নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি প্রতিভাহীন মানুষ-
আমি কেবল নিঃশ্বাস'ই নিতে জানি!
খেলতে খেলতে কতবার যে আলমারিতে ঘুমিয়ে গেছি।
আমার এক শিক্ষক বলেছেন,
বই পড়ো আর না পড়ো, তবু প্রচুর বই কিনবে
চোখের সামনে প্রচুর বই থাকলে, দেখতে ভালো লাগে।
আমি খুব চাই-
আকাশ খুব ঘনো কালো হয়ে
একটানা সাত দিন বাংলাদেশে বৃষ্টি হোক।
কিছু সমস্যা আছে-
ঠিক দুপুরে মাথার ছায়া পায়ের তলায় থাকে,
খুঁজে পাওয়া মুশকিল।
ছবিঃ আমার তোলা।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: জানি না জনাব।
২| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪১
মাস্টারদা বলেছেন: কাঁচা বাঁশের খাঁচা যতই রোদে পুড়বে, ভিজবে বৃষ্টিতে ততই তো সে মজবুত হবে। ফাঁকা খাঁচাই ভরতে পারে।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: ভালো কথা। তবে কঠিন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
এম ডি মুসা বলেছেন: চমৎকার কবিতা
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বই এর ব্যবসা করুন,রথ দেখাও হবে কলা বেচা ও হবে।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: ব্যবসা করার মতোন বুদ্ধি কি আমার আছে?
৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: বই নির্বান্ধবদের অন্তরঙ্গ, উপকারী বন্ধু।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: বই হচ্ছে প্রতিটা মানুষের সবচেয়ে ভালো বন্ধু।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৭
ইসিয়াক বলেছেন: সম্ভবত ২০০০ সালে আকাশ খুব ঘন কালো হয়ে অবিরত সাতদিন বৃষ্টি হয়েছিলো।অকল্পনীয় বড় বড় ফোঁটায়। তার সাতদিন পরে দক্ষিণ অঞ্চলে নজীর বিহীন বন্যা হয়েছিল পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। আপনার কবিতায় সাতদিনের বৃষ্টি চাওয়াতে ভয়াবহ সেই বন্যার কথা মনে পড়ে গেলো।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: সেই ঘটনা আমার একটূও মনে নেই।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৪
নেওয়াজ আলি বলেছেন: আপনি লেখার প্রতি আরো মনোযোগ দিন। ইদানিং লেখা মন কাড়ে না
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: নানান ঝামেলায় আছি ভাইসাহেব।
৮| ১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার লেখাগুলো খুবই যুক্তিশীল----- বই আসলেও মানুষের সবচেয়ে বড় বন্ধু
১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ বোন। ভালো থাকুন।
৯| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার শিক্ষক দারুণ কিছু শিখিয়েছেন আপনাকে। বই ছাড়া আমারও একা একা লাগে।
ঠিক দুপুরে মাথার ছায়া পায়ের নিচে থাকে। খুঁজে পাওয়া মুশকিল। দারুণ কিছু বলেছেন ভাই।
১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
কোন মাসে বাংলাদেশে ছায়া মোটামুটি পায়ের নীচে থাকার কথা