নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জ্যামে পড়লেই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫১



১। মেয়ে তার মাকে বলছে, তোমাদের যুগ চলে গেছে। আমার জীবন নিয়ে আমি কী করবো তা আমাকেই ভাবতে দাও।
এই রকম মেয়ে গুলোকেই পরে সারা জীবন কাঁদতে হয়।

২। জীবানু বিবর্তনের কারনে নতুন জাতের কিছু কিছু ভাইরাস মানব দেহে সংক্রামিত হয়। ইতিহাসের দিকে তাকালেই বুঝা যায়- বারবার পৃথিবীতে বিভিন্ন ভাইরাস মহামারি আকারে হানা দিয়েছে। কিন্তু মানুষ তো বসে নেই। প্লেগ, গুটি বসন্ত, পোলিও মত কঠিন রোগ পৃথিবী থেকে নির্মুল করে ফেলেছে। বার্ডফ্লু, সোয়াইন ফ্লু, সার্ছ, মার্স, ইবলা নির্মুল না হলেও নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

৩। বইমেলা হবে। বানিজ্য মেলা হবে কিন্তু ইজতেমা হবে না?

৪। আমি আর তোমাদের কাছে ফিরব না।
চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, তথাকথিত ভদ্রসমাজে কোথাও আমার ঠাঁই নেই। কোথাও নিজেকে খাপ খাওয়াতে পারি না। হতচ্ছাড়াদের গালাগালি দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আবার হঠাৎ আবিস্কার করলাম, এই দেশকে এবং দেশের মানুষকে অনেক ভালোবাসি- শত দোষ সত্ত্বে। তবে যে ক'টা দিন বাঁচি ভদ্র সমাজের আওতা থেকে দূরে থাকব। গুনীদের নয়, ধনীদের পূজা করাই ভদ্রসমাজের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এই সমাজ থেকে আমি দূরে চলে গেলাম।

৫। তোমরা তাদের প্রতি অনুকম্পা কর।
মনে করো, আহা ওরা অতি দুর্বল, ওদের ব্রেনের ওজন কম, গায়ের জোর কম, তোমাদের কৃপা না পেলে ওরা বাঁচবে না। তাই ওরা তোমাদের দাসী হয়ে আছে আর তোমরা দয়া করে ওদের প্রভু হয়েছ। কিন্তু ইউ ফুলস, তোমরা এটা বোঝ না যে প্রতি সংসারে ওরাই আসল কর্ত্রী। মা রুপে, কন্যা রুপে, বধু রুপে, প্রণয়িনী রুপে, নানা রুপে ওরা তোমাদের মতো হাঁদাদের নাকে দড়ি পরিয়ে নাচাচ্ছে।
ইচ্ছে করলে ওরা সতী- সাবিত্রীও হতে পারে, আবার ক্লিওপেট্রা ক্যাথারিনও হতে পারে। ঘর বাঁধতেও জানে, ঘর ভাঙ্গতেও জানে। প্রকৃ্তির নিয়ম অমান্য করেই তারা শক্তিশালী হয়েছে। সেই নারী-শক্তির উৎস কোথায় সন্ধান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে।

৬। আজকাল আমি আর কোনো প্রতিভাকে ঈর্ষা করি না।
রবীন্দ্রনাথ- আইনস্টাইন- এমন কি ছোটখাটো আল মাহমুদ বা শামসুর রাহমাকেও ঈর্ষা করি না বরং করুণাই করি। ইদানিং দেশ গরু আর গাধায় ভরে গেছে। যশ খ্যাতি পদ প্রতিপত্তি তাদেরই পদতলে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার অভিজ্ঞতা বাড়ছে

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৫৭

রাজীব নুর বলেছেন: বয়সও বাড়ছে।

২| ২৬ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কাজ কর্ম বাড়ছে কি?

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: না।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব বাস্তবতার চিত্র তুলে ধরেছেন রাজীব দা

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৬

এমেরিকা বলেছেন: ১। কেন? এই ধরণের মেয়ে তো 'স্বাধীন নারীসও্বার' প্রতিকৃতি। তারা যদি কাঁদেও, সেই কান্না কেউ দেখবেনা। সবাই দেখবে মেয়েটি পরিবারের তথাকথিত (!) নীতি আদর্শের বাঁধ ভেঙে নারী স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।

২। মানুষ কি এমন কোন ব্যবস্থা করতে পেরেছে যাতে নতুন করে কোন জীবাণুর উদ্ভব না হয়? জ্ঞানী (!) বৃদ্ধের মতে, আল্লাহ্‌ বারবার জীবাণু পাঠিয়ে মানুষকে চিপায় ফেলেন, আর মানুষ বার বার ভ্যাকসিন আবিষ্কার করে আল্লাহ্‌র ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। (নাউযুবিল্লাহ)

৩। বইমেলা বাণিজ্য মেলা সোস্যাল ডিস্ট্যান্সিং মেন্টেইন করেও আয়োজন সম্ভব কিন্তু ইজতেমা না।

৪। দূরে কই যাবেন?

৫। রাণী ছাড়া রাজ্য চলে? তাহলে ট্রাম্প এতদিনেও মেলানিয়াকে ডিভোর্স দিতে পারলনা কেন?

৬। ঈর্ষা করার জিনিস হল খ্যাতি, প্রতিভা নয়। আমি হিরো আলমকে ঈর্ষা করি - কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও সে মানুষের আলোচনার কারণ।

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.