![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নবীজির জানাজা হয়েছে।
সাহাবারা একজন একজন করে জানাজা পড়েছেন। তবে জানাজার কেউ ইমামতি করেন নি। হজরত আবু বকর এবং ওমর কাদতে কাদতে নবীজির কপালে চুমু খান। নবীজির মৃত্যুর পরবর্তী কার্যক্রম নিয়ে লোকজন দুই ভাবে বিভক্ত হয়ে যায়। তাদের মীমাংসা হতে অনেক সময় লাগে। এজন্য নবীজিকে দেরীতে কবর দেওয়া হয়।
নবীজির মৃত্যুতে সবাই দিশেহারা হয়ে গিয়েছিল।
সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সব কিছু বেড়াছ্যাড়া লেগে যায়। বিশ্ব নবী ইন্তেকাল করেছেন! সবচেয়ে বড় কথা নবীজির জানাজা নিয়ে অনেক রকম মতবাদ প্রচলিত আছে। মূলত একজন একজন করে নবীজির কাছে গেছেন এবং জানাজা পড়ে ফিরে এসেছেন।
সবাই আলাদা করে জানাজা পড়েন।
নবীজির মৃত্যুর ৩২ ঘন্টা পর কবর দেওয়া হয়। নবীজি মৃত্যুর আগে বলে গেছেন, তার পরিবারের সদস্যরা তাকে গোছল করাবেন এবং কবরে শোয়াবেন। মৃত্যুর আগে নবীজিকে প্রশ্ন কর হলো, কে আপনার জানাজা পড়াবে? নবীজি বললেন, আমার জানাজা তোমাদের মতো হবে না। স্বয়ং জিবরাইল আমার জানাজা পড়বে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন জানাযা হয়নি।
সেই সময় সবাই ক্ষমতা নিয়ে প্রাসাদ ষড়যন্ত্র করছিল।
তাকে দাফন করার কথা কারো মনে হয়নি।