের শেষ দিন।
নতুন বছরটা আমার জন্য অন্যরকম হবে বলে মনে হচ্ছে।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৬
মেহেদি_হাসান. বলেছেন: এ বছর সবারই খারাপ গেছে জানি না কবে করোনা দেশ থেকে যাবে। আপনার আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রার্থনা করি। আপনার জন্যে শুভকামনা।
নববর্ষের শুভেচ্ছা নিবেন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ নববর্ষ।
আপনার উচিত কোন একটা ব্যবসায় করা।
ঢাকা শহরে সততার অভাব রয়েছে।
সততার সাথে ব্যবসা করতে পারলে দাঁড়াতে পারবেন।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার আব্বা চলে গেছেন বেশ কয়েক বছর হয়ে গেছে। আব্বার শুন্যতা সব সময়ই বোধকরি। যাই হোক শুভ নববর্ষ। গত বছরের চাইতে এই বছর ভালো যাবে এই প্রত্যাশা করি ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৬
নেওয়াজ আলি বলেছেন: নতুন বছর হোক মৌলিক অধিকার নিশ্চিত । শুভেচ্ছা ও ভালোবাসা ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২
শায়মা বলেছেন: নতুন বছর ভালো যাক ভাইয়া.......
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: আগামী সময়ে সব ঠিক হয়ে যাক এই শুভকামনা রইলো।
৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২
ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!!
০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:০১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১
মোহামমদ কামরুজজামান বলেছেন: জরা- দুঃখ,বেদনা সব বিদায় নিক বিদায়ী বছর ২০২০ সালে আর সুখ-সাফল্য-আনন্দে ভরে উঠুক আমাদের সবার জীবন ২০২১ সালে।
০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: বিদায় ২০২০। অনেক হারানোর বছর ছিল এটা, নতুন বছরেও যার রেশ থেকে যাবে, হয়ত কয়েক পা পিছিয়েও যেতে হবে। তবু এমন মুহূর্তের জন্য আমি যেতে পারি ততদূর, যতদূর যেতে হয়।
নতুন বছর নতুন কিছু বয়ে আনুক। শুভ হোক।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৫১
কালো যাদুকর বলেছেন: আগেই পরেছি, সম্য পাইনি মন্তব্য করার।
আশা রাখী নতুন বছরে একটা ভাল চাকুরী হবে। চাইলে নতুন ব্যবসাতেও হাত দিতে পারেন।
০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: Happy New year
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।
১৭| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০১
নীল আকাশ বলেছেন: নিজের উপর বিশ্বাস এত সহজে হারিয়ে ফেলবেন না।
ছোটখাট কোন কিছু শুরু করুন প্রথমে। অনলাইন বেসড ব্যবসাগুলি এখন বেশ ভালোই চলে। ট্রাই করে দেখতে পারেন।
০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১:১৩
হিজ মাস্টার ভয়েস বলেছেন: Stay Blessed, Stay Empowered
০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
আগামী বছরটাও বেশ কঠিন হবে।