নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যেভাবে একটি কবিতার জন্ম

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১



বাংলামটরে বাসে বসে আছি। রাস্তায় প্রচন্ড জ্যাম।
ট্রাফিক সাহেব চল্লিশ সেকেন্ড সময় দেন। যে ক'টা গাড়ি যেতে পারে, পারুক। আবার হাত উচিয়ে সমস্ত গাড়ি বাস থামিয়ে দেন। বাংলা মটর পার হতে ২৫/৩০ মিনিট সময় লাগে। ইচ্ছা হয় প্রধানমন্ত্রীকে এই জ্যামের মধ্যে বসিয়ে রাখি। অবশ্য জ্যাম হলে হকারদের জন্য ভালো। তাঁরা বাসে উঠে কত রকম জিনিস বিক্রি করছে। একজন হকার বাসে উঠে, একজন নামে। বাসে বসে পাওয়া যাচ্ছে- আতর, আমড়া, চিপস, কাশির চকলেট, দৈনিক পত্রিকা, ৩০ দিনে ইংরেজি শেখার বই, আল্লাহর একশ নামের বাংলা অর্থ ও দরকারী দোয়া সমূহ, বাতের ব্যাথার ওষুধ সহ অনেক রকমের জিনিসপত্র। এর মধ্যে আছে ভিক্ষুক। আমি যথেষ্ট বিরক্ত। মূল্যবান সময় অপচয় হচ্ছে। ভাবলাম সময়টাকে কাজে লাগাই। একটা কবিতা লিখে ফেললাম। দেখুন তো কেমন হলো?

আজকের দিনটা একটু অন্যরকম!!
আজ একটি কবিতা লিখব, লিখবই,
সবচেয়ে সস্তা আজ কবিতা লেখা;
এই সমাজে কবি ও কবিতার কোনো মূল্য নেই।

সময় যাচ্ছে গড়িয়ে হুড়মুড়িয়ে
যত যাই'ই হোক, দুঃখকষ্ট-
সব দূরে সরিয়ে রেখে,
আজ কবিতা লিখতেই হবে।

তোমাকে মরতেই হবে, কাজেই আনন্দ করো।
চলো সড়কের ধারে আজ কিছু গাছ লাগাই, অথবা
যদি তুমি পাপী হও, তাহলে উপাসনালয়ে যাও।
তওবা করো, ক্ষমা চাও, যার কাছে তুমি অন্যায় করেছো
ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে লাভ নেই।

তুমি বদলে যেতে চাও?
তাহলে গভীর রাতে আকাশের দিকে তাকাও
বিশাল আকাশের দিকে তাকালে মন পবিত্র হয়,
যদি চোখ ভিজে উঠে, বদলে গিয়েছো যেনো।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: শাহবাগ থেকে ফার্মগেট, এই রাস্তাটুকুর খুবই বিচ্ছিরী অবস্থা। রাস্তায় এত সময় নষ্ট হয়৷

আমি কবিতা লিখতে পারি না, তাই মনে হয় সব কবিতাই সুন্দর। আপনার কবিতাও তাই সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৩

সামিয়া বলেছেন: কবিতার কথাগুলো পরিচিত লেগেছে, ভালো ভালো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

রাজীব নুর বলেছেন: আমি অপরিচিত বলেই আপনার কাছে কবিতার কথাগুলো পরিচিত মনে হয়ছে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:




ফাল্গুন/চৈত্র মাসে, গভীর রাতে গ্রামের মাঠের মাঝখানে বেশ ভালো লাগে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: গভীর রাতে মাঠের মাঝখানে গেলে ভয় লাগবে না?

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: "একটি কবিতার জন্ম" পাঠ করলাম...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:১৫

অহরহ বলেছেন: বাহ, চমৎকার। আপনি চারণ কবি হয়ে যান...........।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: হে হে হে হে---

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫

সামরিন হক বলেছেন: সময়ের সুন্দর ব্যবহার করেছেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: আমি সব সময় চেষ্টা করি সময় কাজে লাগাতে।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩

জাহিদ অনিক বলেছেন: যদি চোখ ভিজে উঠে, বদলে গিয়েছো যেনো সহজ সরল সুন্দর কবিতা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনি হচ্ছেন আসল কবি।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২

এম ডি মুসা বলেছেন: সময় যাচ্ছে গড়িয়ে হুড়মুড়িয়ে যত যাই'ই হোক, দুঃখকষ্ট- সব দূরে সরিয়ে রেখে, আজ কবিতা লিখতেই হবে। সেই হয়েছে লেখা
কবিতা লেখা সস্তা না, হাবুলুতু লেখে নিজেকে ভাব সাব কবি কবি ভাব দেখালে, পাঠক তো আর বুঝে না ,কোনটা কবিতা আর কবিতা না, তবে একদিকে পাঠক যেমন কবিতার প্রতি আগ্রহ হারাচ্ছে, বদল ভাই কবি হচ্ছে, প্রকাশনা মুনাফ গনছে, আর কেউ একশ খানা কবিতার বই ছাপিয়ে ও বাংলা একাডেমি পুরস্কার পায়নি, তবে কেউ একটা বই ছাপিয়েও পেয়ে গেছে। এখন কথা হচ্ছে কবিতা লেখা সহজ নয়। কত গুলো শব্দের অলংকার যুক্ত করলে বা কবিতার জন্য বুদ্ধি দিয়ে কিছু করে কবি বলা ঠিক না। তবে আমি নিজেকে কবি বলে দাবি করি না , আমার লেখা ছন্দের মাত্রা ঠিক থাকলেও কবিতার মান অনেক নীচে। যা আমি তাই কবি বলে ভাব সাব দেখানোর টাইম নাই। আরব কিছু হ য বর ল আছে কবিতা লিখে হয়না সেটা জানে না , সে নিজেকে লাট বাহাদুর মনে করে।


রবীন্দ্রনাথ ঠাকুর একটা কাব্য গ্রন্থ কেবল গদ্য ছন্দ লিখছে, বাকি সব গুলো কবিতার মাত্রায় লেখা নিয়ম তিন ছন্দের লেখা।
তাহলে বর্তমানে নতুন প্রজন্ম ৯৯% ভাগ গদ্য ছন্দ কবিতা লেখে , যা রবী ঠাকুরের সৃষ্টির পথে। গদ্য ছন্দ কিন্তু আপনাকে মুক্ত মনে লেখতে দিছে সেটা অক্ষরবৃত্ত শাখা থেকে তাই বলে আপনি অক্ষরবৃত্তকে জানেন না তাহলে কি লিখি আমরা সব??
সনেট আবিষ্কার করছে মধূসুদ দত্ত, সবাই কি কবিতা লিখলে সনেট লেখে না অমিত্রক্ষার ছন্দ লেখে । কিন্তুু রবী ঠাকুর গদ্য ছন্দ বের করছে গদ্য ছন্দ সেটার মাত্রা নাই কে বলছে, সে বলছে, তার যে গদ্য ছন্দ যে বই, সেখানে বুঝাতে চেয়েছে, মাত্রা নিয়ম বসাতে গিয়ে অনেক শব্দ বসাতে পারে না, এই গদ্য ছন্দ একি মাত্রা নিয়ম হবে সামান্য পার্থক্য থাকলে সেটা হবে না
উদারহণ দেতে পারি। যেমন তোমার ঘরের /চিনের চালার/ টুপুর টুপুর / বৃষ্টি নামা/ শব্দ শুনে/ আমার মনের/ ‍দুঃখ ঝরে।
নিয়ম দিয়ে লেখা িএখানে অনেকে লিখতে গেলে কিছু মাত্রা বসাতে সব ইউজ করতে পারে না সেটা ব্যবহার করে চালিয়ে নেওয়া বাট সেটা কিছু না করে , যা ইচ্ছো লিখে যাচ্ছে,,,,,,,,,,,,


, গদ্য ছন্দ আমার কাছে আবল তাবল মনে হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মতিঝিল থেকে ফার্মগেট, আগারগাঁও উত্তরা, মীরপুর এই সমস্ত জায়গায় যেতে চাইলে মেট্রো রেল ব্যবহার করাই উত্তম।
এর চেয়ে ভাল কোন ব্যবস্থা আপাতত আমার জানা নেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: কিন্তু মেট্রোরেলে মারাত্মক ভিড়।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

নিবারণ বলেছেন: জ্যামে বইসা কবিতা গল্প সবই লেখন যায়৷ ঢাকা শহরে জ্যামে বইসা যে পরিমাণ রঙ্গ তামাশা দেখন যায় অন্য সময় সেইগলা পাওন যায় না

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.