নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নৌকা ভ্রমন

০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:২৮



বাংলাদেশে মোট ৪০৫ টি নদী আছে।
আমাদের দেশে সব কিছুই বেশী বেশী। আমাদের দেশে মসজিদের অভাব নেই। বাইকের অভাব নেই। মানুষের অভাব নেই। গরীব লোকের অভাব নেই। দুষ্ট লোকের অভাব নেই। যাইহোক, বাংলাদেশের বেশির ভাগ নদীতে আমি নৌকায় ভ্রমন করেছি। পদ্মা নদী, মেঘনা নদী, বারাশিয়া নদী, মধুমতি নদী, সন্ধ্যা নদী, রুপসা নদী। নদীর ভ্রমনটা আনন্দময়। আমাদের গ্রামের বাড়ি থেকে পনের মিনিট হেঁটে গেলেই পদ্মা নদীর দেখা পাওয়া যায়। গ্রামে গেলে পদ্মানদীতে লাফালাফি করে স্নান করি।

একসময় আমাদের গ্রামে যেতে হতো নৌকায় করে।
ইঞ্জিনওলা নৌকা। সারাক্ষণ ভোট ভোট শব্দ হতেই থাকতো। মাথা ধরে যেত। বিকট শব্দ। এরমধ্যে আছে রোদের তাপ। ছাউনি নাই। বাবা অথবা মায়ের লোকে বসে থাকতাম। মা বাবা আমার হাত ছাড়তো না। যদি নদীতে পড়ে যাই! এখন আমাদের দেশে যেতে দেড় ঘণ্টা সময়ও লাগে না। অথচ একসময় সারাদিন পার হয়ে যেতো! বাসা থেকে নেমেই গাড়িতে উঠি। দেড় ঘন্টা পর গাড়ি চলে যায় আমাদের গ্রামের বাড়ির উঠানে। এই মাসে গ্রামে যাওয়ার ইচ্ছা আছে। শুনেছি এবার আম এবং কাঠাল অনেক হয়েছে। গাড়ি ভরে আম, কাঠাল নিয়ে আসবো।

নৌকা ভ্রমন ভালো লাগে।
নৌকা কি সুন্দর তরতর করে এগিয়ে যায়। একজন মাঝি কি সুন্দর বৈঠা দিয়ে নদী বায়। আমাদে দেশ নদীর দেশ। অথচ আমি সাঁতার জানি না। বেশ কয়েকবারা সাঁতার শেখার চেষ্টা করছি। কিন্তু ব্যর্থ হয়েছি। পুকুরে নেমেছি সাঁতার শিখব বলে। কিন্তু পুকুরে সোজা হয়ে দাড়াতে পারছি না। পুকুরের মাটি নরম। পা ঢেবে যাচ্ছে। শেষমেষ পুকুরে কাঁত হয়ে পড়ে যাই। পুকুরের পানি দিয়ে পেট ফুলে যায়। নদীর দেশে সাতার না সেখাটা অন্যায়। অবশ্য সাঁতার যে কোনো বয়সে শেখা যায়। শিখে নিবো। আমার কন্যা আর আমি একসাথেই সাঁতার শিখবো। সুইংপুলে টাকা দিয়ে আমি সাঁতার শিখবো না। নো নেভার।

জীবনে একবার নৌকা ভ্রমন বিরাট বিপদে পড়ে গিয়েছিলাম।
মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। আমার বন্ধু এসেছে দুবাই থেকে। সে তার সাবেক প্রেমিকার সাথে দেখা করবে। বন্ধু আমাকে নিয়ে গেলো তার সাথে। কার্তিকপুর যাবো। নৌকা চলছে ধুমছে। ইঞ্জিনওলা নৌকা। মাঝনদীতে নৌকা হঠাত থেমে গেলো। ইঞ্জিনে সমস্যা। নৌকায় আমরা ২০/২৫ জন মানুষ। নদীর ঢেউয়ে নৌকা সমানে দুলছে। মনে হচ্ছে নৌকা যে কোনো সময় ডুবে যাবে। এদিকে আকাশ কালো হতে শুরু করেছে। আর কি বাতাস! নৌকা ভরা যাত্রীরা আহাজারি করছে। তাদের আচার-আচরন পাগলের মতো লাগছে আমার কাছে।

আমার বন্ধু ভয়ে কাপছে।
নারী পুরুষ চিৎকার চেচামেচি করছে। একজন হুজুরকে দেখলাম আযান দিচ্ছেন। কেউ কেউ মোবাইলে আত্মীয়স্বজনকে ফোন দিয়ে কান্নাকাটি করছে। 'মাফ করে দিস'। 'সুমাইয়ারে দেখে রাখিস'। 'তোমরা ভালো থাইক্কো'। আমার বন্ধু নামাজে দাঁড়িয়ে গেলো। আমি কি করবো বুঝতে পারছি না। একটা সিগারেট ধরালাম। মনে মনে ভাবছি এক কাপ চা হলে দারুন হতো। দুইজন সাহসী লোক নদীতে ঝাপ দিলো। তাঁরা হয়তো সাতারে ভালো। এক মহিলা আল্লাহ গো, আল্লাহ গো বলে খুব কান্না করছে। যাইহোক, সে যাত্রায় বেঁচে যাই। তিনটা স্প্রীডবোট এসে আমাদের বাঁচায়।

আমার বেস্ট নৌকা ভ্রমন হলো নীলার সাথে।
তূরাগ নদীতে। একবার ক্লাশ ফাঁকি দিয়ে আমি আর নীলা বেড়িয়ে গেলাম। আজ আমরা সারাদিন ঘুরবো। একসাথে থাকবো। সারাদিন আমরা নানান জায়গায় ঘুরে বেড়ালাম। দুপুরে স্টারে খেলাম। ধানমন্ডি লেকে বসে থাকলাম। হঠাত নীলা বলল নৌকায় চড়তে ইচ্ছা করছে। মিরপুর বেড়িবাধ থেকে একটা সুন্দর নৌকায় উঠলাম। তখন বিকেল। নৌকা চলছে!! নীলা আমার কোলে শুয়ে আছে। হঠাত দেখি তার চোখে পানি! আমি বললাম, কি হয়েছে? নীলা কিছু বলে না। শুধু কাঁদছে। শেষে জানলাম নীলার বিয়ে ঠিক হয়েছে।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যদিও মোটামুটি সাঁতার জানি তারপরও ছোট নৌকায় উঠতে আমার ভয় লাগে।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: ভয়কে জয় করতে হবে।

২| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কমপক্ষে ২০৩টি নদীতে আপনি নৌভ্রমণ করেছেন এই তথ্যটি আমি বিশ্বাস করতে পারলাম না।
নৌভ্রমণ আমারও খুবই প্রিয়, খুবই পছন্দের। তবে সাগর আমার সাথে বিট্রে করে। ওর মতিগতি সন্দেহ জনক।
আমাদের পুকুরের জন্য একটা হাওয়ার ভেলা কেনার ইচ্ছে আছে। হয়তো এই ১০ তারিখের পরেই যেতে পারি ভাটিয়ারিতে।
আশ্রমের বর্ষায় চলাচলের জন্য একটি ছোট নৌকা কিনতে হবে।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: ২০৩ টি নদীতে ভ্রমন করেছি এই কথা কই বললাম??!!
নদী যে কোনো সময় রেগে যেতে পারে।
হ্যাঁ নৌকা কিনে ফেলুন। সাভারে নৌকা কিনতে পাওয়া যায়।

৩| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:১১

আরাফাত৫২৯ বলেছেন: আমি কমেন্ট করলাম, সেটা গেল কই? ডিলিট হয়ে গেল নাকি? যাইহোক, দারুণ অভিজ্ঞতা।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: আমি একবার কোনো লেখা পোষ্ট করে দিলে বা আমি কোনো মন্তব্য করলে অথবা অন্য কেউ মন্তব্য করলে আমি কখনও মুছি না।

৪| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:


নদীর সংখ্যা ক্রমেই কমে যাবে।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: কত নদী হারিয়ে গেছে। কত নদী শুকিয়ে গেছে। এসব খবর রাখে কে?

৫| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫

জুল ভার্ন বলেছেন: ঢাকা-চাঁদপুর, বরিশাল,ঝালকাঠি,বরগুনা, পাথরঘাটা,পটুয়াখালী,ভোলা,কুয়াকাটা,হুলারহাট, ভান্ডারিয়া,বাগেরহাট,খুলনা,ফরিদপুর,মাগুরা, ঝিনেদা, যশোর,কুষ্টিয়া,পাবনা,দৌলতদিয়া,মানিকগঞ্জ,সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, ময়মনসিংহ,নারায়ণগঞ্জ, নরসিংদী নদী পথে ভ্রমণ করেছি। তাতে কতোগুলো নদী পার হয়েছি তার হিসাব নাই।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: সেটা ঠিক আছে। কিন্তু এসব নদী তো আর নৌকা করে পারাপার করেন নি। ফেরীতে পার হয়েছেন।

৬| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: গান শোনেন -- "সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দিব "

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: গান তো প্রতিদিনই শুনি।

৭| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




নদীর দেশে সাঁতার জানেন না !!!! আপনার তো দেখি জীবনের ষোল আনাই মিছে! :(

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ মিছে। মিছে মিছে জীবনটাই পার করে দিচছি।

৮| ০৫ ই জুন, ২০২২ রাত ১০:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:


প্রথম অংশে লিখেছেন- যাইহোক, বাংলাদেশের বেশির ভাগ নদীতে আমি নৌকায় ভ্রমন করেছি।
৪০৫ এর বেশীর ভাগ নুন্যমত ২০৩টি হয়।

০৬ ই জুন, ২০২২ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: হা হা হা---
ওকে বুঝলাম।
না এত হবে না। সব মিলিয়ে ৪৫ টা হবে হয়তো।

৯| ০৫ ই জুন, ২০২২ রাত ১০:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


নৌকা ভ্রমণে মাঝীর মুখে গান শুনেছেন কখনো?

০৬ ই জুন, ২০২২ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ শুনেছি।
নিজেও গেয়েছি।

১০| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধান নদী খাল
এই নিয়া
মোগো বরিশাল।
মোরা পানিরে এটটুও
ডরাই না।

০৬ ই জুন, ২০২২ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: এটা খুব ভালো।

১১| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ৪৫টা মনেও বিশাল বড় সংখ্যা।

০৬ ই জুন, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: এখন দীর ব্যবহার কমে গেছে। কিন্তু একজন ঢাকার বাইরে গেলে নদী ছাড়া উপায় ছিলো না।

১২| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দলবাজির কারনে আপনার
পাঠক সংখ্যা অনেক কমে
গেছে, আগের মতো আর
হিট হয়না আপনার লেখা!
ঘুরে ফিরে হাতে গোনা সেই
কয়জন!

০৬ ই জুন, ২০২২ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: ওকে।
জানলাম।

১৩| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৫:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নৌকায় উঠতে ভয় লাগে; সাঁতার জানি তারপরও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.