নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সূরা আনফাল

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪



হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রসূলের নির্দেশ মান্য কর, যখন তোমাদের সে কাজের প্রতি আহবান করা হয়, যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো, আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুতঃ তোমরা সবাই তারই নিকট সমবেত হবে। সুরা আনফাল।

আল আনফাল কুরআনের ৮ নম্বর সূরা।
এর আয়াত সংখ্যা ৭৫ টি। আল আনফাল সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এ সূরার নাম সূরা আল-আনফাল; কারণ সূরার প্রথম আয়াতেই এ শব্দটির উল্লেখ আছে, যার অর্থ যুদ্ধলব্ধ সম্পদ। কেউ কেউ এ সূরাকে সূরা ‘জিহাদ' নামেও অভিহিত করেছেন। এ সূরাটি বদর যুদ্ধের পর নাযিল হয়। আনফাল হচ্ছে গনীমত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, এ থেকে আর কারও কোনো অংশ ছিল না। সূরা আল আনফাল পড়তে চাইলে।

আল আনফাল সূরাটিতে বদরের যুদ্ধের ঘটনা,
গনীমতের মালের বিধান, বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য লাভ, বন্দিদের বিধান, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার শাস্তি, রাসূলকে হত্যার ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে বানচাল করা ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলে তাদের ষড়যন্ত্রকে বানচাল করে আল্লাহ তা‘আলা তাঁর রাসূলকে কীভাবে রক্ষা করলেন তা এ সূরায় খুব সুন্দরভাবে চিত্রায়িত করা হয়। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বদরের যুদ্ধ। এ যুদ্ধে আল্লাহ তা‘আলা আসমান থেকে ফিরিশতা অবতরণ করে মুসলিম সৈন্য ও মুজাহিদদের সাহায্য করেছিলেন। আসমানী সাহায্য লাভের কথাও এ সূরায় তুলে ধরা হয়।

'মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলেই যাদের অন্তর কেঁপে উঠে, আর তাদের কাছে যখন তাঁর আয়াত পঠিত হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে আর তারা তাদের রবের ওপর নির্ভর করে। তারা সালাত ক্বায়িম করে, আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তাত্থেকে ব্যয় করে। এসব লোকেরাই প্রকৃত মুমিন। এদের জন্য এদের রবের নিকট আছে নানা মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক জীবিকা' সূরা আনফাল।

তওবার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সমূহ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন, ‘এবং আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদের শাস্তি দেবেন।’ (সুরা আনফাল, আয়াত : ৩৩)

আগের পোষ্ট গুলোঃ

১। সূরা আল ফাতিহা
২। সূরা বাকারা
৩। সূরা আল ইমরান
৪। সূরা আন নিসা
৫। সূরা মায়েদা
৬। সুরা আন’য়াম
৭। সূরা আল আরাফ

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪২

ঢাকার লোক বলেছেন: মাশা'আল্লাহ, বেশ সুন্দর লিখেছেন, আল্লাহ আপনাকে এর জন্য জাজায়ে খায়ের দান করুন! আমাদের সবাইকে সময় থাকতে আন্তরিক তৌবা করার তৌফিক দান করুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আমীন।

২| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


করোনা উপলক্ষে আল্লাহ কমপক্ষে একটা সুরাহ নাজিল করলে, মুসালমানেরা দিক-নির্দেশনা পেতেন; ইরান , পাকিস্তান, বাংলাদেশ এত সমস্যায় পড়তো না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: করোনার সমাধান কোরআনে অবশ্যই আছে। থাকার কথা।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৭

ডঃ এম এ আলী বলেছেন:

এটি আপনার উত্তম কাজ সমুহের মধ্যে একটি ।
এর জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন,
এ কামনা রইল ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমার দোযকে যাওয়ার খুব শখ। ভয়াবহ সব শাস্তি। লম্বা সময় শাস্তি ভোগ করে, শেষে বেহেশতে যাবো।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম পুরস্কারটিই দিয়ে ছিল,কিন্ত আপনিই সাহশ করে স্কুটারে উঠতে পারলেন না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায় নি সময়।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পৃথিবীর সব রহস্য যে আমি বুঝব, এমন কোন কথা নেই। যাইহোক, পোস্টে প্লাস।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে ধর্ম পালন না করতে পারলে, ধর্ম থেকে দূরে থাকাই মঙ্গল।
ধর্ম মানুষকে পাগল পর্যন্ত করে দেয়। আমারে নানী শেষ বয়সে ধর্মকর্ম করতে গিয়ে পাগল হয়ে গেলেন। সারাদিন মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। নানান ধরনের পীর ফকিরদের সাথে মিশতেন। নানী ছিলেন ব্যবসায়ী। নানী তার সমস্ত টাকা পীর ফকিরদের পেছনে ব্যয় করেছেন।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর বর্নণা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: শুধু কোরআন পড়লেই হবে না। বুঝতে হবে। প্রতিটা সূরার শানে নুজুল, তাফসির জানতে হবে, বুঝতে হবে।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



বদরের যুদ্ধের পর যদি আল্লাহ সুরা পাঠায়ে থাকেন, ২য় বিশ্ব যুদ্ধের পর কি উনি চুপ করে থাকার কথা?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: বদরের যুদ্ধের সময় কোরআন ছিলো না।
কিন্তু দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় কোরআন ছিলো। কোরআনে বিশ্বের সমস্ত সমস্যার সমাধান আছে।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ধর্ম মতে, আগের মানুষ আমাদের থেকে বেশী জানতেন; হিন্দুরা বলছে, করুক্ষত্রের যু্দ্ধে নাকি ভগবান কৃষ্ন খুবই সীমিত ক্ষমতার এটম বোমা ছেড়েছিলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: ধর্মের রুপকথা গুলো জ্ঞানীদের জন্য বিনোদন স্বরুপ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটি একটি যুদ্ধবাজ সুরা।এই সুরায়১২ নং আয়াতে দেখা যায় আল্লাহ তার ফেরেশতাদের সহ নিজেও অংশগ্রহন করেন। ৩৯ নং আয়াতে ভ্রান্তি শেষ হয় বলতে বুঝায় যতক্ষন না তারা ইসলাম গহন করে ততক্ষন যুদ্ধ কর।সিরাতে তাই বলা হয়েছে।৫৫ নং আয়াতে বলা হয়েছে, তাঁরাই নিকৃষ্ট যারা ইমান আনে নাই।৫৭ নং আয়াতে অমানবিক শাস্তির কথা বলা হয়েছ যা দেখে তাদের উত্তরসূরিরাও পালিয়ে যায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি হোতা হ্যায়।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৫

নেওয়াজ আলি বলেছেন: এই সুরাতে বল হয়েছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য এবং রোজগার হতে দান করার জন্য

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: এই সূড়াতে আরো বহু কথা বলা হয়েছে।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৯

নাসরীন খান বলেছেন: মাশাল্লাহ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৫

নীল আকাশ বলেছেন: ২৪. ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: আমি স্বেচ্ছায় দোজকে যাবো।
পোস্টঃ হে মানুষ, তুমি আসলে কে?
আপনি শুধু কাল্পনিক_ভালোবাসা নয় ব্লগের সবািকেি ১০০% কনফিউশনে রাখেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

আসলে নিজের কথা গুলো বুঝিয়ে বলতে পারছি না। তাই সবাই আমাকে ভুল বুঝছে। আমি খুব শ্রীঘই বিষয়টা ক্লিয়ার করবো।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৭

নীল আকাশ বলেছেন: এই পোস্ট যেহেতু একজন নির্বোধ ইসলাম সর্ম্পকে অজ্ঞ লোক উপরেই পড়েছে, এরপর থেকে এই বিষয়ে উলটাপালটা কথা বললে কোন ছাড়া দেয়া হবে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: রাগ কমান। রেগে গেলেই মানুষ ভুল কর্ম করে।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

নীল আকাশ বলেছেন: ভাই,
আমার কেন যেন মনে হচ্ছে আপনি খুব বিক্ষিপ্ত মন নিয়ে চলছেন। নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ঠিক থাকছে না।
আপনি খুব মনোযোগ দিয়ে পাঁচওয়াক্ত নামাজ পড়া শুরু করুন। তাড়াহুড়া করে নয়, ধীর স্থিরে।
সবার জীবনেই এইরকম অস্থিরতা আসে। এটা নতুন কিছু না।
একমাত্র সৃষ্টার কাছে সর্মাপণই পারবে এই অস্থিরতা পুরোপুরি কাটিয়ে দিতে।
ধন্যবাদ।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে আমি মন্তব্যের সাথে একমত না।
দরিদ্র এবং অসহায় মানুষেরা এভাবেই ভাবে।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৭

কাছের-মানুষ বলেছেন: কিছু আয়াত এবং তাঁর শানেনূজুল, তাফসীর নিয়ে আলোচনা করলে পোষ্ট পুর্নতা পেত!

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আসলে আলোচনা ভয়ে করি নি। যদি কিছু ভুলভাল বলে ফেলি।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

রানার ব্লগ বলেছেন: নীল আকাশ @ এটা ব্লগ এটা কোন ডাব্লিউ ডাব্লিউ ই এর মঞ্চ না যে কুস্তি লড়বেন। ছার দিয়েই আপনাকে ব্লগিং করতে হবে, যুক্তি পছন্দ না হলে পাল্টা যুক্তি দিবেন হুমকি কেন দেন??

জানার আছে অনেক কিছু জানুন পড়ুন।


রাজীব @ আপনি ইবনে কাসিরের তাফসির দেখতে পারেন অনেক অজানা বিষয় জানতে পারবেন। আজকাল কাল মেয়েদের ছায়া দেখলেই জেগে ওঠা মোল্লাদের তাফসির এড়িয়ে চলুন।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: ইবনে কাসিরের তাফসির অবশ্যই পড়বো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.