নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি মোটামোটি একজন সুখী মানুষ

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০২



আমি বেশ ভালো আছি।
বিনা দ্বিধায় বলা যায়- আমি সব কিছু মিলিয়ে ভালো আছি। ঢাকা শহরে নিজেদের একটা ছয় তোলা বাড়ি আছে। মাস শেষে বাড়ি ভাড়ার কথা ভাবতে হয় না। বলতে লজ্জা নেই- আমাকে মোটামোটি ধনী মানুষ বলা যেতে পারে। বাবা-মায়ের যতটুকু সম্পত্তি আছে বা পেয়েছি তাতে আমার জীবনটা হাসিখুশি ভাবে পার করে দেওয়া সম্ভব। হ্যাঁ পায়ের উপর পা তুলে নিশ্চিন্ত মনে এই জীবনটা পার করে দিতে পারি। অর্থের চিন্তা আমাকে না করলেও হয়। কিন্তু আমি পরিশ্রমী মানুষ। অলসভাবে জীবন কাটাতে চাই না। তাই আমি চাকরী করছি। মুরুব্বীরা বলেন, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। তবে বাবা মায়ের কাছ থেকে পাওয়া সম্পদ দিয়ে আমার একটা জীবন সুন্দর চলে যাবে। তিনবেলা প্রিয় খাবার গুলো সামনে নিয়েই খেতে বসি।

বাজার করতে আমি পছন্দ করি।
নিজের পরিবারের জন্য আমি সব সময় বাজারের সেরা জিনিসটাই কিনি। দুই হাত ভর্তি করে বাজার করতে আমার খুব ভালো লাগে। প্রতিটা ফল আমি বেছে বেছে কিনি। ভোরবেলা টাটকা শাক সবজি কিনি। এমন কি ভালো মাছের সন্ধানে এক বাজার থেকে আরেক বাজারে ঘুরে বেড়াই। গরুর মাংসের কেজি ৬০০ শ' টাকা। তাতে আমার কিছু যায় আসে না। যদি গরুর মাংসের কেজি দুই হাজার টাকাও হয় তাতেও আমার কিছু যায় আসে না। মাংস খেতে ইচ্ছা করলে আমি কিনবো। টাকা কোনো সমস্যা নয়। আমি অভাবী মানুষ নই। আমি আমাকে নিয়ে ভাবি না। আমি ভাবি দেশের সাধারণ মানুষের কথা, দেশের দরিদ্র মানুষের কথা। তাঁরা কি পারবে দুই হাজার টাকা দিয়ে এক কেজি মাংস কিনতে? দরিদ্র মানুষের কথা ভেবে ভেবে আমার মন খারাপ হয়।

আমি একজন সুখী মানুষ।
আমার ছোট কন্যা ফারাজা। তাকে যখন কোলে নিই- আমি অনুভব করি আমি একজন সুখী মানুষ। এবং আমার আর কিছু চাওয়া- পাওয়ার নেই। কন্যাকে নিয়ে আমি আমার একটা জীবন সুন্দর ভাবে পার করে দিতে পারবো। ফারাজা আমার পাশেই ঘুমোয়। বাম পাশ ফিরে, বাম হাত বাম গালের উপর রেখে। কি যে মায়া লাগে তখন কন্যার জন্য। অজানা ভুবনের এক আনন্দে আমার চোখে পানি চলে আসে। যখন অফিস থেকে বাসায় ফিরি- কখনও খালি হাতে বাসায় ফিরি না। পরিবারের জন্য কিছু না কিছু কিনে দুই হাত ভরে বাসায় ফিরি। আজ কিনলাম ফল। ফারাজা নিয়মিত আপেল আর নাসপাতির জুস খায়। সুরভির জন্য কিনলাম আলুর বিস্কুট। আলুর বিস্কুটটা সুরভি খুব পছন্দ করে। পরীর জন্য কিনলাম মালটা। আমার জন্য নিলাম- চকলেট বিস্কুট।

আমাদের একটা গাড়ি আছে।
আমি সাধারনত গাড়ি ব্যবহার করি না। তবে সুরভিদের বাড়ি গেলে গাড়ি নিয়ে যাই। কারন বাচ্চাদের নিয়ে বাসে বা সিএনজি'তে যাওয়া নিরাপদ নয়। আমি একা গেলে ৩০ টাকা দিয়ে আয়াত বাসে করে মিরপুর চলে যেতাম। সকালে বাসা থেকে বের হওয়ার সময় ছোট কন্যার কপালে একটা চুমু দিয়ে বের হই। বাসায় ফিরেই ফ্রেশ হয়ে ফারাজাকে কোলে নিই। ফারাজা খুশিতে লাফাতে থাকে। শক্ত করে আমাকে ধরে রাখে। পরীর সাথে অনেকক্ষন গল্প করি। রাতে ঘুমানোর আগে চায়ের মগ হাতে নিয়ে সুরভির সাথে ব্যলকনিতে বসে অনেকক্ষন গল্প করি। শুক্রবার ছুটির দিনে সুরভিকে নিয়ে বাসার কাছেই ফুসকা খেতে যাই। ফুসকা খেয়ে আধা ঘন্টা দুজন মিলে হাটাহাটি করি। বাসায় ফেরার আগে দুজন মিলে চকবার আইসক্রীম খাই। মোটামোটি জীবনটা হেসে খেলে আনন্দ নিয়েই পার করছি। আমার জীবনটা সুন্দর হয়েছে সুরভির জন্য। জীবন সঙ্গিনী ভালো হলে জীবন সুন্দর হয়।

করোনা কালের শুরুতে আমার চাকরী চলে গেলো।
তাতে আমার কিছুই হয়নি। বরং পরিবারকে বেশি সময় দিতে পেরেছি। আমি সারা জীবন চাকরী না করলেও আমাকে একবেলা না খেয়ে থাকতে হবে না। আমাকে মোটামোটি একজন ধনী মানুষ বলা যেতে পারে। করোনা কালে আমি বহু অসহায় আর দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করেছি। পরিচিত মানুষদের মধ্যে যারা বিপদে পরেছে আমি তাদের নিজ থেকেই সাহায্য করেছি। দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করা এটা আমাদের বংশগত। আমার দাদা গ্রামের অসংখ্য মানুষকে ঘরবাড়ি করে দিয়েছেন। বহু মানুষকে জমি দান করেছেন। গ্রামের বহু দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। দাদার পাসপোর্টে লেখা ছিলো ল্যান্ড লর্ড। আমার আব্বাকে দেখেছি কারো বিপদে সব সময় এগিয়ে যেতে। আমি তো আমার বাপেরই সন্তান। জমিদারের রক্ত আমার শরীরে। মানুষের জন্য কিছু করতেই ভালো লাগে।

দয়া করে কেউ ভাববেন না আমি অহংকার দেখাচ্ছি।
অহংকার এক জিনিস যা আমার মধ্যে ছিটাফোটাও নেই। আমি মানুষকে ভালোবাসি। মানুষের প্রতি আমার ভালোবাসা মাদার তেরেসার চেয়ে কম নয়।। ফুটপাতে এক জুতো বিক্রেতার সাথে আমার বেশ ভালো খাতির। প্রতি শুক্রবার সে আইডিয়াল স্কুলের কাছে ফুটপাতে জুতো বিক্রি করে। আমি তার কাছে মাসে একবার যাই। ফুটপাতের এক কোনায় বসে তার সাথে চা খাই, টুকটাক নানান বিষয় নিয়ে আলাপ করি। ভালো লাগে। ব্যাংকের এক এমডি আছেন। আমার সাথে বেশ ভালো খাতির। উনি বেশির ভাগ সময়ই দেশের বাইরে থাকেন। দেশে এলে আমাকে ফোন করে ডাকেন। আমি যাই তার সাথে গল্প করতে। এই অভ্যাসটা পেয়েছি আমি আমার আব্বার কাছ থেকে। আব্বা মারা গেছে। আর দুই মাস পর এক বছর হয়ে যাবে। আব্বা বেঁচে থাকাকালীন আমার কোনো ভয় ছিলো না। আব্বা মারা যাওয়ার পর আমি অনুভব করি- আমার মাথার উপর থেকে আকাশ সরে গেছে।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি ঢাকায় কোথায় থাকেন? সুখী মানুষ কতভাগ ঢাকায়?

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: ঢাকা বা রাজশাহী অথবা চিটাগাং এভাবে সুখী মানুষ খুঁজে বের করা যায় না। একটা বস্তিতেও একজন সুখী মানুষ থাকতে পারে।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ভাবি দেশের সাধারণ মানুষের কথা, দেশের দরিদ্র মানুষের কথা।

আপনার পুরো লেখার মধ্যে এই কথার কোনো প্রতিফলন দেখতে পেলাম না।
ঢাকায় ৬ তালা বাড়ি থাকলে আর কিছু লাগে না। আমি চিন্তা করতেছি ৯ তালা করবো!!

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ছোট একটূ লেখায় অনেক কথাই লেখা হয় না। দেখা যায় ফালতু কথা বেশিলেখা হয়। দরকারী কথা কম লেখা হয়।
৯ তোলা কেন? ১৬ তোলা করুন। ঢাকা শহরে বাস্থানের অভাব।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি ভালো আছেন; আপনি চেষ্টা করেন, এমন কিছু করা যায় কিনা, যেখানে অন্যদের চাকুরী হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এই চিন্তা আমার মাথায় আছে। আসলে গুছিয়ে উঠতে পারছি না।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৪৯

কামাল১৮ বলেছেন: সম্পদ নষ্ট হয়ে যাবার হাজারটা রাস্তা খোলা আছে।তখন আপনি সুখী থাকতে পারবেন কিনা ,সেই মানসিকতা আছে কিনা, তার উপর নির্ভর করে আপনি সুখী মানুষ কি না।
টাকা কোন সমস্যা নয়! জিয়া মার্কা কথা।
দরিদ্র মানুষের কথ ভাবেন,কারন আপনি একজন মানবিক মানুষ।
জমিদাররা মানুষের রক্ত শোষণ করেছে ।ঐ সিস্টেমটাই ছিল ভুল।অনেক সংগ্রামের পর ঐ প্রথা বাতিল হয়।অনেকে ভুলে গর্ব করে।জমিদাররা ছিলো বৃটিশদের জন্য খাজনা আদায়ের লাঠিয়াল বাহিনী।
আপনার দাদা একজন ভালোলোক ছিলো।জমিদারের রক্ত বলে নিজেকে ছোট করবেন না।রক্ত সম্পর্ক অন্য জিনিস।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আমার দাদা অত্যাচারি জমিদার ছিলেন না। মানবিক এবং হৃদয়বান জমিদার ছিলেন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৫৪

কবিতা ক্থ্য বলেছেন: আমি কি চলে আসবো আপনার বাসায়?
আমার থাকার জায়গা বেশী ভালো না।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: মজা করছেন??!!!
না আপনার আশার দরকার নেই। আমিই আসবো আপনার কাছে।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫৫

নাহল তরকারি বলেছেন: সুন্দর আর্টিকেল। সাহিত্যের মত।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: রাতে ঘুমাতে যাবার আগে চা পান করেন কেন? সেজন্য আপনার রাতে ঘুমে সমস্যা হয়। অদ্ভুত অদ্ভুত সপ্ন দেখেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---
দীর্ঘদিনের অভ্যাস। চা ছাড়া আমার চলেই না।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক দোয়া রইল রাজীব দা
সব সময় ভাল থাকবেন----------

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরিবারের কর্তা তার পরিবারের জন্য ভালো জিনিসটাই বাজার করে আনে, হাত ভর্তি বাজার সব পুরুষদেরই করতে হয় । এত ধন এত সুখ আল্লাহর শোকরিয়া আদায় করেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৫

জুল ভার্ন বলেছেন: শুকরিয়া। আল্লাহ রাব্বুল আল আমীন যেভাবে রেখেছেন।

শুভ কামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

জ্যাকেল বলেছেন: আপনার কপাল ভাল কিন্তু সেটা পরের প্রজন্মের কাছে ঠিকমত ট্রান্সফর না করতে পারলে আপনি অযোগ্য হয়ে যাবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: পরের প্রজন্মের জন্য অবশ্যই আমি কিছু করে যাবো। সেই চিন্তা আমার আছে।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২২

জুন বলেছেন: আপনার ছবিটি দেখেই মনে হচ্ছে আপনি সুখী :)

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আমার কন্যা ফারাজা সে-ই আমার সুখের মুল উৎস।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি সুখী ও কর্মঠ মানুষ।

সেই সাথে একজন ভালো লেখক।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমাকে আনন্দ দেয়। সাহস দেয়।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন:



বাবার কোলে অবুঝ বাচ্চা
স্নেহের পরশ পেয়ে নিশ্চুপ
যেন রাজ্যের সুখ তাকে
জড়িয়ে রেখেছে পরম মায়ায়।
পিতার আদরে তার দায়িত্ব
মূর্ত হয়ে আছে অবলিলায়
শান্তির আবহ পরিস্ফুট
দেখলে দু’চোখ জুড়ায়।
সম্পর্কের এ সন্নিধ্য যারা
না পায় সারাটা জীবন ভর
তাদের বেদনাতুর হাপিত্যেশ
জীবনে নিতান্ত ক্লান্তিকর।
কেউ বঞ্চিত না হোক
স্নেহ মমতার পরশ থেকে
বড় হয়ে সন্তান মনে রাখুক
অতীতের স্মৃতি কথা।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: ৯ তোলা কেন? ১৬ তোলা করুন। ঢাকা শহরে বাস্থানের অভাব।
আমার এলাকায় বাসার সামনে রাস্তা সরু। ৮ তলার বেশি অনুমতি মেলে না। উপরের এক তলা অনুমতি ছাড়াই করবো।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: এই গানটা মন দিয়ে হৃদয় দিয়ে শুনুন।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কর্মকান্ড এই গানের বিপরিত।
তবে যেহেতু আপনার একটি তৈরিকৃত বাড়ি আছে, তাই এই গান অবশ্যই আপনার কাছে আদর্শ মনে হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.