নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। যখন কেউ নিজেকে সব জান্তা মনে করে বকবক করে, তখন অসহ্য লাগে। একজন পন্ডিত কে আমরা পন্ডিত মনে করবো কিন্তু পন্ডিত নিজেই যদি নিজেকে পন্ডিত ভাবে তখন তার প্রতি আস্থা কমে যায়। মন থেকে সম্মান তো থাকেই না।
২। এক সাহিত্যিক ভদ্রলোক একটা স্কুল পরিদর্শনে গেছেন।
সেখানে ক্লাস ফাইভের ছেলেমেয়েরা তাকে ধরে বসলো, কি করে ছোট গল্প লেখা যায় তা শিখিয়ে দিতে হবে। সাহিত্যিক ভদ্রলোক রাজি হয়ে বললেন, 'গল্প লেখা খুব সহজ কাজ। গল্পের প্রথমে একটা আধ্যাত্মিক ভাব থাকবে। তারপরেই একটু অভিজাত পরিবারের কথা মেশাতে হবে। এবার কিছুটা সামাজিক, গার্হস্থ্য জীবনের বিবরণ দিয়ে শেষে একটু রহস্য দিলেই সুন্দর একটা ছোট গল্প তৈরি হয়ে যাবে'। এই বলে সাহিত্যিক ভদ্রলোক স্কুলের শিক্ষকদের সাথে গল্প-গুজব শুরু করলেন।
পাঁচ মিনিট পরে একটি মেয়ে উঠে বললো, 'আমার গল্প তৈরি হয়ে গেছে'।
সাহিত্যিক ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, তাই নাকি? পড়ে শোনাও দেখি।
মেয়োটি তার গল্প পড়ে শোনাল: 'হায় আল্লাহ !' (আধ্যাত্মিক ভাব) সৈয়দ বংশীয়া চেচিয়ে উঠলেন (অভিজাত পরিবার), 'আমার একটি বাচ্চা হয়েছে, (গার্হস্থ্য জীবন) কিন্তু আমি জানি না এর বাবা কে?' (রহস্য)।
৩। এক দাদা আর এক দাদী চিন্তা করল.....
যে তারা তাদের যৌবন কালের সময়কে আবার ফিরিয়ে আনবে। তাই তারা সিদ্ধান্ত নিলো যে তারা আবার নদীর কিনারায় দেখা করবে। পরের দিন সকালে দাদা ঘুম থেকে উঠে সেজে গুজে গোলাপ ফুল নিয়ে নদীর কিনারায় গেলো কিন্তু দাদী নেই।
অনেক্ষন অপেক্ষা করে দাদা রাগ হয়ে বাড়িতে চলে আসল। এসে রাগ হয়ে দাদীকে বলল তুমি নদীর কিনারায় আসলানা কেনো? দাদী লজ্জা পেয়ে হাসলো এবং বললো মা যেতে দেয়নি....
(''রাস্তায় পাওয়া ডায়েরী থেকে'' ভেবেছিলাম আর পোষ্ট করবো না। এখন ভাবলাম, না আবারও এই নামে পোষ্ট দেওয়া যেতে পারে। পোষ্টের সাথে ছবি আমার তোলা। রমনা পার্ক। )
১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৫
রাজীব নুর বলেছেন: উনি ওস্তাদ মানুষ। উনার কাছ থেকে আপনি দূরে থাকুন।
২| ১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ২০১
নাকি ২০০১ !! ১৮০০ বছর পিছনে ফেলা কি ঠিক !
১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৮
রাজীব নুর বলেছেন: আরেহ না।
আমি 'রাস্তায় পাওয়া ডায়েরী থেকে' শিরোনামে লিখতাম। ২০০ টা পোষ্ট দিয়েছি এই শিরোনামে।
কোনো এক পোষ্টে বলেছিলাম- এই শিরনামে আর লিখব না।
৩| ১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা ভাঙ্গার জন্য।কোথায় যেন পড়েছিলাম ঠিক মনে করতে পারছিনা।তবে প্রসিদ্ধ লেখকের উক্তি ।
১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৫
রাজীব নুর বলেছেন: কথা সত্য।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গুরুকে একটু বোঝান না !!
সব জান্তা সমসের,
এক এর উপর সোয়া সের