নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মেঘনা নদীতে লঞ্চ চলছে।
লঞ্চের নামটি এই মুহুর্তে মনে করতে পারছি না। আমরা বাড়ির সবাই মিলে একটা বিয়ের অনুষ্ঠানে কুমিল্লা যাচ্ছিলাম। আমি লঞ্চের ছাদে বল খেলছিলাম। হঠাৎ আমার বলটি মেঘনা নদীতে পড়ে যায়। আমি লাফ দিয়ে বলটি ধরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে যাই। তখন আমার বয়স ১৩ বছর। জানি না সাঁতার। মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে মেঘনা নদীর পানি খেয়ে নিলাম পেট ভরে। তারপর কে বা কারা আমাকে বাঁচায় কিছু মনে নেই।
আমার ধারনা, আমার মৃত্যু হবে একদিন নদীতে ডুবে।
২। পাবনা যাচ্ছিলাম, বড় ভাইয়ের সাথে দেখা করতে।
তখন বড় ভাই পাবনা ক্যাডেট কলেজে লেখাপড়া করতো। আরিচা ফেরী ঘাটে। ফেরীর দোতলায় রেলিং এ বসতে গিয়ে ধাম করে নদীতে পড়ে যাই। ভাগ্য ভালো ছিল, তখনও ফেরী ছাড়েনি। তখন আমার বয়স ১৬ বছর। অল্প পানির মধ্যেই ডুবে গেলাম। কে বা কারা আমাকে যথা সময়ে বাচিয়েছিল মনে নেই, একটুও মনে নেই। বাংলাদেশের প্রতিটা নদী আমার খুব ভালো লাগে। পৃথিবীর কোথাও আর এতো সুন্দর সুন্দর নদী নেই। আমাদের দেশের নদীর নাম গুলোও অনেক সুন্দর।
৩। আমাদের গ্রামের বাড়ির কাছেই পদ্মা নদী।
পদ্মা নদী আমার অনেক প্রিয় একটি নদী। ইচ্ছা করলো মনের স্বাদ মিটিয়ে পদ্মা নদীতে লাফিয়ে ঝাঁপিয়ে গোছল করবো। একদিন সব বন্ধু-বান্ধব নিয়ে চলে গেলাম গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি বিক্রমপুর। মধ্যদুপুর বেলা সব বন্ধু নিয়ে নামলাম নদীতে। আমি হাফ প্যান্ট নিতে ভুলে গিয়েছিলাম। তাই চাচার কাছ থেকে একটা গামছা নিয়ে কোমরে প্যাচিয়ে নদীতে নামলাম। মনের স্বাদ মিটিয়ে বিকেল পর্যন্ত নদীতে লাফালাফি করলাম। কিন্তু আমি নদী থেকে লজ্জার কারণে উঠতে পারছি না। কোথায় কখন যেন আমার গামছাটি খুলে গেছে। বন্ধুদের কাছেও গামছা হারিয়ে যাবার কথা বলতে পারছি না। যদি বলি ওরা হাসাহাসি করবে। উফফ...ভয়াবহ লজ্জায় পড়েছিলাম।
৪। ঢাকার বাসাবো রাজারবাগ কালি বাড়িতে একটি বড় পুকুর আছে।
পুকুর না বলে দিঘী বলাই ভালো। বিশাল দিঘী। পুকুরের পাশেই কালী মন্দির। সেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম ৩৪ নং ওয়ার্ডের কমিশনারের সাথে। মাছ বড়শি ফেলতে গিয়ে আমিই ঘাট থেকে পুকুরে পড়ে গেলাম, আর কি আশ্চর্য সাথে সাথে ডুবেও গেলাম। পুকুরের মাটি অসম্ভব নরম- আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেদিন অনেক পুকুরের পানি খেয়েছিলাম। পেট ফূলে গিয়েছিল। এখনও মনে আছে- অনেক গুলো স্যালাইন খেতে হয়েছিল।
৫। দুই হাজার সালে জাহাজে করে বঙ্গোপসাগর গিয়েছিলাম।
চারদিন আমাদের জাহাজ বঙ্গোপসাগরে উপরেই ছিলো। সাগর পাড়ের বাতাস কি ঠান্ডা! মধ্যরাতে জাহাজের ছাদে উঠলাম একলা। জোছনা রাত ছিল। চাঁদের আলো পড়েছে সাগরে। সাগরের পানি ঝকমক করছিলো। চিকচিক করছিল। দেখে খুব ভালো লাগছিলো। আমাদের জাহাজ যাচ্ছিলো সুন্দরবনের দিকে। হঠাত আমার খুব তীব্র ইচ্ছা হলো- বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ি। চারপাশ এত সুন্দর সহ্য হচ্ছিল না। সেই প্রথম আমার মাথায় স্বেচ্চায় মৃত্যু চিন্তা এলো। স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না- ঝাপ দিবো কিনা। আমার কপাল ঘামে ভিজে উঠলো! অতঃপর সিদ্ধান্ত নিয়েই ফেললাম ঝাঁপ দিবো- কিন্তু তার আগে একটা সিগারেট শেষ করবো। সিগারেট শেষ হওয়ার আগেই দেখি আব্বা পেছনে এসে দাঁড়িয়ে আছেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: হ্যা সুন্দর। পকেটে টাকা থাকলেই আমি পথে বের হই।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৭
রানার ব্লগ বলেছেন: নদিতে তুফান উঠলে আমি একধরনের বিজাতীয় পরিতৃপ্ত সুখ অনুভব করি। আমি অট্টহাসিতে ফেটে পড়ি, ব্যাপারটা খানিকটা বাংলা সিনেমার ভিলেনদের মত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: আসল কথা হলো- তখন আপনি ভয়ে কাপেন।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ত ভাবনার খেলা নদীতে ডুবে মরা
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
এমেরিকা বলেছেন: কোথায় পাবো আড় কলসি কোথাইয় পাবো দড়ি
তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই বুঝা যাচেছ ,পানির সাথে আপনার মিতালী (শত্রুতা) আছে। আপনি সাতার জানেন ত,ভালভাবে সাতার শিখতে হবে আর পানি দেখলে মনে হয় অবচেতন ভাবে আপনার মনে চাপ তৈরী হয় ।
আপনাকে সেই চাপ নিয়ন্ত্রন করতে হবে এবং সাবধান থাকতে হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: ভাগ্যে যা আছে তাই তো হবে। আমি সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে ছুড়ে বসে আছি।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আরিয়াল খাঁ নদের নাম শুনেই মনে হবে কোনো বীর পুরুষের নাম। সত্যি সত্যি বাংলাদেশের নদ নদীর নাম খুবই সুন্দর ও ভালোবাসাময় নাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: জল হইতে সাবধান.....
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: জল আমার ভীষণ প্রিয়। জল আমাকে টানে।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাতারটা শিখেই ফেলুন। ঢাকায় মোশারফ শিখাতো,এখন শিখায় কিনা জানি না তবে কলকাতায় অনেক ক্লাব আছে যারা সাঁতার শিখায়।সাঁতার শিখলেই যে পানিতে পড়ে মরবেন না এমন নিশচয়তা নাই,তবে এখানে সেখানে যে পেট ভরে পানি খাবেন না এই নিশ্চয়তা আছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: হ্যা শিখব।
শিখব শিখব করে ৩৫ বছর পার করে ফেলেছি।
আপনি সাঁতার পারেন?
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩০
অনল চৌধুরী বলেছেন: ১ আর ৪ কি সত্য?
ঢাকায় ষ্টেডিয়াম আর অফিসার্স ক্লাবের চৌবাচ্চায় সাতার শেখায়।
তবে গ্রামের পুকুরে শিখরে বেশী ভালো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ১,৪ সত্য।
সাঁতার সেখাবো মেয়েদের। আমার দিন শেষ।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমিতো পানিতে ডুবতেই পারি না।ভেসে থাকি ঘন্টার পর ঘন্টা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪৮
কালো যাদুকর বলেছেন: ৫ নংয়ে "টাইটানিক" মুভিতে নায়ক চলে এসেছিল।
মড়ার কথা মনে হলে মনের ডাক্তারের কাছে যান।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: হা হা হা হা---
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৮
অজ্ঞ বালক বলেছেন: ৪ নাম্বার পয়েন্ট পইড়া চমকাইয়া গেলাম। আপনে দেহি বাসার কাছে আইছিলেন, দ্যাখা হইলো না। আপনে এই বলোগের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, এমনেই কইলাম, তেল না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: আমাদের সবাইকে মিলেই ব্লগটাকে প্রানবন্ত করতে হবে।
কোনো একদিন দেখা হয়ে যাবে।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
মপোতোস বলেছেন: আহারে! জলবিয়োগ ঘটিত সমস্যা না হলেও, এ দেখছি সবই জলঘটিত সমস্যা।
আমারও পানিতে ডোবার করুন ইতিহাস আছে। পিঠের ওপর একজনকে নিয়ে পাকনামি করছিলাম সাঁতারে দক্ষতা প্রমাণের জন্য। তখনই ঘটেছিল অঘটন। পেট ফুলে ঢোঙ্গা হয়ে গিয়েছিল। তবে মৃত্যুরও হয়ত খুব কাছাকাছি ছিলাম। নিঃশ্বাসের কষ্টটা এখনো মনে পড়ে।
ভাগ্যিস, আপনার আব্বা পেছনে এসে দাঁড়িয়েছিলেন! না হয় আমরা এখন ব্লগার রাজীব নুর ভাইকে কোথায় পেতাম! এভাবেই কেউ না কেউ পেছনে এসে দাঁড়াক সব সময়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: এখন আব্বা নেই। খুব অসহায় লাগে।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২১
মপোতোস বলেছেন: এখন আব্বা নেই। খুব অসহায় লাগে।
মনটা খারাপ হলো, ভাই। আংকেলের আত্মা শান্তিতে থাকুক। আপনিও ভালো থাকুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৬
অনল চৌধুরী বলেছেন: আমি ৩৮ বছরে শিখেছি।
অনেক অভিভাবক ও বাচ্চাদের একসাথে সাতার শিখতে দেখেছি।
শেখার কোনো বয়স নাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: ইয়েস শেখার কোনো বয়স নাই। আপনি কোথায় শিখেছেন?
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪২
অনল চৌধুরী বলেছেন: পল্টন স্টেডিয়াম চৌবাচ্চায়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: আমি বুড়ো হতে চলেছি। মাথার চুল সাদা হতে শুরু করেছে। আমার দিন প্রায় শেষের দিকে। এখন যা করার মেয়েদের জন্য করবো।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৫
অনল চৌধুরী বলেছেন: ৮২'তে জন্ম হলে আপনি আমার চেয়ে ৮ বছরের ছোটো।
কিন্ত আমার বয়স প্রতিদিন কমছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: নদীর সাথে আপনার প্রেম মধুময়। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য সত্যি অনেক সুন্দর।