নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেঘ রোদ বৃষ্টি এবং কবিতা

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:২১



রাতের অন্ধকারে কে যেনো পলাশ বাবুর পুকুরে বিষ দিয়ে দেয়, সব মাছ যায় মরে!
একজন কৃষক নিজের স্ত্রীর চাইতে বেশী ভালোবাসেন নিজের এক টুকরো জমিকে।
কিছু কষ্ট ভুলে যাওয়াই ভালো আবার কিছু কষ্ট ভুলে না যাওয়াই ভালো,
শয়তানের মৃত্যু হতে অনেক সময় লাগে।
ঝড়ে যাওয়া পাতার মতন হারিয়ে যায় সৎ মানুষেরা।
সেই চিরো চেনা পথ অচেনা হয়ে যায় ফিনিক্স পাখির মতন।
এই শহরে অশ্লীল জীবেরা মরে না।

অনেক কিছু জেনেছি, অনেক কিছু দেখেছি-
যেমন, জেনেছি নূহ নবীর নৌকা'র তলা ফুটো হয়ে গিয়েছিলো।
যখন তুমি মিথ্যা করে বলো ভালোবাসি-
তখন পৃথিবীর সমস্ত নাবিকেরা দিশেহারা হয়ে যায়।
তোমার চোখে দু'ফোটা জল আসুক অথবা আমাকে কষ্ট দাও- তাহলে নতুন কবিতা জন্ম নিবে।
নদীর বুক শুকিয়ে যাচ্ছে, নেই তার স্তনের সৌন্দর্য।

তুমি উল্কি আঁকলে বুকে- এখন পারো না দেখাতে।
আমি তো সেই আগের মত'ই মেঘ রোদ বৃষ্টি মেখে হাঁটি পথে পথে।
কবি'র ক্ষুধা ফুরায় না।
আমি তোমার ঠোঁটে ঠোঁট রাখলাম- চূড়ান্ত খসড়া এখনো বাকি।
চারপাশের জন্তু গুলি আমাকে চেপে ধরার আগে আমিই ঘুমিয়ে পড়ি।
আমার চোখের সামনে ইঁদুরেরা যা খুশি তাই করছে, আমি চুপ করে আছি।
ঈশ্বরও চুপ করে আছেন।



ছবিঃ আমার তোলা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বহুদিন পর একটা ভাল কবিতা পড়লাম। চিত্রকল্প গুলো খুবই সুন্দর।

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

২| ০২ রা জানুয়ারি, ২০২১ ভোর ৪:১১

আরাফাত৫২৯ বলেছেন: রাজীব ভাই খুব ভালো লাগল।

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



অনেক কিছুর সারমর্ম

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ লেখেছেন কবি রাজীব দা অনেক শুভেচ্ছা রইল

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৫| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪

মেহেদি_হাসান. বলেছেন: পাঠে মুগ্ধ

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।

৬| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৯

অক্পটে বলেছেন: রাজিবদা কবিতাটা খুব মনে ধেরেছে আমার। ছবিটা আপনার তোলা। বেশ হয়েছে। সেটিংটা পারফেক্ট হয়েছে আপনার ক্যামেরার। কোন মুডে ছবি তুলতে আপনার ভালো লাগে? মেক্রোতে আমার খুব শখ।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:০৩

রাজীব নুর বলেছেন: সব মুডেই ছবি তুলি। তবে বেশির ভাগ সময় অটো মুডে তুলি।
ম্যাক্রো অনেক কঠিন লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.