নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অঞ্জনা (সাইন্স ফিকশন কবিতা)

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৭



টাইম মেশিনের সামনে দাঁড়িয়ে আছেন একজন বিজ্ঞানী
ভ্রু কুঞ্চিত, চোখে রাজ্যের টেনশন, ভয়, মুষ্টিবদ্ধ দুই হাত
কয়েক বছর চুল-দাড়ি কাটেন নি, পাগলের মতোন অবস্থা
খাওয়া-দাওয়া নেই ঠিকভাবে, তাই সে অতি দুর্বল ও রুগ্ন
তার বহুদিনের গবেষনা শেষ, আজ শুধু ফলাফলের অপেক্ষা
অতীত বা ভবিষ্যৎ থেকে কেউ এসেছে তার টাইম মেশিনে
তিনি পেরেছেন- সময়কে অতিক্রম করতে!!!

পায়চারি করতে-করতে এক আকাশ হতাশায় বিজ্ঞানী
কপালে তার ভাঁজ, ভ্রু জোড়া বেশ কুঞ্চিত
নিজের মাথার চুল আর দাড়ি টানতে থাকলেন-
হঠাৎ দেখলেন টাইম মেশিনের দরজা খুলে একজন
তরুনী মেয়ে বের হয়ে এলো।
অবাক বিজ্ঞানী! বললেন, আপনি কে? কোথা থেকে এলেন?

বুঝেছি, আপনিই আমার গবেষনার ফসল,
মানে আমি সফল!!! আহা বেশ বেশ!!!
মেয়েটি হেসে বলল- আপনার অনুমান মিথ্যে নয় জনাব।
সময় খুব কম, আসুন আমরা মিলিত হই
তারপর জন্ম নিবে এক মহামানব।

বিজ্ঞানী রেগে গিয়ে বললেন- মেয়ে মানুষ স্বভাবতই
বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ। মেয়েমানুষ না থাকলে
পৃথিবীটা অনেক বেশি বাসযোগ্য হতো।
মেয়েটি কঠিন চোখে তাকিয়ে বলল-
আপনার বয়স যখন উনিশ বছর তিন মাস
তবে তখন কেন একটি মেয়ের উপর ঝাপিয়ে পড়েছিলেন?
বিজ্ঞানী বললেন, তুমি এই কথা জানলে কী করে?
অতঃপর বিজ্ঞানী একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
হ্যাঁ তার নাম ছিল অঞ্জনা।


ছবিঃ আমার তোলা। কবিতার সাথে ছবির কোনো সামঞ্জস্য নেই। আমি দুঃখিত। সামঞ্জস্য আছে এমন ছবি খুঁজে পাই নি। হাতের কাছে যে ছবিটা পেয়েছি সেটাই ব্যবহার করেছি। )

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: জীবনে প্রথম সাইন্স ফিকশন কবিতা পড়লাম!!!
না, চেষ্টা করলে হয়তো আরো কিছু সাইন্স ফিকশনটাইপ কবিতার কথা মনে করতে পারবো।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: হতে পারে।

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৯

মেহেদি_হাসান. বলেছেন: জাফর ইকবাল স্যারে ওমিক্রনিক রুপান্তর পড়তেছি। আপনার সায়েন্স ফিকশন কবিতা পড়ে মজা পেয়েছি।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: জাফর স্যারের বহু সায়েন্স ফিকশন পড়েছি। একসময় তার সাথে মোবাইলে ম্যাসেজ আদান প্রদান হতো।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর হয়েছে কবি রাজীব দা

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: ওয়াও! আমিও সাইন্স ফিকশন কবিতা লিখতে চাই।

দারুণ প্রচেষ্টা।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: কোনো ব্যাপার না। লিখে ফেলুন।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ঢাকার মানুষর জীবন নিয়ে একটি কাব্য লিখুন।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
আমি চেষ্টা করবো।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পরিশ্রমী মানুষের ছবি।ছবিটা নিয়েই একটি সুন্দর কবিতা লিখতে পারতেন।আমি লিখতে পারলে তাই লিখতাম।কেন যে কিছুই হলাম না।না কবি না বিপ্লবী।সব কিছুতেই তাইরে নাইরে না।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: আপনি প্রতিদিন একটা করে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন। আমি মনে করি আপনার লেখা দরকার।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫০

এম ডি মুসা বলেছেন: ভালো লাগলে।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.