নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তূর্ণা এক্সপ্রেস

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২১



রাত ১২ টা। তূর্ণা এক্সপ্রেস চলছে শা শাঁ করে।
বেশির ভাগ লোকজন ঘুমিয়ে পড়েছে। আর কিছু লোকজন ঘুমায় না, এরা একটু পরপর সারা ট্রেন ঘুরে বেড়ায়। আমি ক্যান্টিনে এসেছি। এক কাপ চা খাবো। জানি আমি ট্রেনের চা কখনো ভালো হয় না। কিন্তু উপায় নেই। জানালার সামনে দাড়িয়ে চা খাচ্ছি। এমন সময় একলোক এলো। মনে হচ্ছে লোকটা বেশ অসুস্থ। লোকটা কাশতে কাশতে একটা সিগারেট ধরালো। আমার কেন জানি মনে হলো, লোকটা বাচবে না। মরে যাবে। আজ রাতেই মরে যাবে। ট্রেন চিটাগাং যাওয়ার আগেই লোকটা মরে যাবে!

আমার চা শেষ।
লোকটা আমাকে বলল, দীর্ঘদিন বেচে থাকতে ইচ্ছা হয়। দুনিয়াটা অনেক সুন্দর। আমি অনেক অসুস্থ। ট্রেনে উঠার পর দুবার বমি করেছি। বুকে ব্যথা করছে। এই ট্রেন গন্তব্যে পৌছানোর আগেই আমায় নিঃশ্বাস থেমে যাবে হয়তো। আর কিছুক্ষনের মধ্যে আকাশ ফর্সা হয়ে যাবে। এই সময়টা ট্রেনের জানালার কাছে বসে থাকতে দারুন লাগে। একটু একটু করে আলো ফোটে, দুই পাশে উচু উঁচু পাহাড়। আর ট্রেন চলছে এঁকেবেঁকে। আমি ক্যান্টিনে এলাম যদি এক কাপ চা পাওয়া যায়। ভাগ্য খারাপ। ক্যান্টিন বন্ধ।

ফিরে এলাম। একটা কামরায় বেশ হইচই হচ্ছে।
কাছে গিয়ে জানতে পারলাম একলোক মারা গেছে। লোকটা আমাকে বলেছিলো, দীর্ঘদিন বেচে থাকতে ইচ্ছা করে। জীবন অনেক সুন্দর।

ভোরের আকাশ দেখা দারুণ একটা ব্যাপার।
আমি জানালার কাছে এসে দাঁড়ালাম। আকাশ ভরা মেঘ। বিজলী চমকাচ্ছে। শুরু হলো প্রবল ঝড়! লোকটা দীর্ঘদিন বেচে থাকতে চেয়েছিলেন। বলেছিলেন, জীবনটা অনেক সুন্দর।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১০

জুল ভার্ন বলেছেন: বাহ! খুব সুন্দর লেখনী!!!

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: মৃত্যু হওয়ার আগে পৃথিবী খুব সুন্দর লাগে আরও বাঁচতে ইচ্ছা হয়
অনুভুতিটা সত্য কবি রাজীব দা-------ভাল থাকবেন

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৩| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছোটগল্পটি খুবই ভালো হয়েছে।
- তবে তূর্ণা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলা চল করে। আমি এই পথে ট্রেনে কখনো যাইনি, আমার ভুলও হতে পারে। তবুও মনে হচ্ছে এই পথে দুই পাশে উচু উঁচু পাহাড় থাকার কথা না।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: তর্ক করবো না।

৪| ০৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:০১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এতো ছোট লেখা কেনো? আরো পড়তে ইচ্ছা করছে ।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: এরকম লেখা চাইলে প্রতিদিন ৫০ টা করে লিখতে পারি।

৫| ০৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৯

বিটপি বলেছেন: যে ছবিটা দিয়েছেন, সেটা তূর্ণা এক্সপ্রেসের নয়। প্রথমত, তূর্ণা এক্সপ্রেস সবুজ রং এর রেকে চলে। দ্বিতীয়ত, তূর্ণা এক্সপ্রেস দিনের বেলায় চলেনা। আর রাত বারোটায় তূর্ণা এক্সপ্রেস হয় এয়ারপোর্ট বা পাহাড়তলী স্টেশনের আশেপাশে থাকে। এই সময়ে শা শা করে চলেনা - বেশিরভাগ যাত্রী ঘুমিয়েও পড়েনা।

এই ছবির ট্রেনতা সম্ভবত জয়ন্তিকা বা কালনী, যা সিলেটে চলে।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: এটা একটা প্রতীকি ছবি।
ছবিটা মূর্খ্য বিষয় না।

৬| ০৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫২

শেরজা তপন বলেছেন: তৈরি করা গল্পে কিছু ভুল ভ্রান্ত থাকে এটাতেও আছে -তবে তাড়াহুড়া না করলে হৃদয় স্পর্শ করতো!

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: এটা বাস্তব গল্প। বানোয়াট নয়।

৭| ০৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:


ট্রেনের নাম থাকাটা একটা অদ্ভুত ব্যাপার! আমেরিকায় ট্রেনের নাম থাকে না, থাকে একটা নম্বর; নাম হিসেবে কর্পোরেশনের নাম ব্যবহৃত হয়; যেমন, এমট্রেক; এমট্রেকের অনেক ট্রেন চলছে পুরো দেশে।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ট্রেনের নাম থাকে। সুন্দর সুন্দর নাম।

৮| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার মন্তব্যটি আপনি তর্কের চোখে কেনো দেখলেন বুঝতে পারলাম না। গল্পের একটি অংশের অতিসামান্য একটি বিচ্যুতির কথা আমি জানিয়েছি শুধু। হুমায়ূন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প আপনি পড়েছেন। সেখানেও একটি বিচ্যুতি ছিলো, যেটি তারই ভাই জাফর ইকবাল ধরিয়ে দিয়েছিলেন।
- আপনার জন্য শুভকামনা রইলো।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আপনি বলেছেন- তূর্ণা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলা চল করে।
আমি তো কোথাও লিখিনি, তুর্ণা এক্সপ্রেস সিলেটে চলে। আমি ঢাকা থেকে কমপক্ষে ১২ বার গিয়েছি চিটাগাং ট্রেনে করে।

আপনি বলেছেন, দুই পাশে উচু উঁচু পাহাড় থাকার কথা না।
পাহাড় আছে। অবশ্যই আছে। আপনি যদি কখনও ঢাকা থেকে চিটাগাং ট্রেনে করে যান, তখন দেখবেন ভোরের দিকে ট্রেন যখন চিটাগাং এর কাছাকাছি চলে এসেছে- দুই পাশে অনেক ছোট বড় পাহাড় দেখা যাচ্চে।

অর্থ্যাত আমি লেখায় কোনো ভুল লিখিনি। নিজের চোখে দেখেই লিখেছি।

৯| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

শ।মসীর বলেছেন: আমার পছন্দের ট্রেন :)

১০| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সহি বলেছেন। আমি থুক্কু। ঐ পথে দুই পাশে উচু উঁচু পাহাড় আছে আমি মেনে নিলাম।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.