নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ ১৬ই ডিসেম্বর

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬



আজকের দিনটা হু হু করে চলে গেলো।
আজ একটা বিশেষ দিন ছিলো। কত প্লান ছিলো। ছোট কন্যা ফারাজাকে নিয়ে বেড়াতে বের হবো। আমি বাংলাদেশের পতাকাওলা গেঞ্জি পড়বো অথবা সবুজ লাল পাঞ্জাবী পড়বো। ফারাজাকে সবুজ লাল জামা পড়িয়ে বাপ বেটি ঢাকার পথে পথে ঘুরে বেড়াবো। ছবি তুলবো, ভিডিও করবো। রাস্তায় দাঁড়িয়ে আইসক্রীম খাবো। ফারাজা নৌকায় উঠতে চেয়েছে। তাকে নৌকায় উঠাবো। সকাল থেকেই আজ আমি ব্যস্ত ছিলাম। তবু কন্যাকে নিয়ে সন্ধ্যার একটু আগে বের হলাম। কন্যা রাস্তায় বের হয়েই আমার কোলে ঘুমিয়ে পড়লো। শেষে কন্যাকে নিয়ে বাসায় ফিরলাম। বাসায় যেতেই কন্যার ঘুম ভেঙ্গে গেলো।

কিছুদিন আগে আমাদের পরিবারে এক নতুন সদস্যের আগমন হয়েছে।
তার নাম রাখা হয়ছে কিয়ান। মানুষ মনে করে কিয়ান নামটা কোরিয়ান। আসলে নামটা আরবী নাম। নামটার অর্থ মাথার মুকুট। যাইহোক, কিয়ানের বয়স আজ ৪১ দিন হয়েছে। সে উপলক্ষ্যে কিয়ানের বাবা মা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। ছোট একটা কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। সব কাছের আত্মীয়স্বজন দাওয়াত করা হয়েছে। পারিবারিক মিলনমেলা বলা যেতে পারে। আইটেম ছিলো কাচ্চি। সাথে জালি কাবাব আর বোরহানী। রান্না ভালো হয়েছে। তবে আমি দেরীতে যাওয়াতে ঠান্ডা খাবার খেতে হয়েছে। যদিও ওভেনে গরম করে দিয়েছে। ওভেনের গরম তো আর আসল গরম নয়। নকল গরম।

কিয়ানের অনুষ্ঠানে আমি গিয়ে পৌছাই বিকেল পাচ টায়।
তখন অনুষ্ঠান শেষ। চেয়ার টেবিল উঠিয়ে ফেলা হয়েছে। রাস্তায় আজ ভয়াবহ জ্যাম। বিশেষ দিন মানেই ঢাকায় গজব অবস্থা। জ্যাম থাকলে আজকের দিনটা আনন্দময় ছিলো। মেয়েরা সুন্দর লাল সবুজ শাড়ি পড়েছে। সুন্দর করে সেজেছে। কেউ কেউ মাথায় নানান রকম ফুল জড়িয়েছে। ছেলেরা লাল সবুজ পাঞ্জাবী পড়েছে। সবার মুখে হাসি হাসি। এমনকি রিকশা চালকরা আজ হাসি খুশি। কারন তারা প্রচুর ক্ষেপ পাচ্ছে। রেস্টুরেন্ট গুলোতে ভয়াবহ ভিড়। বসার জায়গা নেই। আমি সুরভিকে বলে দিয়েছি, বিশেষ দিন গুলোতে আমরা বাইরে যাবো না। জ্যামে বসে থাকার কোনো মানে হয় না।

বিয়ের আগে আমি ১৬ই ডিসেম্বরে দিনে ক্যামেরা কাধে নিয়ে ঘুরে বেড়াতাম।
অনেক ছবি তুলতাম। বন্ধুদের সাথে আড্ডা দিতাম। বিয়ের পর সুরভিকে নিয়ে বের হই। ঢাকা শহরের অনেক এলাকা ঘুরে বেড়াই। সরকারী বিল্ডিং গুলো সুন্দর লাইটিং করে। দেখতে ভালো লাগে। শীত এসে গেছে। ঠান্ডা বাতাস। রেস্টূরেন্টে খাওয়া। এখন কন্যা আছে। কন্যাকে নিয়ে যেতে হয়। আমি যখন কিশোর। তখন সারারাত জেগে থাকতাম। রাস্তার দেওয়ালে পতাকা লাগাতাম। মহল্লার সব ছেলেরা মিলে খিচুড়ি রান্না করতাম। আনন্দের দিন। আনন্দ করেই কাটিয়ে দিতাম। বয়স বাড়ছে, আনন্দের পরিমান কমছে। মাথায় সাদা চুলের সংখ্যা দিন দিন বাড়ছে। ডাক্তার চশমাও দিয়েছেন।

বিজয় দিবস উপলক্ষ্যে আজ বাসায় দারুন সব খাবার রান্না হয়েছে।
দুপুরে খিচুরী আর গরুর মাংস রান্না হয়েছে। গরুর মাংসটা দারুন হয়েছে। ১০০ তে আমি ১১০ দিবো। সুরভির রান্নার হাত ভালো। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিলো, যে মেয়েকে বিয়ে করবো তার হাতের রান্না যেন দারুন হয়। আমি দুই হাত ভরতি করে বাজার করবো, সে রান্না করবে। আমি মজা করে খাবো। আমার এই ইচ্ছাটা পূরন হয়েছে। গত তিন দিন আগে আমার বাবার তৃতীয় মৃত্যু বার্ষিকী গেলো। এই তো সেদিন আব্বা করোনায় মারা গেলো। দেখতে দেখতে তিন বছর হয়ে গেলো! গ্রামের বাড়ীতে মিলাদ মাহফিল হয়েছে, মাদ্রাসার ছেলেরা কোরআন খতম দিয়েছে। গরীব দুঃখীকে খাওয়ানো হয়েছে। আমি গ্রামে যাইনি। আমার অন্য ভাইরা গেছে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৯

বিজন রয় বলেছেন: বিজয়ের শুভেচ্ছা।
দেশটা বাঁচান, কিছু করেন।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: দেশটা নিঃশেষ হতে গিয়েও হয় না।
দাঁড়িয়ে আছে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই আচানক ঘটনা।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৭

কামাল১৮ বলেছেন: বাংলা নাম রাখাই উত্তম।মানুষ কেনো যে আরবি নাম রাখে। বাংলায় হাজার হাজার সুন্দর শব্দ আছে।
আরবি নামের সাথে পেগান দেবতাদের নাম যুক্ত আছে।আব্দুল মোত্তালেব পুত্রের নাম রাখলেন আব্দুল্লা।আল্লার দাস।এই আল্লাহ ছিলেন পেগানদের প্রথান দেবতা।মোহাম্মদ তাকে নিরাকার করে হাজার গুন বেশি শক্তিশালী করে তোলেন।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: ইসলামের ইতিহাসের গোড়ায় আছে রুপকথার বিনোদন।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আরবী শব্দ দিয়ে নাম রাখা আমাদের কেমন যেন একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে।
বাংলা শব্দ দিয়ে নাম রাখলে আবার বলবেঃ এটা তো হিন্দু নাম!
আফসোস!

১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: আসল কথা হচ্ছে নামে নয় কর্মে মানুষ বড় হয়।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন: আসল কথা হচ্ছে নামে নয় কর্মে মানুষ বড় হয়।

তাহলে নাম রাখে কেন মানুষ।
কর্ম শুরু করে দিলেই পারে।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ধরুন আপনার নাম সালাউদ্দিন বা কামালউদ্দিন হলেই বা কি ক্ষতি ছিলো।
আবার নাম ছানাউল্লাহ বা রহমত উল্লাহ হলেও সমস্যা ছিলো না।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার জন্য বিজয় দিবসে একটি কবিতা লিখলাম।
লিখতে অনেক কষ্ট হয়েছে।
কপিপেস্ট করতে গিয়ে দেখিকপি হয় না।
আফসোস!
**********************************কবিতা**************************
বিজয়ের স্বাদ ফিরিয়ে দিতে
বিজয় দিবস নিজেই এসেছে।
শীতের কনকনে হাওয়ার সাথে
স্বাগত জানিই বিজয় তোমাকে।
যুদ্ধের অভিশাপ ছিন্ন করে
এসেছে শান্তি এই দিনটিতে।
লাখ শহীদের রক্তের বিনিময়ে
এই বিজয় 'আজো' আমাদের হাতে।
বাংলার প্রতীক হাতে হাতে নিয়ে-
উল্লাসে মেতেছে বাঙ্গালী আজকে-
শান্তির শ্লোগান মুখে মুখে দিয়ে
চল বরণ করি দেশটাকে।
রাখালের হৃদয়ে বিজয়ের সুরে
ফসলের নৃত্বনৃ দেখবে না ঘুরে?
এদিকে ওদিকে কে আছো কোথায়?
চলো আজ সবাই এক হয়ে যাই।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: এই কবিতা দিয়েই আমার সামুতে আগমন হয়।

ধন্যবাদ আপনাকে। ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.