|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
  
ছবিঃ গুগল। 
মুহুর্তের মধ্যে জীবন বদলে যেতে পারে! 
আবার যে কোনো সময় মৃত্যু হতে পারে! 
কাজেই সাবধান, খুব সাবধান থাকতে হবে।
সকালে ঘুম থেকে উঠে অনুভব করলাম- 
আমি চোখে কিছু দেখিতে পাচ্ছি না! 
চারপাশ গাঢ় অন্ধকার। কুচকুচে কালো অন্ধকার। 
এক আকাশ হতাশা আর কষ্ট ভর করলো বুকে 
আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো- 
ডাক্তার বললেন, চোখের রেটিনা শুকিয়ে গিয়েছে 
এই চোখ আর ঠিক হবে না। স্যরি। 
বাকিটা জীবন আমাকে অন্ধ হয়ে কাটাতে হবে!
ভয়াবহ স্বপ্ন। ভীষন কষ্ট। এরচেয়ে মরে যাওয়া ভালো।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৬
১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: আমারও সেরকমই মনে হয়।
২|  ১৯ শে নভেম্বর, ২০২১  রাত ২:২১
১৯ শে নভেম্বর, ২০২১  রাত ২:২১
চাঁদগাজী বলেছেন: 
রতের খাবার সন্ধ্যা ৭ টার আগে খাবেন; রাতে মাংস না খাওয়ার চেষ্টা করেন; ঘুমাতে যাবেন রাত ১০টার আগে।
  ১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৭
১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: ডাক্তারের মতোন কথা বলছেন। 
রাতের খাবার খাই ১১ টায়। 
মাংস আমি মিস করি না। অনেকের চেয়ে বেশি খাই। 
ঘুমাতে যাই রাত ৩/৪ টায়।
৩|  ১৯ শে নভেম্বর, ২০২১  রাত ৩:২৮
১৯ শে নভেম্বর, ২০২১  রাত ৩:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গুনগত পরিবর্তন কোন এক সময় মুহূর্তেই মধ্যেই দৃষ্টি গোচর হয় হয় কিন্তু পরিবর্তন শুরু হয়েছিল অনেক আগে।কারন পরিবর্তনের নিয়ম হলো,সংখ্যাগত পরিবর্তনের মাধ্যমে গুনগত পরিবর্তন হয়।
সাভাবিক মৃত্যুও হঠাৎ হয় না।হঠাৎ মৃত্যুর অনেক কারন আছে।
  ১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৭
১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: চুরম সত্য বলেছেন। 
তারপরও হঠাত মৃত্যু ভালো। তাহলে ভূগতে হয় না।
৪|  ১৯ শে নভেম্বর, ২০২১  সকাল ১১:৩১
১৯ শে নভেম্বর, ২০২১  সকাল ১১:৩১
জুল ভার্ন বলেছেন: যেমনটা লিখেছেন তেমনটা হওয়া কিন্তু অসম্ভব নয়।
  ১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৮
১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: এরকম হয়েছে। আমাদের বংশে।
৫|  ১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ২:১৯
১৯ শে নভেম্বর, ২০২১  দুপুর ২:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেকে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করে। ঘুম আসলে একটা মৃত্যু। আমরা যখন ঘুমিয়ে যাই আসলে আমাদের মৃত্যু হয়। 
রেটিনা শুকায় বলে মনে হয় না। রেটিনা হোল সিনেমা হলের পর্দার মত। সেখানে নার্ভ থাকে। আলো এই পর্দায় উল্টা ভাবে পড়ে। আমাদের ব্রেন সেটা সোজা হিসাবে গণ্য করে ফলে আমরা উল্টা না দেখে সোজা দেখি। 
কবিতা ভালো হয়েছে।
  ২০ শে নভেম্বর, ২০২১  রাত ১২:০৭
২০ শে নভেম্বর, ২০২১  রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: ঘুম মৃত্যু হলেও আসল মৃত্যু না। 
রেটিনা সম্পর্কে আপনি যা বললেন তা কি পুরোপুরি সঠিক ধরে নিবো?
৬|  ২০ শে নভেম্বর, ২০২১  সকাল ১০:৪৮
২০ শে নভেম্বর, ২০২১  সকাল ১০:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: না। আমি অনুমান করে বলেছি। আপনার কথা ঠিক আছে। Dry Macular Degeneration নামে একটা চোখের রোগ আছে। Macula হোল রেটিনার একটা অংশ। এই ক্ষেত্রে মেকুলা শুকিয়ে যায় এবং পাতলা হয়ে যায়। ফলে চোখের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়। বেশী মারাত্মক হলে চোখ অন্ধও হয়ে যেতে পারে।
  ২০ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:১৫
২০ শে নভেম্বর, ২০২১  দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট ব্রো।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২১  রাত ১:২৫
১৯ শে নভেম্বর, ২০২১  রাত ১:২৫
ঈশান মাহমুদ বলেছেন: অন্ধত্ব আর মৃত্যু, দুটোই বোধহয় সমান অন্ধকার।