নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই তো খানিক আগেও আকাশে মেঘ ছিল
ভেবো না তুমি অপ্রয়োজনীয়, তোমার আছে কাজ
রাখো ভারসাম্য দু'পায়ের তলায়, মন্দ কিছু তো নয়
শব্দগুলো কেন বারবার ভালোবাসার কথা কয়?
নিত্য সংঘাত শব্দের সাথে শব্দের কাটার মতো
তাই কি এতো বিষাদ, এতো এতো বিভ্রান্তি?
পাখির মতন ছটফট- ঘুম আসে না সারা রাত
অযথা'ই সমস্ত শব্দ শিকড়, ছায়া স্বপ্নও সুন্দর
অযথা'ই তুমি শুধু ভালোবাসা'র কথা কও।
জানি আমি পুরনো হয় না ভালোবাসার কথা
বুকের ভেতর সারারাত জুড়ে আহাজারি
ভালোবাসায় বেহায়াপনা আছে ভরপুর
বিষয়টা হাস্যকর, তবু শাক দিয়ে মাছ ঢাকা।
অনেক কাজ বাকি হৃদয়ে তাই ভূমিকম্প
সমুদ্রের মতন যে যার ভালোবাসার কাছে যায়
কম্পমান শব্দ'রা কবিকে দেয় শাস্তি সারাবেলা
মানূষের হাজার আদিখ্যেতায় নূয়ে পড়ে ধরনী।
নষ্ট রমনীরা মন ভরে গাল দেয় ইশ্বরকে
বোবা ঈশ্বর কি হায় কোনোদিন শুনবে না-
কবি'র কথামালা মধ্যরাত্রে জ্বলজ্বল করে জ্বলে
ঈশ্বর কি জানে না, কে লাগিয়েছে আগুন
তুমি হাসছো? ভাবছো পাগল আর কারে বলে!
মনে রেখ, কবি'রা হলেন দেশের আত্মা
কবিতা না থাকলে দেশ গভীর অন্ধকারে যেত ডুবে
শহরের বাবুদের সুখ আসে রাতের অন্ধকারে
আহ হা, তোমার নামটা বেশ- বাংলাদেশ
এমন তো ছিল না গোলা হয়ে যাবে শূন্য।
০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: কথা সত্য। বুদ্ধিহীনদের সততাও কোনো কাজে লাগে না।
২| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আরামের চেয়ার পেয়ে ঈশ্বর ঘুমিয়ে গেছে।
০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: ঘুম থেকে ডেকে তুলুন।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪২
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লিখেছে কবি। শুভ কামনা।
০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪১
চাঁদগাজী বলেছেন:
বুদ্ধিহীনরা গোলার মালিক হলে, গোলায় ধান থাকে না, উহা শুন্য হয়ে যায়।