নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনটা আস্তে আস্তে নায়ক \'জসিম\'এর মত হয়ে যাচ্ছে!!

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০০




আজ ইচ্ছা ছিলো অনেকবেলা পর্যন্ত ঘুমাবো
হলো না। উঠতে হলো ভোরে।
পোড়া কপাল আমার!
আমার সকালের নাস্তাতে বিষ মিশিয়ে দিবে কে?
আচ্ছা, কেউ কি বলতে পারবেন শীতকালে এত বিয়ে হয় কেন?

আমি অনেক পাপ করেছি-
তুমি আমাকে ক্ষমা করো- ক্ষমার আগে শাস্তি দিও।
ভাগ্যবান সে-ই যে মেঘের আড়ালে রঙধনু দেখতে পায়।
বহু প্রত্যাশিত ঘুমের মতোন- সুখ তো বহু দূরে
সব শেষে বিনা দ্বিধায় বলতে পারি-
জীবনটা আস্তে আস্তে নায়ক 'জসিম'এর মত হয়ে যাচ্ছে!!

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৪

কলাবাগান১ বলেছেন: আমার চোখে ২০২১ এর সেরা ছবিগুলো (এখনও ১১ মাস বাকী আছে)...দেখি শেখ হাসিনা কি এই ছবি ছাড়িয়ে যেতে পারেন
Best Pictures of 20121

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: ১১ মাস অনেক লম্বা সময়।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


এটা গ্রাম, নাকি অনেকটা উপশহরের মতো? গ্রামে পুকুর ইত্যাদি আছে?

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১৭

রাজীব নুর বলেছেন: এটা গ্রামের ছবি।
আমাদের গ্রামের পাশের গ্রাম। নাম বাগড়া। এখানে এক ধনী লোক নদীর ঘাট বাধাই করেছেন। সেই বাধাই করা ঘাটেই আমি বসে আছি। অবশ্য ঘাট আছে। নদী শুকিয়ে গেছে।
আমাদের নিজেদের এক মস্ত বড় পুকুর আছে।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২৩

রাজীব নুর বলেছেন: আমাদের বিক্রমপুরে বেশির ভাগই পাকা বাড়ি। গত দশ/পনের বছরে বড় বড় দালান হচ্ছে। রাজকীয় সব বাড়ি।

স্যরি পুকুরটা আমাদের একার না। তিন জনের।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪৪

স্প্যানকড বলেছেন: জসিম কিন্তু খল থেকে নায়ক হইছে! আপনি কোন দিকে আছেন? ভালো থাকবেন।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: নায়ক।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০০

রানার ব্লগ বলেছেন: কলা ভাই আস্রায়ন প্রকল্পের বাড়ি গুলা খুবি নাজুক ঝর ছুটলেই কাত হবে! সরকারি অর্থের অপব্যবহার হলো। তদারকির দরকার ছিলো

রাজিব ভাই @ আপনার জন্য জসিমের একটা লিপ সং ডেডিকেট করতে চাই।

সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়
সবাই তো ভালবাসা চায়
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।
ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।
নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।৷

সুরভি ভাবি কে শোনাবেন!!!

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: এটা জসিমের সিনেমার গান না।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



রাজিব নুর নীজেই অনন্য , তিনি জসিম হতে যাবেন কেন !
যাহোক, দেশ বরেন্য অভিনেতা
জসিমের প্রতি শ্রদ্ধা রইল ।

আপনার গ্রামে গত দশ/পনের বছরে বড় বড় দালান হচ্ছে। বলেছেন ।
দেশের গ্রামীন এলাকায় উন্নতি হচ্ছেনা বলে যারা বলে থাকেন
তারা আপনার গ্রামটা একটু দেখে আসতে পারেন বলে হয় ।
সকলকে দাওয়াত দেন আর বলেন-
তুমি যাবে ভাই আমাদের ছোট গায় ,
থাকবে সেথায় বড় বড় দালান কোঠায় ।
ভাল লাগল আপনাদের গায়ের উন্নতির কথা শুনে ।
তবে খারাপ লাগল ছোট নদিটি শুকিয়ে গেছে শুনে ।
নদীটিতে ড্রেজিং করে তার হারানো যৌবন ফিরিয়ে
আনার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে লেখালেখি
করেন ও গ্রামের সকলকে নিয়ে জনমত গড়ে তুলেন ।
গনমুখী লেখালেখি করার স্বার্থকতাইতো এখানে ।
যাহোক ,কামনা করি গায়ের মানুষজন দালান কোঠায়
থাকুন দুধে ভাতে ।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: শ্রদ্দ্যেয় আমার সালাম গ্রহন করুন।
গুলশান, ধানমন্ডি এলাকার বাড়ির চেয়ে আমাদের গ্রামে সুন্দর সুন্দর বাড়ি আছে, হচ্ছে।
আপনি যেদিন যাবেন, সেদিনই আপনাকে নিয়ে যাবো।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৪

ঈশ্বরকণা বলেছেন: আপনাকেতো একশনধর্মী টাইপ মনে হয়নি কখনোই। প্রবীর মিত্র টাইপই লাগতো বেশি । কিন্তু এখন থেকে কি ড্যাশিং হিরো জসিম টাইপ ব্লগার বলতে হবে নাকি আবার ?

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ইচ্ছা আছে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম দিকে বিক্রমপুরে বহু লোক জাপান যায় মাত্রা ৫০/৬০ হাজার টাকায়।তখন জাপান যেতে কোন ভিসার প্রয়োজন হতো না।এই সুযোগটার পুরোটাই গ্রহন করে বিক্রমপুরের লোক।পদ্মা ব্রিজের কাজ শুরু হবার পর কিছু কিছু লোক আঙ্গুল ফুলে কলাগাছ।
জসিমের অত বুদ্ধি ছিল না আপনার যত বুদ্ধি।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: না, আমার বুদ্ধি নাই। প্রতিভা নাই।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৮

স্প্যানকড বলেছেন: উনি জসিম হইলে ও আমার কিচ্ছু না, বহুত বড় পীর কামেল হইলেও আমার কিচ্ছু না। ভালো থাইকেন ।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৯

স্প্যানকড বলেছেন: উনি জসিম হইলে ও আমার কিচ্ছু না, বহুত বড় পীর কামেল হইলেও আমার কিচ্ছু না। ভালো থাইকেন ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: ও বলেই ফেললেন সেই কথা অনেক সুন্দর রাজীব দা

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই,আপনি ত সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন এবং জীবন কাটাচছেন রাজার হালে।

সেখানে আপনি কেন জসিমের মত হবেন।কারন জসিম জীবনে অনেক চড়াই-উতরাই পেড়িয়ে ,কাঠ-খড় পুড়িয়ে নায়ক হয়েছে।আর মৃত্যুর সময় পর্যন্ত করতে হয়েছে কাজ।আর নায়িকা শাবানা ত আরেকজনের ঘরনী ছিল,যে তাকে সিনেমায় দারিদ্র থেকে বের করার জন্য দিন-রাত সেলাই মেশিন চালাত। আর সে তুলনায় আপনি বংশানুক্রমিক ভাবে পয়সাওয়ালা (জমিদার) যার জীবনধারনের জন্য কোন চিন্তাই নেই কারন তার সম্পদ বেশুমার । আর আপনার শাবানা ( সুরুভী ভাবী ) ত নিজেরই বউ।

আপনি নিজেই একজন আইকনিক ব্যক্তি । কাজেই আপনার কারো মত হওয়ার দরকার নেই।আপনি আপনার মতই থাকেন।এটাই ভাল।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: ঠিক আছে জসিমের মতো হবো না।
আমি আমার মতোই থাকলাম।

১২| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

কল্পদ্রুম বলেছেন: জসিম বেশ পছন্দের নায়ক ছিলেন৷ওনাকে শুধু দুঃখ কষ্টের চরিত্রের জন্য আমরা মনে রেখেছি। কোন একটা সিনেমাতে ডন চরিত্রে মাথায় হ্যাট, চোখে চশমা, মুখে দাঁড়ি এরকম গেট আপে তাকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম৷ বাংলাদেশে তার সময়ে আর কারোর এরকম পিওর গ্যাংস্টার লুক আমার চোখে পড়েনি। বাংলা সিনেমাতে তো ক্রিমিন্যাল থ্রিলার জনরা নিয়ে কাজ করা হয় না। যা হয়, তার সাথে আরো অনেক মাল মশলা মিশিয়ে একটা "সামাজিক" সিনেমার চেষ্টা করা হয়। নায়ক জসিম এই জনরায় মাফিয়া ডন টাইপ চরিত্রে খুবই ভালো করতেন বলে মনে হয়। উনি তো ভিলেন হিসেবেই অভিনয় শুরু করেছিলেন যতদূর জানি।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৯

নেওয়াজ আলি বলেছেন: ছবি এবং কবিতা দুইটোই সুন্দর । জসিমের সারেন্ডার ছবি এখনো মনে পড়ে। “সবাইতো ভালোবাসা চায়.......... তাতে প্রেমিকেরই কি আসে যায়”।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৫

নতুন বলেছেন:

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: এই তো !!!!

১৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

পদ্মপুকুর বলেছেন: কবিতাটা পছন্দ হইছে। ব্যাচেলর সিনেমায় মারজুক রাসেল একটা কবিতা বলে, যার একটা লাইন ছিলো- প্রেম এসে যাচ্ছে। আপনার এই কবিতাটা পড়ে আমার প্রথমেই মারজুক রাসেলকে মনে পড়েছে।

আপনার বাসার নতুন অতিথি ভালো আছে?

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: জ্বী ভালো আছে। তবে সারারাত জেগে থাকে।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

কালো যাদুকর বলেছেন: নায়ক জসিমের জীবন পেলে , জীবন তো অনেক বংঙীন হওয়ার কথা।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: হ্যা তাও ঠিক।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪৭

সোহানী বলেছেন: ভাগ্যিস ভিলেন জসিমের মতো না B-))

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.