নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৩

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২০



গানের লীলার সেই কিনারে, যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয় পারাবারে, রাগরাগিণীর জাল ফেলাতে—
তোমার সুরে সুরে সুর মেলাতে?।


প্রিয় কন্যা আমার-
ইদানিং তুমি বিছানায় শুয়ে থাকতে চাও না। শুধু কোলে থাকতে চাও। কোল থেকে নামালেই হই চই শুরু করে দাও। আমি ভেবে পাই না তুমি কি করে বুঝ যে, কোনটা বিছানা আর কোনটা কোল। কারন তুমি খুবই ছোট। আজ তোমার বয়স মাত্র ১৭ দিন। তোমার জন্ডিস হয়েছিলো। সেটা এখন ভালোর দিকে। তোমার জন্মের পর আমার জীবনযাপনের রুটিন পুরো বদলে গেছে। আমার খাওয়া, ঘুম, বই পড়া, গোছল, মুভি দেখা, আড্ডা সব বন্ধ হয়ে গেছে। অবশ্য এজন্য আমি মোটেও দুঃখিত না। সবার আগে তুমি আমার কাছে। তুমি খুশি থাকলেই আমি খুশি।

আগামী শুক্রবার গ্রামের বাড়ি যাবো।
তোমার দাদার চল্লিশার অনুষ্ঠান। তাছাড়া একটা জরুরী মিটিং আছে। জমিজমা সংক্রান্ত ব্যাপার। জমিজমা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে তোমার বড় চাচার ইচ্ছা গ্রামে একটা দোতলা বাড়ি করার। তাহলে মাঝে মাঝে গিয়ে থাকা যাবে। তুমি আর একটু বড় হলে তোমাকে নিয়ে গ্রামে যেতাম। নিজের চোখে তুমি আমাদের গ্রাম দেখতে। উঠানে ছুটাছুটি করতে। আমাদের গ্রামের বাড়ির উঠান টা খুব সুন্দর। বেশ বড় এবং মসৃন। গ্রামে আমার যে চাচা থাকেন তিনি প্রতিদিন উঠান ঝেড়ে মুছে পরিস্কার করে রাখেন। একটা গাছের পাতাও উঠানে পড়ে থাকতে দেন না।

সুরভি আর আমার ইচ্ছা আছে-
তুমি হামাগুড়ি দেওয়া শিখলেই তোমাকে নিয়ে কক্সবাজার যাবো। সমুদ্রের পাড়ে তোমাকে ছেড়ে দিব। সমুদ্রের ঢেউ দেখে তুমি কি করো সেটাই আমাদের দেখার ইচ্ছা। তোমাকে নিয়ে আমার বহু পরিকল্পনা আছে মেয়ে। তুমি বড় হলে সব জানতে পারবে, দেখতে পারবে। তুমি আমার প্রিয় কন্যা। আমার কলিজার টুকরা। তুমি আর দশজন সাধারণ মেয়ের মতো হলে চলবে না। তোমাকে হতে হবে অসাধারন। অবশ্য আমি জোর করে আমার কোনো ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেবো না। শুধু ভালো আর মন্দের প্রার্থক্যটা তোমাকে ধরিয়ে দেবো। তুমি হবে একজন কুংস্কার মুক্ত মানুষ।

প্রিয় কন্যা আমার-
তুমি বড় হবে এক আকাশ আনন্দ নিয়ে। কারন তোমার বাবা একজন হৃদয়বান মানুষ। একজন আধুনিক মানুষ। একজন কুসংস্কার মক্ত মানুষ। কাজেই তোমার কোনো চিন্তা নেই, নেই কোনো ভয়। আমি খুব চেষ্টা করবো পৃথিবীর কোনো ধুলো ময়লা যেন তোমাকে স্পর্শ করতে না পারে। এই যে আমি এখন লিখছি, তুমি আমার পাশে গুটিসুটি মেরে শুয়ে আছো মাথার দুই পাশে দুই হাত রেখে। আমি লিখছি আর একটু পরপর তোমার দিকে তাকাচ্ছি। তোমার পাশে তোমার মা শুয়ে আছে। সারাদিন সে তোমার পেছনে তার সবটুকু সময় দিচ্ছে। নিজের খাওয়া, গোছল আর ঘুমের দিকে তার খেয়াল নেই। তুমি শুধু আমার কলিজা না, তোমার মায়েরও কলিজা।

তোমার নাম নিয়ে ঝামেলায় আছি-
তোমার বড় চাচা আর বড় মামা দুজনেই তোমার নাম রেখেছেন। এখন দু'টা নাম তো আর রাখা যাবে না। যে কোনো একজনের নাম রাখতে হবে। যার দেওয়া নাম রাখা হবে না, সে নিশ্চয়ই কষ্ট পাবেন। অথচ আমরা কাউকে কষ্ট দিতে চাই না। এদিকে তোমার বড় চাচা আর বড় মামা দুজনেই ভালো মানুষ। তবে আমি মনে মনে চেয়েছিলাম, তোমার নাম তোমার মা রাখুক। কারন একটা বছর তোমার মা তোমাকে পেটে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। নাম রাখার অধিকার তারই সবচেয়ে বেশী। অবশ্য নাম বড় কথা নয়। মানুষের কর্মটাই আসল। তোমাকে পরিবার, সমাজ সর্বোপরি দেশের জন্য ভালো কাজ করতে হবে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩২

ইলি বলেছেন: আপনার মেয়ের জন্য শুভ কামনা।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৩

রাজীব নুর বলেছেন: থ্যাংকস।
ভালো থাকুন।

২| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার আগে তুমি আমার কাছে। তুমি খুশি থাকলেই আমি খুশি।
............................................................................................
এই আনন্দে আমরাও খুশী ।
তবে নাম রাখার ক্ষেত্রে আমার কিছু বলার আছে,
অবশ্যই নামের যেন সুন্দর অর্থ থাকে,
এবং শ্রুতিমধুর হয় ।
বড় হলে যেন তা নিয়ে ওর কোন আফসুস না থাকে ।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:



আপনার মেয়ে নিজের মা, বাবা ও বিছানাকে চিনেছে ইতিমধ্যে।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: শুধু মা বাবাকে না, মনে হয় সে ঘরাটাকেও চিনেছে। সারাক্ষণ চারপাশ ঘুরে ঘুরে দেখে।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইচ্ছেগুলো ভাল,কিন্তু সমাজের যে অবস্থা মেয়েদের নিয়ে হাজারো চিন্তায় থাকে বাবা মা।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
খু সমস্যা হলে- আমি আমার বউ বাচ্চা নিয়ে উন্নত কোনো দেশে চলে যাবো।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:২৪

রানার ব্লগ বলেছেন: দিনে দিনে সে সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠুক এই কামনা করি।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: বাবা-মায়ের সাথে সন্তানের / কন্যার সম্পর্ক আত্মার। আর তাই সে সবকিছু বুঝতে পারে।

চোখের সামনে দিনে দিনে সন্তানের বেড়ে উঠা ,বাবা-মায়ের নিকট তা খুব আনন্দের । আর তার সুখ-দুঃখ হাসি-আনন্দের মাঝেই বাবা-মায়ের হাসি-আনন্দ মিলে থাকে।

কন্যাদের নিয়ে আপনার সকল ইচছে গুলি আল্লাহ পরিপূর্ণ করে দিন।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কন্যা তুমি আলোকিত মানুষ হও।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মেয়ের জন্য শুভ কামনা ও দোয়া, বড় হোক, মানুষ হোক, অসাধারণ হোক।

আগামী শুক্রবার গ্রামের বাড়ি যাবো। তোমার দাদার চল্লিশার অনুষ্ঠান।
কেনো করছেন এই চল্লিশা?
আপনিতো এইসব মানেন বলে মনে হয়নি!
নবীর জীবনদশায় তার স্ত্রী-কন্যা-পুত্র-সাহবীরা মারা গেছেন। নবী কারো চল্লিশা করেন নি। নবী মারা যাওয়অর পরে তার আত্মীয় বা সাহাবীরাও তার চল্লিশা করান নি।
হায় নবীর চল্লিশা হয়নি, কি হবে উনার?

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আসলে এত সব আমি বুঝি না।
আমার অন্য ভাইয়েরা আর চাচা ফুপুরা এবং আত্মীয়স্বজন এবং গ্রামের মানুষজন ময়মুরুব্বীদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া কি ঠিক?

৯| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার অন্য ভাইয়েরা আর চাচা ফুপুরা এবং আত্মীয়স্বজন এবং গ্রামের মানুষজন ময়মুরুব্বীদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া কি ঠিক?

আপনি যদি ইসলামের পরকালে বিশ্বাস না করেন তাহলে কিছু যায় আসে না। আর যদি তা বিশ্বাস করেন তাহলে জানবেন আপনি আপনার বাবার কবরের আজাবের আয়োজন করছেন।
সামান্য গুগল করলেই আমার বক্তব্যের সত্যতা খুঁজে পাবেন।

আমার বাবা বেশ পরিচিত সম্মানি লোক ছিলেন এলাকার। আমি আমার বাবার চল্লিশা করেছিলাম। পরে এই চল্লিশা আর মৃত্যুবাষিকির অসাড়তার বিষয়টি বুঝতে পারি। মার মৃত্যুর পরে তাই চল্লিশা করিনি। কখনোই মৃত্যুবার্ষিকি পালন করি না। লোকজন কি ভাবলো তাতে কিছু যায় আসে না। আমার সাধ্য মতো অর্থ বাবা মার নামে মসজিদ মাদ্রাসা এতিমখানা দরিদ্রদের দান করি। কেয়ামত পর্যন্ত সোয়াবের ব্যবস্থা হয় তাতে।

গ্রামের লোকদের খাওয়াতে যে অর্থ খরচ হবে সেই অর্থ দান করে দেন। জানি এটি বলা সহজ, করা খুব কঠিন।
আমি পেরেছি কারণ আমার উপর দিয়ে কথা বলার লোক থাকলেও সেই সুযোগ উনারা পায়নি। আমার চাচাদের বুঝিয়ে বলেছি, বোনদের বুঝিয়ে বলেছি, তারা বুঝেছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।
শুভকামনা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত।
শুক্রবার গ্রামের অনুষ্ঠানের পর শনিবার একটি এতিমখানায় একবেলা খাওয়ার ব্যবস্থা করেছি।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: একজন পিতার হৃদয়ের আবেগ ভালবাসা খুব সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে আপনার এ সিরিজটাতে।
নবজাতিকার জন্য শুভকামনা!
৯ নং মন্তব্যটির জন্য মরুভূমির জলদস্যুকে ধন্যবাদ।
পোস্টে দ্বিতীয় ভাল লাগা + +।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: মেয়েটা দুনিয়াতে আসার পর আমার জীবন যাপন পুরো বদলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.