![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মজার ব্যাপার শুনুন-
বিয়ের অনুষ্ঠানে যাব। সুরভি সন্ধ্যা থেকেই সাঁজতে বসেছে। এর মধ্যে আবার পার্লার থেকে চুল সাজিয়ে এনেছে। শাড়িও মনে হয় পার্লার থেকে পড়ে এসেছে। তারপরও রেডি হতে-হতে সাড়ে দশটা বাজালো। আমি বেশ কয়েকবার তাড়া দিলাম, লাভ হলো না। সাড়ে এগারো টায় বিয়ে বাড়িতে গিয়ে দেখি অনুষ্ঠান শেষ।
২। মনে রাখবেন, দেশটা শেখ মুজিব বা জিয়ার নয়। হাসিনা বা খালেদারও নয়। আওয়ামীলীগ বা বিএনপির নয়, দেশটা আমাদের সবার। যতদিন দেশে জামায়াত শিবির থাকবে- ততদিন দেশে শান্তি থাকবে না। জামায়াত শিবির দেশের শত্রু।
৩। পৃথিবী থেকে চাঁদে যেতে হলে নভোচারীদের মহাকাশযান নিয়ে উপরের দিকে উঠতে হয়। আবার চাঁদ থেকে পৃথিবীতে ফেরার সময় কোন দিকে যেতে হবে?
পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময় যাবে চাঁদের দিকে আর চাঁদ থেকে পৃথিবীতে আসার সময় আসবে পৃথিবীর দিকে?
৪। অনেক দিন আগেকার কথা।
এক দেশে এক রাজা তার এক রানী কে নিয়ে থাকতেন। সেই রাজার ভারী দুঃখ। একে তো দেশে কোন সুখ-শান্তি নেই, তার ওপরে রাজার কোনো ছেলে-মেয়ে নেই। একদিন রাজার দরবারে এক সন্ন্যাসী এলেন। তিনি বললেন, মহারাজ, আমি আপনার দুঃখ জানি। বলে তিনি একটি গোলাপ ফুল রাজার হাতে দিলেন। তারপর আবার বললেন, এই ফুল যদি আপনি পাঁচ দিন পানিতে রেখে, পিষে আপনার রানীকে মধু দিয়ে মিশিয়ে খাওয়ান তাহলে আপনার সব দুঃখ ঘুচে যাবে।
এই বলে সন্যাসী দরবার থেকে চলে গেলেন। রাজা ঠিক সন্ন্যাসীর কথা মত ফুলটাকে পাঁচ দিন পানিতে রেখে পিষে মধু দিয়ে রানীকে খাওয়ালেন। তারপরে রানীর দুই জমজ ছেলে হলো। তাদের নাম দেওয়া হল খেলান আর দোলান। তাদের এইরকম নামের কারন আছে। খেলান সবসময় খেলতে থাকে আর দোলান সবসময় দুলে দুলে ঘুমোয়।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।
২| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুড। আপনি ও ভাবী দুজনই খুব লেজি।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: তা যা বলেছেন মশাই।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কোথাও বের হতে চাইলে যদি দেড়ি হয় আমার মেজাজ অচিন্তনিয়ো খারাপ হয়। তাই কখনো দেড়ি হয় না।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৫
রাজীব নুর বলেছেন: ভালো কৌশল।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে বেশ মজা পেলাম রাজীব দা
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
জামাত-শিবির গুহা-মানব সৃষ্টি করে যাচ্ছে বিরামহীনভাবে, এরা জাতিকে অজাতিতে পরিণত করার জন্য ব্যস্ত।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৬
রাজীব নুর বলেছেন: জামাত শিবিরের পয়সা আছে।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬
কবীর হুমায়ূন বলেছেন: ১ এবং ২ বেশি মজার। জামাত দেশের শত্রু। তাদের মাজা ভেঙে দিতে হবে। সব মিলিয়ে ভালো লাগলো। শুভ কামনা।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪১
নেওয়াজ আলি বলেছেন: সহমত। দেশটা সর্বজনের তবে সাধারণ মূল্যহীন
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯
রানার ব্লগ বলেছেন: ৩। উপর দিকে
মেয়েদের সাজ এবং স্নান দুইটাই সময় সাপেক্ষ !!!
জামাত-শিবির আগাছা আর আগাছা সবসময় রক্তচোষা হয়। এদের মূল শক্তি মুর্খ জনগোষ্টি।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১১
জুন বলেছেন: আমরা এক বৌভাতে গিয়েছিলাম দুপুরের অনুষ্ঠানে, দেখি বৌ নাই ! কোথায় বউ ? পার্লারে । প্রায় ৭০০/৮০০ মানুষ ছিল, খাবার দিলও একটু দেরী করে তারপরও প্রায় সবার খাওয়া দাওয়া শেষ । সবাই চলে যাচ্ছে একে একে । আমরা একটু ক্লোজ থাকায় বসেছিলাম বরের অনুরোধে। শেষ পর্যন্ত সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে আমরা পার্কিং এর দিকে এগোচ্ছি তখন দেখি বৌ সেজেগুজে ঘোড়ার গাড়ি করে আসছে
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: হ্যা এরকম অনেকবার ঘটতে দেখেছি।
১০| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব খান ভাগ্যবান
সবার বাড়ির মেহমান!!
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: হে হে হে---
১১| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৪
মনিরা সুলতানা বলেছেন: আজকাল তো বিয়ে বাড়িতে যেতেই ইচ্ছে করে না, বর বউ এর ফটো শ্যূট এর যন্ত্রণায়।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩১
রাজীব নুর বলেছেন: সহ্য করে যান।
১২| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জামাত শিবির শুধু দেশের শত্রু না,এরা দেশের জনগনের শত্রু।
৩, জটিল প্রশ্ন
৪,রাজা মনে হয় খুব গরিব রাজা।একটা মাত্র রানী। আরবদের কথা বাদই দিলাম।আমাদের এই গরিব দেশেরও কোন রাজার একটা মাত্র রানী ছিল না।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: ৪। হা হা হা---------
১৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৭
ইসিয়াক বলেছেন: ইশ....।এতো দেরী করলে হয়।
০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায় নি সময়।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের একটা পোস্ট নিচে যেতে আর দেন না আরেকটা পোস্ট রেডি করে রাখেন