![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা হয়তো অনেকেই জানি মিষ্টি মধুর ছোট এই ফলটির গুণের কথা। আর যারা না জেনেই খেজুর খাই আজ জেনে নেই।
বলা হয়ে থাকে বছরে যতোগুলো দিন আছে, খেজুরে তার চেয়েও বেশি গুন রয়েছে। খেজুর যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকর ফল।
এমিনো এসিড, প্রচুর শক্তি, শর্করা ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খেজুর খেলে:
খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয়
খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে
রোজায় অনেকক্ষন খালি পেটে থাকা হয় বলে দেহের প্রচুর গ্লুকোজের দরকার হয়
খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ হয়
হৃদরোগীদের জন্যও খেজুর বেশ উপকারী
খেজুরের প্রচুর খাদ্য উপাদান রয়েছে
খেজুর রক্ত উৎপাদনকারী
হজমশক্তি বর্ধক, যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক
রুচি বাড়ায়
ত্বক ভালো রাখে
দৃষ্টিশক্তি বৃদ্ধি করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
খেজুরের আঁশ কোলেস্টেরল কমাতে সাহায্য করে
পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য উপকারী
ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে
অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ুর মাংসপেশির দ্রুত সংকোচন-প্রসারণ ঘটিয়ে, প্রসব হতে সাহায্য করে
এছাড়াও এ ফল প্রসব-পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয়।
যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ বেশি। শুধু রমজান মাসের জন্য নয় সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
ইয়ার শরীফ বলেছেন: সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি ***
ভাল লাগল
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
যুবাইরআজাদ বলেছেন: আমি সারা বছর খেজুর কেনার চেষ্টা করি, তবে ভাল খেজুর সব সময় (সব এরিয়াতে) পাওয়া যায়না। ১০/১২ দিন আগে ২০ কেজি কিনেছি, বাসায় থাকে যখন যাই তখন খাই, ছেলে পেলে ও খায়, আর বেড়াতে কেউ এলে তাকে ও দেই। বেশি খেলে কোন সমস্যা আছে কিনা জানা থাকলে বলবেন। কারো মন খেতে চাইলে চলে আসুন। ধন্যবাদ সবাইকে।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
সাদা রং- বলেছেন: এত পুষ্টিগুনে ভরপুর খেজুর আমাদের দেশে কি ফরমালিন ছাড়া পাওয়া যায়।
যুবাইরআজাদ আপনি তো ঠিকানা না দিয়ে আসতে বললেন।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
জিললুর রহমান বলেছেন: যুবাইর ভাই, ঠিকানা দেন। আমার প্রিয় ফল খেয়ে আসি
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
ইয়ার শরীফ বলেছেন: জিললুর রহমান বলেছেন: যুবাইর ভাই, ঠিকানা দেন। আমার প্রিয় ফল খেয়ে আসি
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
যুবাইরআজাদ বলেছেন: ভুল করে ফেলেছি, মেঘনা ঘাট, নারায়নগঞ্জ থেকে ২ কিলোমিটার পূর্বদিকে ভাটের চর বাজার, এখানে আমার নাম (আজাদ)বললে পেয়ে যাবেন আমাকে। আপনাদের অপেক্ষায় থাকলাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
মাথা ঠান্ডা বলেছেন: ধন্যবাদ + +++++