নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। কবিতা পবিত্র জিনিস। এখানে সব দায়ের অবসান। এখানে পরম শান্তি। সেই কবিতাকে ভালোবাসো। ... সব সময় মনে রেখ- লোকটা যখন কবিতা লিখছে- নিজেকে পুড়িয়ে লিখছে।' - রাম বসু
২। মনে রাখবেন সকল সফল ব্যক্তিই এক সময় মায়ের কোলে কাঁদতে থাকা শিশু ছিলো। সব বড় অট্টালিকাই একসময় শুধু একটি নকশা ছিলো। আপনি আজ কোথায় আছেন তা গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে আপনি কোথায় পৌছাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৩। সিংহরাজ বনের সকল পশুপাখিদের একটা জরুরী সভা আহ্বান করেছেন। সব পশুপাখি যথাসময়ে সভায় হাজির হল শুধুমাত্র একজন বাদে। বলুন তো, সে কে?
৪। আপনার কি মনে হয় আপনার চারদিকে সবাই স্বার্থপর? সবাই শুধু নিজের ধান্ধায় ঘুরে? সবাই নির্বোধ? বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ? আমেরিকা খারাপ, ভারত খারাপ, পাকিস্তান খারাপ? বুদ্ধিজীবিরা সব দালাল? পত্রিকাগুলা সব কর্পোরেট ধান্দাবাজ? বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, এই দেশকে দিয়ে কিচ্ছু হবে না, দেশটা চোর-বাটপারে ভরে গেছে? আপনার ফেইসবুকের প্রতিদিনের স্ট্যাটাসে শুধুই মানুষের দুর্বলতা, দেশের দুর্বলতা গুলো উঠে আসে? আপনার কি শুধু মনে হয় সবকিছু ভেঙ্গে পড়ছে, সবকিছু নষ্টদের দখলে চলে যাচ্ছে? চারদিকের এই স্বার্থপর, নষ্ট-ভ্রষ্ট মানুষগুলোকে ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে কষ্ট হয় আপনার?
যদি চারদিকের পৃথিবীকে এতো স্বার্থপর, ভঙ্গুর, দুর্বল, এবং খারাপ মনে হয় তাহলে একবার ভালো করে নিজের দিকে তাকান। নিজের কথা ভাবুন। আপনি নিজে কতোটা স্বার্থহীন, কতোটা শক্ত, কতোটা ভালো? ভঙ্গুর সিস্টেম এর জন্যে আপনি কী করেছেন? আপনি ছাত্র/ছাত্রী হলে কতোটুকু ভালো ছাত্র/ছাত্রী? আপনি চাকুরিজীবি হলে আপনার চাকুরিতে আপনি কতোটুকু দক্ষ? আপনি শিক্ষক হলে কতোটুকু ভালো শিক্ষক?
ছবিঃ আমার তোলা।
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৩১
প্যারাডাইম বলেছেন: ৩. যদিও আমি পশু বা পাখি নই, তবে আমার মনে পড়ে আমি যাইনি, তাই কে আসেনি তা জানিনা
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:১৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪, আমার তা মনে হয় না।তবে আমার মনে হয় বেশির ভাগ মুমিন মানবিক না।
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:১৭
রাজীব নুর বলেছেন: সহমত।
৪| ২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৫
কবিতা ক্থ্য বলেছেন: আমার মনে হয় আমি ছাড়া সবাই ভালো।
২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ভুল কথা ।
আপনি ভালো। তবে আরো ভালো হওয়ার সুযোগ আছে।
৫| ২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:২১
চাঁদগাজী বলেছেন:
৪) এখানে যেই কথাগুলো বলেছেন, সেগুলো সময় ও মানব সভ্যতার উপর নির্ভরশীল; বাংলাদেশের ১১ কোটী ভোটার যদি কিছু বলে, শেখ হাসিনা তা না করে, অন্য কিছু করার উদাহরণ স্হাপন করেছেন; জেনারেল জিয়ার ব্যাপারে, বাংলাদেশের ১০ কোটী মানুৃষের ভুল ধারণা আছে; এগুলো আজকে ফ্যাক্টর; ফলে, কোন একজনের একা ভাবনাচিন্তা এই সমাজের জন্য ফ্যাক্টর নয়।
২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: জেনারেল জিয়ার ব্যাপারে ভুল ধারনা গুলো আপনি সুধরে দিন। আজই কিছু লিখুন এ বিষয়ে।
৬| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৬
ইসিয়াক বলেছেন:
১ ।
২। ঠিক।
৩। কে?
৪।নিজে ভালো হলে জগতের সবকিছুই ভালো। আমি হতাশাবাদী নই।
২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: আপনার কোনো খোঁজ খবর নাই।
৭| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্ঞানের কথা বলেছেন রাজীব দা
২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
৮| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১২
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন
২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবা জনাব আলী।
৯| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: খরগোশ
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: রেবিট।
১০| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৮
ইসিয়াক বলেছেন: অনেক কবিতা গল্প জমা হয়ে আছে। সময়ের অভাবে পোস্ট দিতে পারছি না।পোস্ট দেবো হয়তো সামনে। ব্লগে আমি প্রতিদিনই আসি।
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৯
রাজীব নুর বলেছেন: আপনার এত ব্যস্ততা কিসের?
আমার তো কোনো ব্যস্ততা নেই।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
খুব ভাল কতগুলি প্রশ্ন রেখেছেন ।
আত্মোপলব্দিতে ভাল কাজে লাগবে ।