নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফুটো নৌকা এবং রঙ মিস্ত্রী

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১১



একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।
রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন। তারপর নৌকার ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান।

পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে- রং মিস্ত্রী বলেন- আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন। তবে, এই বাড়তি এতো গুলো টাকার চেক আবার কেন দিচ্ছেন?
বাড়তি না। খুব কমই দিচ্ছি!! আপনি আমার যে উপকার করেছেন- এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।
কিছুই বুঝতে পারছিনা। আমি কি এমন উপকার করলাম।

কাজের মাঝে আমি এতো বেশি ব্যস্ত ছিলাম- নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে-সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।
সেটাতো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতো গুলো টাকার চেক?
সামান্য ফুটো না। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি-ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি- ওরাও জানেনা নৌকার নীচে ছোট একটা ফুটো আছে। বুঝতেই পারছেন। আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা! সন্ধ্যা হয়ে আসছে। ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না। আমার অস্থিরতা বাড়ছেই! আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি -এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি। দেখি- আপনিও ঘরে নেই। হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি-ছেলেরা নৌকা নিয়ে ফিরছে। ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছেনা-আজ কি এমন হয়েছে। এরপর- নৌকা চেক করে দেখি- আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য। কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন-তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেতো। আপনার কর্তব্যবোধ এর জন্য সৃষ্টিকর্তা ওদের বাঁচিয়েছেন।

জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রী আছে। যারা নিজেও হয়তো জানে না- নীরবে নিভৃতে নৌকার ছিদ্র গুলো বন্ধ করে দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায়... আহ্বান। যতক্ষণ পৃথিবীতে এই আহ্বান আছে- ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। সমাজে এই ধরনের মানুষ এখনো আছে যারা অত্যন্ত কর্তব্য পরায়ণ নিজের কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং কর্তব্য বোধের জন্য নিজেদের কর্ম করে যায় যার ফলে অনেকেই উপকৃত হন।

ছবিঃ আমার তোলা।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৬

রানার ব্লগ বলেছেন: যার যার নিজের কাজটা যদি ঠিক মত করে তাহলে এত সমস্যা থাকতো না।

লঞ্চের ছবি দেখে মনটা কেমন করে উঠলো, অনেক দিন বাড়ি যাই না।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: যান বাড়ি যান। ঘুইরে আসুন কয়েকদিন।
এখন দারুন সব লঞ্চ হয়েছে।

২| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

সামিয়া বলেছেন: সুন্দর পোষ্ট

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভাল লাগল ভাইয়ের গল্পটা পড়ে। অর্থবহ গল্পটিতে ভালোলাগা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এরকম আর দেখা যায় না

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪

স্প্যানকড বলেছেন: কিস্তি তোমার উড়াল পক্ষী
হাওয়ার বুকে আঁকলাম ছবি !

ইদানীং অবশ্য কিস্তিতে বড় বড় ফুটো দেখা দিচ্ছে যা খুবই ভয়ংকর ব্যাপার! মেরামতের আসল কারিগর যারা আছে তারা চুপচাপে দিন গুজার করতাছে। অন্য কারিগররা জলযান ফালাইয়া আকাশযান কেনার পরামর্শ মালিক কে দিচ্ছেন।তাই মালিক ফুটা লইয়া কম ভাবেন তিনি ভাবছেন ফুটা লইয়া নানা তরিকায় কেমনে যাওয়া যায় এপাড় ওপাড়!

ভালো থাকবেন।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সততার উৎকৃষ্ট উদাহরণ।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কাজের কাজ করলো রং মিস্ত্রী আর প্রশংসা পায় অন্য জন।নৌকার ছবি দেখিনা কতো দিন।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: আমার কিছু নৌকার ছবি তোলা আছে। আপনাকে দেখাবো।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

রোকনুজ্জামান খান বলেছেন: কর্মই মূল শক্তি। আর ভালো কাজের প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করেন?

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: হ্যা।

৯| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

শায়মা বলেছেন: বাহ! খুব সুন্দর!

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৯

নেওয়াজ আলি বলেছেন: বেশ চমৎকার ভাবনা ।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।

১১| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪১

নিলু হাসান বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সামান্য কাজই অনেক সময় অসামান্য হয়ে ওঠে এই কাহিনীটিই তার প্রমান।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন: খুব ভালো।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: ওখেই।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আজকাল রঙ এর টাকা নিয়ে রঙটুকুই ঠিকমত করে না তো বাড়তি ?
চমৎকার শিক্ষণীয় লেখা।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

বোকা যাদুকর বলেছেন: শিক্ষণীয় গল্পটির জন্য ধন্যবাদ ভাই ।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.