নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ দৈনিক যুগান্ত।
সেই সময় কোনো অফিস ছিলো না। কলকারখানা ছিলো না। মিল ফ্যাক্টরী ছিলো না। সংবাদপত্র ছিলো না। স্কুল কলেজ ছিলো না আরবের। বেশির ভাগ মানুষ মাছ ধরতো। ভেড়া পালতো। গহনা তৈরি করতো। চামড়ার পোষাক তৈরি করতো। তবে খেজুর উৎপাদন হতো অনেক। নবীজি কয়েকদিন অন্যের ছাগল চরিয়েছেন। নবীজির নিজের ছাগল ছিলো না। কিছু অর্থের বিনিময়ে অন্যের ছাগল চড়াতেন। অনেকে বলেন, নবীজি ব্যবসা করতেন। ঠিক কিসের ব্যবস্থা তার স্পষ্ট প্রমান মেলে না। ব্যবসার উদ্দ্যেশে তিনি সিরিয়া, ইয়েমেন, বসরা ইত্যাদি অঞ্চলে গিয়েছেন। নবীজি তার বংশ থেকে পাচটি উট পেয়েছিলেন। এবং একখন্ড জমি।
খাদিজা নামে এক ধনী বয়স্ক মহিলা ছিলেন। নবীজি তার সাথে ঘুরতেন। বিনিময়ে অর্থ পেতেন। এই খাদিজা ঠিক কি ধরনের ব্যবসা করতেন তার সঠিক তথ্য কোথাও নেই। নবীজির সাথে এই মহিলার ভালোবাসা হয়ে যায়। একসময় তাঁরা বিয়ে করে ফেলেন। তাদের সংসারে ছয় জন সন্তান আসে। ছয় সন্তানের মধ্যে দুজন জন্মের কয়েকদিন পর মারা যায়। বাকি সন্তানেরা দীর্ঘ হায়াত পাননি। উল্লেখ খাদিজার আগে একবার বিয়ে হয়েছিলো। খাদিজা ঘর সংসারে মন দিলেন। নবীজি ব্যবসায় মন দিলেন। যাইহোক, একসময় নবীজি ধর্ম প্রচার নিয়ে এত ব্যস্ত ছিলেন যে অন্য কোনো কাজ করার আর সময় পাননি। কাবা ঘর নির্মান নিয়ে নবীজি ভীষন ব্যস্ত ছিলেন। কাবা ঘর থেকে মূল্যবান সম্পদ চুরী হয়ে যাচ্ছিলো। তখন কাবা ঘরে ছাদ ছিলো না।
আরবের লোকদের নোংরা জীবনযাপন আর অরাজাকরতা দেখে নবীজী যথেষ্ঠ বিরক্ত হলেন। তাই নবী হেরা গুহায় ধ্যান করতে শুরু করলেন। তখন নবীজির স্ত্রী খাদিজা বেঁচে ছিলেন। তিনি দুই মাইল হেটে এসে হেরা গুহায় নিয়মিত খাবার দিয়ে যেতেন নবীজিকে। তখন তো আর রিকশা, সিএনজি বা পাঠাও, উবার ছিলো না। অবশ্য নবীজি বেশির ভাগ সময় খাবার খেতেন না। গরীব মিসকিনদের দিয়ে দিতেন। রমজান মাসে নবীজি টানা একমাস হেরা গুহায় থাকতেন। যাইহোক, নবীজির পেশায় ফিরে যাই। সেই সময় আরবে পশুর চামড়া বিক্রি হতো। তরোয়াল এর বেশ চাহিদা ছিলো। অবশ্য তখন কোনো ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারতো না। খুব ডাকাতের উৎপাত ছিলো। মক্কা-মদীনায় নবীজিকে বহু লোক পছন্দ করত, ভালবাসতো, শ্রদ্ধা করত। তাঁরা যে কোনো বিপদে আপদে নবীজির কছে দৌড়ে চলে আসতেন।
নবীজি চাইতেন প্রতিটা এলাকায় মসজিদ নির্মান হোক। এবং মসজিদের পাশে থাকবে বাজার। তাহলে ব্যবসা ভালো হবে। নামাজ শেষে তিনি বলতেন, মাপে কম দিবে না। কাউকে ঠকাবে না। সুদ এর কারবার থেকে দূরে থাকো। জমি চাষ করো। সময় মতো পানি দাও। তাহলে ভালো ফসল পাবে। নবীজি যুদ্ধ করতেন। যুদ্ধে জয়ী হয়ে অনেক সম্পদ অর্জন করতেন। সেসব সম্পদ নিজের জন্য সামান্য রেখে যাকাত হিসেবে বিলিয়ে দিতেন। নবীজির সংগ্রহে অনেক গুলো উট ছিলো। এমনকি নবীজি নিজের জমি অন্যকে বর্গা দিতেন। নবীজি আরাম আয়েশে নিজের জীবন বিলিয়ে দেননি। কারন একটা জীবন তিনি অর্থে কষ্টে পার করেছেন। খাদিজা কে বিয়ের পর তার ভাগ্য ফিরে। নবীজি মাটিতে ঘুমাতেন। প্রতিদিন আসরের নামাজ শেষে নবীজি তার সাহাবীদের সাথে গল্প করতেন। হুজাইফা নামে এক সাহাবী ছিলেন। নবীজিকে খুব পছন্দ করতেন। এই হুজাইফা নবীজির ব্যাক্তিগত সচিব ছিলেন।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: এটা একটা গুণ। অবশ্যই বড় ধরনের গুণ।
নানান রকম শ্রেনী পেশার মানুষকে, নানান রকম চিন্তা ধারার মানুষকে- একসুত্রে বাঁধা। এটা সবাই পারে না। নবীজি বহু লোককে ইসলাম ধর্মের দিকে টেনে আনতে পেরেছেন। এটাই তার সফলতা।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: আজহারী একবার এক ওয়াজে বললেন, গরীবরা সবার আগে বেহেশতে যাবেন। এই কথা শুনে মাহফিলের সমস্ত লোকজন চিৎকার করে বলে উঠলো ঠিক ঠিক ঠিক।
ফলাফল, আজহারী আজ অনেক টাকার মালিক। উন্নর জীবনযাপন করছেন। দামী গাড়ি বাড়ি। বিলাসিতাময় জীবন।
অন্যদিকে তাঁরা বেহেশতের আশায় সারা জীবন গরীব থেকেই গেলেন। দুনিয়াতে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। পরকালে তাঁরা বেহেশত পাবে, এই আশায় আশায় ইহকালটা টানাপড়োনের মাধমে পার করে দিচ্ছেন।
২| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৮
ঢাবিয়ান বলেছেন: মাইনাস বাটন থাকা উচিত ব্লগে।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: আমিও তাই মনে করি।
৩| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৩
জগতারন বলেছেন:
রাজীব নুর ভালো চাহেন তো এমন পোষ্ট দেওয়া থেকে বিরিত থাকুন।
একবার বিপদে পড়লে আর কাঁদলে কোন লাভ হবে না।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: আমি তো কোনো মন্দ পোষ্ট দেই নাই।
আমি তো নবীজিকে ভালোবাসি। পোষ্টে কোন ভুল থাকলে বলেন। শুধরে নিই।
৪| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ভুল তথ্যে ভরা আপনার এই পোস্ট। বিশ্বের সর্ব শ্রেষ্ঠ মানুষের জীবন সম্পর্কে এই ধরণের ভুল তথ্য দেয়া মেনে নেয়া যায় না।
হজরত খাদিজা (রা) রসুলের (সা) সাথে বিয়ের আগে ঘুরেছেন ব্যবসার প্রয়োজনে এটা কোথায় পেয়েছেন। নবীজির (সা) সাথে হজরত খাদিজার ভালোবাসা হয়ে যায় এটা কোথায় পেয়েছেন। হজরত খাদিজা (রা) রসুলের ব্যক্তিত্ব এবং ব্যবহারে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেন অন্যের মাধ্যমে। তারমানে বলা যাবে না যে ওনাদের মধ্যে ভালোবাসা ছিল। ভালোবাসা থাকলে উনি নিজেই রসূলকে(সা) প্রস্তাব করতেন। রসুলের (সা) সাথে বিয়ের আগে হজরত খাদিজার (রা) আরও দুইবার বিয়ে হয়ে ছিল।
হজরত খাদিজা (রা) যতদিন জীবিত ছিলেন ততদিন মক্কার কুরাইশরা কাবার দায়িত্বে ছিল। রসূল (সা) কিভাবে কাবা ঘর নির্মাণ করলেন। নবী হওয়ার আগে হজরে আসওয়াদ পাথরকে কাবা ঘরে কে বসাবে এটা নিয়ে বিরোধ বাধলে রসূল (সা) দায়িত্ব পান এটা মেটানোর জন্য। কিন্তু কাবা মেরামতের পুরো কাজটা কুরাইশরা করে নিজেদের খরচে। মসজিদের পাশে বাজার থাকবে এই কথা রসূল (সা) বলেছেন কোথায়?
৩ বছর পর্যন্ত হজরত খাদিজা (রা) সহ বনি হাশিম গোত্রের সকলকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা হয়। খাবারের অভাবে তখন মানুষ গাছের পাতা খেত। বহু মুসলমান তখন না খেয়ে মারা গেছে। কাজেই নবুয়তপ্রাপ্তির পরে রসুলের (সা) জীবনে দুর্দিন নেমে আসে। নবুয়তের পরে মক্কার ১৩ বছর জীবন ছিল মুসলমানদের জন্য কঠিন আজাবের সময়।
আরবের বেশীর ভাগ মানুষ মাছ ধরত এটা কোথায় পেয়েছেন। নবী মুহাম্মাদের নামের পরে লেখা উচিত ছিল (সা)। এটা আদবের ব্যাপার।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ কোনো কোনো তথ্যে ভুল থাকতে পারে। আমি দুনিয়ার সব জানি না। আপনারা জ্ঞানী গুনী, আমার ভুল গুলো ধরিয়ে দিন। আমি সুধরে নিই।
বিভিন্ন বই পড়ে আমি এসব জেনেছি। জুম্মা বারে খুৎবা থেকে জেনেছি। ওয়াজ থেকে জেনেছি। বই পড়ে জেনেছি।
নবীজি দেখতে অন্য দশ জনের মতো ছিলেন না। তার বাচন ভঙ্গি সবার থেকে আলাদা ছিলো। এক কথায় বলতে গেলে কাজে, কথায় ও মানবতায় নবীজি সবার থেকে আলাদা ছিলেন। তাই খাদিজা নবীর প্রতি আগ্রহ প্রকাশ করেন। রি তো।
মক্কা মদীনার সাধারন লোকজন যে কোনো সমস্যায় পতিত হলেই নবীজির কাছে আসতেন। তখন নবীজি তাদের বুদ্ধি পরামর্শ দিতেন। এভাবেই নবীজি একবার বলেছেন, মসজিদের পাশে বাজার হওয়া উত্তম।
আরব দেশ হলো মরুভুমির দেশ। জনসংখ্যা বেশী ছিলো। ফসল হতো কম। এজন্য বছরের তিন মাস তাদের খুব কষ্টে যেতো। ধনীরা পাশের দেশ থেকে খাবার সংগ্রহ করত। হত দরিদ্ররা গাছের পাতা খেত।
যেহেতু নবীজি বলেছি, তাই (সাঃ) আর বলিনি। ভালোবেসে, শ্রদ্ধা করেই নবীজি বলেছি।
৫| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৬
জগতারন বলেছেন:
বিশ্বজন কতৃক সম্মানীত ব্যাক্তিকে আপনার অতিনগন্য ব্যাক্তিরও সম্মান প্রদর্শন করা বাঞ্চীয়।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: আমি প্রতিটা মানুষকে সম্মান করি। শ্রদ্ধা করি। এমন কি আমার ঘরে যে মহিলা (বুয়া) কাজ করেন তাকে আমি সম্মান করি। তবে দুষ্টলোকদের আমি সম্মান করি না। অসৎ মানুষের সম্মান করি না।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: ধর্মান্ধতা একটা অপরাধ। যে রাষ্ট্রে ল এন্ড অর্ডার নাই সে রাস্ট্রে চুরি, ডাকাতি, দুর্নীতি ইত্যাদি অপরাধের সাথে ধর্মান্ধতা নামক অপরাধও পাল্লা দিয়ে বাড়তে থাকে।
৬| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেকে রাসূলুল্লাহ (সা) সম্পর্কে জানেন না। আমিও ভালো করে জানি না।
কারণ, তাঁর (সা) সাথে আমার দেখা হয়নি এখনো।
আপনি চেষ্টা করেছেন। এজন্যে অনেক ধন্যবাদ।
আপনি নবীজী (সা)-এর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করুন। আপনি পারবেন, ইচ্ছে করলেই।
নবীজী'র সাথে সাক্ষাৎ করতে নরম মনের পরিচয় দিতে হয়। আপনার মন নরম যা ব্লগের কিছু মানুষের নেই।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: আমি নবীজিকে যত জানছি, তত মুগ্ধ হচ্ছি। আমার বিস্ময় তত বাড়ছে।
আপনাকে সত্য কথা বলি, গতকাল রাতে আমি নবীজিকে স্বপ্নে দেখেছি। খুব সুন্দর স্বপ্ন। স্বপ্ন দেখে মনটা খুশিতে ভরে গেছে। সারা শরীরে কেমন একটা আবেশ সৃষ্টি হলো। আমি পুলকিত হলাম। মনে হলো আমি শূন্য ভাসছি। অন্য রকম একটা ভালো লাগা কাজ করছিলো। নবীজি আছেন আমার হৃদয়ে। আমি জানি আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে।
আমি অত্যন্ত নরম মনের মানুষ। আজ পর্ন্ত কাউকে চড় থাপ্পড় পর্যন্ত দেইনি। কোনো দিন গরু জবাই দেখিনি। এমনকি মূরগীও জবো করিনি। আমি ভালোবাসি ফুল, শিশু।
৭| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: ছোট বেলায় মেষ চড়াতেন।
বড় বেলায় ব্যবসা করতেন।
তিনি একজন রাজনীতিবিদ, সমাজ সংষ্কারক ও নেতা।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ নবীজি বেশ কয়েকবার ছাগল চরিয়েছেন। অন্যের ছাগল।
কিন্তু নবীজি বড় বেলায় ঠিক কিসের ব্যবসা করতেন। সেই তথ্য কোথাও খুজে পেলাম না। আপনি কি জানেন?
হ্যাঁ তিনি রাজনীতিবিদ, আরবের লোকজনদের মধ্যে থেকে কুসংস্কার দূর করেছেন। হাজার হাজার মানুষকে ভুল থেকে সরিয়ে ইসলামের পথে এনেছেন। অবশ্যই তিনি নেতা। পুরো আরব জাতিকে তিনি এক কাতারে এনেছেন।
আমি সক্রেটিস, প্লেটো, এরিস্টেটল, কনফুয়াস, পিথাগোরাস, গৌতম বুদ্ধ, যীশু, ডারউইন, চেঙ্গিস খান, নেপোলিয়ান, সিগমুন্ড ফ্রয়েড, এডিসন, হোমার- এদেরও আমি ভালোবাসি। সম্মান করি।
৮| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তথ্যে ভুল বা মনগড়া আলাপ দেখা যায়। বিশ্বনবী বইটাতেই অনেক তথ্য পেয়ে যাওয়ার কথা ছিল।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: বিশ্বনবী বইয়ে সব তথ্য যে সঠিক এই কথা আপনাকে কে বলল?
৯| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৪
ভ্রান্ত বিলাস বলেছেন: জগতারন বলেছেন:
বিশ্বজন কতৃক সম্মানীত ব্যাক্তিকে আপনার অতিনগন্য ব্যাক্তিরও সম্মান প্রদর্শন করা বাঞ্চীয়
বাংলাদেশের বিধর্মি রা স্নমান করে, কারন না করলে কল্লা থাকব না। করলেও থাকে না তয় কম আর কি। এইডা দিয়াত র পুরা দুনিয়া বুঝায় না।
কেমনে বিশ্বজন কতৃক সম্মানীত ব্যাক্তি এইডা বুজলায়াম না।
আর কার কাছে প্রমাণ আছে যে তহন কি হইছিল?
রাজিব রে তাইলে হুমকি দেয়া হলো। কি কারনে?
আর বাংলাদেশের মুমিনরা বিধর্মি নবিগ কারে কেমন সন্মান করে তাও যান্তে চাই।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: সহমত।
১০| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪০
আরোগ্য বলেছেন: পুরান ঢাকার ধোলাইখালে নাটবল্টু টাইট করা হয়। অতিসত্বর যোগাযোগ করুন।
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০০
শেরজা তপন বলেছেন: আপনি ব্রাদার এইসব কি দিয়ে কি লিখেন!!!
কোন রাস্তার ধারের চটি বই থেকে এইসব সংবাদ পাইছেন?
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: কোন তথ্যটা ভুল সেটা বলুন।
১২| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি জুময়ার নামাজ পড়েন?
২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: আরেহ ভাইসাহেব আমি একসময় চিল্লাতেও গিয়েছি। তাহাজ্জুতও পড়েছি।
জুম্মার নামাজে যে ভাবে মাইক চলে- আমি ঘরে বসেই খুৎবা শুনতে পাই।
১৩| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৯
জিকোব্লগ বলেছেন:
মোহাম্মদ বাসার লিখেছিলেন :
শয়তানের আখড়া ও তাদের সরদারের কাহিনী (Click This Link)
অনেকগুলো মনুষ্য আকৃতি নিয়ে কিছু শয়তান সমবেত হলো
তাদের একজন বললেন 'দেখুন বন্ধুরা!..
তার কথা শেষ হওয়ার আগেই সমবেত পুঁচকে শতানেরা
সমস্বরে বলে উঠলো ' বলুন, বলুন জাঁহাপনা'!
ধূর্ত বর্শীয়ান শয়তানের দাঁত নেই সামনের দু'টো
চোখের ভারী চশমাটা খুলে দুই ফুৎকারে দুই কাঁচে কিছুটা কুয়াশা তৈরী করলেন
তারপর পকেট থেকে ময়লা রুমাল বের করে চশমার কাঁচ মুছতে মুছতে বললেন
'দেখুন আমরা একটা বৃত্ত তৈরী করেছি, এবং সংখ্যায় আমরা অনেক'
সমবেত শয়তানেরা সমস্বরে বলে উঠলেন 'জ্বী জাঁহাপনা! জ্বী জাঁহাপনা'।
শীর্ষ শয়তান বলেই চললেন
'আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছেন, গোয়েবেলসের কথা শুনেছেন
আপনারা জানেন একটি মিথ্যে বার বার শুনলে তা সত্যি মনে হয়।'
পুঁচকে শয়তানদের মধ্যে একজন বলে উঠলেন
'হুজুর জ্ঞান হওয়ার পর থেকেই আমি আপনাকে পিতামতো জ্ঞান করি'
আরেক শয়তান বলে উঠলেন
'জাঁহাপনা আপনি যাহাকে শিষ্য মনে করেন আমি তাকে ভাতৃসম ভালবাসি।'
ভীড়ের মধ্য থেকে এক মধ্যবয়স্ক শয়তান বলে উঠলেন
আঁলমপনা আপনার নির্দেশে আপনি যেসব আগ্রজ শয়তানদের ভালবাসেন
তাদের নিয়ে আমি কাব্য লিখার চেষ্টা করি!'
সর্বজ্যেষ্ঠ শয়তান হাত উঁচু করে
সমবেত শয়তানদের আবেগাক্রান্ত হতে নিষেধ করলেন,
তারপর তিনি বললেন
'দেখুন আপনারা অনেকটাই বেশী মাত্রায় ধুরন্ধর
অন্যে বাজালে হয়ত ফেটে যেতে পারে তাই নিজের ঢোল নিজেই পিটান!'
উপস্থিত শয়তানেরা সকলেই সমস্বরে বলে উঠলেন
'বোস্তাগী মাফ করবেন জাঁহাপনা, যদি একটু বুঝিয়ে বলেন..'
শয়তান নেতা একটু নেতিয়ে হেলে দুলে বললেন
'এই যে আপনাদের কারো নাম চুল ফান, পাজির মুত, রূপা মিঁয়া, গুড় মোহম্মদ
'এইগুলি কোন নাম হইলো?
আপনারা অন্যের কুৎসা গান, নিজের ভালোত্ব জাহির করেন
'আমিতো নিজেই ভালো জানি আপনারা কত্তবড় হারামী।'
সমবেত শয়তানেরা ব্যথিত চিত্তে শীর্ষ শয়তানকে জিজ্ঞেস করিলেন
'হুজুর আসলেই আমরা কী'
শয়তান শিরোমণি এরকম বোকা প্রশ্ন শুনিয়া রাগে দাঁতদন্ত খিঁচাইয়া বলিলেন
'তোরা আমার মতই ঈশ্বরের কলঙ্ক, শয়তানের পুত।'
২৪ শে এপ্রিল ২০২২
যুক্তরাজ্য।
এই পোস্টে কিছু শয়তানের পুত ও তাদের সরদারকে দেখা যাচ্ছে
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: যারা নবী প্রেমের দাবি করেন তাদের বোঝা উচিৎ মানুষকে আঘাত করে সমস্যার সমাধান হবে না। ধার্মিক, অসহিষ্ণু ভন্ড নেতাদের অনুসরন বাদ দিয়ে সত্য ও সুন্দরের পথ আকড়ে ধরাতেই সফলতা। ইসলাম আল্লাহ রাসুলের ধর্ম। মানুষের জন্য মানব ধর্ম। আমাদের দেশ কি এখন হাদিস কোরান অনুসারে চলে, নাকি সংবিধান অনুসারে চলে? ধর্ম ব্যক্তিগত চর্চার বিষয়।
১৪| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৫
কাতিআশা বলেছেন: কি ইম্ম্যাচিউরড লেখা!..যা কিছু মনে আসে, লিখলেই হল? তাও আবার সবার প্রিয় নবী মুহমমদ (সা নিয়ে!..
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: শান্তি জিনিসটা ধর্মে খুঁজে খুঁজে মানুষ হয়রান হয়ে যাচ্ছে। কিন্ত পাচ্ছে না। আমাদের শান্তি না খুঁজে শান্ত থাকা জরুরি এখন। ধর্ম চিরকালই অশান্তির নজীর রেখে গেছে। ধর্ম ভালো ভালো কথা বলে ঠিকই কিন্তু সমাজে অশান্তি, বিভাজন এবং বিদ্বেষ তৈরিতে সে অদ্বিতীয়। এজন্যই 'শান্তি' জিনিসটা ধর্মে খুঁজে খুঁজে মানুষ হয়রান হয়ে যাচ্ছে। কিন্ত পাচ্ছে না। এবং পাবেও না।
১৫| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪৩
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: শোয়রের বাইচ্চা সাকা ও হুকা কে জুতা পিড়া করিবার রাগে ক্ষোভে দুখে রাজাকারের পুত এই পোস্টে এসে ব্লগারদের মত অমিল হইবার জন্য শয়তানের পুত বলে ব্যাক্টি আক্রমন করিতাছে কার প্রশ্রয়ে?
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: ধর্ম মানুষকে হিংস্র বানিয়ে দিয়েছে। ধার্মিকেরা বড় ভয়ঙ্কর হয়। ধর্ম মানুষকে উন্মাদ বানিয়ে দেয়। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম- এই কথা শুনতে শুনতে কান পচে গেল।
১৬| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১:১২
জিকোব্লগ বলেছেন:
একটা ডোজেই পাতি শয়তানের তাহলে চুলকানি শুরু হয়ে গেছে।
চুলকানির জ্বালায় গালাগালি চেঁচামেচি শুরু করে দিয়েছে।
মজার ব্যাপার , এরাতো শয়তান-ই বিশ্বাস করে না।
কিন্তু শয়তান বললে এদের চুলকানি জ্বালা পোড়া শুরু হয়ে যায়।
হা হা হা।
মুহাম্মদ (সাঃ) কে যেই অপমান ও ব্যাঙ্গ করতে চাচ্ছে ও করছে , সেই শয়তান গোত্রেরই।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: জাতি হিসেবে আমরা অত্যন্ত নিচু প্রকৃতির।
'বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত,
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত'
নজরুল সাহেব সময় থেকে কতটা এগিয়ে ছিলেন এইটা চিন্তার করার মত একটা বিষয়।
১৭| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৯
বাংলার এয়ানা বলেছেন: ভাই আপনার লিখা আমার ভাল লাগে। কিন্ত এই লিখাটা আপনার Standard কে ম্লাল করে দিয়েছে। আপনার থেকে আরো তথ্য বহুল লিখা আশা করি। ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বকালের সেরা কয়েকটি চরিত্রের মধ্যে একটি 'ফেলুদা'। ফেলুদা'তে দেখা যায় আরেক চরিত্র 'সিধু জ্যাঠা'। সিধু জ্যাঠা চিরকুমার। বিয়ে-শাদী করেনি। প্রচুর টাকার মালিক। সে তার টাকা কাজে লাগায় বই কিনে। দিন রাত বই পড়েন। সে এক জীবন্ত তথ্যকোষ। প্রচন্ড জ্ঞানী। ফেলুদা বিভিন্ন তথ্যের জন্য সিধু জ্যাঠার কাছে যান। সিধু জ্যাঠা সাহায্য করেন। এক গল্পে দেখা যায় সিধু জ্যাঠা ফেলুদাকে বলছেন, গোয়েন্দাগিরিতে নামলে আমি তোমাকেও হারিয়ে দিতে পারতাম। ফেলুদাও সায় দেয় তাতে।
১৮| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৯
অক্পটে বলেছেন: শয়তানের পুত।
বেশী মাত্রায় ধুরন্ধরদের জন্য সুন্দর বিশেষণ!
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: ১ম: এ যুগের ছেলে মেয়েরা বড়ই অভদ্র। গুরুজনদের সালাম দেয় না।
২য়: হ্যাঁ, ঠিক বলেছ ওদের বিশ্লেষণ ক্ষমতা আমাদের চেয়ে একটু বেশি। তাই ওরা বিবেচনা করে সালাম দেয়।
১৯| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: মহানবীকে খুবই অসম্মান করে লেখা- নিন্দা জানাই। এধরনের উস্কানীমূলক লেখার জন্য ব্লগের পরিবেশ নষ্ট হয়।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: শেষ নবী মহম্মদ ১৪ টি বিয়ে করেছেন।
মহানবী ২৫ বছর বয়সে ৪০ বছরের খাদিজাকে বিয়ে করেন।
মহানবী ৫১ বছর বয়সে সাওদা কে বিয়ে করেন।
মহানবী ৫২ বছর বয়সে মাত্র ৬ বছরের শিশু আয়শাকে বিয়ে করেন।
মহানবী ৫৪ বছর বয়সে হাফসা কে বিয়ে করেন।
মহানবী ৫৫ বছর বয়সে জয়নব কে বিয়ে করেন।
মহানবী ৫৫ বছর বয়সে উম্মে সালমা কে বিয়ে করেন।
মহানবী ৫৮ বছর বয়সে সাফিয়া কে বিয়ে করেন।
মহানবী ৫৭ বছর বয়সে মেরী কে বিয়ে করেন।
২০| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মহানবীকে খুবই অসম্মান করে লেখা- নিন্দা জানাই। **পেইড রাইটার হিসেবে কাজ করে থাকলে আরো পড়াশোনা করুন তারপর লিখুন, আর না পারলে ব্লগের পরিবেশ সুস্থ্য রাখুন”**
--নবীজি-কে নিয়ে অনেক উন্নত মানের লেখা বই বাজারে সহজলভ্য -প্রয়োজনে ধার করে নিয়ে পড়েন এবং বিবেক বুদ্ধি ও মেধাকে কাজে লাগান’
ভালো থাকুন।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না !
২১| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫০
নতুন বলেছেন: কোন সন্মানীত চরিত্র সম্পর্কে লিখতে হলে তার তার সম্পর্কে জানতে হয়। এবং তার প্রতি সন্মান রেখে লিখতে হয়।
আপনার লেখায় বেশ কিছু ভুল আছে, আর কাউকে সন্মান দিলে নিজের সম্মান কমে না।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
২২| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভুলে ভরা লেখাটি সরিয়ে নিন; ইহা পরিবেশ নষ্ট করবে।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: আমার সরাতে হবে না। এডমিন সাহেব যথাসময়ে সরিয়ে দিবেন। উনি ৫/৬ বছর আগের লেখাও হাসি মুখে সরিয়ে দেন।
২৩| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৫
রানার ব্লগ বলেছেন: আপনার লেখার শিরনামের সাথে মূল লেখার মিল নাই । শিরনাম যা দিয়েছেন এটা নিয়ে আরো পড়াশুনা করুন তারপরে লিখুন আসলেই ব্যাপারটা জানার মতো । তার ব্যাবসায়িক কৌশল জানাটা অন্যায় কিছু না। যতোটুকু জেনেছি তিনি বেশ ভালো ব্যাবসায়ী ছিলেন তার সময়ে খাদিজার ব্যাবসা ফুলেফেপে উঠেছিলো ।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ব্যবসা হলো বুদ্ধিমানদের জন্য।
২৪| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি একজন ডাবল স্ট্যান্ডার্ড-এর ব্লগার। তাই উনাকে কেউ বোঝাতে এসে নিজের মেধা, শক্তি অপচয় করবেন না। সব কিছুর উপরে দেশের সংবিধান আছে। ডিজিটাল নিরাপত্তা আইন আছে। 'ফ্রিডম অব স্পিচ' বলে ব্লগে তা প্রকাশ করা যায় কিনা ভেবে দেখতে হবে। আবার পোস্ট মুছে দিলে কেউ কেউ বলবে, সামু এখন মাদ্রাসা...
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: i am a disco dancer.
২৫| ৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৬
নতুন নকিব বলেছেন:
প্রিয় রাজীব নূর ভাই,
বাক স্বাধীনতা ও মুক্ত চিন্তা চর্চার নামে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে এই জাতীয় দায়িত্বহীন মিথ্যাচার, প্রোপাগান্ডা আর অপপ্রচারের কারণে অতীতেও ব্লগ নিয়ে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছেছে, এখনও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়।
ধর্ম ভালো না লাগলে আপনি তা পরিহার করতেই পারেন। সেই স্বাধীনতা তো রাষ্ট্র কিংবা অন্য কেউ আপনার থেকে কেড়ে নেয়নি। ঠিক এর বিপরীতে, যারা ধর্ম পালন করতে অভ্যস্ত, তাদের বোধ, বিশ্বাস এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অধিকারও রাষ্ট্র কখনোই আপনাকে দেয়নি। সুতরাং, ধার্মিক মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে করাঘাতকারী এমন নোংড়া পোস্টের নিন্দা জানাই।
ইতোমধ্যেই দেখতে পাচ্ছি যে, ব্লগার নতুন ভাইসহ বিজ্ঞ এবং বিবেকবান ব্লগারগণের অনেকেই বিতর্কিত এই পোস্টটি সরিয়ে নিতে আপনাকে অনুরোধ জানিয়েছেন। সম্মানিত ব্লগারদের অনুরোধের প্রতি সম্মান প্রদর্শন করে অনতিবিলম্বে এই পোস্ট সরিয়ে নেয়া উচিত বলে আমরাও মনে করি।
শুভকামনা জানবেন।
২৬| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১০
অদ্ভুত অবাক বলেছেন: আপনি একজন উৎকৃষ্ট মানের জ্ঞানপপী।
২৭| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অন্য ব্লগাররা কে কি বললেন পড়তে এসে দেখি কেউই আপনার এই লেখার বিপক্ষে কোন তথ্য তুলে ধরতে পারেননি।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৯
সোনাগাজী বলেছেন:
তিনি আল্লাহের নিযুক্ত রাখাল ছিলেন, মানুষ চরাতেন।