![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে গিয়ে কম-বেশি প্রায় সবাই বানান ভুল করে। জটিল সব বানান মনে রাখতে গিয়ে কোমলমতি শিশুদের তো রীতিমতো গলদঘর্ম হতে হয়। এ সমস্যা থেকে সবাইকে রেহাই দিতে জার্মানির লার্নস্টিফট নামের একটি প্রতিষ্ঠান একটি কলমের প্রযুক্তি উদ্ভাবন করেছে। কলমটি বাজারে আসতে আরও কিছুদিন দেরি হবে।
লেখার সময় যদি বানান বা ব্যাকরণগত কোনো ভুল হয়, তাহলে কলমটি কেঁপে উঠে সতর্ক করে দেবে। এ ছাড়া কারও হাতের লেখা পাঠের অনুপযোগী হলেও কলমটি আগে থেকে জানিয়ে দেবে। লার্নস্টিফট কর্তৃপক্ষ জানায়, শব্দের গঠনপদ্ধতি বোঝার উপযোগী করেই কলমটি তৈরি করা হয়েছে। ফলে বানান লেখার সময় অক্ষরবিন্যাসে কোনো সমস্যা হলেই কলমটি শনাক্ত করতে পারবে এবং সংকেত দেবে। ভাষা ও বানানের ক্ষেত্রে এ কলম অনেকটা শিক্ষকের ভূমিকা পালন করবে।
টেলিগ্রাফ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ইস এমন একটা কলম পেলে আমি পরিক্ষায় ফাস্ট হতাম!!!
পাঠিয়ে দেয়া যাবে নাকি ভাই......
শুভকামনা রইল শেয়ার করার জন্য
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
জাওয়াদ তাহমিদ বলেছেন: মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ইস এমন একটা কলম পেলে আমি পরিক্ষায় ফাস্ট হতাম!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
sisirbindu বলেছেন: জিনিয়াস।