নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সব মিলিয়ে অল্প সল্প সে গল্প

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৫


ছবি- আমার তোলা।

‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা,
আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর।”


আপনি কেমন আছেন?
বাংলাদেশের যে কোন প্রান্তে, যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয়- কেমন আছেন? অধিকাংশ মানুষ উত্তর দিবে, ভালো আছি। এ ভালো মানে আসল ভালো নয়। এটা হচ্ছে সামাজিকভাবে কথা বলার একটি ধরণ। মানুষ সাধারণত নিজের নেতিবাচক বিষয় গুলো সবার সাথে শেয়ার করতে চায় না। সে নিজেকে ইতিবাচক-ভাবে তুলে ধরতে চায়। সেজন্য সবাই বলে, ভালো আছি। আসলে কেউ ভালো নেই।

হুটহাট করে মাঝে মাঝে টুকরো টুকরো সৃতি খুব মনে পড়ে যায়।
কত তুচ্ছ অর্থহীন সব ঘটনা। তখন আমার চার কি পাঁচ বছর বয়স হবে। একটা চকলেট হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে অসংখ্য পিঁপড়া আমাকে ঘিরে ধরলো। পিপড়ার কামড়ে ঘুম ভেঙ্গে গেল, চিৎকার করে কাঁদতে শুরু করলাম আমি। মা আলো জ্বালালো। দেখা গেল লাল পিপড়ে দিয়ে ভরে গেছে আমার বালিশ- বিছানা। আব্বা তো হইচই শুরু করে দিল। একটাকেও আস্ত রাখবো না। সব ক'টা পুড়িয়ে মারবো। আমার ছেলেকে কামড় দিয়েছে। কেরাসিন আনো, দিয়াশলাই দাও। মা বলল, এত রাতে চিৎকার চেচামেচি করো না। আর আমি তখন বসে বসে ভাবছি- পিঁপড়েদের এত রাতে খবর দিল কে? কি করে তারা জানতে পারল আমার হাতে চকলেট আছে? পিপড়া'রা কি রাতে ঘুমায় না?

মেডিক্যালের এক ছাত্র উচ্চতর ক্যালকুলাসে ফেইল করে প্রফেসরের কাছে গিয়ে ক্ষোভ ঝাড়ে, “হেই, ছাতার এই অঙ্ক করে আমার কি লাভ? আমি কেন ক্যালকুলাস পড়ব? এমন তো না যে আমি ডাক্তার হলে ক্যালকুলাস আমার হাতি ঘোড়া উপকার করবে!” প্রফেসর শান্তভাবে উত্তর দেন, “আসলে তুমি যা বলেছ ঠিক নয়। ক্যালকুলাস মানুষের প্রাণ বাঁচায়।” “কীভাবে? দেখান দেখি!” ছাত্র জানতে চায়।
“খুব সোজা। ডাক্তার হওয়ার মতো যোগ্যতা যাদের নেই, ক্যালকুলাসের কারণে আগে থেকেই তারা মেডিক্যাল স্কুল থেকে ঝরে পড়ে।

গ্রিক দার্শনিক প্রবর নাকি দিনের বেলা বাতি জ্বালিয়ে কোনো কিছু খুঁজে বেড়াচ্ছিলেন। এক পথচারী তাকে জিজ্ঞাসা করেছিল, মহোদয় আপনি দিনের বেলায় এমন করে কী খুঁজছেন? উত্তরে দার্শনিক বলেছিলেন মানুষ। দার্শনিক প্রবরের খুঁজে বেড়ানোর ধারা আর উত্তরের মধ্যে বেশ অভিনবত্ব আছে এ কথা স্বীকার করতেই হবে। কারণ মানুষ যেখানে চারপাশেই ভিড় করে আছে সেখানে তাকে খুঁজে বেড়াতে হয় না। আবার দিনের বেলায় বাতি জ্বালিয়ে খোঁজা সে তো এক দেখার মতো ব্যাপার। কাজেই সব ব্যাপারটার মধ্যে যদি অন্য কোনো তাৎর্পয না থাকে তাহলে এটাকে পাগলামি বলা ছাড়া গত্যন্তর নেই।

বিচক্ষণ ব্যক্তি মাত্রই বলবেন, না, ব্যাপারটা পাগলামি নয় এর মধ্যে তাৎর্পয তো আছেই, তদপুরি আছে একটি শাশ্বত তথ্য। অর্থাৎ এমনি দিনের বেলায় বাতি জ্বালিয়ে মানুষ খোঁজার ব্যাপারটি দার্শনিকের সঙ্গেই শেষ হয়ে যায়নি। প্রতি যুগেই এমনি মানুষ খোঁজার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। অতীতেও তা ছিল, আর এখনো আছে। এতে বোঝা যাচ্ছে, মানুষ তাহলে মানুষ নয় আর দিনের আলোও আলো নয়। চারদিকে অজ্ঞানতার অন্ধকারে ছেয়ে আছে। এর সামনে দিনের আলো আর রাতের কালো সবই এক সমান। আর সেই অন্ধকারে মানুষের চেহারা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই মানুষ নয়, ভিন্নতর কোনো জীব। দার্শনিক জ্ঞানের মশাল নিয়ে তাই মানুষ খুঁজে বেড়াচ্ছেন।

হে ঈশ্বর তুমি সকলের সুমতি দান করো।
তুমি প্রকট হও।




মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৮

নূর আলম হিরণ বলেছেন: ছবি সুন্দর হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ হিরন ভাই।
টিকা নিয়েছেন?

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৫

হাবিব বলেছেন: পিঁপড়ার কি নাক আছে?

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: আছে হয়তো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এ ভালো মানে আসল ভালো নয়। এটা হচ্ছে সামাজিকভাবে কথা বলার একটি ধরণ।
ভালো আছি বলাটা ইসলামেরও শিক্ষা। সাথে আলহামদুলিল্লাহও যোগ করে বলতে বলা হয়।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: ইসলাম দিয়ে বিশ্ব চলে না। দেশ চলে না। সমাজ চলে না।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৭

কামাল১৮ বলেছেন: আগে ভালো থাকার ডেফিনিশন খুঁজে বের করতে হবে।খেয়ে পরে ভালো থাকার নাম যদি হয় ভালো থাকা,তবে কিছু লোক তো অবশ্যই ভালো আছে।
প্রমিথিউস মানুষকে আগুন দিয়েছিলো এই জন্য দেবতারা ক্ষেপে গিয়ে তাকে চরম শাস্তি দেয়।মানুষ আলোকিত হয়ে গেলে দেবতাদের মানবে না।মানুষের জ্ঞান যত বাড়ছে আল্লাহর স্থান ততো সংঙ্কোচিত।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: এই সমাজের মানুষ কোরআন এবং আল্লাহ নিয়ে চিন্তিত না।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলার মানুষ একসাথে কিছুদিন থাকলে বলে বসে, আসলে আমি ভালো নেই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: মানব জীবন সহজ সরল সুন্দর নয়।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৩

কলাবাগান১ বলেছেন: সুনদর লিখা তবে জোড়াতালি। একবার ২০১৩, আবার ২০১৬, এখন আবার ২০২১ সনে দিলেন। পিপড়ার গল্প নানা পোস্টে দিয়েছেন। উপভোগ করলাম।

কিছুক্ষন পরে কুশন এর পোস্ট আসবে মনে হচ্ছে....এটা একটা প্যাটার্ন হয়ে গেছে (আপনরা পোস্টের পর পরই কুশন এর পোস্ট)।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: আই লাভ ইউ ম্যান।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৬

কুশন বলেছেন: ছবিতে যে ফল দেখা যাচ্ছে- নাম কি? করমচা?

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: আমি সঠিক জানি না।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০৮

কলাবাগান১ বলেছেন: প্যাটার্ন টা ধরে রেখেছেন.. কুশন এর পোস্ট চলে এসেছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: আমার ধারনা 'কুশন' আপনি নিজে।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:




অংক না বুঝলে, মানুষ কোন বিষয়কে পুরোপুরি বুঝতে পারে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০১

নূর আলম হিরণ বলেছেন: হুম, টিকার প্রথম ডোজ নিয়েছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
প্রথম ডোজ আমিও নিয়েছি। এখন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছি।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




অন্ধকার কিংবা আলোতে মানুষের চেহারা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই মানুষ নয়, ভিন্নতর কোনো জীব। - বাস্তব চিরন্তন সত্য বলে কিছু কথা থাকে তাঁর মধ্য এটি একটি।


০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: কি খবর?
কেমন আছেন?
টিকা নিয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.