নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ গুগল।
আজ একটা বই পড়েছি।
অতি সস্তা বই। বইয়ের কাহিনী সস্তা। বইয়ের বাধাই সস্তা মানের। বইটিতে মাত্র ৬৮ পৃষ্ঠা। পড়তে দেড় ঘন্টার কম সময় লেগেছে। আহাম্মক ছাড়া এই বই কেউ পড়বে না। বইটা কিনেছি দশ টাকা দিয়ে। বায়তুল মোকারম হাউজ বিল্ডিং এর সামনের ফুটপাতে পুরান বই বিক্রি হচ্ছে। বিক্রেতা অনেক গুলো পুরোন বই একটা পলিথিনের উপর রেখে বিক্রি করছে। বাইছা নেন দশ টাকা। দশ টাকা। মাত্র দশ টাকা। যেখানে একটা বেনসন সিগারেট পনের টাকা।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
সময় দুপুর বারটা। আমি হাউজ বিল্ডিং এঁর নীচে দাঁড়িয়ে আছি। এক কাপ চা শেষ করে একটা সিগারেট ধরিয়েছি। একটা বইয়ের দিকে আমার চোখ পড়লো। বইয়ের নাম 'পাপিয়া তোমাকে ভালোবাসি'। প্রচ্ছদে এক মেয়েকে দেখা যাচ্ছে। সম্ভবত এই মেয়ের নাম'ই পাপিয়া। পাপিয়ার হাতের নখ গুলো বড় বড়। নখে লাল নেইল পলিশ দেওয়া। আঙ্গুলে একটা আংটি। আংটিতে ছোট একটা পাথর। পাথর থেকে ছিটকে আলো বের হচ্ছে। পাপিয়ার ঠোটে গাঁড় লিপ্সটিক। ভরাট বক্ষ।
সিগারেট খাওয়া শেষ করে বইটা হাতে নিলাম।
দশ টাকা দিয়ে কিনে ফেললাম। অত্যন্ত নিম্মমানের বাধাই। পৃষ্ঠা গুলো নিউজ প্রিন্ট কাগজের চেয়েও খারাপ। বই থেকে পচা স্যাত স্যাতে গন্ধ আসছে। আমি যাবো উত্তরা। কাজ আছে। ফুটওভার ব্রীজ দিয়ে রাস্তা পার হয়েই একটা বাসে উঠে পড়লাম। ভাগ্য ভালো। সিট পেলাম জানালার পাশে। আরাম করে বসে পড়লাম। আমি নিশ্চিত উত্তরা যেতে যেতে পুরো বইটা পড়া আমার শেষ হয়ে যাবে। আমি বই পড়ায় মন দিলাম। উত্তরা যাওয়ার আগেই বইটা শেষ করতে চাই আমি।
এয়ারপোর্ট আশার আগেই বইটি পড়ে শেষ করে ফেললাম।
ফালতু বই। সময়ের অপরচয় করা হলো। এরচেয়ে ভালো ছিলো বাসের জানালা দিয়ে রাস্তার চারপাশ ভালো করে দেখা। অথবা মোবাইলে গেমস খেলা। উত্তরা মাসকট প্লাজা নেমেই বইটা ছুড়ে ফেলে দিলাম। এবং নিজেকে নিজেই দুটা কুৎসিত গালি দিলাম। মনে মনে ভাবলাম- এই বইয়ের লেখককে হাতের কাছে পেলে দুটা থাপ্পড় দিবো। শুধু লেখককে থাপ্পড় দিলে মন ভরবে না। প্রকাশকের কান দুটাও টেনে দিতে হবে। এবং কসম খেলাম জীবনে এরকম বই আর পড়বো না। নো নেভার।
'পাপিয়া তোমাকে ভালোবাসি' বইয়ের কাহিনী এই রকমঃ
আবু কালাম দর্জির কাজ শিখেছে। তার বয়স সতের বছর। আবু কালাম ক্লাশ টু পর্যন্ত লেখাপড়া করেছে। আবু কালাম মন্ডাপাড়া বাজারে এক টেইলার্সে কাজ করে। সে মেয়েদের ব্লাউজ আর সেলোয়ার কামিজ বানায়। একদিন পাপিয়া নামের এক মেয়ে তার দোকানে সেলোয়ার বানাতে আসে। পাপিয়াকে দেখে আবু কালামের মাথা নষ্ট হয়ে যায়। প্রথম দেখাতেই সে পাপিয়াকে ভালোবেসে ফেলে। যাই হোক, আবু কালাম নিজে পাপিয়ার মাপ নেয়। তখন পাপিয়া হাসতে হাসতে বলে আপনাদের দোকানে মাপ নেওয়ার জন্য কোনো মেয়ে নেই কেন? --- এইভাবে বইয়ের কাহিনী এগিয়ে যায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: কিনতে চেয়েছিলাম পত্রিকা। বাসে বসে পড়বো। বৃষ্টি হচ্ছিলো বলে পত্রিকা বসে নি। তাই বই কিনলাম।
কোনটা ''টুকরো টুকরো সাদাস মিথ্যা?
বিকাশ নম্বর দিন। এক্ষন পাঠিয়ে দিচ্ছি।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৮
হাবিব বলেছেন: সিরিয়াসলি নিয়েন না, একটু মজা করলাম। ব্লগারদের আরো বই আমার কাছে আছে। আমি যাদের লেখা অনলাইনে পড়ি তাদের দু-চারটা বই আমার কাছে থাকুক সেইটা আমি চাই। আপনার সেই বইটি আমি পড়ে শেষ করেছি ভালো লেগেছে। খারাপ লেগেছে এক জায়গায় অবশ্য , সেটা আরেকদিন বলবো নি।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:২৬
কামাল১৮ বলেছেন: বট তলার উপন্যাস।ছবি দুটি মনে হয় তাপস পাল ও দেবশ্রী রায়ের।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: আপনি সর্ব বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:১৫
বিটপি বলেছেন: আমি অনেক আগে তিন গোয়েন্দার পুরনো বই ওখান থেকে কিনতাম
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেখানে বেশ কয়েজটা পুরোনো বইয়ের দোকান আছে।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: এরকম কাহিনীর নাটক দেখি নিশো অভিনয় করেছিল ভাল লেগেছিল রাজীব দা
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: তাই নাকি!!!
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১০
চাঁদগাজী বলেছেন:
এরাই বাংলাদেশের লেখক।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: এরা লেখালেখি করে আসলে ধান্দা করার জন্য।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৮
রানার ব্লগ বলেছেন: দশ টাকার বইয়ে দোষ টাকার গল্প, এটাই তো স্বাভাবিক, এতে আশ্চার্য হচ্ছেন কেনো ?
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: আমি বইটা পুরান কিনেছি। তাই দশ টাকা।
নতুন মূল্য ১৭৫ টাকা।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: তাপস পাল অভিনীত প্রথম সিনেমা দাদার কীর্তি দেখে না থাকলে দেখে ফেলেন। একটা উপন্যাস অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছিল। খুব সুন্দর একটা কমেডি সিনেমা। আমি বহুবার দেখেছি। এই সিনেমায় অনেকগুলি গান রবীন্দ্রসঙ্গীত। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। এতে দেবশ্রী রায়ও আছেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: দাদার কীর্তি মুভিটা দেখা হয় নাই। তবে অবশ্যই দেখব।
সাড়ে চুয়াত্তর দেখেছি। হে হে---
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৩
হাবিব বলেছেন: আপনি বিজি হইলে কেমনে চলবো?
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: বিজি থাকা আমি পছন্দ করি না।
কিন্তু ঘর সংসার আছে। কন্যা আছে। খরচ আছে।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬
হাবিব বলেছেন: দশ টাকার বই কিনলেন ক্যান? আপনি এই পর্যন্ত কয়টা বই বের করছেন? আমি আপনার যে বইটা পড়েছি সেইটাও ফালতু মনে হয়েছে। টাকা নষ্ট। টাকাগুলো আমাকে ফেরত দিয়েন।