নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণ মন, অলস দুপুর

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৪


ছবিঃ আমার তোলা।

১। আপনি কি 'আরণ্যক' উপন্যাসটা পড়েছেন?
যে লোকটা জঙ্গলে নতুন নতুন গাছ লাগিয়ে বেড়াত। অথচ জঙ্গলটা তার নিজের নয়, গাছ লাগালে তা থেকে কোনো লাভও হতো না। শুধু জঙ্গলটাকে সুন্দর দেখাবে বলে।
এটাই হলো- ভালোবাসা। কেউ কি পারবে এই ভাবে ভালোবাসতে?

২। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে ইলেক্ট্রিক্যাল চেয়ারে বসানোর পর সে পুলিশকে জ্জিজ্ঞেস করলঃ স্যার, খুব বেশী কষ্ট হইব?
পুলিশঃ আরে না! অল্প একটু।
কিছুক্ষণ পর আসামি মাগো বাবাগো বইলা চিল্লাইয়া উইঠা বললঃ স্যার এত গরম লাগে কেন, জ্বলতাছে, মনে হয় পুইড়া যাইতাছে...!
পুলিশঃ চুপ কইরা বইসা থাকেন, কারেন্ট নাই, চেয়ারের নীচে মোমবাতি দিয়া মৃত্যুদন্ড কার্যকর করা হইতাছে...!!!

৩। এক মেয়ের সাথে আরেক মেয়ের কথা হচ্ছেঃ
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের কোন বিশ্বাস নাই ! আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাইনা…
২য় মেয়েঃ কি হইছে?? তুমিকি ওকে অন্য কোন মেয়ের সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ আরে না ! ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে.. কালকে ও আমারে বলছিল ও নাকি শহরের বাইরে যাবে.....
মিথ্যুক, বদ, ধোঁকাবাজ....

৪। আজকাল ইউনিভার্সিটি'র ভালো ভালো ছেলে-মেয়েরা চাকরির পরিধির বাইরে আর কিছু বুঝতে চায় না ।চাকরি ছাড়াও যে সাকসেস বলে আর একটা ব্যাপার আছে, তা তারা বুঝতেই পারে না।

৫। আমাদের দেশের মানুষের অল্পতেই চোখে জল আসে। বিশেষ করে মেয়েদের। তাইতো এ দেশটা নিঃশেষ হতে গিয়েও হয় না। অটল বিশ্বাসে দাঁড়িয়ে থাকে অফুরন্ত প্রান শক্তি নিয়ে।

৬। এক বৃদ্ধা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়। সে একটা কৌশল বের করলো যেন আজরাইল তাকে খুঁজে না পায়। কৌশল কাজ করলো। আজরাইল তাকে খুঁজে পেল না। কৌশল টা কি?

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৮

জ্যাকেল বলেছেন: আজরাইলে বিশ্বাস করেন নাকি?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: প্রশ্নই আসে না।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি কি আহ শরৎ ! কবিতাটি পড়েছেন।
আপনি যদি কুশন নিকটি না চালিয়ে থাকেন তাহলে সামুতে অভিযোগ করছেন না কেনো!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: এডমিনকে বলেছি- নিকটা অফ করে দিতে। অবশ্য সে আমার কোন ক্ষতি করছে না। থাকুক না।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৯

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ফুলওয়ালি মেয়েটিকে সাহায্য করেছিলেন??
নাকি ছবি তুলে বিদায় দিছেন??

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: আমি যদি কোন দরিদ্র অসহায় মানুষের ছবি তুলি তাহলে তাকে সাহায্য করি।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি তেম কোন উপন্যাস পড়িনি; আপনি পড়ার কথা বললে, আমি চুপ হয়ে যাই; আমি অপু তানভিরের গল্প পড়েছিলাম কয়েকটা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: অপুর গল্প পড়া মানে সময়ের অপচয় করা।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০

কুশন বলেছেন: আরণ্যক পড়েছি। আসলে বিভূতিভূষণ এর তুলনা হয় না। রবীন্দ্রনাথের চেয়ে তার লেখা বেশী ভালো লাগে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৮

কামাল১৮ বলেছেন: ১,বইটি পড়া হয় নাই,চলচিত্রটি কয়েক বার দেখেছি।
২,মৃত্যু দন্ড সমর্থন করি না।
৩,পড়ে হাসি পেলো।
৬,আজরাইল যদি একজন হয় ফাঁকি দেয়া সোজা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: সামুতে আপনি একজন সত্যিকারের পড়ুয়া।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৪৮

হাবিব বলেছেন: ২ নং এর এই কাহিনী আর কতদিন শুনাবেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: যতদিন আপনাদের মাথায় না ঢুকবে।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর রাজীব দা

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০

জুল ভার্ন বলেছেন: আরণ্যক পড়েছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: আমি বলব রবীন্দ্রনাথের 'শেষের কবিতা''র চেয়ে 'আরন্যক' বেশি মূল্যবান।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৪

কালো যাদুকর বলেছেন: রকমারী পড়ে মনের ক্লেশ কিছুটা কমল।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট সার্থক হলো।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

রানার ব্লগ বলেছেন: দ্বিতীয় টা মর্মান্তিক

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যাঁ।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩০

দূরের যাত্রী বলেছেন: লেখক বলেছেন: অপুর গল্প পড়া মানে সময়ের অপচয় করা।
আপনার চৌর্যবৃত্তি উন্মোচন করার পর থেইক্যা অপুর লেখা নষ্ট হইয়া গ্যাছে। আপনার অভিশাপ লাগলো নাকি?

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: অপু কোনো দিনই ভালো লিখে নি। লিখতে পারবেও না। দুষ্ট লোকজন হাজার চেষ্টা করলেও ভালো লিখতে পারবে না। মেয়ে ঘেষা লোকজন আমার খুব অপছন্দ।
আমি আগে যেমন ছিলাম। এখনও সেরকম আছি। উন্মোচন করার কিছু নেই।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৩

কামাল১৮ বলেছেন: আমি লিখলাম বইটি আমি পড়িনি,চলচিত্রটি কয়েক বার দেখেছি।
আপনি লিখলেন,আমি একজন সত্যিকারের পড়ুয়া।এইটা কেমনে কি?

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আপনি যে আবার ফিরে আসবেন সেটা বুঝি নি। তাই দায়সারা টাইপ মন্তব্য করেছি। আমি আন্তরিক ভাবে দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.