নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তিনটি প্রশ্ন ও উত্তর

১২ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৩



১। প্রশ্নঃ কোন সুরা পড়তে পারি পরীক্ষায় ভালো ফলাফল করতে?

উত্তরঃ পুরো কোরআন এবং হাদীস মুখস্ত করে ফেললেও লাভ নাই। কোনো সুরা পড়লেও লাভ নাই। পরীক্ষার পাশ করার জন্য আপনাকে পড়তে হবে। পড়লেই পাশ করতে পারবেন। ভালো রেজাল্ট করতে পারবেন। সূরা এক লাখ বার পড়লেও লাভ নাই। মুখস্ত করলেও লাভ নাই। সূরার কোনো ক্ষমতা নাই। কোনো অলৌকিক ক্ষমতা নাই। এই চিন্তা মাথা থেকে বের করে ফেলুন, যে সূরা পড়লেই পরীক্ষায় পাশ করতে পারবেন। কাজেই ফালতু চিন্তা বাদ দিয়ে এখনই পড়তে বসুন। সূরা আপনাকে পাশ করাতে পারবে না। ভুলের মধ্যে থাকবেন না।

যদি সত্যিই সূরা পড়লে পাশ করা যেতো তাহলে দুনিয়াতে কেউ ফেল করতো না। যে যা হতে চাইতো, তাই হতে পারতো। যারা ডাক্তারি পাশ করতে চায়, তাঁরা ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে শুধু কয়েকটা সূরা পড়ে পাশ করে যেতো। দুর্বল ছাত্ররা সারা বছর কোনো পড়াশোনা না করে, সূরা পড়ে পরীক্ষায় পাশ করে যেতো। দুর্বল চিন্তা মাথা থেকে বাদ দিন। ফাঁকি বাজি চিন্তা মাথা থেকে বাদ দিন। না পড়লে কোনো সূরাই আপনাকে পাশ করাতে পারবে না। নো নেভার।

২। প্রশ্নঃ কালিজিরা চিবিয়ে খেলে কি স্মৃতিশক্তি বৃদ্ধি পায়?

উত্তরঃ না। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে না। যদি সত্যিই স্মৃতিশক্তি বৃদ্ধি পেতো, তাহলে দুনিয়াতে লাখ লাখ মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাঁরা কালিজিরা খেয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে আনতো। আমার মামা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। সে কাউকে চিনেন না। পুরনো কোনো কথা মনে করতে পারেন না। আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেক ওষুধ দিলেন। টেস্ট দিলেন। কিন্তু কালিজিরার কথা বললেন না। শেষে আমিই বললাম, কালিজিরা কি খাওয়াবো?

ডাক্তার বলল, তাহলে এত টাকা ভিজিট দিয়ে আমার কাছে এসেছেন কেন? ১০ টাকার কালিজিরা খাইয়ে সুস্থ করে ফেলেন। ডাক্তার বললেন, এটা ১৪শ' বছর আগের যুগ না। এটা আধুনিক যুগ। এখন চিকিৎসা বিজ্ঞাপন অনেক উন্নত। কিন্তু আগে এত চিকিৎসা বা ওষুধ ছিলো না। এখন আপনারাই চিন্তা করে দেখুন, রোগীকে ১৪ শ' বছর আগের চিকিৎসা করাবেন? না আধুনিক চিকিৎসা করাবেন?

৩। প্রশ্নঃ ইদানিং আওয়ামীলীগ ও বিএনপি'র এত সবাবেশ হচ্ছে কেন?

উত্তরঃ সমাবেশ, সম্মেলন, মিটিং মিছিল যা-ই করুক রাজনীতিক দল গুলো- সেটার ফলাফল শূন্য। সমাবেশ বা সম্মেলন দিয়ে দেশ বা সমাজের কোনো উপকারে আসে না। বাজারে জিনিসপত্রের দাম কমে না। রাজনীতিক দল গুলোর মধ্যে কাজ করে হিংসাত্মক মনোভাব। ওরা সমাবেশ করেছে, আমরাও করবো। ওদের সমাবেশে এক লাখ লোক এসেছে, আমরা আনবো দুই লাখ। এগুলো আসলে অসুস্থ মানসিকতা।

আওয়ামীলীগ, বিএনপি সমাবেশ, মিটিং মিছিল যা-ই করুক দিনশেষে ভোগান্তি শিকার হয় সাধারন মানুষ। কষ্ট হয় সাধারন মানুষের। ওরা রাজনীতি মূলত দেশের জন্য করে না। করে নিজেদের জন্য। নিজেদের আখের গোছাতে ওরা ব্যস্ত। দেশ এবং দেশের মানুষ গোল্লায় যাক। সেটা নিয়ে ওদের কোনো মাথা নেই। খেয়াল করে দেখবেন, দেশে বেকারের অভাব নেই। এই বেকারদের কথা কেউ ভাবে না। হাজার হাজার মানুষ ফুটপাতে ঘুমায়, ওদের নিয়ে কেউ ভাবে না। ওরা ব্যস্ত মিটিং মিছিল আর সমাবেশ নিয়ে।


মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে পরীক্ষায় পাশ করার জন্য "ফাঁসকরা প্রশ্নপত্র" কেনাই একমাত্র সমাধান।

১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: কোচিং সেন্টার গুলো বন্ধ করা গেলে, প্রশ্নফাস বন্ধ করা যাবে।

২| ১৩ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:০৭

ঈশ্বরকণা বলেছেন: রাজীব নূর,
আপনার ডাক্তারের ভিজিট কত ? এর কথাবার্তা শুনেতো মনে হচ্ছে সরকার দলীয় ছাত্র কোটায় ডাক্তার হয়েছে ! এর থেকে দূরে থাকুন নইলে আপনার প্রাণ সংশয় হবার সম্ভাবনা আছে কিন্তু --এটলিস্ট সেটা নিয়ে আশংকা করা অযৌক্তিক না ।

কারো স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেলে কালোজিরা কতটুকু হেল্প করবে সেটা জানিনা।কিন্তু এর কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো নিউরোইনফ্লেমেশন বা ব্রেনের ইনফ্লেমেশন কমানোর ব্যাপারে হেল্পফুল যা আলঝেইমার ডেভলপমেন্ট কন্ট্রোল করার ব্যাপারে হেল্প করে বলেই ধারণা করা হয়। আলঝেইমার কি সেটাতো জানেন ? এটা স্মৃতিভ্রষ্টতা সম্পর্কিত একটা রোগ। আলঝেইমার বা স্মৃতিভ্রষ্টতার চিকিৎসা হিসেবে এর ইফেক্টিভনেস নিয়ে এখনো একটিভ রিসার্চ চলছে। কিছু পশুর ওপর এখন পর্যন্ত এক্সপেরিমেন্টগুলো করা হয়েছে আরো অনেক বাকি সবটুকু নিশ্চিত ভাবে জানতে । তাই আপনার ডাক্তার থেকে একটু সাবধান !

পড়াশোনা না করে শুধু সূরা পড়ে পাশ করার কথা কি কুরআন বা হাদিসে আছে নাকি পড়াশোনা ঠিকঠাক করার পাশাপাশি দোয়া (কোনো স্পেসিফিক সূরা বা তার অংশ হতে পারে দোয়া হিসেবে) পড়ার কথা বলা হয়েছে ? যতই পড়াশোনা করুক একটা ছাত্র বা ছাত্রীর মনে পরীক্ষা ভীতি থাকতেই পারে। সেটা ভালো পারফর্মেন্সের জন্য খুবই নেগিটিভ একটা ব্যাপার। পড়াশোনার পাশাপাশি বিশ্বাসী কেউ যদি দোয়া দরূদও পরে সেটা তার ভেতর একটা রিল্যাক্স ভাব বা সুখী ভাব আসতে পারে খুব লজিকাল কারণেই। তাছাড়া পড়াশোনার পাশাপাশি কেউ এই দোয়া দরুদগুলো পড়লে একটা অতিরিক্ত কনফিডেন্স একটা পজিটিভ এটিচিউড গ্রো করতে হেল্প করতে পারে তার বিশ্বাসের কারণেই। এই রিল্যাক্স ভাব আর পজিটিভ এটিচুডটাই সাফল্যের একটা কারণ হিসেবে এখন নিউরোলোজিস্টরা বলছেন। যে কোনো মানুষের ব্রেইন অনেক ভালো পারফর্ম করে যখন মানুষ পজিটিভ থাকে। নিউরোলোজিকালি যখন মানুষ সুখী থাকে তখন ব্রেইন ক্যাপাবিলিটির গ্রোথ অনেক বেশি হয়, ক্যাপাবিলিটি বৃদ্ধিও পায় বেশি আর তার কার্যক্ষমতাও ইম্প্রুভ করে বেশি। এই ফাইন্ডিন্সগুলোর সবই মডার্ন নিউরোলজিক্যাল রিসার্চ ফাইন্ডিংস । দোয়া দরূদ পড়লেতো ফেরেস্তা এসে আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে সেটা বলা হয়নি। নিউরোলজিক্যাল কারণেই আপনার পারফর্মেন্স ভালো হতে পারে। পরীক্ষায় সাফল্যের ব্যাপারে দোয়ার ব্যাপারটা এভাবেই দেখুন। জিনিসগুলো ভালো করে না জেনেই নেগেটিভ করে দেখার মধ্যে কিন্তু কোনো ব্রিলিয়ান্স নেই। আপনার আদর্শ ব্লগারের মতো অল্প জেনে বা বুঝেই বড় কনক্লুশন করতে গেলেই ভুল হবার সম্ভাবনা। ব্লগে ইসলাম, হাদিস, কুরআনের বিরুদ্ধে সব সময়ইআপনার অর্থহীন নেগেটিভ কথাগুলো খুবই বিরক্তিকর লাগে। এটা প্লিজ একটু বাদ দিন। চাউ ।

১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: আপনি অসুস্থ হলে কি কালিজিরার উপর ভরসা রাখবেন? না ভালো ডাক্তার দেখাবেন? উন্নত চিকিৎসা নেবেন?
কোরআন, হাদীস এইসব গুলো অবধারিত ভাবে এসে যায়। কারন সব কিছুর সাথেই সব কিছুর একটা সামঞ্জস্য আছে।

আমি তো এখন বলতে গেলে ধর্ম নিয়ে কোনো পোষ্ট দেই-ই না।
ধর্ম থেকে যারা দূরে থাকে, তাঁরা ভালো থাকে। আর ধর্মের মধ্যে যারা থাকে, তাঁরা ভুলের মধ্যে থাকে। তাদের আয় উন্নতি হয় না।

৩| ১৩ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:২৯

সোনাগাজী বলেছেন:


@ঈশ্বরকণা ,

দোয়া পড়ার ফলে, মনে যদি সুখী ভাব আসতে হয়, দোয়া নিয়ে সেই বিশ্বাস থাকতে হবে। যার দোয়া নিয়ে সেই বিশ্বাস আছে, তার পড়ালেখার প্রয়োজন অনেক আগেই ফুরিয়ে গেছে।

১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: বর্তমান সময়ে দোয়া, হাদীস, ফজিলত, আমল, ইত্যাদি বিষয় গুলো থেকে মানুষের আস্থা ভরসা উঠেই গেছে।

৪| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:০১

ঈশ্বরকণা বলেছেন: সোনাগাজী,

আপনি না মাত্র কিছুদিন আগেই বললেন যে শেষ আব্রাহামিক ধর্ম হিসেবে ইসলামে আপনার বিশ্বাস আছে। আর ইসলাম তো এখান থেকে একটু টুকিয়ে ওখান থেকে আরেকটু টুকিয়ে হয় না। যা দেয়া হয়েছে কুরআনে আর রাসূলের পক্ষ থেকে তার সবটাই মানতে হবে। আপনার মতো বিজ্ঞ মানুষকে নিজের কথা থেকে আব্রাহামিক ধর্মঅনুসারী বিশ্বাসী মানতে হলে এটাও ভাবতে হবে যে আপনি সাচ্চা মুসলিম হিসেবে দোয়া দরূদ পড়েন ও মানেনও। হয়তো পুরো ধর্মের ব্যাপারগুলো কখনো বোঝেন না সেটা এক্সকিউজেবল । নইলেতো আপনার নিজের বিশ্বাস নিয়ে আপনার বলা বক্তব্য মিথ্যে হয়ে যাচ্ছে ! সিনর কি নিজের ধর্ম বিশ্বাস নিয়েও আবার মিথ্যে কথা বলেছেন নাকি? মিথ্যে না বললে আপনারতো পড়াশোনার প্রয়োজন ফুরায় নি ! সাচ্চা মুসলিম হয়েই দেখা যাচ্ছে দেশ বিদেশে মাশাল্লাহ পড়াশোনাও নাকি করেছেন! আব্রাহামিক ধর্ম বিশ্বাসী হয়ে আপনি পড়াশোনা করতে পারলে তাহলে বিশ্বাসী হলেই অন্যের পড়াশোনা করার দরকার হবে না কেন?

সবাইতো আর ধর্ম পালন করে পীর আউলিয়া হবে না আর আল্লাহ বা রাসূলও (সাঃ) সেটা হতেও বলেননি সবাইকে। কেউ ধর্মকর্ম করে পীর আউলিয়া হতে চাইলে তার হয়তো পড়াশোনার দরকার নাই হতে পারে কিন্তু যারা আপনার মতো ইউরোপ আমেরিকায় চাকুরী করতে চাইবে আব্রাহামিক ধর্ম অনুসারী হয়েও তাদের জন্য পড়াশোনার প্রয়োজন ফুরোবে কেন? আর দোয়া পড়ে সুখী হওয়াতো ব্যক্তির নিজের ব্যাপার। যার সুখী হওয়ার কথা সে দোয়া পড়ে, ধর্ম কর্ম করে সুখী হতেই পারে। ব্যক্তিভেদে তাতেতো সমস্যার কিছু দেখছি না। কিন্তু পীর আউলিয়া হতে না চাইলে দোয়া করে সুখী হতে বা পড়াশোনা করতে অসুবিধে কোথায় ? সাধারণ কাজটাজও সবই করতে বলা হয়েছে সবাই কে ইসলামে। তাই, "দোয়া পড়ার ফলে, মনে যদি সুখী ভাব আসতে হয়, দোয়া নিয়ে সেই বিশ্বাস থাকতে হবে। যার দোয়া নিয়ে সেই বিশ্বাস আছে, তার পড়ালেখার প্রয়োজন অনেক আগেই ফুরিয়ে গেছে" এই মন্তব্যে দোয়ার সাথে ব্যক্তির ব্যক্তিগত সুখ আর পড়াশোনা করার প্রয়োজন ফুরানোর এই যে কথাটা বললেন সেটা ক্লাস ফাইভের ছেলের মতো ছেলেমানুষি কথা হয়ে গেলো তো !

ধর্ম বিষয়ে আপনার আন্ডারস্টান্ডিংয়ের অভাবটা বুঝতে পারছেন নাকি আরো আঙ্গুল তুলে দেখিয়ে আর বুঝিয়ে দিতে হবে ?সব কিছুতেই নেগিটিভ চিন্তা করতে করতে পজিটিভিটা আপনার ক্যারেক্টার থেকেই মনে হয় উধাও হয়ে গেছে । ওটা ফিরে আসারতো কোনো আভাস ইঙ্গিত আপনার লেখা ফাঁস কর করতে পারছে না ! কথা যখন বলবেন একটু ভেবে বলবেন ! কতোবার আর মনে করিয়ে দিতে হবে যে ব্লগে সবাইকে দেখিয়ে শুনিয়ে দিনের পর দিন আগাছা টাইপ কথা মতো বললে ব্লগার আরইউয়ের কল্পিত গল্প চরিত্র সিঁধেল চোর বক্কর বা নাপিত আক্কাসের মতো সাগরেদ ব্লগারদের প্রশংসা পাবেন । কিন্তু অন্য ব্লগাদের কাছে সাধু বাক্য শোনার কোনো সুযোগ নেই আপনার ! তারা বরং "আপনাকে নিজ সম্পর্কে কিছুই বলতে হবে না, আপনার লেখা সব কিছুই ফাঁস করে দিবে" পোস্টের শিরোনামের মতোই আপনার ফাঁস হয়ে যাওয়া জ্ঞান বিদ্যার বহর জেনে কটু কথা বলবে বা ব্লগে অপাঙতেয় ভাববে (আপনার অবশ্য গন্ডারের ছাড়ার মতো পুরু গায়ের চামড়ার কারণেই তাতে কোনোই লজ্জা হবে না !)।

আমি ব্লগে আসি নিজের ভালোলাগা থেকে কিন্তু আপনার এই না বুঝে পোস্ট করা বা মন্তব্য বা প্রতিমন্তব্য করার ব্যাপারটা ক্রমশই ব্লগের স্টেকহোল্ডার হিসেবে আমার কাছে এক্সট্রিম এনোয়িং মনে হচ্ছে। না বুঝে থাকলে বা আলোচনার বিষয়ে আপনার এক্সপার্টিজ না থাকলে আমার কোনো মন্তব্যের উত্তর দেবার দরকার নেই । আমি আপনার বিষয়ে তাতে কিছু মনেও করবো না । কিন্তু একাডেমিক আলোচনার বিষয়ে (ব্রাজিল-বাংলাদেশ সেইম ইকোনোমি টাইপ, 'লেইম ডাক প্রেসিডেন্ট', বা ধর্ম নিয়ে অবাস্তব কথাবার্তা এর মধ্যে ইনক্লুডেড হবে) ভুলভাল চিৎকার করলে খুবই বিশ্রী লাগে । এটা একটু বন্ধ করুন প্লিজ ।

৫| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১৬

সোনাগাজী বলেছেন:


@ঈশ্বরকণা ,

ইসলামযে একটা ধর্ম, ইহাতে আমার বিশ্বাস আছে। ধর্ম হলো মানুষের কল্পিত রূপকথা ও আদি সমাজ ব্যবস্হার নিয়মকানুন। আমিতো আপনার মন রক্ষার জন্য ব্লগিং করি না।

৬| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩১

ঢাবিয়ান বলেছেন: ৩ নম্বর প্রশ্নের উত্তরটাই কেবল ভাল হয়েছে। ১ ও ২ নং প্রশ্নের উত্তর আপনার ওস্তাদকে খুশী করার অভিপ্রায়ে দেয়া হয়েছে।

৭| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: কথাগুলোর যুক্তিকতা আছে তবে বরকত বলে একটা কথা সেটা বিশ্বাস করতে হবে
যাই হোক রাজীব দা ভাল থাকবেন-------------

৮| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৪

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্ট থেকে ধর্মকে দুরে রাখেন।

৯| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১১

ঈশ্বরকণা বলেছেন: রাজীব নূর,
শুধু কালো জিরার ওপর ভরসা রাখার কথা কি কোথাও কেউ বলেছে নাকি আমি বলেছি ? কালোজিরা যেটাকে সাইন্টিফিক্যালি বলে 'Nigella sativa' তার ইনগ্রিডিয়েন্ট 'TQ' কে মেমোরি ট্রিটমেন্টের একটা মেডিকেশন হিসেবে ভাবা হয় ওটা খেলে নিউরোলজিক্যাল ইনফ্লেমেশন কমবে আর তাতে মেমোরি রিলেটেড কিছু ঝামেলাও কমবে। নিউরোলজিক্যাল ইনফ্লেমেশন থেকে মেমোরি প্রব্লেম হলে আধুনিক ডাক্তার আপনাকে কালোজিরা চিবিয়ে খেতে না বললেও যেই মেডিসিনটা দেবে তাতে অবশ্যই Thymoquinone (TQ) থাকবে । তারমানে আপনি আধুনিক মেডিসিনের সাথে আসলে চোদ্দোশো বছর আগে বলা কালোজিরেই খাচ্ছেন ! কিন্তু কালোজিরা খেলে মানে TQ খেলে নিউরোলজিক্যাল ইনফ্লেমেশন কমবে না এমন কথা এখনো কেউ বলেনি । তাই হাদিস নিয়ে এখনই সন্দেহ করার কিছু নেই । আমি খুবই সাধারণ কথা বলেছি। আপনার লেখায় সন্দেহটা আছে আর তাতে আপনি খুব ওয়েল ইনফরমড এই বিষয় নিয়ে সেটা মনে হয়নি আমার।

যাক এখন আপনার পছন্দের ব্লগার, সোনাগাজীকে কিছু কথা বলি । আমার ডাইনোসোর লং মন্তব্য পড়ে আপনার মনে হলো আমার মন রক্ষার জন্য আপনাকে আমি লিখতে বলছি ! সহজ বাংলায় কঠিন লাগছে মনে হয় ! কাকস্যপরিবদনা !সেটা বলি নাই। আজকেইতো রাজীব নূর লিখেছেন যে সামু ব্লগ হলো ব্লগ শ্রেষ্ট । এ'রকম ব্লগ আর নাই। এখানে তাই মানসম্পন্ন লেখা লিখুন। সেটাই বলেছি । ব্রাজিলের ইকোনোমি বাংলাদেশের মতোই বা আমেরিকান প্রেসিডেন্টকে 'লেইম ডাক' বলে এরকম ভুলভাল কথা পোস্টে থাকলে সেটা মান সম্পন্ন হবে না কখনোই। এই ভুলগুলো অনেকেরই চোখে পরবে। নাপিত আক্কাসের মতো কোনো শুভানুধ্যায়ীর দ্রুত পাঁচটি কমেন্টের কারণে নির্বাচিত পাতায় চলে যাওয়া আপনার এই ভুল ইনফোতে ভরা লেখা দেখলে কারো কাছে সামুর সুনাম নিশ্চই বাড়বে না, তাই না ? সেটাই বলেছি । ভুলভাল আজগুবি না লিখে জেনেশুনে বুঝে লিখুন।

১০| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
অর্থ্যাত কালিজিরাতে বিশ্বাস রাখা ভুল হবে। আসল কথা রটাই। ব্যস, শেষ।

১১| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

ঈশ্বরকণা বলেছেন: রাজীব নূর, ঠিক আছে এখন অরে ফার্মেসি বা মেডিকেল পড়ার সময় নেই যেহেতু আপনার তাই শুধু মনে রাখুন অল্প অল্প করে প্রতিদিন কালোজিরা খেলে হেলথ ভালো থাকবে আর মেমোরিও ভালো থাকবে। হাদিস ফলো করতে লজ্জ্বা করলে TQ আছে এমন ট্যাবলেট দিতে বলুন আপনার ডাক্তারকে তাতেও চলবে কোনো অসুবিধে নেই।শরীর স্বাস্থ্য ভালো থাকলেই হলো।

১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: এবার আপনার মন্তব্যটি ঠিকঠাক মনে হলো।
আমি একমত।
ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন। আপনার জীবন হোক আনন্দময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.