নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যার আমার-
কলকাতার 'প্রাক্তন' মুভিতে প্রসেনজিৎ ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঋতুপর্ণাকে বলেছিলো- 'তারপর আমার সন্তানের জন্ম হয়। জানো, নিজের সন্তানের থেকে এতো সুন্দর পৃথিবীতে অন্য কিছু হয় না'। আজ মনে হয় এই অবিকল অনুভুতিটা সব পিতা মাতার হয়। কি রকম অনুভূতি হয় সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সন্তানের মুখ দেখে একসাথে অনেকগুলো প্রতিজ্ঞা করে ফেলা যায়। আল্লাহ মানুষকে অশেষ করুণা না করলে মানুষ এতো সুন্দর কিছু পাবার নিছক যোগ্যতা রাখে না। মাঝে মাঝে মনে হয় সন্তান জন্ম দেওয়া সহজ। তাকে সুন্দর ভাবে লালনপালন করে বড় করা চারটেখানি কথা নয়।
প্রিয় কন্যা আমার-
আমার বহু কথা জমে আছে। এক জীবনে এত কথা বলে শেষ করা যাবে না। তাই যতটুকু পারি তোমাকে বলে যাবো। কোনো কথা আমি ফেলবো না। অতি তুচ্ছ কথাও আমি তোমাকে বলতে চাই। ভালো কথা, মন্দ কথা, কষ্টের কথা, আনন্দের কথা- সবই আমি তোমাকে বলব। আমি তোমার কাছে কখনও মিথ্যা বলব না। এবং কোনো কিছু লুকাবো না। তোমার সাথে আমার সম্পর্ক হবে সহজ সরল। কোনো ভান বা ভনিতা থাকবে না। তুমিই হবে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। যদি আমার কাঁদতেই হয়, আমি তোমার কাঁধে মাথা রেখে কাঁদবো। তবে তুমি কখনও কাঁদবে না। তোমার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই।
তোমাকে একটা মজার কথা বলি-
তখন তুমি তোমার মার পেটে। একদিন তোমার মায়ের শরীর খুব খারাপ করলো। বমিটমি করে একাকার। শরীর হয়ে পড়লো খুব দুর্বল। বিছানা থেকে উঠতে পারে না এমন অবস্থা। আমি তোমার মাকে বললাম, তুমি বিশ্রাম নাও। আমি রান্না করছি। রান্না করা কোনো ব্যাপরই না। এদিকে আমি রান্না জানি না। জীবনে কোনো দিন রান্না করি নি। তারপরও কোনো রকমে আমি রান্না করলাম। অবশ্য তোমার মা বলে দিয়েছে কি করে, কিভাবে রান্না করতে হয়। টানা সাত দিন আমি রান্না করলাম। আমার মনে আছে, প্রথম দিন রান্না করেছিলাম গরুর মাংস, আর ডাল ভর্তা। গরমমশলা ছাড়া গরুর মাংস রান্না করেছিলাম। হঠাত বুয়া আসে না। তাই আমাকে ঘর মুছতে হয়েছে।কাপড় ধুতে হয়েছে। যদিও আমি ঘর মুছা বা কাপড় ধুতে পারি না।
যখন জানতে পারলাম তুমি আসছো-
তখন সারা বিশ্বের অবস্থা খুব খারাপ। আমাদের দেশের অবস্থাও খারাপ। চারিদিকে করোনা ভাইরাস। সরকার দিয়ে দিলো লকডাউন। ঘর থেকে বাইরে যাওয়াই নিষেধ। এদিকে ঘরে বাজার নেই। আমার চাকরি নেই। তোমার মাকে ডাক্তার দেখাতে হবে। নানান রকম টেস্ট করাতে হবে। অথচ লকডাউনের কারনে অফিস, আদালত, দোকানপাট সব বন্ধ। রাস্তায় রিকসাও চলছে না। কি ভয়াবহ সময় যে গিয়েছে। প্রায় একটা বছর খুব কষ্ট করতে হয়েছে। কষ্ট আমি একা করিনি। তোমার মা-ও করেছেন। সেই ভয়াবহ দুঃসময় কেটে গেছে। এখন তুমি পৃথিবীতে এসেছো। তোমার মুখ দেখে অতীতের সব কষ্টের কথা ভুলে গিয়েছি।
প্রিয় কন্যা আমার-
আজ সবাইকে মিষ্টি খাইয়েছি। পাড়াপ্রতিবেশী, আত্বীয়স্বজন-বন্ধু বান্ধব সবাইকে। মিষ্টি আনিয়েছি টাঙ্গাইল থেকে। একদম এক নম্বর চম চম। সবাইকে এক কেজি করে দিয়েছি। আগামী সপ্তাহে আকিকা করে ফেলব। তারপর বাসায় একটা অনুষ্ঠান করবো। সবাইকে দাওয়াত করবো। লাল মিয়াঁ বাবির্চিকে দিয়ে রান্না করাবো। লাল মিয়াঁ বাবুর্চির রান্নার হাত ভালো। লাল মিয়াঁ বাবুর্চি আমাদের এলাকাতেই থাকে। খুব পান খায়। লাল মিয়াঁ বাবুর্চির একটা ছেলে আছে। সে মাংসের দোকানে কাজ করে। রাস্তায় দেখা হলেই আমাকে সালাম দেয়।
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪৪
রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।
২| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ সবাইকে মিষ্টি খাইয়েছি। পাড়াপ্রতিবেশী, আত্বীয়স্বজন-বন্ধু বান্ধব সবাইকে।
...................................................................................................................
সামুর সব সদস্য তো বাদ পড়ল ।
তবুও দোয়া করি , কণ্যার হাসি যেন
পৃথিবীতে কল্যাণ বয়ে আনুক ।
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৩১
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৩| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনার মেয়ে সামুর ভবিষ্যত ব্লগার
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৩২
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৪| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৮
কবিতা ক্থ্য বলেছেন: যাত্রা শুভো হোক।
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৩
রাজীব নুর বলেছেন: পাশে থাইকেন।
৫| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৪
কবিতা ক্থ্য বলেছেন: সর্বদা।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: এটাই আশা করেছিলাম।
৬| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মেয়ের প্রতি শুভেচ্ছা রইল ।
দোয়া করি তার জীবন সুখ শান্তিতে ভরে থাকুক ।
মেয়ের বাবা মায়ের প্রতিও রইল অভিনন্দন ।
লাল মিয়া বাবুর্চির খানার দাওয়াত পেলে
মন্দ হতোনা ।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: অবশ্য আপনিসহ আরো অনেককে দাওয়াত দেওয়া দরকার।
৭| ২১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৩৪
সোহানী বলেছেন: লাল মিয়াঁর বাবুর্চির রান্না খেতে কবে যাবো? আর এটা কেমন কথা আমাদের সাথে রাত দিন উঠা বসা আর আমাদের জন্য মিস্টি নাই।.........
শুনেন মেয়ে যে কি জিনিস তা হাড়ে হাড়ে টের পাই। আমার মেয়ে সারাক্ষনই আমার সাথে আঠার মতো লেগে থাকে। এতক্ষন মা মেয়ে ব্রেড, চিজ রোল, চকলেট রোল বানিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। মজা করে খাচ্ছি আর দুস্টুমি করছি।
অনেক ভালো থাকুক কন্যা। তবে অবশ্যই আপনার পরী যেন নিজেকে দূরে মনে না করে।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা করবো। এই ইচ্ছা আমার আছে।
৮| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫৩
কাছের-মানুষ বলেছেন: ভবিষ্যতের একজন ব্লগার বাড়ল! সময়গুলো উপভোগ করুন। শুভ কামনা রইল।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: ও বাংলা লিখতে, পড়তে শিখলেই ব্লগিং শুরু করবে আশা করি।
৯| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চোখদুটো বেশ বড় বড় হয়েছে।মনোযোগ দিয়ে দেখছে,মনে হয় পর্যবেক্ষন করছে কে বেশি আদর করে।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: সারা দিনে চারপাশ দেখে আর কি কি যেন ভাবে!
১০| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর হয়েরছ কন্যা অনেক দোয়া রইল অনেক বড় হোক
আমার ছোট ছেলে
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।
আপনার ছোট ছেলের নাম কি?
১১| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬
ইসিয়াক বলেছেন: আমরা ব্লগাররা সারাদিন আপনার সাথে থাকি আর আমাদের খোঁজ নাই কোন কথা হবে না মিষ্টিও চাই। লাল মিয়াঁর বাবুর্চির রান্নাও খেতে চাই।
#না হলে কিন্তু অবস্থান ধর্মঘট ডাকবো আপনার বাড়ির সামনে। হা হা হা .....।
আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইলো। ছোট্ট বাবুটাকে অনেক আদর।
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে আপনি নিখোজ হয়ে যান।
ঢাকার মিষ্টি খাবেন না যশোরের?
১২| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার কন্যাদ্বয়কে নেক হায়াত দান করুন
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৩| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @কাজী ফাতেমা ছবি,নেক শব্দটা অনেক যায়গায় দেখি।এখানে মনে হয় অনেক বা লম্বা।
আসলে নেক শব্দটার অর্থ কি?
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: নেক আর নেকি একই শব্দ।
১৪| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
কামরুননাহার কলি বলেছেন: আপনার কন্যার জন্য অনেক শুভকামনা রইলো। কিন্তু সবাইকে মিষ্টি খাওয়ালেন সামু পাগলদের খাওয়াবেন না?
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: অবশ্যই খাওয়াবো।
১৫| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫১
সামিয়া বলেছেন: দেখেছেন জীবন কত সুন্দর!!
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
লাইফ ইজ বিউটিফুল।
১৬| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মেয়েতো আপনার মতো হয়েছে। ওর জন্য শুভকামনা রইলো নিরন্তর।
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: মেয়ের এক বছর হওয়ার পর পুরোপুরি বুঝা যাবে কার মতোন হয়েছে।
১৭| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: তিন ছেলে
বড় আলফি,
মেজ আকুক,
ছোট আফিক
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: বাহ!
মাশাল্লাহ।
তিন পুত্র ভালো থাকুক। সুস্থ থাকুক।
১৮| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০২
মোহামমদ কামরুজজামান বলেছেন: বাবার (রাজিব) "মেয়ের" জন্য অনেক অনেক শুভেচছা রইল।
জীবন অনেক সুন্দর যদি মনের মত সবকিছু হয়।
২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: মনের মতো কিছুই হয় না। মেধা শিক্ষা রুচি দিয়ে সব মনের মতোকরে নিতে হয়।
১৯| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৭
নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা ও দোয়া রইলো আপনার জন্য I
২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২০| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর ছবি।
প্রত্যেকেকে এক কেজি করে চমচম বিলিয়েছেন? তাও টাঙ্গাইল থেকে আনা!
অবশ্য কন্যা সন্তানের পিতারা এতোটুকু উদার হতেই পারেন।
অভিনন্দন!
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: আমার বাবা বেঁচে থাকলে আরো বেশী কিছু করতো।
২১| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১০
মেহবুবা বলেছেন: মাশআল্লাহ্ কেমন মিষ্টি মেয়ে তোমাদের; নূর এবং সুরভীর জন্য আমাদেরও আনন্দ!
বেঁচে থাকুক সুস্থ সুন্দর সুখী পরিবেশে, বেড়ে উঠুক কল্যাণময় পৃথিবীতে !
( এই ফুটফুটে সোনাপাখীর ছবি দেখে জরুরি কাজের মাঝেও লগইন করতে হোল, এরা সারাক্ষণই আমাদের ভুলিয়ে রাখে !)
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: ছোট ছোট বাচ্চাদের জন্য পৃথিবীটা এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায় নি। এবং এদের জন্যই দীর্ঘদিন বেঁচে থাকতে ইচ্ছা করে।
২২| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর। ছোট্ট সোনাকে অনেক শুভেচ্ছা রইলো।
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
২৩| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪
করুণাধারা বলেছেন: এই চিঠি গুলো প্রিন্ট করে রাখেন, সময়ের ছাপ কাগজে পড়বে, সেটা পড়তে অন্যরকম ভালো লাগবে...
কন্যার নাম ঠিক হয়নি এখনও? এক্ষেত্রে নাম রাখার অধিকার মায়ের সবচাইতে বেশি, কারণ তিনিই দশমাস কষ্ট করেছেন।
বাবুর জন্য অনেক শুভকামনা।
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: নাম ঠিক হয়েছে।
ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
নামটি রেখেছেন আমার বড় ভাই।
আর সুরভির বড় ভাই নাম রেখেছেন হানিত্রা নূর।
২৪| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬
নতুন বলেছেন: মেয়েরা বাবাদের জীবন পরিপূর্ন করে তোলে।
প্রার্থনা করি প্রিয় কন্য যেন থাকে দুধে ভাতে....
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।
২৫| ২২ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আজ ব্লগে ঢু দিয়েই আপনার পোস্ট। তার উপর মহা আনন্দের সংবাদ ! আমি ভিতরে ভিতরে এত আনন্দিত হয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। একজন কন্যা বাবা মাকে কত বোঝে -কতটা বোঝে যখন আমার মামনি বড় হবে তখন বুঝতে পারবেন। আপনি খুবই ভাগ্যবান। আল্লাহ নিজেই বলেছেন যে কারো ঘরে যখন কন্যা সন্তান আসে তখন তিনি সবচেয়ে বেশি খুশি হন।
আমি ব্যক্তিগতভাবে বলতে পারি- আমি এবং আমার বোনেরা মা বাবা ভাইবোনকে সবচেয়ে মনের গভীর হতে ফিল করি---ঠিক তেমনি সকল কন্যার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ----
প্রিয় ব্লগার ! আপনার সন্তানের জন্য মনের গভীর হতে দোয়া করছি, আল্লাহ মামনিকে একজন সত্যিকার মানুষ হিসেবে বিকশিত করুন, সব সময়ই সুস্থ্য রাখুন, সকল বিপদ হতে রক্ষা করুন, নিরাপদে রাখুন এবং দীর্ঘ আয়ু দান করুন ------
আপনার জন্য এবং ভাবীর জন্য নিরন্তর শুভকামনা রইল ----
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
খুব সুন্দর মন্তব্য করেছেন।
২৬| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৫
শোভন শামস বলেছেন: আপনার মেয়ের প্রতি শুভেচ্ছা রইল ।
দোয়া করি তার জীবন সুখ শান্তিতে ভরে থাকুক ।
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
২৭| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৫
আখেনাটেন বলেছেন: অভিনন্দন পুনরায় বাবা হওয়ায়।
এই কিউট বল্টুর ছবির দিকে তাকালেই দেখছি আমার মুখেও মুচকি হাসির রেখা পড়ছে।
স্বাগতম নতুন অতিথিকে।
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: পিতা-কন্যার চেহারা তো একই মনে হচ্ছে!
সুন্দু চিঠি! এগুলো সংরক্ষণ করুন!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: হ্যা আমরা দেখতে একই রকম।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪২
প্যারাডাইম বলেছেন: আপনার কন্যা ভাগ্যবতী হবে যখন সে আপনার এই লেখাগুলো দেখবে বড় হবার পর, ইনশাহআল্লাহ!