নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৮৮

১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১

ছবিঃ আমার তোলা।

১। মিনহাজের মাঃ
আমাদের বাসায় অনেক গুলো বুয়া।
আমার ঘরে কাজ করে মিনহাজের মা। মিনহাজের মায়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে সে প্রতিদিন কাজে আসে। অন্যান্য বুয়ারা মাসে কোনো না কোনো উছিলায় কমপক্ষে দশ দিন আসবে না। তবে মিনহাজের মা চার মাস পরপর গ্রামের বাড়ি যায়। তখন সে চার দিন আসে না। মিনহাজের বাবার নাম কাইয়ূম। সে গাড়ি চালায়। প্রায়'ই তার চাকরি চলে যায়। তখন সে আমাদের বাসায় নিচে বসে থাকে। লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। মিনহাজের এক বোন আছে। বড় বোন। নাম তার শিখা। শিখা দেখতে যেন শরৎচন্দ্রের 'মহেশ' গল্পের আমিনা। কালো হলেও চেহারাটা ভীষন মায়ামায়া।

২। মিনহাজঃ মিনহাজের বয়স ৪/৫ বছর হবে।
সে অতি কুৎসিত কিছু গালি জানে। সবচেয়ে ভালো ও ভদ্র গালি সে দেয়, সেটা হচ্ছে- খানকী মাগী। মিনহাজ রেগে গেলে সে তার মা ও বড় বোন শিখাকেও এই গালি দেয়। আমি তাকে ভালো করে বুঝিয়েছি, যেন সে আর এই গালি না দেয়। কিন্তু কাজ হয়নি। এরপর আমি তাকে নানান রকম ভয় ভীতি দেখিয়েছি। তারপরও মিনহাজ গালি দিয়েছে। নেশা যেমন রক্তের সাথে মিশে যায়, গালি মিনহাজের রক্তের সাথে মিশে গেছে। দুঃখজনক কথা হচ্ছে মিনহাজের মা এবং বোন মেনে নিয়েছে। ছোট বাচ্চা গালি দিবেই। মিনহাজের বন্ধুরাও এরকম গালি দেয়। মিনহাজের মাকে বললাম, আপনার ছেলে এই অল্প বয়সে এত ভয়াবহ গালি শিখলো কি করে? সারাদিন রাস্তায় রস্তায় থাকে। সেখান থেকে শিকছে। সমস্যা নাই, বড় হলে ঠিক হয়ে যাবে।

৩। মিনহাজের বোন শিখাঃ
শিখার বয়স ৭/৮ বছর। গত বছর শিখা মাদ্রাসায় ভরতি হয়েছে। এখন সে বাধ্যতামূলক হিজাব পরে। আমি শিখার মাকে খুব করে বললাম, মাদ্রাসায় দিও না। স্কুলে দাও। মাদ্রাসার লেখাপড়া দিয়ে চাকরি পাওয়া যাবে না। ছেলে হলে না হয় মসজিদে আযান দিতে পারতো, কেউ মারা গেলে কোরআন খতম দিতে পারতো। দোকান উদ্ববোধন করলে মানুষ মিলাদ দেয়, মিলাদ থেকেও ভালো ইনকাম হয়। শিখা কি কোরআন হাদীস পড়ে চাকরী পাবে? শিখার মা বলল, ভাইজান, কোরআন হাদীস'ই জীবনের সব। ইহকাল পরকাল কোরআন হাদীস ছাড়া অন্ধকার। মাইয়া মানুষ বিয়া দিয়া দিমু ঝামেলা শেষ। আমার দায়িত্ব কোরআন হাদীস শেখানো। নইলে আমার মৃত্যুর পর আল্লাহরে কি জবাব দেবো! গরীবেরা আল্লাহকে অনেক ভয় পায়।

৪। মিনহাজের বাবাঃ
কাইয়ূম সারাদিন গাড়ি চালায়। ঢাকা শহরের রাস্তাঘাট সে ভালো করে চিনে না। গাড়ির মালিক তাকে সারাক্ষন বকাঝকা করে। কাইয়ূম কে দিয়ে গাড়ি চালানো ছাড়াও আরো অনেক কাজ করায়। বাজার করায়, লণ্ড্রীতে কাপড় আনা নেওয়া করায়। পানি, বিদ্যুৎ আর গ্যাস বিল দেওয়ায়। দুপুরে খাবার দেয় না। খাবার খেতে বাসায়ও যেতে দেয় না। তবে সেলারি মাস শেষে সঠিক সময়ে দেয়। শুক্রবার কাইয়ূমের ডে অফ। সেদিন সে মিনহাজকে নিয়ে কমলাপুর যায়। মিনহাজ ট্রেন খুব পছন্দ করে। আর পছন্দ করে চিপস। অবশ্য আজকাল কাইয়ূম শুক্রবারও সময় পায় না। কারন, শুক্রবার তার ডিউটি করতে হয়। ওভার টাইম তাকে দেয় না। একবার সে ওভারটাইম চেয়েছিলো বলে, তার মালিক তাকে লাথথি দিয়েছে। গাড়ির মালিকের চেয়ে, মালিকের স্ত্রী আরও ডেঞ্জারাস। মালিকের স্ত্রী বলে, এখন থেকে তোমার ডিউটি শুরু হবে ভোর সাড়ে পাচ টা থেকে। কারন, ডাক্তার আমাকে ভোরবেলা হাটাহাটি করতে বলেছে। আমি রমনা পার্কে গিয়ে হাটবো। মিনহাজের বাবা মনে মনে বলে, তুই হেটেই চলে যা রমনা পার্ক।

এবার আসল ঘটনায় আসিঃ
মিনহাজের মার জীবনে একটাই স্বপ্ন। সে তার স্বামীকে বিদেশ পাঠাবে। এজন্য সে সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত। বছরের পর বছর। মিনহাজের মার জীবনের স্বপ্নটা সত্যি করেছে। সে টাকা জমিয়ে তার স্বামী কাইয়ূমকে সৌদি পাঠিয়েছে। সৌদি গিয়ে কাইয়ূম এখন গাড়ি চালাচ্ছে। প্রথম মাসের বেতন পেয়ে সে ২৫ হাজার টাকা পাঠিয়েছে। পাচ বছর পর কাইয়ূম ঢাকা ফিরবে। ছেলেমেয়ে আর স্ত্রী রেখে কাইয়ূম সৌদি। কাইয়ূমের স্বপ্ন সে জমি কিনবে। জমিতে বাড়ি করবে। একটা পুকুর কাটাবে। পুকুরের ঘাট সিমেন্ট দিয়ে বাঁধাই করবে। কিছু ফসলী জমি কিনবে। মানুষ স্বপ্ন যেরকম দেখে, সেটা আসলে সব সময় সত্যি হয় না। কাইয়ূম এখন সৌদির মালাজ কারাগারে। তার অপরাধ তার গাড়িতে মদ পাওয়া গেছে। কাইয়ূম মদ খায় না। মদ খায় গাড়ির মালিক। অথচ অন্যায় না করেও সে জেলে। এদিকে ঢাকায় মিনহাজের মা কান্না করছে। আর নামাজ পড়ছে।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



কাইয়ুমকে কত সময়ের জন্য জেলে পাঠায়েছে?

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: দুই বছরের জন্য।
উল্লেখ্য বর্তমানে সৌদির বিভিন্ন কারাগারে দুই হাজার বাঙ্গালী আছে।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ সরকার এদের কোনো খোজ খবর নেয় না।
অবস্য সৌদির সাথে বাংলাদেশ সরকারের কোনো বন্ধী চুক্তি নেই।

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:


যথাসম্ভব, মেয়েটাকে বুয়া হতে হবে।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: শিখা এখনও তার মায়ের সাথে কাজ করে। শিখা মাদ্রাসা থেকে এসে সিড়ি ঝাড়ু দেয়। আর তার মা সিড়ি মুছে।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

নয়ন বড়ুয়া বলেছেন: দুঃখজনক ঘটনা। এখন মিনহাজের মায়ের কী অবস্থা দাদা?

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: সে কান্না করে। খায় না। ভয়াবহ অবস্থা।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

ঢাবিয়ান বলেছেন: মাদের দেশের দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাদের দেখার জন্য কেউ নাই

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

রাজীব নুর বলেছেন: এদের সংখ্যা অনেক।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: কাজের বুয়াকে খুব কম পয়সায় খাটায় আমাদের দেশের লোক।এটা চরম অন্যায়।এখান থেকে তাদের মুক্তি দরকার।আট ঘন্টার জন্য ২৫০০০ দেয়া দরকার।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

রাজীব নুর বলেছেন: মাস্টার্স পাশ করেও অনেকে ২৫০০০ টাকা পায় না।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৭

আঁধারের যুবরাজ বলেছেন: কত মানুষের ভাগ্যের পরিবর্তন হয় ,শিখাদের কোনো পরিবর্তন হয় না।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

রাজীব নুর বলেছেন: রাইট।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১

শ্রাবণধারা বলেছেন: লেখাটি ভালো লাগলো।

জানি না জেল থেকে ছাড়া পেলে কাইয়ূম কে সরাসরি দেশে পাঠিয়ে দেবে কী না। সৌদি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিয়ম কানুন খুব বিচিত্র। তারপরও আশা করি কাইয়ূম কে হয়তো দেশে না পাঠিয়ে সেখানে থাকার সুযোগ দেবে।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: সাজা ভোগ করার পর ছাড়া পাবে। তারপর কাইয়ূমকে হয়তো দেশে ফিরিয়ে দেবে।

৮| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর নাটকের ভাবনা
ভাল থাকবেন রাজীব দা

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: প্রতিদিন আপনার কাছে হাজারটা কাহিনী এস ধরা দেয়।
আপনি অনেক উন্নতি করেছেন।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার বাসার বুয়াও গত চারদিন ধরে আসে না। এই মাসে ৬ দিন মিস দিছে। কাজ ছেড়ে দিছে কি-না তাও বুঝতে পারছি না। বুয়ার কাছে আমার স্ত্রী মোবাইল নাম্বার চাইছিল, সে বলছে, সে ওসব ব্যবহার করে না। যোগাযোগের কোনো উপায় নাই।

মিনহাজের মায়ের ঘটনা পড়লাম, আনন্দ শেষে দুঃখও পেলাম।

আপনার এই লেখাটা অনেকটা হুমায়ূন আহমেদ ঢঙের হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমি চেষ্টা করি হুমায়ূন আহমেদের মতো করে লিখতে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ আমি চেষ্টা করি হুমায়ূন আহমেদের মতো করে লিখতে।

এই লেখায় সে চেষ্টায় আপনি শত ভাগ সার্থক। পড়তে আরাম লেগেছে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রিয়াদ। ভালো থাকুন।

১২| ২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাসায় বুয়া আর ফিরে আসে নাই। তাই মনের কষ্টে আপনার এই লেখা আবার পড়তে আসলাম।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.