নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিবাহ বিচ্ছেদের কারন

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:১০



যে ছেলে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করবে, তার বিয়ে টিকবে না।
চারপাশে এত এত তালাকের কারণ হচ্ছে, বিয়ের পর সংসারে দেখা দেয় অভাব, মনোমালিন্য। এবং বিয়ের সময় ছেলেমেয়ে দুজনেই যে মিথ্যা গুলো বলে সেটা প্রকাশ পেয়ে যায় প্রথম বছরেই। ফলাফল ডির্ভোস। বর্তমান প্রজন্ম বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ে করে ফেলে। মোহ কেটে যায়। তখন তালাক হয়ে যায়। কুরকুরানির কারনে অল্প বয়সে বিয়ে করে ফেলে। লেখাপড়া শেষ করে না। টাকা ইনকাম করে না। এদিকে বউয়ের ভরনপোষণ দিতে পারে না। ফলাফল ঝগড়া। ঝগড়া থেকে অশান্তি। অশান্তি থেকে তালাক।

এই প্রজন্ম মূলত নির্বোধ।
নির্বোধ গুলো ঠিক করে লেখাপড়া করে না। করে টিকটক। টিকটক মিলনমেলার আয়োজন করে ছাগলামি করে। সারাদিন পড়ে থাকে ফেসবুক নিয়ে। মেয়ে নিয়ে। কিভাবে প্রেম করবে। আরে ছাগল প্রেম ভালোবাসা করার আগে নিজেকে যোগ্য ও দক্ষ তো করে নে। এই সহজ জিনিসটা বুঝিস না ক্যান? তোদের পাকনামির কারণে দুটা পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। এই নির্বোধ প্রজন্ম জ্ঞানের সন্ধান করে না। ফেসবুকে মেয়ের সন্ধান করে। এগুলোকে ধরে সকাল বিকাল দুইবেলা থাপড়ানো দরকার। এদের বাবা মায়েরও দোষ আছে। তারা জন্ম দিয়েছে। দেখভাল করেনি, এবং সঠিক পারিবারিক শিক্ষা দেয়নি।

লেখাপড়া ছাড়া কোনো প্রজন্ম টিকে থাকতে পারবে না।
এই জেনারেশন হচ্ছে প্রশ্নফাস জেনারেশন। এরা নকল করে পাশ করে। রাস্তার মোড়ে দাড়িয়ে সিগারেট খায়। পাশ দিয়ে কোনো মেয়ে হেটে গেলে কুৎসিত ভাবে তাকায়। বাজে মন্তব্য করে। নতুন প্যান্ট কিনে, দর্জির কাছে যায়। প্যান্টকে চিপা করে সেলাই করে। ছাত্রলীগের নেতার সাথে ছবি তুলে ফেসবুকে ছবি পোস্ট করে, আমার একমাত্র অভিভাবক। কত বড় ছাগল দেখুন নিজের বাপ মাকে অপমান করলো। সাইথ ইন্ডিয়ানদের মুভি দেখে নিজেকে নায়ক ভাবে। অল্প বয়স থেকেই বিড়ি খায়। ধীরে ধীরে একদম বখাটে হয়ে যায়। এদের বাপ মা এদের খোজ খবর রাখে না। মেয়ে গুলো আরো এক কাঠি সরস। লেখাপড়ায় মন না দিয়ে প্রেমে মন দেয়।

এই প্রজন্ম বুঝে না প্রেম ভালোবাসা কাকে বলে।
প্রেম ভালোবাসা বলতে তারা বুঝে শরীর। শরীরের স্বাদ মিটে গেলেই তখন আর বউকে ভালো লাগে না। তখন অন্য নারীর প্রতি আসক্ত হয়। মূলত মেয়েরা যত সচেতন হবে, যত শক্ত হবে তত বিবাহ বিচ্ছেদ বাড়বে। মেয়েদের চোখমুখ বুঝে সহ্য করা উচিত হবে না। আর কতকাল সহ্য করবে? অবশ্যই মেয়েদের প্রতিবাদী হতে হবে। আর কোনো ছাড় নয়। দুষ গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো। আসল কথা হচ্ছে অল্প বয়সে বিয়ে করা যাবে না। আগে প্রতিষ্ঠিত হতে হবে। টাকা ইনকাম করা শিখতে হবে। মেয়েদের জীবনের লক্ষ্য যেন না হয়, শুধু বিয়ে করা। আগে লেখাপড়া শেষ করতে হবে। চাকরি বা বিজনেস করতে হবে। মেয়েরা আর কতকাল বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামীর উপর ভরসা করবে? তারা কি নিজের পায়ে দাঁড়াবে না?

আমাদের এলাকায় এক ছেলে প্রেম করে বিয়ে করেছে।
বিয়ের আগে প্রেম করার সময় মেয়েকে যা যা বলেছে, সবই মিথ্যা বলেছে। বিয়ের পর ছেলে ধরা খেয়ে যায়। তখন সেই ছেলে মেয়েকে বলে ইসলাম ধর্মের কথা। স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। স্ত্রীর সম্পত্তিতে স্বামীর হক আছে। নবীজি তার স্ত্রীর ব্যবসা ও টাকা নিজের হাতে নিয়েছেন। বেকার ছেলে, প্রতারক ছেলে শেষ পর্যন্ত ধর্মের আশ্রয় নেয়। এদিকে ধর্ম তো মেয়েদের কোনঠাসা করে রেখেছে। মেয়েদের এখন পুরনো ধ্যান ধারণা থেকে মুক্ত হতে হবে। তাদের চিন্তা ভাবনা উন্নত করতে হবে। সাহসী হতে হবে। নিজে যোগ্য ও দক্ষ করে প্রতিষ্ঠিত হতে হবে। যেন কেউ উচু গলায় কথা বলতে না পারে। মূলত নারীরা হচ্ছেন ধরনী। তাদের মাঝেই আমাদের বসবাস। নারীকে সম্মান করতে হবে। শ্রদ্ধা করতে হবে। তবেই এগিয়ে যাবে মা মাটি ও দেশ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বর্তমানে বাংলাদেশে বাটপারি তথা প্রতারণার প্রবণতা অনেক বেশী বলে মনে হয়েছে। শিক্ষা, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় চরম আকার ধারন করেছে। সবাই রাতারাতি ধনী হতে চায় কিন্তু কাজ করতে চায় না। অবশ্য দেশে কাজেরও অভাব রয়েছে। দেশের বেকার লোকজনের কর্ম-সংস্থান করা বিরাট চ্যালেঞ্জ তাছাড়া তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ব্যাপক অভাবও রয়েছে। এগুলো নিয়ে সত্যিকার অর্থে কেউ ভাবে বলে আমার মনে হয় না। বিষয়গুলো সমাজে অসুস্থ ও বিশৃঙ্খল পরিবেশ তৈরী করছে।

ভালো লিখেছেন। লিখার জন্য ধন্যবাদ জানাই।

১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: সবাই ধনী এবং সেলিব্রেটি হতে হয়।
ধনী এবং সেলিব্রেটি হতে গিয়ে বহু নারী পুরুষ বিপথে চলে যাচ্ছে।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন কবি রাজীব দা

১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

বাকপ্রবাস বলেছেন: পরপর দুইটা পোষ্ট হয়েছে, ড্রাফ্ট পোষ্ট ভুলে চলে এল কিনা ভাবছি, এই পোষ্টটা আগেও দিয়েছিলেন মনে হচ্ছে

১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: দুটা পোষ্টই ইচ্ছা করেই দিয়েছি।
একদম নতুন পোষ্ট। আগে দেইনি।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১১

ইল্লু বলেছেন: লেখাপড়া বলতে কলেজ ইউনিভার্সিটি করে যে সব সময় কিছু একটা হয় তা কি বলা যায়?সমস্যা কিন্ত শিক্ষা ব্যাবস্থায়?
আর ভালবাসা বলতে যা বোঝার চলন,দেখা হবে,কথা হবে কিছু,তার পর বিয়ের পরিকল্পনা,আয়োজন।
র্নিবুদ্ধিতা আমাদের সমাজ ব্যাবস্থায়।ও ধরণের পরিবর্তন আসবে কি?

১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

নাহল তরকারি বলেছেন: আমার মনে কথা গুলো আপনি গুছিয়ে লিখেছেন। তবে অধিকাংশ ছেলে এবং মেয়ে নির্বোধ। তারা অভিমানের ভাষা বুঝে না। আমার প্রাস্তন স্ত্রী আমাকে ভুল বুঝে চলে গেছে। কি দুঃখ!!!

১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: স্ত্রীকে বুঝিয়ে নিয়ে আসুন।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

হাসান রাজু বলেছেন: আমরা নব্বই দশকের পোলাপান। আমাদের সময় যা হত -
যারা প্রেম করত তারা অল্প বয়সে বিয়ে করত। ৯০ ভাগই পালিয়ে। অনেক দাদা-দাদি খায়েশ মিটাতে পোলাপানদের অল্প বয়সে বিয়ে দিত। এদের প্রায় সবাই অপ্রতিষ্ঠিত।

আমাদের, বড়রা নির্বোধ ভাবত। কারন সারাদিন ব্যান্ডের গান, খেলাধুলা, আর ভিসিআর এ হিন্দি মুভি দেখে পার করতাম (এমনটাই বলত) বলে।

আমারা ছিলাম নকলবাজ জেনারেশন। স্কুলের টিনের চাল ছিদ্র করে নকল সাপ্লাই দেয়ার রেকর্ড ছিল আমাদের। পত্রিকায় শিরোনাম হয়েছিল ১৯৯৬/৯৭ সালে ।

লোকে বলত আমরা প্রেম ভালবাসা বুঝতাম না। প্রেমের সিনেমা দেখে দেখে আমাদের প্রেম পিনিক দিত, আর মেয়েদের পালিয়ে বিয়ে করতাম আর শরীরের মোহ শেষ হলে এটা শেষে হয়ে যাবে। যত ভালবাসা আছে তা পেছনের দরজা দিয়ে এক সময় পালিয়ে যাবে।

আমার যারা বন্ধু ছিল তাদের অনেককেই দেখি ধর্মীয় পোস্ট ছাড়া অন্য কোন পোস্ট দেয় না ফেবুতে।

সার কথা হলঃ আমাদের সময় যারা বড় ছিল। তাদের চরিত্র, উপদেশ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এখন আমাদের মাঝে আছর করেছে। আপনার এই পোস্টটা আমাদের সেই সব বড়দের কথা মনে করিয়ে দিল। যাদের দেখলে মাথা নিচু করে সালাম দিতাম আর আড়ালে .........

১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডিবোর্সের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে এর কারন কি?

১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: কারন মেয়েরা সচেতন হচ্ছে।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ইসলামে মেয়েদেরকে তালাক দেয়ার ক্ষমতা দেয়া হয়নি।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ইসলাম মেয়েদের কোনঠাসা করে রেখেছে।
বোকা মেয়ে গুলো বুঝতেই পারছে না।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

মোগল সম্রাট বলেছেন:

যতই বলেন এদের সম্পর্কে কমই বলা হবে। শর্টকাটে বড়লোক হওয়ার ভুতে পেয়েছে সবােই কে। জাতীর ভবিষ্যত অন্ধকারের পথেই হাটছে।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: অন্ধকার কেটে যাক। আলোয় ভরে উঠুক চারপাশ।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

শেরজা তপন বলেছেন: ১২ই ডিসেম্বর লেখক বলেছেন: দুটা পোষ্টই ইচ্ছা করেই দিয়েছি।
একদম নতুন পোষ্ট। আগে দেইনি।

এটা শুনে একটু খটকা লেগেছিল- কেননা এই পোস্ট আমি আগে পড়েছি বলে মনে হচ্ছিল।
মাত্র ছয়দিন আগে ৫ ডিসেম্বরে আপনি হুবুহু এই পোস্টটা অন্য শিরোনামে দিয়ে ভুলে গেছেন!!!!
এই প্রজন্ম!

~ প্রিয় রাজীব নুর, আপনার কোন সমস্যা হচ্ছে। এরকমটা হর হামেশা হচ্ছে। পরস্পরবিরোধী কথা বলা আর লিঙ্ক, পোস্ট রেফারেন্স অন্যের লেখার কোটেশান ইনপুট করে ভুলে যাওয়া এটা সম্ভবত ভাল লক্ষণ নয়। নিজের পোস্টার কথা এত তাড়াটাড়ি ভুলে যাওয়া গুরুতর একটা ব্যাপার! আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি। আপনি একটু প্রপার মেডিকেশনে যান।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
হ্যা আমার ভুল হয়েছে। কিন্তু এটা ইচ্ছাকৃত ভুল না। তবে আমার সর্তক থাকা দরকার ছিলো।
সামনের দিনে যেন এরকম ভুল না হয়, আমি সাবধান থাকবো।

আবারও ধন্যবাদ শেরজা আপনাকে।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

আরোগ্য বলেছেন: ভালো লিখেছেন। বিয়ে কোন ছেলেখেলা না। এটা পরামর্শ করে পরিপক্ব সিদ্ধান্ত নেয়া উচিত।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.