নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা গান লিখে ফেললাম

১৮ ই মে, ২০২১ রাত ২:২৭



একটা গান লিখে ফেললাম।
এর আগে আমি কোনোদিন গান লিখি নি। আমার কন্যা চায় আমি সারাক্ষণ তাঁর সাথে কথা বলি, তাঁর সাথে খেলি, তাকে গান গেয়ে শুনাই। সে তাতে বিপুল আনন্দ পায়। এদিকে আমি গান জানি না। আমার গলায় একদমই সুর নেই। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের চেয়েও খারাপ গান গাই। কিন্তু আমার গান আমার কন্যা খুব পছন্দ করে। সে আমার গান শুনে খুব হাসে। হাত-পা ছোড়াছুড়ি করে। এবং খুব হাসতে থাকে। আমি গান থামালেই সে বিরক্ত হয়। এজন্য আমাকে সুর করে গানের মতো কিছু বলতে হয়। আমি কন্যাকে খুশি করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাই।

আমি সাধারণ কথাবার্তাই বলি সুর করে।
কন্যা তো আর এসব বুঝে না। তাঁর ধারনা আমি মস্ত গায়ক। ইদানিং কন্যার এমন অভ্যাস হয়েছে- আমি গান না গাইলে, সে খাবে না। ঘুমাবে না। গোছল করবে। এই জন্য আমি একেক সময় একেক লাইন গানের মতো সুর করে বলি। কন্যা শুনে আনন্দ পায়। মুগ্ধ হয়। এইভাবে বেশ কিছু লাইন আমার জমে গেছে। সব গুলো লাইন একসাথে করলাম। তারপর আমার মনে হলো- আরেহ এটাতো একটা গান হতে পারে। সুন্দর করে সুর দিতে পারলে দারুন একটা গান হবার সম্ভবনা আছে। আমাদের সামুতে গায়ক আছে। কাজেই কোনো ভাবনা নেই। গানে অবশ্য আবেগের কিছু নাই। বাস্তব কথাবার্তা সব।

মাফ করে দাও
ক্ষমা করে দাও।

কোক কিনে দাও
বার্গার কিনে দাও
চিকেন ফ্রাই কিনে দাও
সস দিয়ে খাবো। আহা!
তাঁর আগে বার্গার গরম করে দাও ওভেনে।

আরিশ কই, এই আরিশ
পরী কই... এই পরী
জলদি আসো
ফাইহা কান্না করে।

ফাইহা দিদার কাছে যাবে
ফাইহা ছাদে যাবে
ফাইহা বাবার কোলে উঠবে
ফাইহা মায়ের কোলে উঠবে।


গানটা একেবারে মন্দ হয়নি।
আপনারা কি বলেন? সুন্দর একটা সুর দিয়ে গাইলে ভালোই লাগবে। আমার তো ধারনা, এই গান ঠিক করে গাইতে পারলে ইউটিউবে ঝড় উঠবে। আমি যখন সুর করে গাই, আমার নিজের কাছেই খুব ভালো লাগে। গান কি করে লিখতে হয়- জানি না। কোনোদিন গান লিখি নাই। নিয়ম কানুন কিছুই জানি না। আমার কন্যা আমার গান শুনে আনন্দ পায়। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কন্যার খুশির জন্য এরকম গান আমি প্রতিদিন একটা করে লিখতে পারি। কারন এক গান নিশ্চয়ই কন্যার প্রতিদিন ভালো লাগবে না। শিশুর ভালো লাগা, মন্দ লাগা অবশ্যই আছে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ রাত ২:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বাহ ভালই লাগল রাজিব ভাই

১৮ ই মে, ২০২১ রাত ৩:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

২| ১৮ ই মে, ২০২১ ভোর ৪:১৭

কামাল১৮ বলেছেন: কিছুক্ষন গান করবেন কিছুক্ষন গল্প করবেন,অভিজ্ঞতা থেকে বলছি।সুর করে গল্প করবেন।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: জ্বী তা-ই করছি। করে যাচ্ছি।

৩| ১৮ ই মে, ২০২১ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:



গান লেখেন, কবিতা লেখেন, ভালো; কিন্তু মেয়ের ও পরিবারের সিকিউরিটির জন্য আপনি কাজ বের করেন।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: আমার হাতে কোনো অপশন নেই।

৪| ১৮ ই মে, ২০২১ সকাল ৯:২৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অনেক সুন্দর হয়েছে।কিউটের ডিব্বা।অনেক অনেক ভালবাসা ওর জন্য।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: এই সাড়ে চার মাস বয়সেই সী আমার সাথে গান গায়।

৫| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ চাঁদগাজী বলেছেন ::: গান লেখেন, কবিতা লেখেন, ভালো; কিন্তু মেয়ের ও পরিবারের সিকিউরিটির জন্য আপনি কাজ বের করেন।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: উনি সব সময় উচিত কথাই লিখেন। উচিত কথা তিতা হলেও ভালো।

৬| ১৮ ই মে, ২০২১ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: ভাইয়া বেবিটাকে একদম তোমার মত লাগছে।

পুরা তোমার চেহারা!!!!!!!!!

এত্ত এত্ত আদর জান বাচ্চুটাকে।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি এটা অনুভব করি।

৭| ১৮ ই মে, ২০২১ দুপুর ১২:২৫

অপু তানভীর বলেছেন: আপনি বিরল প্রতিভার অধিকারী । আপনার সব বিষয়েই হাত রয়েছে । গান কবিতা গল্প ফিচার ! আহা ! আমার মনে হয় চেষ্টা করলে আপনি বৈজ্ঞানিক জার্নাল, রিসার্চ পেপার পর্যন্ত লিখতে পারবেন । আশা করি লিখবেন।
সামু পরিবারে আপনাকে পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করি ।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: না আমার কোনো প্রতিভা নেই। যে সব নৌকায় পা দেয় শেষমেষ সে ডুবে মরে।

কিন্তু আপনার মন্তব্যটা আমার ভালো লেগেছে। নিজেকে মিথ্যামিথ্যি নায়ক ভাবতেও ভালো লাগে।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

৮| ১৮ ই মে, ২০২১ দুপুর ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সত্যিই বিরল প্রতিভা (!!) আপনার।
চুপে চুপে বলি পাগলের পাগলামী
গানটা যুগোপযোগী হয়েছে
সভ্যকে দিয়ে সুর করান আর
হালের বিখ্যাত গায়ক ড. মাহফুজকে
বলেন কণ্ঠ দিতে তিনি সময় দিতে
না পারলে হিরো আলমতো আছেই !!
ঝাক্কাস গান হবে গিনিসবুকে রেকর্ড হবে !!

১৮ ই মে, ২০২১ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: রেকর্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার আপন ভুবন নিয়ে ভালো আছি।

৯| ১৮ ই মে, ২০২১ দুপুর ২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: গানে সুর না বসা পর্যন্ত সেটা কানে উঠে না।

১৮ ই মে, ২০২১ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.