![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার কন্যা ফারাজা।
তার বয়স এখনও পাঁচ হয়নি। সে দারুন বুদ্ধিমতি, মানবিক এবং বড় মনের অধিকারী। সন্ধ্যায় বাসায় ফেরার পর আমি এক কাপ চা খাই। তারপর বই পড়ি অথবা টিভি দেখি। তখন ফারাজা এসে আমার মোবাইল নেয়। সে আমার মোবাইল লক খুলতে পারে। আমার মোবাইল সব সময় লক থাকে। ফারাজা লক খুলতে পারে। আমার পাসওয়ার্ড কিভাবে জানলো কে জানে! যাইহোক, ফারাজা মোবাইল নিয়ে ছবি তোলে। হাতের কাছে যা পায় সব কিছুর ছবি তোলে। দারুন আগ্রহ নিয়ে ছবি তোলে। শত শত ছবি তোলে। আমি কিছু বলি না। অবসর সময়ে মোবাইল হাতে নিয়ে দেখি মোবাইল ভরতি ছবি। সব ফারাজার তোলা। ছবির ফ্রেমিং, লাইট, এক্সপোজ, কম্পোজ কিছুই ঠিক নেই। অবশ্য ফারাজার এগুলো বুঝার কথাও না। আমি আগ্রহ নিয়ে কন্যার তোলা ছবি দেখি। এবং মুগ্ধ হই। আমার জায়গায় অন্য কোনো বাপ হলেও মুগ্ধ হতো। বাবা মা ছেলেমেয়েদের যা দেখে তা দেখেই মুগ্ধ হয়! আমার চেয়ে বেশি মুগ্ধ হয় সুরভি। খেতে বসে ফারাজা আমার প্লেটে ভাত তরকারি বেড়ে দেয়। সেটা দেখে সুরভি মুগ্ধ! কিন্তু আমি বিরক্ত হই। কারন ভাত, মাছ, ভাজি, ডাল, ভর্তা সব একসাথে আমি খেতে পারি না।
একসময় আমি ফোটোগ্রাফী করতাম। পত্রিকা অফিসে দীর্ঘদিন কাজ করেছি। সারাদিন ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম। ফারাজা সেসব জানে না। কমপক্ষে পাঁচ লাখ ছবি আমি তুলেছি। এখন পাঁচ শ' ছবিও আমার কাছে নেই। কোনো কিছু জমিয়ে রাখার অভ্যাস আমার নাই।
আমি সব সময় নাইকন ক্যামেরা ব্যবহার করেছি। ক্যানন আমার ভালো লাগে না। ঘরে আমার এখনও নাইকন ক্যামেরা আছে। গত সাত বছর ক্যামেরা ধরেও দেখি নাই। মনে হয় নষ্ট হয়ে গেছে। নষ্ট না হলেও ছত্রাক জমেছে নিশ্চয়ই লেন্সে। আমি নতুন আরেকটা ক্যামেরা নিবো। তারপর নতুন করে ছবি তোলা শুরু করবো।
কন্যা বড় হলে তাকে আমি ছবি তোলা শিখাবো। কন্যাকে আমি তিনটা বিষয় শিখাবো। এক, কিভাবে ক্যামেরা ধরতে হয়। দুই, ফেমিং এবং লাইট। তিন, হচ্ছে- ছবিটা তোলার আগে, কেমন ছবি তুমি তুলতে চাও সেটা মনের চোখ দিয়ে আগে দেখে নাও। কেউ যদি মনে প্রানে চায়- আমি ভালো ছবি তুলবো। তাহবলেই সম্ভব ভালো ছবি তোলা।
ছোটবেলা থেকেই ক্যামেরা বিষয়টা আমার কাছে বড় অদ্ভুত লাগে। একসময় রিল ক্যামেরা ছিলো। ৩২ টা ছবি তোলা যেতো। প্রিন্ট করার আগে বুঝা যেতো না কেমন ছবি তুলেছি। তখন আমার বয়স ১১ বছর আব্বা একটা কোডাক কোম্পানির ক্যামেরা এনে দেয়। সেসময় আমি প্রচুর ছবি তুলেছি।
একসময় আমি প্রতি বছর ইদের দিন স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম। এখন তো ছবি তোলা ডালভাত হয়ে গেছে। সবার হাতে হাতে ক্যামেরা। নবীজির আমলে ক্যামেরা থাকলে ভালো হতো। নবীজির জন্মের বহু বছর আগে এরিস্টটলের জন্ম হয়েছে। এরিস্টলের ছবি আছে কিন্তু নবীজির ছবি নেই। কেন নেই? নবীজির ছবি থাকলে সমস্যা কি হতো?
ফারাজা আর একটু বড় হলেই তাকে নিয়ে বের হবো। বলব, তোমার যা ভালো লাগে, ছবি তোলো। বাঁকা হোক, ত্যাড়া হোক- কোনো সমস্যা নাই। তুমি শুধু ক্লিক করে যাও। ছবি গুলো কম্পিউটারে নামিয়ে তারপর ছবিতে কি কি সমস্যা আছে, সেটা খুঁজে বের করবো।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার এসব ডেইলি ডায়েরিজ খুব ভালো হয় ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: আমাদের জাতীয় সংগীত পারেন?
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ পারি । শুনবেন ?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: লানত।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
ফারাজা শিখছে, তাকে সবকিছু সঠিকভাবে শিখাবেন।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
মাথা পাগলা বলেছেন: ব্লগে অনেকের সাথে অনেকের দ্বিমত হয়, কখন কি হয় বলা যায় না। আমার মনে হয় পারসোনাল ছবি এভাবে পোস্ট করাটা ঠিক হচ্ছে না।
ফারাজার জন্য অনেক অনেক শুভকামনা।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
বিজন রয় বলেছেন: সেই রাজীব আর এই রাজীব।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৫
কামাল১৮ বলেছেন: উচ্চারণ আরো ভালো করে শিখতে হবে।একটা ভিডিওতে কিছু কথা শুনলাম।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫২
আবেদি১২৩ বলেছেন: আপনার মামনির জন্য অগাধ ভালোবাসা রইল। তার জীবন হোক আনন্দ, সুস্বাস্থ্য আর সাফল্যে পরিপূর্ণ—এই কামনা করি।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: ফারাজা.. নামটা বেশ আনকমন, ফারাজার জন্য অনেক অনেক দোয়া ও শুভাকমনা রইল ।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: ভাইয়ু
ফারাজার জন্য অনেক ভালোবাসা!!
ভাইয়ু
তোমার জন্য আমার শেষ পোস্টে করুনাধারা আপু একটা কমেন্ট করেছে।
কে কি কমেন্টে করেছে দেখতে গিয়ে দেখে এসো!!!
১১| ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবি তোলা হারাম
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ফারাজার জন্য শুভ কামনা।