নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৭৯

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১



এই কিছুক্ষন আগে বৃষ্টি হয়ে গেল।
শীতকালে সাধারনত বৃষ্টি হয় না। তবে খুব বৃষ্টি হয়নি। অতি সামান্য বৃষ্টি। এই পাচ/ছয় মিনিট হবে হয়তো। মাঝে দিয়ে শীত প্রায় চলেই গিয়েছিলো। আজ দু'দিন ধরে কিছুটা শীত দেখা দিয়েছে। পৌষ মাস শেষ। আজ বাংলা মাঘ মাসের ৬ তারিখ। গ্রামের দেশের শীতের কি অবস্থা কে জানে! পত্রিকা পড়া তো ছেড়েই দিয়েছি। নিজের সংসারের খবর ছাড়া দুনিয়ার আর কিছুই জানি না। এই দুনিয়ার নিয়ম হলো যে যত কম জানে, সে তত শান্তিতে থাকে। বেশী জানলেই জ্বালা বাড়ে।

আমার ছাদে একটা আম গাছ আছে।
ড্রামের মধ্যে গাছটা বেশ বড় হয়েছে। কোনো কথা নেই, বার্তা নেই। গাছ হঠাত মরতে বসেছিলো। আমার খুব মায়া হলো। আমি গাছে সার দিলাম। গাছটা বেঁচে উঠলো। এখন প্রতিটা ডালে নতুন পাতা দেখা দিয়েছে। এবং প্রচুর মুকুল দেখা দিচ্ছে। এখন কি মুকুল আসার সময়? ছোট এই গাছে এত মুকুল দেখে আমি অবাক! আমাদের পাশের বিল্ডিং এ চারটা আম গাছ আছে। তাতে কোনো মুকুল নেই? আমি বাইরে গেলেও আম গাছ চোখে পড়লে তাকাই। সেসব গাছে মুকুল নেই।

আমার ছোট ভাইয়ের ছেলে আরিশ।
খুব বেশী দুষ্ট। সে সারাক্ষণ দুষ্টমি করতেই থাকে। সবার জীবনে সে জ্বালাময় করে দিয়েছে। আরিশ প্রতিদিন একবার ছয় তলায় আসে। এসে আমার ছোট্র মেয়েটাকে কোলে নেয়। ওর সাথে হরবর করে অনেক কথা বলে। হঠাত সে জায়নামাজ নিয়ে নামাজ পড়তে শুরু করে। তখন আমি বলি- এখনও তো মসজিদে আযান দেয় নি। আরিশ বলে আমি আযানের জন্য বসে থাকতে পারবো না। আমার অনেক কাজ আছে। তারপর সে নিজেই আযান দিতে শুরু করে। এবং খুব দ্রুত নামাজ পড়ে ফেলে।

বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নতির দিকে।
সরকারি হিসাব মতে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২০ জন। নতুন আক্রান্ত ৭০২ জন। সুস্থ ৬৮২ জন। নমুনা পরীক্ষা ১৫০৯৭ জন। এখন পর্যন্ত মোট মৃত ৭৯৪২ জন। মোট আক্রান্ত ৫২৯০৩১ জন এবং সুস্থ ৪৭৩৮৫৫ জন। এর মধ্যে শুনলাম টিকা খুব দ্রুত আসতেছে দেশে। চিন্তায় আছি এই টিকা সঠিকভাবে বন্টন হবে কিনা? টিকা নিয়েও দূর্নীতি হবে কিনা? মাঝে মাঝে মনে হয় শেখ হাসিনা দূর্নীতিবাজদের প্রতি বেশ সদয়। দুদক সবচেয়ে বেশী সদয়।

ছবিঃ আমার তোলা। ছবিতে আরিশ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

শায়মা বলেছেন: আরিশবেবির মত আমারও অনেক কাজ কিন্তু জীবনের টাইম বড় অল্প তাই আমি ইদানিং ৪/৫ ঘন্টার বেশি ঘুমাই না...... :P

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: ভালো কাজ করতে হলে ঘুমের দরকার আছে। ভালো ঘুম না হলে মন দিয়ে কাজ করতে পারবেন না।

২| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার আরিশ ও মেয়ের জন্য দোয়া রইল রাজীব দা

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব।

৩| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:




আরিশ কি জাংকফুড পছনদ করে?

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: আরিশ খেতে পছন্দ করে।
বিশেষ করে পোলাউ, গরুর মাংস, বার্গার, পিজা, চিকেন ফ্রাই।

৪| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৩

রানার ব্লগ বলেছেন: মাঘের শীতে বাঘ পালায় এইবার শীতে মাছিও পালাচ্ছে না।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: মুকুলে মাছি বসতে হয়। তা না হলে আম হয়না।

৫| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

এমেরিকা বলেছেন: আমি আযানের জন্য বসে থাকতে পারবনা - আমার কাজ আছে! কি চমৎকার বাণী! আরিশকে আমার ভালোবাসা জানাবেন।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: সে বড় ত্যক্ত করে।

৬| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯

আমি সাজিদ বলেছেন: আরিশ তো অনেক কিউট বাচ্চাটা।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: বিরাট দুষ্ট।

৭| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

জাহিদ হাসান বলেছেন: ফেসবুকে এক্স-ব্লগারদের ‘শবনম’ গ্রুপটির লিংক দিন।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: ওকে। দিবো।

৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৬

ইসিয়াক বলেছেন: আমি করোনার টিকা নিবো না।আমার বাসার কেউ নেবে না। আমরা আরো ঠিক করেছি এতোদিন যেমন নিয়ম মেনেছি। মাস্ক পড়েছি। সেভাবেই চলবো। বেশি বেশি ফলমূল শাকসবজি খাবো। দিনের কিছুটা সময় রোদে কাটাবো। ব্যাস।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
আমিও টিকা নেবো না।

৯| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

এম. হাবীব বলেছেন: প্রায় মরতে বসা আম গাছের যত্ন করে বাঁচিয়ে তোলায় খুশি হয়ে অসময়ে মুকুল ছেড়েছে মনে হচ্ছে :)

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: যত মুকুল হয় তত আম হয় না।

১০| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যাদের হজমের সমস্যা তাদের বেশি না খাওয়াই ভাল।
ছোট বয়সে বেশি ধার্মিক না হওয়াই ভাল।তাতে করে তালেবান হওয়ার ভয় থাকে।
টিকার কথা শুনে ভয় পেয়েছে মনে হয়।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আরিশ কম খেতে চায় না। বলে, আমাকে বেশী করে দাও।
ধার্মিকতা আমার পছন্দ না।
টিকা আমি নেবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.