নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজব দুনিয়া

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:২৫



১। পার্কে ছেলেমেয়েরা নানা ভঙ্গিতে বসে থাকে।
বহুলোক মিছিলে বের হয়, মানব বন্ধন করে, তাদের হাতে নানান রকম সরকার-বিরোধী শ্লোগান এবং ফেস্টুন। মন্ত্রীরা সচিবালয়ে দারুন ব্যস্ত। বিরাট মার্কেটের সামনে ভিক্ষুকেরা সাহেব-মেম দেখলেই ছেঁকে ধরে। পানির মতন খরচ করা হয় কালো টাকা। মেয়েরা ঘনঘন মোবাইল ফোনে চোখ বুলায়। বাসের দুই টাকা ভাড়া বৃদ্ধি বিষয়ে লোকেরা তর্ক করে। হাসপাতালের সিড়ি দিয়ে একজন দৌড়ে যায় ব্লাড ব্যাংকের দিকে। এক দিনে ৫৫ হাজার শিশুর জন্ম হয়ে যায়। জঙ্গলে হিংস্র পশু থাকে। মানুষের বনে হিংস্র প্রানী গুলোকে চেনা যায় না- মানুষের পাশে-পাশেই মানুষের মতন চেহারায় শিয়াল, কুমীর সাপেরা ঘুরে বেড়ায়। সব দৃশ্যই প্রায় একই রকম, তবু প্রত্যেকবার নতুন করে ছবি তুলতে হয়।

২। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে যদি স্বর্ণযুগ বলে কিছু থাকে, তা হলো বিগত দশ বছরের শেখ হাসিনা সরকারের শাসন।

৩। গ্রিসের বিখ্যাত দার্শনিক ছিলেন ডায়োজিনাস।
সরল-সাদামাটা জীবনযাপনের জন্য তিনি আলোচিত ছিলেন। একবার বিশ্বজয়ী বীর মহামতি আলেকজান্ডার পারিষদবর্গ নিয়ে এ দার্শনিকের সঙ্গে দেখা করতে গেলেন। নগর রাষ্ট্র গ্রিসের মূল রাস্তার পাশেই এক চৌবাচ্চায় বাস করতেন ডায়োজিনাস। পানি পানের কোনও পাত্রও ছিল না এই মানুষটির। তেষ্টা পেলে দু’হাত মুঠো করে পানি পান করতেন।

একদিন সৈন্য সামন্ত নিয়ে আলেকজান্ডার যখন ডায়োজিনাসের চৌবাচ্চার সামনে পৌঁছলেন দেখলেন, ডায়োজিনাস রোদ পোহাচ্ছেন। নিজের পরিচয় দিয়ে আলেকজান্ডার বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, আপনার কোন সহযোগিতা লাগলে বলবেন। ডায়োজিনাস সঙ্গে সঙ্গে আলেকজান্ডারের দিকে খেয়াল না করেই বললেন, আমার পথ থেকে সরে দাঁড়ান। বিশ্বজয়ী বীর আলেকজান্ডারের বুঝতে বাকি রইলো না, তিনি আসলে রোদটাকেই আটকে আছেন।

৪। একটা জ্ঞানী কথা বলি- যে কোন পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোন নারী, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলছে। তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।

৫। ধরুন, আপনি রুই মাছ বা ইলিশ মাছ অথবা কৈ মাছ দিয়ে আরাম করে ভাত খেলেন। কখনও কি ভেবে দেখেছেন- মাছটি কোন নদীর? অথবা কোন জেলে মাছ ধরেছে? এসব কি জানতে ইচ্ছা করে না?

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


২ নং:

বাংগালীরা পাকিস্তানে ২৩ বছর ও বাংলাদেশে ৫০ বছর স্বাধীন জাতি হিসেবে বাস করছেন; পুরো সময়টা অদক্ষ ও অসৎ সরকার ও প্রশাসনের অধীনে কেটেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:২৬

রাজীব নুর বলেছেন: সৎ আর দক্ষ লোক আছে কোন দেশে?

২| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৫, এতো কিছু জানতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে।মানুষের অতো সময় কোথায়।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:২৮

রাজীব নুর বলেছেন: যতটা সম্ভব আর কি।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৩:১১

অনল চৌধুরী বলেছেন: ২। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে যদি স্বর্ণযুগ বলে কিছু থাকে, তা হলো ............... - বাংলার পাল বংশ, সুলতানী অঅমল বা মুর্শিদাবাদের নবাবদের শাসন আমল সম্পর্কে জানেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:২৯

রাজীব নুর বলেছেন: কিছুটা জানি।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: শুভ নববর্ষ ।
এই এতসব আজব দুনিয়া
সজীব হোক সকলের তরে
ভাল বাসুক একে অপরে ।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৮

রানার ব্লগ বলেছেন: ৫. না প্রশ্ন জাগে না, কারন কাটা বাছতে বাছতে খাওয়ার ইচ্ছাটাই থাকে না।

৪. কথা টা ঠিক না

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৩২

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: গভীর চিন্তার বিষয় রাজীব দা এভাবেই চলুক সমস্যা নাই তো

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ সকাল

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৩৫

রাজীব নুর বলেছেন: শুভ রাত্রী।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৬

নিয়াজ সুমন বলেছেন: রাজীব ভাই চার নং থেকে কি আপনি দূরে থাকেন! :)
পাঁচ নং এ আগ্রহ বৃদ্ধি পেলে গলায় কাটাঁ আটকে যাওয়ার সম্ভাবনা আছে বৈকি ;)

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৯| ০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: দেশে এখন সুশাসন। তবে অসঙ্গতি কিছু থাকবেই। তাই বলে একে বিদ্রুপ করাটা ঠিক নয়।
দেশের কতজন লোক ভালো?

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৩৯

রাজীব নুর বলেছেন: দেশের লোকজন ভালো কিনা বলতে পারি না কিন্তু তারা বোকা।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১। যাপিত প্রাত্যহিক জীবন এবং আমদেরই প্রতিচছবি।
২।একদম :( সঠিক।
৩।এ জাতীয় মানুষ এ যুগে বিরল এবং হওয়ার ও সম্ভাবনা নেই।
৪।হয়ত ঠিক ,হয়ত ঠিক নয়।
৫। সব কিছু না জানতে হয় না ইচছা হয়।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৪০

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

১১| ০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, দশটি বছর ভালই কেটেছে বলা চলে।যদি এই ভাবে দেখি,কি কি হতে পারতো এই দশ বছরে।বিএনপি ক্ষমতায় আসতে পারতো।তাদের বিগত শাসন আমলকে শাসন নাবলে দুঃশাসনই বলা যায়।তারা আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে চেয়ে ছিল।প্রমানিত।তারা এতিমের টাকা নয় ছয় করে জেল খাটছে।
আর ভালো কি হতে পারতো।ড,কামালের নেতৃত্বে ইলেকশনে জয়লাভ করলে কি হত ,সেটাতো পরাজিত হয়েই তারা দেখিয়েছেন।
অতয়েব, আপনার মন্তব্যে আতিরঞ্জন থাকলেও ঠিক আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: হে হে হে----
অনেক ধন্যবাদ।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এই ধরণের পোস্ট দিয়েন। ধর্ম নিয়ে দয়া করে পোস্ট দিয়েন না।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়েই এখন থেকে বেসী পোষ্ট দিবো। মেরি মরজি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.