নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ২

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮



প্রিয় কন্যা আমার-
তোমাকে যেদিন হাসপাতাল থেকে বাসায় আনি- সেদিন বাসায় একটা অনুষ্ঠান করার ইচ্ছা ছিলো। তোমার আগমন এবং তুমি বাসায় প্রথম প্রবেশ করছো। প্রথম দিন নানান ব্যস্ততায় অনুষ্ঠান আর করা হয়নি। তাছাড়া তখন বাড়ি ভরতি ছিলো অনেক মানুষজন। তোমার জন্মের ষষ্ঠ দিনের দিন বাসায় ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। নানান রকম বেলুন আর রঙ্গিন কাগজ দিয়ে ঘর সাজালাম। ছোট্র একটা কেক আর ভাবী পোলাউ কোরমা রান্না করলেন। তোমার মা নতুন একটা শাড়ি পড়লো। আমাকে জোর করে সাদা শার্ট পড়ালো। সবাই মিলে অনেক মজা করলাম। অনেক ছবি তুললাম। তোমার প্রথম অনুষ্ঠানে সাথী আপা ছিলেন। অবশ্য উনি তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। উনার বাসা থেকে ফোন এসেছিলো। সেদিন তোমাকে প্রথম গোছল করানো হয় সেদিন বাসার সবাইকে আমি মিষ্টি আর লাড্ডু খাইয়েছি।

এই যে আমি এখন লিখছি-
তুমি আমার পাশে শুয়ে আছো মাথার দু'পাশে দুই হাত রেখে। মাঝে মাঝে ঘুমের মধ্যেই তুমি হেসে ওঠো। তখন কি যে ভালো লাগে আমার। আবার তুমি কান্না করলে- তোমার কান্না একদম আমার বুকে এসে লাগে। তোমার কান্নায় তোমার চেয়ে বেশী আমায় কষ্ট দেয়। ইদানিং আমি তোমার কান্নার অর্থ বুঝতে শিখেছি। কান্না শুনেই বুঝতে পারি- এখন তোমার ক্ষুধা পেয়েছে। এখন তোমাকে মশা কামড় দিয়েছে, এখন তোমার কোলে উঠতে ইচ্ছে হয়েছে অথবা ডায়পার বদলানোর সময় হয়েছে। তোমার মা আর আমি প্রায় সারারাত'ই জেগে থাকছি। অথচ ঘুমে আমাদের চোখ বন্ধ হয়ে আসে। সুরভি ঘুমায় না কারন একটু পর পর তোমাকে দুধ খাওয়াতে হয়। আর আমি ঘুমাই না- তোমাকে যেন মশা না কামড়ায় সেদিকে লক্ষ্য রাখি। সেদিন দেখি, তোমার জামায় একটা লাল পিপড়া। তুমি কান্না করেছো। পিপড়াটা নিশ্চয়ই তোমাকে কামড় দিয়েছে।



আজ তোমার বয়স মাত্র এগারো দিন।
আমি লিখছি আর তোমার দিকে চোখ রাখছি যেন মশা তোমার গায় না বসতে পারে। এই মাত্র তোমার ঘুম ভাঙ্গল। তুমি আড়মোড়া ভাঙছো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছো। ইচ্ছে মতোন হাত পা ছুড়ছো। তোমার জন্ডিস এখনও ভালো হয়নি। চোখ এখনও অনেকখানি হলুদ। আমার একটা আফসোস আমার বাবা তোমাকে দেখে যেতে পারলেন না। তোমাকে দেখলে তিনি অনেক খুশি হতেন। তোমার জন্মের ২০ দিন আগে আব্বা মারা গেলেন। অর্থাৎ ১১ ডিসেম্বর তোমার দাদা হঠাত মরে গেলো। জানুয়ারীর ২২ তারিখে আব্বার চল্লিশা। সেদিন গরীব দুঃখীদের একবেলা খাইয়ে দেবো। মাদ্রাসার এতিম ছেলেদের খাইয়ে দিবো একবেলা। আমার অনেক দায় দায়িত্ব আছে। অথচ চাকরি হারিয়ে বসে আছি। জমানো টাকাও সব শেষ। তবে তোমার কোনো চিন্তা নেই। কোনো কিছু নিয়েই তোমার কোনো প্রকার বেগ পেতে হবে না। আমি আছি।

তোমার মা খুব নামাজ রোজা করে।
নিয়মিত কোরআন পড়ে। আমার আব্বার চল্লিশা শেষ হয়ে গেলেই তোমার আকিকা দিয়ে ফেলব। একটা ছাগল জবাই করে মাংস গরীব মিসকিনদের মাঝে বিলিয়ে দেবো। অবশ্য এখনও কাউকে মিষ্টি খাওয়ানো হয়নি। এক শ' কেজি মিষ্টি আত্মীয়স্বজন আর পাড়া প্রতিবেশীদের বিলিয়ে দিবো। অবশ্য আব্বা বেঁচে থাকলে সে নিজেই দুই শ' কেজি মিষ্টি বিলাতো। যাই হোক, আমার মা তোমাকে প্রতিদিন দেখতে আসে। সে বেশ অসুস্থ। তারপরও অসুস্থ শরীর নিয়ে তোমাকে নিচ তলা থেকে ছয়তলা দেখতে আসে। অথচ তাকে ডাক্তার সিড়ি ভাঙতে নিষেধ করেছেন। তোমাকে কোলে নিয়ে বসে থাকেন। এবং বলেন, তুমি দেখতে পুরোপুরি আমার মতোন হয়েছো। আমার মতো তোমার হাত-পা। ঠোঁট। আমিও বেশ মিল পাই তোমার সাথে আমার।

মন্তব্য ৪৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৭

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনার মেয়ের জন্য। আমিও আপনার মেয়ের সাথে আপনার মিল পেলাম৷

আপনার বাবার জন্য খারাপ লাগল।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৫২

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার বইয়ের সর্বশেষ আপডেট কি?

২| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:০৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার মেয়ে অত্যাধিক সুন্দর হয়েছে।আপনাকে বিলম্বীত অভিনন্দন। নাম ঠিক করেছেন?

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: হ্যা নাম ঠিক করেছি। সেটা প্রথম পর্বে দিয়েছি।
নাম হবে 'ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
অথবা 'ফারিজা তাবাসসুম খান (হানিত্রা নূর)।

৩| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনাদের সবার জন্য শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

৪| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মেয়েকে নিয়ে সময় ভালই কাটছে।পরীর আদর যেন না কমে যায় সেদিকে খেয়াল রাখবেন।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: আরেহ না। আদর কমবে না। আমি একজন ভালো বাবা হবো।

৫| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৪

কবিতা ক্থ্য বলেছেন: নাম কি রাখলেন রাজীব ভাই?

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: নাম হবে 'ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
অথবা 'ফারিজা তাবাসসুম খান (হানিত্রা নূর)।

৬| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৮

কাছের-মানুষ বলেছেন: এবার বই মেলা হবে না জানতে পেলাম।
আমি ঠিক বুঝতে পারছি না কি হবে! সব প্রস্তুতি ঠিক ছিল!

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: বইমেলা হবে না এটা কি বাংলা একাডেমির ফাইনাল ঘোষনা?

৭| ১১ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫০

সোহানী বলেছেন: ওরে গুলটু বেবি !:#P ..। বাচ্চাদের সাথে আমার খুব ভালো সময় কাটে।

দেশে মশা একটা বিরাট সমস্যা্। মশার ব্যাট ইউজ করেন। আর রোদে দিচ্ছেন নিশ্চয়। জন্ডিস সেরে যাবে রোদে রাখলে, এটা সাময়িক।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: মশার ব্যাট ইউজ করতে বিরক্ত লাগে।
এরোসল এনেছি। কিন্তু সবাই বাচ্চার ঘরে এরোসল স্প্রে করতে মানা করেছে।
গত দুই দিন ধরে রোদে দিতে পারছি না। রোদ নাই।

৮| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৮

জুন বলেছেন: ওমা কি মিষ্টি বাবু , অনেক আদর রইলো।


১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

আমি সাজিদ বলেছেন: অভিনন্দন রাজিব ভাই

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৫

আমি সাজিদ বলেছেন: হ্যান্ড স্যানিটাইজ করেই যেন সবাই বেবি গার্লকে স্পর্শ করে। সোহানী আপুর কমেন্টটায় বেশ দরকারি পরামর্শ দেওয়া আছে।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ঘরে সাবান, হেক্সিসল আর স্যানিটাইজার সবই আছে। যারা আসছেন তারা হাত ভালো করে ধুয়ে নিচ্ছেন।

১১| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল রাজীব দা ভাল থাক কন্যাদয়

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১২| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৯

এমেরিকা বলেছেন: আমি চাই আপনি প্রতিদিন আত্মজাকে নিয়ে একটি করে ব্লগ লিখে একটা ইতিহাস সৃষ্টি করুন। কথা দিচ্ছি, এক বছর যদি এটা চালিয়ে যেতে পারেন, আপনাকে আমি ব্যক্তিগত উদ্যগে একটা পুরস্কার দেব। আমার মেয়ে বলতে গেলে চোখের অগোচরেই বড় হয়ে গেল। কাজের ব্যস্ততায় তাকে সময় দিতে পারিনি। আপনার হাতে যেহেতু প্রচুর সময় আছে, আপনি দিয়েন। আর যা যা কীর্তি আপনার চোখে পড়ে, আমাদের সাথে শেয়ার করবেন প্লীজ!

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: হ্যা আমি 'ফারিজা তাবাসসুম খান (হানিত্রা নূর) কে নিয়ে নিয়মিত লিখব। অবশ্যই লিখব।
এক বছরের বেশী সময় ধরে লিখব। লিখতে আমার ভালো লাগে। মেয়েটা বড় হয়ে এই লেখা পড়বে। এর চেয়ে আনন্দের আর কি আছে!

১৩| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন। রাজকন্যার জন্য শুভকামনা।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
অভিনন্দন অভিনন্দন।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৫| ১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১২

এম. হাবীব বলেছেন: এলোকেশী, অপরূপা উজ্জল গায়ের রং, তোমার প্রেমে মগ্ন বাবা,দেখাও শত ঢঙ... মাশাল্লাহ্ অসাধারণ হয়েছে আপনার রাজকন্যা।
রাজকন্যার জন্য ভালোবাসা অবিরাম। আর হ্যাঁ জন্ডিসের জন্য সোহানী’র মন্তব্যই কারেক্ট; প্রতিদিন সকালে রোদে রাখবেন তাতেই জন্ডিস সেরে যাবে।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: পোড়া কপাল আমাআর আজ দু দিন ধরে কোনো রোদ নেই ঢাকা শহরে।

১৬| ১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: স্বাগতম পরির ছোট বোন,পরীর রাজ্যে।তোমার আগমনে সুখী ও ধন্য হোক রাজীব ভাই - সুরুভী ভাবীর পরিবার। আর সুখ সাফল্যে ভরে উঠুক তোমাদের দুইবোনের জীবন।

জীবনে সুখ সাফল্য এবং সকল প্রকার অকল্যান থেকে মুক্ত থাকার জন্য দোয়া রইল।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

অক্পটে বলেছেন: "তবে তোমার কোনো চিন্তা নেই। কোনো কিছু নিয়েই তোমার কোনো প্রকার বেগ পেতে হবে না। আমি আছি।" এমন হৃদয় নিঙ্গড়ানো উক্তি বাবাদেরই সাজে। পরীর জন্য শুভকামনা।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


ঘরে অনেক মশা? বারান্দায় প্ল্যান্ট ইত্যাদি থাকলে সরায়ে ফেলেন।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: মশা কোনো কালেই ছিলো না। ইদানিং দেখা দিয়েছে। আমার ঘর খুব পরিস্কার পরিচ্ছন্ন।
হ্যা মানিপ্ল্যান্ট আছে অনেক গুলো।
শিশু বাচ্চা তাই এরোসল স্প্রে করছি না।
তবে আজ থেকে মশারী টানাবো। কোনো উপায় নাই।

১৯| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৫

ইসিয়াক বলেছেন: মিষ্টি কিন্তু পাওনা আছে। আমি জানুয়ারির ২৮ তারিখে আসছি। তৈরি থাকেন।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: ইনসাল্লাহ।

২০| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

অধীতি বলেছেন: একজন বাবার মায়া ও তার ভালবাসার প্রকাশ। মেয়েটার ভাগ্য প্রসন্ন,তার বাবা তাকে অনেক বই কিনে দিবে,লিখতে উৎসাহিত করবে।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: পড়ার চেয়ে আর জানার চেয়ে আর কিছু নয় দামী।

২১| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমিও বেশ মিল পাই তোমার সাথে আমার।
......................................................................
বড় হলে মিলটা শুধু চেহারায় থাকলে চলবে না ।
মনের মিলটা যেন ভালো থাকে ।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।

২২| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুভ কামনা নিরন্তর.........।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৩| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

স্থিতধী বলেছেন: মেয়ে মাশাল্লাহ অনেক কিউট হয়েছে । অভিনন্দন আপনাকে । মেয়েকে নিয়ে সময় নিশ্চয়ই দারুণ যাচ্ছে।

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: হ্যা তা বেশ ভালোই আছি। দোয়া করবেন।

২৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

খায়রুল আহসান বলেছেন: আসলেই আপনার চেহারার সাথে আপনার মেয়ের মুখের মিল আছে।
এরোসল স্প্রে সাংঘাতিক ক্ষতিকর। বাচ্চাদের তো নয়ই, বড়দের ঘরেও দিবেন না। ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। সোহানী'র পরামর্শটাই ভাল- ব্যাট ইউজ করেন

আপনার মেয়ে বড় হয়ে আপনার এসব লেখা পড়ে খুব খুশি হবে নিঃসন্দেহে।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ন।
এরোসল স্প্রে করি নাই। এখন মশারী টানাই।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: না স্প্রে করি নাই।
এখন মশারী টানাই।

আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.