নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rajib Samir (রাজিব সামির)

mdrajibsamir

আমার ভেতর আরেক আমি... যাকে আমি চিনি না......। রাজিব সামির

mdrajibsamir › বিস্তারিত পোস্টঃ

ধূমপান ছাড়তে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮



আমাদের পরিবার, আত্মীয় এবং সমাজে অনেকেই আছেন যারা ধুমপান করনে। ধুমপানের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা এখন সচেতন। তাই অনেকেই এই বদঅভ্যেস থেকে মুক্ত হতে চান। অধিকাংশই হয়তো ধুমপান ছাড়তে সক্ষম হন। তবে কিছু মানুষ আছে যারা, কিছূদিন পর আবারও ধুমপান শুরু করেন। যারা বার বার ধুমপান ছাড়তে চেয়ে ব্যর্থ হয়েছেন আজ আপনাদের জন্য কিছু টিপস:



১। ধূমপানের ক্ষতিকর দিকগুলির লম্বা একটি তালিকা চোখের সামনেই রাখার ব্যবস্থা করুন

২। ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করুন এবং না করার ব্যাপারে নিজেকে উৎসাহিত করুন

৩। ঠিক কোন কোন সময় আপনি ধূমপান করেন এবং তখন আপনি কী করেন সেটি নোট করুন

৪। সিগারেটের বদলে বাদাম, চকলেট, চুইংগাম এগুলো খেতে পারেন

৫। মানসিক চাপ কমাতে চেষ্টা করুন, প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন

৬।সিগারেট না কেনার কারণে প্রতিদিন যে টাকা জমবে তা একটি কাচের পাত্রে রাখুন যাতে টাকাগুলো বাহির থেকে দেখা যায় এক মাস পর ওই টাকায় নিজেকেই সুন্দর কিছু উপহার দিন

৭। সিগারেট খাবার সময় হলেই অন্যকিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলুন

৮। গান শুনুন, কম্পিউটারে গেম খেলুন অথবা বাগানে নতুন কোনো গাছ লাগান

৯। অতিথি কিংবা সবার বেলাতেই বাড়িতে ধূমপান নিষিদ্ধ করুন

১০। নিজের অগ্রগতির প্রশংসা করুন এবং নিজের লক্ষ্য সম্পর্কে আরও স্থির হোন

১১। ধূমপানের বিরুদ্ধে নিজের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলুন, অবশ্যই সফল হবেন

১২। নিয়মিত ব্যায়াম করুন

১৩। প্রচুর পরিমাণ শাক-সবজি ও ফল খান



ধূমপান ছাড়ুন দেখুন, আপনার জন্য অপেক্ষা করছে একটি সুস্থ এবং স্বাস্থ্যকর জীবন। শুধু অন্যকে খুশী করার জন্য নয়, বরং ধুমপান ছেড়ে দিলে আপনিই হৃদরোগ, ক্যানসারের মতো মারাত্বক সব রোগের ঝুঁকি থেকে দূরে থাকবেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

জাহাজি৮৪ বলেছেন:
আপনার লিখা পড়তে পড়তে ধূমপান করছি. .। . .।..।

আশাহত হলাম

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

ৈতয়ব খান বলেছেন: ভাই আপনার পোস্ট খুব সুন্দর। পড়তে ভালো লাগলো। তবে কিনা, আমি বহু চেষ্টা করেও এটিকে ছাড়তে পারছি না। আমি যখনই সিগারেট ছাড়ার কথা ভাবি, ঠিক তক্ষুণি সিগারেট আমার কানের কাছে এসে কান্না জুড়ে দিয়ে বলে:

কেন আমায় ছাড়বিরে তুই বল-
আমায় ছাড়ার জন্য কেন এতো কোলাহল
আমি যে তোর দীর্ঘ দিনের সাথী
আমায় ছাড়া কীভাবে তোর কাটবে একা রাতি!
সঙ্গী বিহীন সাথী বিহীন, করলি না তুই বিয়ে
একা একা কোথায় কেমন থাকবি কাকে নিয়ে?
তার চেয়ে কি এই ভালো নয়, আমায় নিয়ে আছিস
আমাকে তুই ধরে রাখিস যতোটা দিন বাঁচিস।

আমি শুধু সিটারেটের কান্না শুনতে পাই
কত ভালো বাসে আমায়, ভেবে বলুন ভাই।

ভেবে চিন্তে ধীরে সুস্থে তারপরে দেন পোস্ট
নইলে আমি বলবো আপনি সিগারেটের ঘোস্ট।
আমি যদি ওকে ছাড়ি ভেবে বলুন দেখি
কত যে লোক বেকার হবে কর্মজীবন থাকি’
বন্ধ হবে কত না মিল সিগারেট কারখানা
কবি প্রাণা কেমন করে করি তারে মানা!!



৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

ৈতয়ব খান বলেছেন: আমার নিজের মন্তব্যে আমি নিজেই লাইক দেবো, নাকি আপনি দেবেন?

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

mdrajibsamir বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো পোষ্ট !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.