নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জাগ্রত

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৪



একদিন ভোরে দেখা হয়েছিল পার্কে
তোমার অভিমানী চোখে শুধু জল
দু'জনের ফিরে যাওয়া দু'জন দেখলাম।
ভালোবাসাহীন জীবনের চেয়ে মৃত্যু অনেক সহজ
তোমার বুকে মাথা রেখে অন্যভুবনের স্বাদ পেয়েছি
যখন ভাবি তোমার বুকে আর মাথা রাখা হবে না-
তখন লাশ হয়ে যাই। কাঁদে না, ছি!

কেউ না কেউ আমার অপেক্ষায় আছে
কাছে গেলে চুমু পাবো, আলিঙ্গন পাবো
আমাকে নিয়ে ভাবনা তোমার আর ফুরাবে না
তুমি তো জানো- তুমি তো বোঝ না বোকা রমনী,
আমি তো হারিয়ে যাবো অন্ধকারের ভীড়ে।

তুমি উড়িয়ে আঁচল ছড়িয়ে সৌরব- অবহেলায়,
ঝড়ের মুখে দাঁড়াব, সমুদ্রে দাঁড়িয়ে পাহাড় দেখব
আমি তোমাকে দেখব, তুমিই আমার সমুদ্র-পাহাড়।



(আমি কবিতা লিখতে পারি না। কিন্তু আমার কবিতা লিখতে ইচ্ছা করে। তাই কিছু দিন পরপর কবিতার মতন করে কিছু একটা লিখি। লিখে মোটেও আরাম পাই না। কারন কবিতা মোটেও সুন্দর হয় না। ভাষা, ছন্দ, মাত্রা কিছুই ঠিক নাই। তাছাড়া এসব আমি বুঝিও না। একটার পর একটা শব্দ সাজিয়ে কবিতা লেখা বিরাট ব্যাপার। তবে ভালো কবিতা লেখার জন্য আমার চেষ্টা অব্যহত আছে। থাকবে। কবিতার সাথে ছবিটা ফেসবুক থেকে নিয়েছি।)

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কারো জীবন নিয়ে একখানা কাব্য লেখেন।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৬

রাজীব নুর বলেছেন: কাব্য আসে না আমার।

২| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একেবারে খারাপ হয়নি।
আপনিতো পড়তে ভালবাসেন এদের কবিতা পড়ে দেখতে পারেন কিছুটা উপকার হলেও হতে পারে।
সুভাষ,বুদ্ধদেব,অমিয় এবং বিষ্ঞু দে এরা সবাই আধুনিক কবিতার পথপ্রদর্শক।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৭

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২৪

নেওয়াজ আলি বলেছেন: আপনি ভালো গদ্য কবিতা লিখতে পারেন। ছন্দ ও মাত্রা দিয়ে পদ্য একটু কঠিন মনে হয়।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

রানার ব্লগ বলেছেন: তুমিই আমার সমুদ্র পাহাড়

সুন্দর লাইন

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বকয়াস করেন না কত সুন্দর কবিতা হয়েছে স্যালুট জানাই রাজীব দা

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনি কবিতে লিখতে না পারা নিয়ে যতটা বলেছেন, কবিতা তার তুলনায় ভাল হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: আহ হা আপনার মন্তব্যে মনটা জুড়িয়ে গেলো।

৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন?

৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন: সত্যি ভালো হয়েছে।
# তুমি আমার সমুদ্র পাহাড়। বেশ কাব্যিক লাইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.