নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩১



আহমদ ছফা আমাকে বলেছিলেন-
তুমি ভুল লোকদের হিরো বানাচ্ছ। জাতিকে এর মাশুল দিতে হবে।" আজ বুঝতে পারছি কেন তিনি বলেছিলেন। অযোগ্য, অপদার্থ, অজ্ঞাত কিছু লোক এই প্লাটফর্মটি ব্যবহার করে রাতারাতি কবি, লেখক, সাহিত্যিক, কোটিপতি আর বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদাধিকারী বনে গেছে। কিনে নিচ্ছি পুরস্কারও। নিজের কাছে নিজের ব্যক্তিত্ব একজন মানুষের মতোই রাখা উচিত!

বাংলাদেশে অক্সফোর্ড-এষ্ট্রাজানেকার টিকা আসছে এদের টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং যুক্তরাজ্য সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউশন শুধু এর উৎপাদনকারী মাত্র। একটি রাজনৈতিক মহল ও তাদের মদদ পুষ্ট কতিপয় লোক ভারতের এই টিকাকে নিয়ে বিভিন্নভাবে গুজব রটাচ্ছে। এদের গুজবে সচেতন মানুষ কান না দিলেও কিছু মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। এতে বিভ্রান্ত মানুষগুলি প্রকারন্তরে ক্ষতির সম্মুখীন হতে পারেন। গুজবে কান না দিয়ে প্রত্যেকের টিকা গ্রহণ করা উচিত। আপনি বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন, তাই টিকা নিন।

১। এই ছবিটা কবে কোথায় তুলেছি মনে নেই।

২। সরকারি বাস।

৩। সারিনা। সারিনা এখন অনেক বড় হয়ে গেছে। পরীর বান্ধবী।

৪।
পাহাড়ি কলা।

৫। ফুল দিও কিন্তু কারো কাছ থেকে নিও না।

৬। গ্রাম বাংলা।

৭। সাইট প্লীজ।

৮। নদীর নাম মধুমতি।

৯। জাতীয় ফল।

১০। পরী যখন ছোট ছিলো।

১১। কাশফুল।

১২। কৃষ্ণচূড়া।

১৩। শীত চলে যাচ্ছে, এখনও হাঁসের মাংস খাওয়া হয়নি।

১৪। বুড়িগঙ্গা।

১৫।

১৬। আমরা।

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আহমেদ ছফা থেকে টিকা সেখান থেকে নানারকম ছবি, আপনি তো বেশ বৈচিত্রপূর্ণ মানুষ দেখছি!

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: আসলে ছবি ব্লগ দিলে- প্রথম এক প্যারাতে কিছু লিখতে হয়। তা না হলে পোষ্ট টি প্রথম পাতাতে অনেক জায়গা দখল করে নেয়। তাতে অনেকের পোষ্ট দূরে সরে যায়।
এই জন্য ছবি ব্লগ দিলে হাবিজাবি কিছু লিখে দেই।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন ছবি ব্লগ। ছবি ব্লগ এমনই হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।

বাই দ্য ওয়ে, কাঁঠাল জাতীয় ফল কেন?

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: আমি মনে করি আপনার কাছ থেকে মন্তব্য পাওয়া ভাগ্যের ব্যাপার। কারন আপনি অসম্ভব ব্যস্ত মানুষ।

১। কারণ হচ্ছে এর উৎপত্তি বাংলাদেশে, অত্যন্ত পুষ্টি কর এবং বাংলাদেশে এর ভালো জন্মে বা চাষ করা হয়।
২। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, প্রথমে নাকি আমকে জাতীয় ফল করার কথা ভাবা হয়েছিল। কিন্তু ভারত আগে থেকেই সেটি দখল করে রাখায় জাতীয় প্রতীকে ব্যবধান রাখতে কাঁঠালকে বেছে নেয়া হয়।
৩। কাঁঠাল এবং শাপলা প্রতীক হিসেবে মন্দও না। বাংলাদেশের প্রকৃতি এবং সংস্কৃতির সাথে মানানসই।উভয়ই আমাদের দেশে স্মরনাতীত কাল ধরে আছে।
৪। আমি তো ফল হিসেবে কাঁঠালের কোন সমস্যা দেখি না। কোন কিছুকে যখন জাতীয় ঘোষণা করা হয় তখন ইতিহাস, ঐতিহ্যের সাথে এর সম্পর্ককে বিবেচনায় নেওয়া হয়। কাঁঠালের ইতিহাস একান্ত আমাদের।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১১

পদ্মপুকুর বলেছেন: এই পোস্টের সবকিছুই দারুণ দেখছি। প্রথমেই 'আহমদ ছফা আমাকে বলেছিলেন' পড়েই তো চোখ কপালে উঠে গেলো, আপনি আহমদ ছফার সান্নিধ্য পেয়েছিলেন ভাবতেই কেমন একটা অনুভূতি এসে গেলো, এরপর দ্বিতীয় মন্তব্যে যিনি আপনাকে বৈচিত্র্যপূর্ণ বললেন, তাঁর নিকনেম দেখে চোখ আরেকদফা উপ্রে উঠে গেলো।

কদিন আগে কাল্পনিক_ভালোবাসার ব্লগপোস্ট সম্পর্কে লেখায় ফটোব্লগের বিষয়ে যে আকাঙ্খা প্রকাশ করেছিলেন, সেটা এই পোস্টে কিভাবে পূর্ণ করলো ঠিক বুঝতে পারলাম না বলে সর্বশেষ ব্লগার কাল্পনিক_ভালোবাসা যখন বললেন 'দারুণ ছবিব্লগ এবং ছবিব্লগ এমনই হওয়া উচিৎ, তখন শেষবারের মত দারুণ ধাক্কা খেলাম....

ছবিগুলো অবশ্য ভালো লেগেছে।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: এত ধাক্কা সামলাবেন কেমন করে?

৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনেক শুভেচ্ছা রইল----------------------

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: টিকা সবার আগে দেশে উচ্চ মার্গের নেতা/কর্তা ব্যক্তিবর্গরা- জনসাধারণের সামনে টিকার প্যাকেট খুলে সিরিঞ্জ-এ নিয়ে পুশ করা পর্য়ন্ত লাইভ ব্রডকাস্ট করা হউক (সাথে আপনিও নিবেন) । তারপর যে তালিকা করেছে তা অনুযায়ী আমরা নিতে প্রস্তুত!

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আমি টিকার ঝামেলায় যাবো না।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

ভুয়া মফিজ বলেছেন: টিকা নিয়ে যারা বিভ্রান্তির সৃষ্টি করছে, তারা দেশের শত্রু। তবে, সমস্যাটা হয়েছে ভারত উপহার দেয়ার ফলে। ভারত.....তার উপরে উপহার!! অনেকটা আমড়া কাঠের ঢেকির মতো একটা ব্যাপার। ;)

যাই হোক, ছবিগুলো চমৎকার হয়েছে!!!

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু। হতাশ হবেন না।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: গ্রাম বাংলা সাথে পরী খুকির ছবি ভাল লাগলো।


সুস্থ থাকুন সর্বদা

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১

করুণাধারা বলেছেন: অতি চমৎকার সব ছবি। সরকারি বাস আর পনের নম্বর ছবি বেশি ভালো লাগলো।

১৬ নম্বর ছবি আমরা। কোথায়?

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ১৬ নং ছবিতে আমরা জিন্দা পার্ক। তিন শ' ফিট।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের জন্য কত কোটী টিকা দরকার, কত বছর লাগবে দিতে?

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ টিকা নিয়ে মোটেও চিন্তিত না।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৮

পুকু বলেছেন: দারুন।আবহমান বাংলাদেশ।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: পুকু আপনি কি পিকু মুভিটা দেখেছেন।

১২| ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আহমদ ছফার সাথে আপনি কবে দেখা করেছিলেন!?
বিস্তারিত নিয়ে পোস্ট দিন।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: না দেখা হয় নাই।
আমি ভুলে লিখেছি বড় ভাই। স্যরি।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৫

ইসিয়াক বলেছেন: চমৎকার ছবি। পরি মা মণির ছোট বেলার ছবিটি ভালো লেগেছে। আপনার দুই সন্তানের জন্য দোয়া রইলো।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা বন্ধু।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১২

রামিসা রোজা বলেছেন:
পরীর জুনিয়র বান্ধবী খুবই মিষ্টি ।
নয়ন তারা ও কৃষ্ণচূড়া ফুলের রং অসম্ভব মায়াবতী।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১

মেহেদি_হাসান. বলেছেন: ১১-১৬ পর্যোন্ত ছবিগুলো বেশি সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি ব্লগ। + +
১৫ নং ছবিটা খুব সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আমার পোষ্ট সার্থক।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জামাত ও তার সংঙ্গি সাথিরা যদি টিকা না নেয়,সেটা কি ভাল না খারাপ।
শেষ ছবিটা কি গ্রামের বাড়ীতে।বাকি ছবিগুলোও ভাল।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: না গ্রামের বাড়িতে না। তিন শ' ফিট। সেখানে একটা পিকনিক স্পট করেছে।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২৮

রোকসানা লেইস বলেছেন: ছবি ভালোলাগল।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৬

স্প্যানকড বলেছেন: ভীষণ ভালো।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @পদ্ম পুকুর ভাইঃ আমি আসলে রাজীব নূর ভাইকে কিছুটা ব্যাঙ্গ করে বলতে চেয়েছিলাম। কিন্তু একটা ইমো ভুলে না দেয়াতে, বিষয়টি সিরিয়াস মনে হয়েছে আর রাজীব ভাইও বিষয়টিকে সত্যি ধরে নিয়েছেন। কিছুটা মজা এই কারনে করতে চেয়েছি, কারন সেই পোস্টে রাজীব ভাই বলেছিলেন, আমি এখন থেকে বিষয়গুলো মনে রাখব, নিজেকে গুছিয়ে পোস্ট লেখার চেষ্টা করব।

যাইহোক, তবে বাস্তবতা হচ্ছে, এখন অনেক ছবি ব্লগ আছে, জাস্ট ছবি দিয়ে কাজ শেষ। সেই তুলনায় তিনি দুই চার কথা কথা লিখেছেন এটাই বড় প্রাপ্তি। সেই হিসাবে রাজীব নূর ভাই কিছুটা প্রশংসা পাবার যোগ্য।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।
ভালো থাকুন।
আমি নিজেকে কিছুটা গোছাচ্ছি। ভালো পোষ্ট আমি দেবো। আমাকে সময় দিন। কবি বলেছেন, দেরী হোক যায় নি সময়।

২১| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪০

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সরকারি বাস দরকারী কাজে কতটা দরকারে লাগবে...?

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: বুঝি নি।

২২| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

পদ্মপুকুর বলেছেন: সেটাইতো, মন্তব্য লেখার পর আবারও আমি একবার খুঁজলাম যে কোথাও ইমোটিমো আছে কি না, না পেয়ে আসলেই আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। যাই হোক, যে কারণে কাঠাল আমাদের জাতীয় ফল, সে কারণেই হয়তো আমি ইমো নেই দেখে ধরতে পারিনি... :-B

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: আমি কিছু কিছু বিষয় বুঝি না। একেবারে নির্বোধ নই।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

পদ্মপুকুর বলেছেন: @ কাল্পনিক_ভালোবাসা ভাই

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসাবাসির মধ্যে থাকাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.