নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রথম কথা হলো- বাংলাদেশের লোকজন বই খুবই কম পড়ে। বছরে একবার বাংলা একাডেমিতে বই মেলা হয়, তখন কিছু বই বিক্রি হয়। এছাড়া সারা বছর তেমন একটা বই বিক্রি হয় না। বাংলাদেশের প্রকাশনী গুলোর খুবই করুণ অবস্থা। হাতে গোনা দু তিনটা প্রকাশনী খেয়েপরে বেঁচে আছে, বাকি গুলো কোনো রকমে টিকে আছে। একসময় আজিজ মার্কেটে অনেক বইয়ের দোকান ছিলো। এখন সেসব বইয়ের দোকান জামা কাপড় আর খাবারের দোকান হয়ে গেছে। ফেসবুক, টিকটক আর ইউটিউব দেখে বাংলাদেশের মানুষজন বই পড়ার সময় পায় না। অনেক সরকারি আমলা অফিসের কাজ বাদ দিয়ে বই লিখেন। সেই বই হাতে নিয়ে ফেসবুকে ছবি পোষ্ট করেন। দুঃখজনক কথা হলো- সেই বই ২৫ কপিও বিক্রি হয় না।
আমাদের পাশেই কলকাতা। কলকাতার মানুষজন আমাদের চেয়ে বেশি বই পড়ে। কলকাতার বই আমাদের দেশে ভালো বিক্রি হয়। কিন্তু আমাদের দেশে আমাদের লেখকদের বই বিক্রি হয় না। কারন আমাদের দেশের লেখকরা ভালো লিখতে পারেন না। আমাদের দেশের সকল লেখক লেখার পাশাপাশি চাকরী করে থাকেন। চাকরী না করলে তাঁরা শুধু লিখে পেট চালাতে পারবে না। আমাদের দেশে যারা ধনী তাঁরা লেখালেখি করেন না। আমাদের দেশে তেলবাজি করার জন্য বহু লোক বই লিখেন। যেমন বঙ্গবন্ধু ও তার ছেলে শেখ রাছেলকে নিয়ে বহু বই লেখা হয়েছে। এমনকি শেখ হাসিনাকে নিয়েও অসংখ্য বই লেখা হয়েছে। দুদিন আগে একলোককে গ্রেফতার করা হয়েছে। উনি শেখ হাসিনাকে নিয়ে একটা মোটা বই লিখেছেন। জালিয়াতি ও প্রতারনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। উনার একটা দৈনিক পত্রিকাও আছে। উনি যে বইটা শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন, সে বই নাম ছিলো- শেখ হাসিনার ধর্মচিন্তা।
আমাদের দেশের বর্তমানে সকল লেখকরা ফেসবুক মুখী হয়ে গেছেন। তাদের বেশির ভাগ কর্মকান্ড ফেসবুক কেন্দ্রীক। যদি আমাদের দেশের লেখকরা চাকরী না করতো, শুধু লিখতো- তাহলে তাদের না খেয়ে মরতে হতো। সত্যি কথা বলতে আমাদের দেশে এখন ভালো লেখক নেই। একমাত্র হুমায়ূন আহমেদ লেখালেখির জন্য চাকরী ছেড়ে দিয়েছিলেন। শুধু লিখে লিখে তিনি, বেশ ভালো ছিলেন। গাজীপুরে বিশাল একটা বাংলো করেছেন। যার নাম নুহাশ পল্লী। বাংলাদেশের আর কোনো লেখক হুমায়ূন আহমেদের মতো বিলাসিতা করতে পারেন নি। লোকজন তার বই পাগলের মতো কিনতো। এরকম আর অন্য কোনো লেখকের বেলায় দেখা যায়নি। এখন যে কয়জন লিখছেন, তাঁরা সহজ সরল মানুষ নয়। তাদের মন নানান জটিলতা কুটিলতায় ভরা। একজন জটিল কুটিল মানুষের পক্ষে ভালো লেখা সম্ভব নয়। লেখকদের হতে হয় উদার। বিশাল হৃদয়ের অধিকারী।
পশ্চিমা দেশের লোকজন দূর্দান্ত লেখেন। তাদের একটা বই হাজার হাজার কপি বিক্রি হয়। আমাদের দেশে একজন লেখকের ৩০০ শ' কপি বই, তিন বছরেও বিক্রি হয় না। যদিও লেখকরা দাবী করেন তাদের বই হুহু করে বিক্রি হচ্ছে। সপ্তম সংস্করন বের হয়ে গেছে ইত্যাদি। লেখকরা প্রকাশকের সাথে মিলে মিথ্যা বলেন। বর্তমানে এমনই করুণ অবস্থা যে লেখক নিজেই নিজের বইয়ের গুণগান করেন। পাঠকরা গুণগান করেন না। আসলে গুণকীর্তন গাওয়ার মতো লেখা আমাদের দেশের লেখকরা লিখতে পারেন না। আমাদের দেশে একজন সুনীল, শীর্ষেন্দু বা সমরেশ মজুমদারের মতো লেখক নেই। ফেসবুক না থাকলে আমরা জানতেই পারতাম না আমাদের দেশে এত এত কবি সাহিত্যিক আছে। ইদানিং কিছু অসৎ মানুষ লেখক সেজেছে। তাঁরা তাদের মন্দ কাজ গুলো লুকিয়ে রাখার জন্য সাহিত্যিক সেজেছে। তাঁরা অন্যকে টাকা দিয়ে নিজের নামে বই লেখায়।
আমাদের দেশে একসময় ভালো ভালো লেখক ছিলেন। যেমন- হুমায়ূন আজাদ, হুমায়ূন আহমেদ। তাদের বই অনেক বিক্রি হতো। আর এখন যার ফেসবুকে ফ্যান ফলোয়ার বেশি তার বই মোটামোটি বিক্রি হয়। বাংলাদেশে যে পরিমান মসজিদ আছে, সে পরিমান লাইব্রেরী নাই। অথচ প্রতিটা এলাকায় একটা করে লাইব্রেরী থাকা খুবই দরকার ছিলো। তাদের জাতির কল্যান হতো। কিন্তু আমাদের সরকার লাইব্রেরীর চেয়ে মসজিদ তৈরিতে বেশি আগ্রহী। কারন মসজিদ করলে বেহশত নিশ্চিত। আর লাইব্রেরী করলে ইহুদী নাসারা হবে। আমাদের দেশে একজন শিক্ষিত ব্যাক্তির চেয়ে একজন আলেম কে বড় ভাবা হয়। যাইহোক, আমাদের দেশে অল্প কিছু পাঠক আছে, একজন সত্যিকারের পাঠক। তাঁরা পড়েন। প্রচুর পড়েন। কারন তাঁরা জানেন, পড়ার চেয়ে, জানার চেয়ে- আর কিছু দামী নয়।
০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: পশ্চিমা লেখকরা কি রকমের ধনী, সে সম্পর্কে আপনার কোনো ধারনা নেই।
২| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইংল্যান্ডের প্রতিটি এলাকায় একটি করে লাইব্রেরী আছে।
সেখানে বাচ্চাদের ঘিরে প্রোগ্রাম হয়, প্রতি সপ্তাহে।
আমই যেও এলাকায় যেতাম, সেই এলাকার লাইব্রেরীর সদস্য পদ নিতাম। এভাবে আমার, ৭-৮টি লাইব্রেরীর কার্ড জমেছিলো।
০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।
৩| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৩
ঢাবিয়ান বলেছেন: পোস্টে +++ । একেবারে সঠিক চিত্র তুলে ধরেছেন।
০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: চারপাশে যা দেখি, তাই লিখি।
৪| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮
সোনাগাজী বলেছেন:
লেখক ও কবিদের সমাজ-জ্ঞান, সভ্যতা ও মানবজীবন সম্পর্কিত দর্শন থাকতে হয়, সততা ও ব্যক্তিত্ব থাকতে হয়।
০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: রাইট। আমাদের দেশের লেখকদের এসব কিছুই নেই।
৫| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো বই এবং ভালো পাঠক বাংলাদেশে কমে গেছে।
০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: এর কারন কি?
ফেসবুক? টিকটক? নীতিহীনতা?
৬| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার পোস্ট।
০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৭| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৩
শেরজা তপন বলেছেন: ভাল একটা বিষয় তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
৮| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩২
জগতারন বলেছেন:
জুল ভার্ন বলেছেন:
এটা শুধু বাংলাদেশের কবি সাহিত্যিকদের ক্ষেত্রেই নয়, বরং কিছু ব্যতিক্রম ছাড়া বিশ্বব্যাপী কবি সাহিত্যিকদের আর্থিক স্বচ্ছলতা খুব কম।
আংশিক সহমত।
.।.।.।
এ দিক দিয়ে কাজী নজরুল ইসলাম বই লিখে, কবিতা লিখে অর্থনৈতিকভাবে বেশ সাফল্য পেয়েছিলেন।
সে-ই বৃটিশ আমলে খুব বড় একটা গাড়িও কিনেছিলেন। কিন্তু বৃটিশদের রোষানলে পড়ে ও পারিবারিক শোকে সবই খুয়েছিলেন।
কিন্তু বৃটিশ'দের ধামা ধড়া রবীন্দ্রনাথ ঠাকু'রা বেশ ভালো সুবিধা করেছিলেন। একটা বিশ্ববিদ্যালও স্থাপন করেছিলেন।
লিখক হতে হলে প্রশাসনের ধামা কিভাবে ধরতে হয় তাও জানতে হয় নইলে বেশী সুবিধা করা যায় না।
এচিত্র আমাদের বাংলাদেশে বিদ্যমান আছে, মনোযোগ দিয়ে লক্ষ করলেই দেখতে পাবেন।
(লিখক জা*র ইকবাল তার উদকৃষ্ট উদাহরন।)
০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: আপনার কিছু কিছু চিন্তা ভাবনা ভুলে ভরা। সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়। কিন্তু আপনার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হয় না।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৭
জুল ভার্ন বলেছেন: এটা শুধু বাংলাদেশের কবি সাহিত্যিকদের ক্ষেত্রেই নয়, বরং কিছু ব্যতিক্রম ছাড়া বিশ্বব্যাপী কবি সাহিত্যিকদের আর্থিক স্বচ্ছলতা খুব কম।