নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের হাতে সময় অসীম, তাই ঠিক সময়ে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৯


ছবিঃ আমার তোলা।

১। আমরা এমনই এক সমাজে বাস করি- যেখানে আমরা নিজেদের সম্বন্ধে যতটুকু জানি, তার চেয়ে অনেক বেশি জানে অপরে।

২। কেবল বুদ্ধিমান হলেই চলে না, সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য পরিশ্রম করতে হয়। নইলে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যদিকে বোকামী করার পরও ভাগ্য গুনে দু'একবার বিপদ থেকে রক্ষা পাওয়া গেলেও বোকামীকে কেউই পছন্দ করে না। তাই আমাদের সবাইকে বুদ্ধিমান ও পরিশ্রমী হতে হবে।

৩। আমি পৃথিবীর সব মানষকে বলতে চাই- আমি রাজনীতি বুঝি না। আমি জানি না অর্থনীতির কুট তত্ত্ব- আমি শুধু চাই- সবাই সবাইকে ভালোবাসুক। সবাই মিলে দেশের জন্য কাজ করুক-হিংসা এবং স্বর্থপরতা ভুলে গিয়ে।

৪। পিঁপড়েদের চলাচল দেখে একটা গ্রামের লোক অনুমান করেছিল, বন্যা আসছে। বন্যা সত্যিই এসেছিল।
দক্ষিন আমেরিকার গ্রামের লোকেরা বাতাসের গতি দেখে নির্ধারণ করতে পারে- প্রচন্ড সামুদ্রিক ঝড় আসছে।
চীনের মানুষেরা বন্য প্রানীর হাবভাব দেখে ভূমিকম্পের পূর্বাভাস নির্ধারণ করতে পারে।
মানুষের জ্ঞান যন্ত্রপাতিকেও হার মানায়। সব দেশের মানূষের জ্ঞান-অনুভূতি- কৌশল জানতে ইচ্ছা করে। কত কিছু করতে ইচ্ছা করে- জানতে ইচ্ছা করে। কিন্তু আজকাল বারবার মনে হয়- আইন-কানুন, অবহেলা, উদাসীনতা, স্বার্থ-হিংসা আর রাজনীতি যেন হাত-পা বেঁধে বাক্সে বন্দী করে রাখতে চায়।

৫। মার্ক টোয়েন সকালবেলা একটা সার্ট বার করে পরতে গিয়ে দেখেন একটা বোতাম নেই। নিজের মনেই গাল দিয়ে সেটি ছুঁড়ে ফেলে দ্বিতীয় একটা সার্ট বার করে পরলেন। দেখা গেল, সেটিরও একটি বোতাম নেই! বেশ একচোট গালিগালাজ দিয়ে তিনি তৃতীয় একটা সার্ট গায়ে চড়ালেন। হায়, সেটিতেও একটা বোতামের অভাব। এবার আকাশের দিকে তাকিয়ে প্রাণভরে অকথ্য কুকথ্য ভাষায় গাল দিলেন কিছুক্ষণ। রাগটা কমলে যখন চতুর্থ সার্ট বার করছেন, তখন দেখলেন ওঁর স্ত্রী পিছনে দাঁড়িয়ে।
স্বামীকে অপ্রস্তুত করার জন্যেই ওঁর রুচিশীলা স্ত্রী আস্তে আস্তে মার্ক টোয়েনের প্রত্যেকটি গালিগালাজ স্পষ্ট করে উচ্চারণ করলেন।
মার্ক টোয়েন লজ্জিত ভাবে সেটা শুনে বললেন, তোমার শব্দগুলো সব ঠিকই আছে, কিন্তু ইমোশনটা মিসিং।

৬। পৃথিবীর কথা ভাবো, পৃথিবী ছোট একটি গ্রহ, তার অফুরন্ত সম্পদ নেই। যা আছে, যেটুকু আছে তাকে যত্ন করে সঞ্চিত রাখো। জাপানে ভূমিকম্প হলে উদাসীন থেকো না আমেরিকা, আফ্রিকায় দুর্ভিক্ষ হলে তার ক্ষুধা যেন স্পর্শ করে চীন কে। চীনে মহামারী হলে তা যেন উব্দিগ্ন করে রাশিয়াকেও।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



৬নং:

কিছু কিছু মানুষ ভাবছে, মানুষ এই গ্রহ ছেড়ে চলে যাবে একদিন; আসলে, তা সম্ভব হবে না; মানুষ বসবাস করার মতো গ্রহ থাকতে পারে, কিন্তু মানুষ জীবিত অবস্হায় সেই রকম কোন গ্রহে পৌঁছতে পারবে না।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: একদিন হয়তো পারবে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন বিক্ষিপ্ত নাকি?

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: না। আমি ঠিক আছি।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

ইসিয়াক বলেছেন: ৩ নম্বরটা আমারও মনের কথা।

দুটো দারুণ সুখবর আছে । জেনে আপনার ভালো লাগবে।
১। সেবা প্রকাশনীর রহস্য পত্রিকায় দুটো গল্প পাঠিয়েছিলাম। একটা গল্প মনোনীত হয়েছে। সামনে যে কোন সংখ্যায় ছাপার হরফে বেরুবে।
২। একটা প্রডাকশন হাউজ আমার একটা গল্প কিনে নিয়েছে। নাটক তৈরি করবে। স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে।

আপনার পরামর্শ না পেলে এত দুর কখনও আসতে পারতাম না। কৃতজ্ঞতা জানবেন।
সামনে আরও ভালো খবর দিতে পারবো নিশ্চয়।
শুভকামনা রইল।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: ৩ নং এঁর জন্য তিনটা ধন্যবাদ।

১। সেবা প্রকাশনীতে লেখা ছাপা হচ্ছে ভেরি গুড নিউজ। জাস্ট গ্রেট।
২। ওয়াও!!!!!

দুটা খবরই দারুন। সত্যি খুব খুশি হলাম।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫০

কামাল১৮ বলেছেন: ৪,মানুষ অভিজ্ঞতা থেকে এ সব শিখেছে।আমরা অভিজ্ঞতার সার সংঙ্কলন করি না।এমন কি অভিজ্ঞতাকে মনেও রাখি না।একই ভুল করি বার বার।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: সহমত।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: বুদ্ধিমান ও পরিশ্রমী হওয়ার পাশাপাশি আমাদেরকে মানবিক গুণাবলি অর্জন করতে হবে। মানবিকতা না থাকলে তাকে মানুষ বলা যায়না।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০০

কুশন বলেছেন: ৬ নং পয়েন্ট টা খুবই গুরুত্বপূর্ন।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.