নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হুইলচেয়ার (একটি আধুনিক কবিতা)

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭



সোমাবার রাতের ঘটনা-
রাত ১১ টায় বিছানায় গেলাম।
ঠিক করলাম আজ ঘুম না এলেও,
চোখ বন্ধ করে পড়ে থাকব;
ঘুমের দরকার আছে,
সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য।
ঘুম এলো না রে। প্রভু ঘুম দিলেন না।
এপাশ ওপাশ করতে-করতে ফযরের আযান!
তখন একটা ঝিমুনি এলো, তন্দ্রা তন্দ্রা ভাব।
আর স্বপ্ন দেখা শুরু করলাম-
বাসে উঠতে গিয়ে পড়ে গেছি; পা গেছে ভেঙ্গে।
অতি দ্রুত আমাকে হাসপাতালে নেওয়া হলো,
ডাক্তার বলছেন- কোনো কথা নাই। পা কেটে ফেল।
আমি বললাম- না না আমার পা কাটবেন না, প্লীজ
ডাক্তার বললেন- চুপ, কোনো কথা না।
হলুদ দাঁত বের করে নার্স বলল- অসুবিধা নেই,
আমাদের হাসপাতাল থেকেই হুইলচেয়ার দেয়া হবে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ রক্ষা করুন।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অসহায় আর দরিদ্র মানুষের শেষ ভরসা আল্লাহ।

২| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৭

কুশন বলেছেন: আধুনিক বাংলা গানের মতো, আধুনক কবিতা।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যাঁ।

৩| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনদিক থেকে এটি কবিতা সেটাই আমি বুঝলাম না।
অবশ্য আমি কবিতা এমনিতেই কম বুঝি, তাই আমি না বুঝলেও এটি অবশ্যই কবিতা।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: এটা কবিতা। এই কবিতা বাংলাদেশীদের বুঝতে কষ্ট হবে। অনেকে এটা কবিতা বলেই মানবে না। কিন্তু ইউরোপে এরকমই কবিতাই বেশ জনপ্রিয়।

৪| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৯

জুল ভার্ন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। তবে ব্রাকেটে আধুনিক কবিতা না লিখে দিলে বুঝতাম না- এটা আসলেই আধুনিক কবিতা।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: আমি তো জানি। তাই ব্রাকেটে লিখে দিয়েছি। হে হে হে---

৬| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:




গাছের মাছানটা কোথায়, কে করেছে?

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: বসুন্ধরা তিন শ' ফিট থেকে কিছুটা ভিতরে একটা জায়গা আছে। সেখানে বাগান বাড়ির মতো করেছে। বিশাল পুকুর আছে। নানান রকম গাছপালা আছে। সেখানে মানুষ বেড়াতে যায়। পিকনিক করে। মাচানটা সেখানে।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: জিন্দা পার্ক।

৭| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ গাছ থেকে পড়লে পা ভাংতে পারে। নার্স তখন সবুজ দাত বের করে বলবে অসুবিধা নাই কাঠের পা আমরা বিনা পয়সায় লাগিয়ে দেই। আর ডাক্তার সাহেব বলবে এক বারে দুই পা ভাংলে দুইটাই একবারে কেটে দিতাম।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: পা ভাঙ্গার সম্ভবনা কম। খুব উঁচু নয়।
মনে হয় আমার পা কাটা গেলে আপনি খুশি হন!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.