নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ও ছবির পেছনের গল্প

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২



অভিজিৎ হত্যা মামলার রায়ঃ
৫ জঙ্গির মৃত্যুদন্ড ও ১ জঙ্গির যাবজ্জীবন কারাদন্ড। রায়ের আগে ও পরে ৩ জঙ্গি ছিল ‘উৎফুল্ল ও উদ্ধত’। তাদের একজন দুই আঙুল তুলে ‘ভি’ চিহ্নও দেখান। মনে মনে হয়তো ভাবছে ফাঁসির রায়ের ফলে হুর দেখার ভিসা পেয়ে গেছে। আশা করি একদিন এই ভয়ঙ্কর পলিটিক্যাল গেইমের মাস্টারমাইন্ড যারা ছিল, তারাও একদিন না একদিন আইনের আওতায় আসবে। হোক জীবিত কিংবা মৃত তাতে কী আসে যায়। সামাজিক জীবনে অস্থিরতা, অর্থনৈতিক নিপীড়ন, সুস্থ বিনোদনের অভাব - প্রতিনিয়ত আমাদেরকে হতাশার ভেতর ঠেলে দিচ্ছে। নানাধরনের অবসাদ থেকে মুক্তি পেতে আমরা নির্ভর করছি অনলাইনে। বিভিন্নধরনের কৃত্রিম আনন্দ খুঁজছি চারদিকে। উল্টো আরো বেশী অবসাদের শিকার হচ্ছি আমরা। যাই হোক, অনেক বক বক করেছি। এখন ছবি দেখুন-

১।
লাফিং বুদ্ধা। লাফিং বুদ্ধার চমৎকার একটা গল্প আছে। জানেন নিশ্চয়ই। চীন, নেপা এবং থাইল্যান্ডের বহু মানুষ বিশ্বাস করে ঘরে লাফিং বুদ্ধা রাখা মঙ্গলজনক।

২।
আঙ্গুর। অথচ খাওয়া যায় না। সাজিয়ে রাখতে হয়।

৩।
আমার পৃথিবী।

৪। পরী ফাইহাকে ঘুম পাড়িয়ে দিতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে।

৫। আমার ছয়টা সোণার চামচ আছে। হে হে হে---

৬।
প্রদীপ। এই প্রদীপটার একটা ছোট ইতিহাস আছে। ইতিহাসটা অন্য একদিন বলব। কলকাতা নিউ মার্কেট থেকে কিনেছিলাম।

৭। আমার বইয়ের কিছু অংশ।

৮। হাতি আমার অতি প্রিয় একটা প্রানী। কি বিশাল! অথচ কোনো অহংকার নেই।

৯। ঘরে এরকম ছবি বা মূর্তি থাকলে নামাজ হয় না। যেসব ঘরে এগুলো থাকে সেসব ঘরে ফেরেশতারা আসে না।

১০। বড় অদ্ভুত একটা জিনিস। আমার নানী আমাকে দিয়েছিলেন। এটা একাএকা সরে যায়। এক জাগায় রাখলে নিজে নিজেই অন্য জাগায় চলে যায়।

১১। একবার যশোর গিয়েছিলাম। এক গ্রামে। মেলা থেকে মাটির এই পুতুলটা কিনেছিলাম। সস্তা। মাত্র ত্রিশ টাকা।

১২। পরী আর ফাইহা খেলা করে।

১৩। বলুন এটা কিসের ডিম?

১৪। প্রতিদিন সকালে এখানে চড়ুই এসে চিৎকার করে। তখন খাবার দিতে হয়। খাবার খেয়ে চলে যায়।

১৫। পাখি মাছ।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অভিজিৎদের বেঁচে থাকা দরকার ছিল।তাতে মানব জাতী উপকৃত হতো।একজন অভিজিৎ রোজ রোজ জন্মগ্রহ করে না।যারা হত্যা করেছে তারা ঘৃণ্যতম কাজটি করেছে।
৪,১২ মানিক জোড়
১৩, কৃতিম ডিম
১৫, পোটকামাছ
সবগুলো ছবিই সুন্দর
ব্লগে তো অনেকদিন আছেন।আরজ আলী মাতাব্বর নামে কোন ব্লগার ছিল বলে মনে পড়ে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আরজ আলী মাতব্বর -----
ঠিক মনে করতে পারছি না। তবে মনে হচ্ছে ছিলো।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

অক্পটে বলেছেন: প্রথমটা ছাড়া বাকিগুলো ভালো লাগল। ১মট ভাললাগেনি কারণ আইন শব্দটা খুব দামী। এই দামী শব্দটা তার নিজস্ব গতিতে চলেনা। মর্জির উপর চলে। খুনের মামলার পলাতক আসামী হারিছ ও আনিসকে সরকার দুই বছর আগেই দন্ড মওকুফ করে রেখেছে বিষয়টা এতদিন সরকার গোপন রেখেছে। আজ আমরা জানলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের উত্তরে কি বলব বুঝতে পারছি না।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আরজ আলী মাতুব্বর।অযত্নে পড়ে আছে বইগুলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: তার বই গুলো আমার কাছেও আছে। পড়েছি আমি।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, আপনার তো অনেক বই। বইগুলো আরো সুন্দর করে সাজিয়ে রাখা যেত।
প্লাস্টিকের ডিমটা ছাড়া সবগুলো ছবি সুন্দর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: বই আমার আরো ছিলো। অনেক।
সব বিলিয়ে দিয়েছি।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাসায় বেশ কিছু পরিমান মুর্তি আছে মনে হচ্ছে! চিন্তার বিষয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: আমার নানী আগে এই সবেরই ব্যবসা করতেন।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৪

মুজিব রহমান বলেছেন: ওরা তো ভাবে মরলেই বেহেস্তে চলে যাবো। সেখানে হুরপরিরা অপেক্ষা করছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: হুরের এত লোভ!!! ছিঃ

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



৬ নং:

-আপনার তো চাকুরী করা লাগবে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: হে হেহে-----
চাকরীর দরকার আছে। খুব আছে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০১

কবিতা ক্থ্য বলেছেন: সবাই সোনার চামচ মুখে নিয়া জন্ময় না- ভাগ্যবান ছাড়া।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমার মেয়ে ফাইহা সোণার চামচ মুখে নিয়ে জন্মাইছে।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

অক্পটে বলেছেন: আরজ আলী মাতুব্বর কি বিষয়ে লিখেন। তার সম্পর্কে কিছু জানিনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: অবশ্যই তার বিষয়ে জানেন। খুব ভালো করেই জানেন।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

রক্ত দান বলেছেন: অভিজিতের বই পড়েছি। তবে খুব বেশী না। তার মুক্তমনা ব্লগে মাঝে মাঝে ঢু মারি। তারা সমকামিদের পরম মিত্র। এটা বিশ্ব জনসংখ্যা কমানোর অন্যতম প্রধান উপায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: অভিজিতের বই আবার পড়ুন। সব গুলো বই আবার পড়ুন। আপনার ভুল ভাঙ্গবে।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৯

রক্ত দান বলেছেন: অভিজিত সমকামিকার কথা বলে। তার স্ত্রীও সেই মনের লোক। কিন্তু কি বলব, মানব জাতি প্রচন্ড রকমে সমকামিতাকে ঘৃণা করে। আর অভিজিতের বই পড়ে কি এ ভুল ভাংবে যে ছেলে হয়ে ছেলে বিয়ে করাই ঠিক ছিল? অথচ সে নিজেই একটা মেয়ে বিয়ে করেছে। পৃথিবীর ১% লোকও কি সমলিঙ্গে বিয়ে করে? আপনি করেছেন কি? তাহলে অভিজিতের বই পড়ে কি শিখলেন? আর সে নাস্তিক ছিল সে নিজেই বলেছে। তাহলে তার বই পড়ে আর কি হবে। তারচেয়ে ডেল কার্ণে গির বই পড়া তারচেও ভাল। অন্তত দু’টি ভাল কথা শিখা যায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: এই অপরাধে তাকে মেরে ফেলতে হবে?

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩

রক্ত দান বলেছেন: আমাদের হাতে অফুরন্ত সময় নেই। কাজেই অকাজের বই না পড়ে দু’ চারটা কাজের বই পড়া ভাল। এখন প্রতিদিন গাড়ীর লাইব্রেরী আমার বাসার কাছে আসে। কত রকম বই তাতে আছে। কাজেই অভিজিতের বই না পড়লেও হয়। অভিজিতের লেখার বিষয় আমার নিতান্ত মামুলী মনে হয়েছে। সে তার বিষয়টা প্রমাণ করতে পেরেছে বলে আমার মনে হয়নি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: হ্যা এরকম মনে হতে পারে।
স্বাধীন দেশ। লেখক স্বাধীণ ভাবে লিখবে। পাঠকের ভালো লাগলে গ্রহন করবে। ভালো না লাগলে গ্রহন করবে না। ঝামেলা শেষ।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৩

রক্ত দান বলেছেন: আমি গেছিলাম তার বই পড়তে। মজাটজা কিছু পাই নাই। আমি তো ট্রাক খানিক বই পড়েছি। সবচেয়ে ওর বইটাই বেশী পঁচা মনে হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: হ্যা এরকম হতে পারে। সব বই সবার কাছে ভালো নাও লাগতে পারে।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৯

রক্ত দান বলেছেন: একজন লোক একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে মাত্র ২৩ বছর সময়ে। একশত আশি কোটি মানুষ তাঁর অনুসারী। অভিজিতরা যে তাঁর বদনাম করে, তারা তাদের জীবনে কার জন্য কি করতে পেরেছে? তারা সমকামিতার কথা বলে, এতে কি মাহাত্ম লুকিয়ে আছে বুঝলাম না। একটা মেয়ে বিয়ে করেছি, এখন তিনটা মেয়ে আব্বু ডাকে, কত সুন্দর! একটা ছেলে বিয়ে করলে কি আর বাবা হতে পারতাম? আরি আমি তাকে যা করি সে আমাকে তা’ করে কি বিশ্রী কান্ড! অথচ ছেলে-মেয়ে বিয়ে কত সুন্দর, কত আনন্দের! ওরা মানুষকে যা বুঝাতে চায় মানুষ সেটা বুঝে না। রাজিব নূর বুঝালেও ওদের কথা মানুষ বুঝবে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যকে আমি সম্মান জানাই। যদিও আপনার মন্তব্য আমার পছন্দ হয়নি।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

রক্ত দান বলেছেন: অভিজিতরা ধর্মহীনতার কথা বলে। মানুষ সেটাও বুঝে না। প্রায় মানুষ ওদের অখাদ্য ধর্মটাকেই মানে। এই যে রাজিব তার সাথের নূর শব্দটা বাদ দিচ্ছে না। সেটাও তো ধর্ম পালনেরই নমুনা। মুসলমানী নাম বাদ না দিয়ে লোকেরা কি নাস্তিক হয় আমার বুঝে আসে না। আরে বাপু নাস্তিকই যদি হবি তবে নামটা কেন বন্যা আহমেদ? ডগ, ক্যাট এসব নামই তো তাদের জন্য উপযুক্ত। কেনরে বাপু এপিভেবিট করে কি নাম বদলানো যায় না নাকি? নাস্তিকই যদি হবি তবে আর অভিজিত রায় কেন? তার জন্য নামের টান পড়েছে যে হিন্দু নামটা রেখেই দিতে হবে। এরা নাস্তিকের মধ্যেও বেঈমান নাস্তিক!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: মানুষের পরিচয় নামে নয় কর্মে।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

তাশমিন নূর বলেছেন: পরী আর ফাইহার জন্য ভালোবাসা।

অভিজিৎ-এর মতো আরও যারা খুন হয়েছে, তাদেরও বিচার চাই। এই রায় দ্রুত কার্যকর হোক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: রায় কার্যকর হতে দেরী আছে। আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবে।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

তারেক ফাহিম বলেছেন: ০৭ নাম্বার ছবিতে “মকুসুদুল মমিন” বইটি পড়েন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০০

রাজীব নুর বলেছেন: হ্যা পড়েছি।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: লাফিং বুদ্ধার একটা সেট কিনেছিলাম অনেক বছর আগে দার্জেলিং থেকে।
যেকোনো মূর্তি থাকলেই ফেরেস্তা আসতে চায় না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০০

রাজীব নুর বলেছেন: ফেরেশতা আসলে উপকার কি?

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৭

অক্পটে বলেছেন: আপনিকি শখের নাস্তিক? নাকি বুঝে শুনেই নাস্তিক। রক্তগরম অবস্থায় অনেকে নাস্তিক্যবাদ পছন্দ করে। অবোধেরা যেমন মাঝে মাঝে উজায় তেমন আর কি। সন্তান যখন অপ্রত্যাশিত রোগে ভোগে, মৃর্তু্র দাড়প্রান্তে দাঁড়িেয়ে করুন চোখে পিতার দিকে তাকায়। তখন পিতার সেই অশ্রুশিক্ত চোখ কি খোঁজে জানেন? সন্তানের রোগমুক্তি। কার কাছে চায় জানেন? স্রষ্ঠার কাছে। তখন জোর করে স্রষ্ঠাকে স্মরণ করাতে হয়না। মুখে/অন্তরে আপনা আপনি চলে আসে প্রতিপালকের নাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.