নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কিছু দিনের মধ্যেই আমাদের দেশে ভ্যাকসিন আসছে।
খুবই আনন্দের সংবাদ। সারা দেশের মানুষ ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে। বহু প্রতীক্ষিত ভ্যাকসিন। সরকারী হিসাবে আমাদের দেশে প্রায় আট হাজার মানুষ মারা গেছেন করোনায়। ভ্যাকসিন আরো আগে হাতে পেয়ে গেলে হয়তো মৃতের সংখ্যা এত বাড়তো না। যাই হোক, ভ্যাকসিন আসছে এতেই আমরা খুশী। এই খুশীতে একটা আনন্দ মিছিল করা যেতে পারে। সোহরাওয়ার্দী উদ্যান আতশবাজি ফুটানো যেতে পারে।
এখন জরুরী কথা হলো-
ভ্যাকসিন আগে কে পাবে? মন্ত্রী, এমপিরা? বস্তির লোকেরা? ডাক্তার, নার্সরা? সরকারী চাকরীজীবিরা? বয়স্ক লোকেরা? নাকি গনমাধ্যম কর্মীরা? সবার মনের মধ্যেই এখন এই প্রশ্ন। অনেকেই অনেক রকম বক্তব্য দিচ্ছেন। সংবাদ কর্মীরা বলছেন, আগে আমাদের'ই দেওয়া উচিত। ডাক্তাররা বলছেন, সবার আগে আমাদের পাওয়া উচিত। মসজিদের ইমামরা বলছেন, ভ্যাকসিন আমাদের জন্য সবচেয়ে বেশী জরুরী। সবারই আগে চাই।
সরকার থেকে এখনও স্পষ্ট করে কিচ্ছু বলছে না।
অপেক্ষা করি আর দেখি সরকার কাদের ভ্যাকসিন আগে দেয়। সারা দেশের মানুষ সেই অপেক্ষাতেই আছে। সরকার কি ভ্যাকসিন ফ্রি দেবে না টাকা নেবে বিষয়টা আমি জানি না। টাকা নিলে নিক, তবু মানুষ বাচুক। আচ্ছা, ভ্যাকসিন নিয়ে দূর্নীতি হবে না তো? লকডাউন এর সময় সামান্য তেল চাল নিয়ে দুর্নীতি হয়েছিলো। সুষ্ঠু ভাবে ভ্যাকসিন বিতরণ কি সম্ভব আমাদের দেশে?
আমার মতে, সবার আগে ভ্যাকসিন দিতে হবে দূর্নীতিবাজদের।
কারন তারা বাঁচলে অনেক মানুষ বাঁচবে। দূর্নীতিবাজদের ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নেই। সেই সব প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ কাজ করে। কাজেই আগে দূর্নীতিবাজদের বাঁচাতে হবে। তারা বাঁচলে অনেক মানুষ বাঁচবে। তারা না বাঁচলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বহু লোক বেকার হয়ে পড়বে।
ভোটের সময় বাড়ি বাড়ি এসে ভোটের স্লিপ দিয়ে যায়।
যেন ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা না হয়। অনেক সময় রিকশা করেও ভোট কেন্দ্রে নিয়ে যায় কর্মীরা। এখন সরকারের উচিত বাড়ি বাড়ি এসে ভোটের স্লিপ এর মতো ভ্যাকসিন দিয়ে যাওয়া। দেশের মানুষ ভোট দিয়ে তাদের ক্ষমতায় বসিয়েছে। কাজেই সরকারের উচিত বাড়ি বাড়ি ভ্যাকসিন পৌঁছে দেওয়া। তাহলে আওয়ামীলীগ সরকারকে মানুষ সারা জীবন মনে রাখবে।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: এরকমটাই হওয়া উচিত।
২| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৫৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার প্রস্তাবটি ও খারাপ না।
যারা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে,যারা অর্থনিতির চাকা সচল রাখে,যাদের কাজ জনগনের সাথে।
অনেককেই মনে হয় কিনে দিতে হবে,বেশিরভাগ লোক টিকাই নিবে না।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: কিনে নিতে হলে আমি টিকা নেবো না।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৩
কবিতা ক্থ্য বলেছেন: আমার মনে হয় টিকা আগে দরকার সরকার দলীয় নেতাদের।
কারন তাদের উপর দিয়া যারা টিকা নিতে যাবে, তারা প্রান হারাবে।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: সত্য কথা।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সময় উপযোগী একটি পোস্ট। আমার কাছে মনে হয় আগে টিকা আরেক দফা পরীক্ষা করানো উচিত। যদি এই টিকায় ১টি মানুষেরও কোন ক্ষতি হয় !!! ভয় হয় !! কঠিনভাবে পরীক্ষা করার পর মানুষের দেহে উক্ত টিকা প্রয়োগ করা উচিত। সবাই সুস্থ্য থাক। সবাইকে নিয়েই একসাথে বাঁচতে চাই-----
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন রাজীব দা
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
মুজিব রহমান বলেছেন: ধর্ম প্রচারকগণ দাবি করে আসছেন করোনা তাদের কিছুই করতে পারবে না। তাহলে তালিকায় তাদের নাম থাকার দরকার কি?
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: তারাও মানুষ তাদেরও বেঁচে থাকা দরকার।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০২
আমি সাজিদ বলেছেন: কোন বিষয়ে স্বচ্ছ ধারনা না থাকলে সে বিষয়ে গোলমেলে হওয়াটা স্বাভাবিক। বাইরের দেশগুলো কাদের আগে ভ্যাক্সিন দিচ্ছে? সহজ সমাধান। আর কোন কথা বাড়ানোর তো যৌক্তিকতা দেখছি না।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: আমাদের সরকার অন্য দেশকে ফলো করবে না।
৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৬
আমি সাজিদ বলেছেন: বেক্সিমকো টিকা বিক্রি করছে এ বিষয়ে আপনার কি ধারনা? যে যার মতো দেশে রাজত্ব করছে। উচিত ছিল প্রথম ধাপে একটি টিকাও যেন বিক্রি না হয় তার ব্যবস্থা নেওয়া।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: বেক্সিমকো অনেক ক্ষমতাধর প্রতিষ্ঠান।
৯| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫
পদ্মপুকুর বলেছেন: আপ্নে আছেন কে আগে পাবে তাই নিয়ে.... খোঁজ নিয়ে দেখেন এর মধ্যেই কে কে পেয়ে বসে আছে তবে আপনার পরামর্শ খারাপ না, সবার আগে দুর্নীতিবাজদের দেয়া উচিৎ। তারা বাঁচলে অনেকে বাঁচবে, না বাঁচলে দেশ দুর্নীতিবাজমুক্ত হবে।
আবার দুর্নীতিবাজদের ধরার জন্য এটা একটা ভালো সুযোগও হতে পারে। যদি ঘোষণা দেয়া হয় যে দুর্নীতিবাজদের আগে ভ্যাক্সিন দেয়া হবে, তাহলে দুর্নীতিবাজরা দুর্নীতির প্রমাণ দেখিয়ে নাম তালিকাভুক্ত করবে, আর দুদক কপাৎ কপাৎ করে সবগুলোকে আসল ভ্যাক্সিন দিয়ে দেবে....
আহা হা যদি এমন হতো!
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন করেছেন জনাব।
এযুগের দূর্নীতিবাজরা অনেক চালাক। তাদের ধরা এত সহজ নয়।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
আগে পাবেন, যারা পাবলিক ট্রান্সপোর্টে (বাস, ট্রেন, রিক্সা, সিএনজি ) কাজে যান ও যারা গার্মেন্টস'এ কাজ করেন।