![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা ........... আমি তোমায় ভালবাসি................ বাংলাদেশ ...........আমার অহংকার।
আজ ১৫ আগষ্ট। ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রসেনানী আব্দুল মালেকের ৩৯তম শাহাদাত বার্ষিকী। ইসলামী শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদী ও সমাজতন্ত্রীদের হাতে গুরুতর আহত হওয়ার ৩ দিন পর ১৯৬৯ সালের এই দিনে তিনি শহীদী মৃত্যুর অমিয়সুধা পান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের সেরা ছাত্রের মর্মান্তিক ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ইসলামপ্রিয় তরুণরা একদিনের জন্যও ভোলেনি। শহীদ আব্দুল মালেক লাখো তরুণের ‘প্রেরণার বাতিঘর', ‘তিমির রাতের অভিযাত্রী', ‘আলোরদিশারী' হিসেবে বেঁচে আছেন। ইসলামী ছাত্রশিবির এই দিনটিকে ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে।
ধর্ম নিরপেক্ষ, নাস্তিক্যবাদী যে ছাত্র সংগঠনগুলোর মুখে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার তুবড়ি ফোটে তাদের হাতেই ১৯৬৯ সালের ১২ আগষ্ট কালের অন্যতম শ্রেষ্ঠ সন্তান আব্দুল মালেক নির্মমভাবে প্রহৃত ও মারাত্মক জখম হন। পাকিস্তানের শিক্ষানীতি কী হবে এনিয়ে ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আয়োজিত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সেরা ছাত্র, তৎকালীন ছাত্র ইসলামী আন্দোলনের ঢাকা শহর সভাপতি শহীদ আব্দুল মালেক বক্তব্য দিতে চাইলে প্রথমে বাধা দেয়া হয়। পরে সুযোগ দিলে তিনি তার ক্ষুরধার যুক্তি দিয়ে ইসলামী শিক্ষার অপরিহার্যতা প্রমাণ করেন। তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন, ইসলামী শিক্ষা ব্যবস্খা হলো প্রকৃত শিক্ষা ব্যবস্খা। যার মাধ্যমে সত্যিকার শিক্ষিত মানব জাতি প্রতিষ্ঠা করা সম্ভব। এরূপ সত্যবচনে সেক্যুলারপন্থীদের গায়ে জ্বালা ধরে। তারা হায়েনার মতো হামলে পড়ে মালেকের উপর। চিকিৎসাধীন অবস্খায় ১৯৬৯ সালের ১৫ আগষ্ট তিনি অসংখ্য সহপাঠী ও শুভানুধ্যায়ীকে শোকের সাগরে ভাসিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যান।
তারা চেয়েছিল শহীদ আব্দুল মালেককে হত্যা করে ইসলামী শিক্ষা ব্যবস্খার আন্দোলনকে চিরতরে মুছে ফেলতে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তার প্রমাণ আজকের এই বাংলাদেশ। আব্দুল মালেকের রক্ত ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্খার আন্দোলনকে আরো বেগবান করেছে। শহীদ আব্দুল মালেকের মধ্যে বিস্ময়করভাবে অনুকরণীয় সব গুণের সমাবেশ ঘটেছিল। তার গোটা জীবনকে বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি ছিলেন প্রখর মেধাবী, অনুন্ধিতসু,নিরহংকার, বিনয়ী, মিষ্টভাষী, দ্বীন প্রতিষ্ঠায় নিষ্ঠাবান কর্মী, সঠিক নেতৃত্ব দানের দূর্লভ যোগ্যতার অধিকারী, ভালোবাসা, ত্যাগ ও কুরবানীর উজ্জ্বল ও অনুপম দৃষ্টান্ত।
আব্দুল মালেকের জন্ম ১৯৪৭ সালের মে মাসে। জন্ম স্খান বগুড়া জেলার ধুনট উপজেলার খোকসাবাড়ী গ্রামে। অসাধারণ মেধাবী আব্দুল মালেক জুনিয়র স্কলারশীপ লাভ করেন। এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে মেধা তালিকায় একাদশ স্খান অর্জন করেন। রাজশাহী কলেজ থেকে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় ৪র্থ স্খান নিয়ে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। শাহাদাত বরণ কালে তিনি ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে ১২২ নং রুমে থাকতেন।
বিস্তারিত জানতে পড়ুন: রক্তাক্ত জনপদ বইটি।
২| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৫
লেখাজোকা শামীম বলেছেন: আবদুল মালেক সাহেব ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য প্রাণ রসায়ন পড়তে গিয়েছিলেন, তাই না ? প্রাণ রসায়নে ইসলামের কী কী শিক্ষা আছে বলেন তো শুনি ? বলবেন ইসলামী শিক্ষা, আর পড়াশোনা করার বেলা দুনিয়াদারি চিন্তা করবেন, তা তো হবে না।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২২
রাজনীতি বলেছেন: শোনেন প্রান রসায়ন পড়ালেখা করলে কি সে ইসলামী জ্ঞান রাখতে পারেননা? অধ্যাপক গোলাম আযম বাংলা লাইনে লেখাপডা করেছেন। কিন্তু তাফহীমুল কোরআনের মত অনুবাদ আর কে করবে? ইসলামী ছাত্রশিবির একটি ছাত্রকে একাধারে প্রকৃত মুসলমান হিসেবে তৈরী করার চেষ্টা করে থাকে। অতএব তাদের সম্বন্ধে আগে জানেন। ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন বিধান। ধন্যবাদ।
৩| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৮
সুর বাংলা বলেছেন: "লেখাজোকা শামীম বলেছেন: আবদুল মালেক সাহেব ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য প্রাণ রসায়ন পড়তে গিয়েছিলেন, তাই না ? প্রাণ রসায়নে ইসলামের কী কী শিক্ষা আছে বলেন তো শুনি ? বলবেন ইসলামী শিক্ষা, আর পড়াশোনা করার বেলা দুনিয়াদারি চিন্তা করবেন, তা তো হবে না।"
আবালীয় কমেন্ট। ইসলামে কি শিক্ষা গ্রহন নিষেধ?
৪| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২২
লেখাজোকা শামীম বলেছেন: প্রাণ রসায়নে ইসলামের কী আছে @ সুর বাংলা
৫| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৩
বিবর্তনবাদী বলেছেন: আজাইরা কথা বাদ দিয়ে সিরিয়াস কথা বলি। মালেককে যদি সেইদিন কতল না করা হইত তবে নিম্নের কোনটি হইতে পারত বলে আপনি মনে করেন:
১. মুক্তিযুদ্ধে তার হাতে কিছু বুদ্ধিজীবি শহীদ হইত (এহেন মহাজ্ঞানী নিশ্চয়ই রাস্তাঘাটে গরিব দুঃখি মেরে শান্তি পাইতেন না)।
২. ঢাবির কিছু বেপর্দা নারী নিশ্চয়ই মালেকর হুজুরের শিকার হইতেন।
৩. নিজামীর হয়ত আজ জামাতের আমীর হওয়া হত না। মালেক তার হাইপ্রোফাইল নিয়া নিজামীর সাথে টক্কা দিত।
৪. শিবির তাদের সভা-সম্মেলন করবার জন্য কাটাবনে একটা কেন্দ্র পাইত না। কারন ঐ বিল্ডিংটাতো এই মালেকের নামেই নাকি??
৫. বায়ো-কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কিছু শিবিরের পোলাপান চাকরি পাইত (যদি মালেক মাস্টার হইবার চান্স পাইত তবে?)
আর কি কি হইতে পারত আপনি বলেন।
৬| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৩
তামিম ইরফান বলেছেন: গোলাম আজম অধ্যাপক:!!!!!!-# খেক খেক খেক
৭| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৭
বিবর্তনবাদী বলেছেন: বাই দ্যা বাই, রক্তাক্ত জনপদ বইটির মার্কেটীং-এ আপনি কতদিন ধরে আছেন। বেতন-ভাতা কেমন দেয়? মাসিক বেতন পান নাকি কত কপি আপনার হাতে বিক্রি হল সেই হিসেবে পেমেন্ট হয়।
ভাই পকেটের অবস্থা খুব খারাপ। একটু সাহায্য করুন।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
রাজনীতি বলেছেন: আপনি যোগাযোগ করবেন। রআপনাকে পড়তে দেয়া হবে।
৮| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৮
লেখাজোকা শামীম বলেছেন: আমরা তো জানি, ইসলামী জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসা শিক্ষা আছে, মাদ্রাসা বোর্ড আছে। মাদ্রাসা থেকে কোরান হাদিস শিক্ষা গ্রহণ করাকেই ইসলামী শিক্ষা বলে জেনে আসছি।
প্রাণ রসায়নে ইসলামের বালাই নাই। ওইটা তো পাশ্চাত্যের ইহুদী নাসারাদের আবিষ্কারের উপর ভিত্তি করে একটি বিজ্ঞান। ওটার মধ্যে ইসলাম কোথা থেকে এল বুঝলাম না।
৯| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৮
তাসনুভা. বলেছেন: বিবর্তনবাদীর সাথে একমত...
১০| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৫
বিবর্তনবাদী বলেছেন: আর একটা প্রশ্ন??
আজকে আপনাদের সংগঠনের পোলাপান মালেক নিয়ে যেই রকম মাতামাতি শুরু করেছে তাতে তো মনে হয় সে খুবই হাই প্রোফাইল কিছু একটা ছিল।
এহেন প্রোফাইলের পোলা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় জীবনের ৩৭ বছর পরে আর সংগঠনের আমীর পদের জন্য যোগ্য হইত। মানে নিজামীর একজন কম্পিটিটর আর কি!!!
মালেক হত্যার পেছনে আপনারা কি নিজামী ও ছাত্র ইউনিয়নের কোন আতাঁত খুঁজে পাচ্ছেন??? আমার তো মনে হয় কামটা নিজামীই করেছে ছাত্র ইউনিয়নের ছদ্মবেশে। কারন ছাত্র ইউনিয়নের পোলাপান করলে নিশ্চয়ই রাজাকার হত্যার ক্রেডিট ছাড়তে চাইত না। আমরা জানতাম কারা কারা মালেককে হত্যা করেছে।
চিন্তা করে দেখেন!!!
১১| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪০
সুর বাংলা বলেছেন: @শামীম, প্রান রসায়নের আগে রসায়ন, রসায়নের ইংরাজী কেমিস্ট্রী, কেমিস্ট্রী নামডা কেমনে আইলো? "আল কেমী" কেডা আছিলো? ইসলামে জ্ঞান অর্জন করা নিষেধ নাই, বরং তাগাদা দেওযা হইছে। সেইডা কি তুমার মতো মাথামুডা বুজবো!
১২| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৩
বিবর্তনবাদী বলেছেন: @ সুর বাংলা - ভাইজান জুম্মা না পইড়া ব্লগাতেছে.... এইটা কেমন কথা??
১৩| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৭
তামিম ইরফান বলেছেন: রাজনীতি কমেন্টের জবাব দেয় না কেন?....পলাইছে নাকি
৩৭ বছরেও ছাগুগুলার পিছালমি বন্ধ হইলো না........চাইপা ধরলেই জবাব না দিয়া পালায়।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯
রাজনীতি বলেছেন: ওই মিয়া নামাজ ও পড়বার দিবানা? আর বড়ই বিচি দিয়া ওষুধ বানানো ক্যানভাসারের সাথে এম বি বি এস ডাকতার কোন দিন তর্কে যায়না। ধন্যবাদ।
১৪| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৭
লেখাজোকা শামীম বলেছেন: সুর বাংলা @ ইসলামে জ্ঞান অর্জন করা নিষেধ নাই জানি। কিন্তু ইসলামী শিক্ষার নাম কইরা ধান্দাবাজি করা নিষেধ। ইসলাম নিয়া ধান্দাবাজি নিষেধ।
বলা আছে, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। কিন্তু আমরা সেই জ্ঞানকে কেবল কোরান হাদিস মুখস্তের পর্যায়ে নিয়ে গেছি বলে আজ সমস্ত প্রযুক্তি পশ্চিমাদের কাছ থেকে চড়া মূল্যে কিনতে হয়। আপনার হাতে যেই মোবাইল ফোনটা আছে সেটা ইহুদী নাসারাদের প্রযুক্তি। আপনি যতই ইসলাম প্রিয় মুসল্লি হোন না কেন, মোবাইল ফোন ব্যবহার না করে চলতে পারবেন ? আর মোবাইল ফোন ব্যবহার করা মানে হইল ইহুদী নাসারাদের পকেট ভারী করা। আপনি ইসলাম বলে চিৎকার করে গলায় রক্ত তুলে ফেললেও বাস্তব জীবনে ইহুদী নাসারাদের পকেট ভরাচ্ছেন। ইসলামী জ্ঞানের এই হল সুবিধা।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১২
রাজনীতি বলেছেন: ধন্যবাদ। মুসলমানদের এই দুর্দশা অনুধাবন করতে পারার জন্য। ইসলামে সকল ধরনের জ্ঞানের কথাই বলা আছে। কিন্তু আমরা কতটুকু বুঝতেছি?
১৫| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩
সুর বাংলা বলেছেন: "বিবর্তনবাদী বলেছেন: @ সুর বাংলা - ভাইজান জুম্মা না পইড়া ব্লগাতেছে.... এইটা কেমন কথা??"
তোর ওখানে কি জুম্মা অইতাচে?
১৬| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮
সাজিদ শাহরিয়ার বলেছেন: আজ শিবির পিতা মালেকের শাহাদত বার্ষিকী, তাই না রে বদমাশ?
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪
রাজনীতি বলেছেন: আমরা তোমাদের মত জাতির পিতা বা ফিতা দাবী করিনা। আসলে তোমাদের জন্মগত স্বভাব হইল সন্ত্রাস !
১৭| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০২
হমপগ্র বলেছেন: তাইত কই আমার ছাত্র আমারে জিগায়,
"স্যার ছাগল মাত্র দুই প্রকার"?
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
রাজনীতি বলেছেন: তন্মধ্যে তুমিও একজন বা একপ্রকার?
১৮| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০২
এরশাদ বাদশা বলেছেন: আজ মফিজের মৃত্যুবার্ষিকী!!!
জরিনার লগে দেখা করতে যাইয়া, অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায়, হাতে নাতে ধরা খাইয়া গনপিটুনির শিকার হইয়া ওনি মৃত্যু বরন করেন। ১৫ অগাষ্ট আমরা সবাই তাকে স্মরন করতেছি।
হারামজাদারা!!!
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৮
রাজনীতি বলেছেন: আসলেই অরিজিনাল ছাগাজীব।
১৯| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৫
সুর বাংলা বলেছেন: "লেখাজোকা শামীম বলেছেন: সুর বাংলা @ ইসলামে জ্ঞান অর্জন করা নিষেধ নাই জানি। কিন্তু ইসলামী শিক্ষার নাম কইরা ধান্দাবাজি করা নিষেধ। ইসলাম নিয়া ধান্দাবাজি নিষেধ।"
"... কিন্তু আমরা সেই জ্ঞানকে কেবল কোরান হাদিস মুখস্তের পর্যায়ে নিয়ে গেছি বলে আজ সমস্ত প্রযুক্তি পশ্চিমাদের কাছ থেকে চড়া মূল্যে কিনতে হয়। "
হ, এইবার ধান্ধাবাজি বন কইরা ঠিক পতে আইচেন। একটু আগেই না কইলেন "প্রান রসায়নে ইসলামী জ্ঞানের বকি আচে?"। এই আপনাগো মতো ধান্ধাবাজেরাই আবজাব বুজাইয়া মুসলমানগো না বুইজা হাদীস-কোরান মুখস্ত করা আর মিলাদ/জানাজা পড়ানোর মইদ্যে আটকাইয়া রাকবার চায়।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২০
রাজনীতি বলেছেন: ধন্যবাদ সুর বাংলা।
২০| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৯
সুর বাংলা বলেছেন: যাউকগ্যা, লাইনে আইচেন শেষতক। বুজবার পারচেন মুসলমানগো আসলেই জ্ঞান দরকার আচে।
২১| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১১
বিবর্তনবাদী বলেছেন: আমার প্রশ্নটার উত্তর কেউ দিতাছে না কেন? নিজামী কি মালেক হত্যার সাথে যুক্ত থাকতে পারে??
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২
রাজনীতি বলেছেন: তোমার এই ছাগল মার্কা প্রশ্নের জবাব কে দিব? গর্দভ কোথাকার।
২২| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪
লেখাজোকা শামীম বলেছেন: সুর বাংলা @ মুসলমানের জ্ঞান দরকার আছে, কিন্তু ইসলামী জ্ঞানের দোহাই দিয়া অন্য ধান্দা করার দরকার নাই। বাংলাদেশে কিছু লোক জ্ঞান অর্জন নয়, ইসলামের নাম দিয়া ধান্দাবাজিতে ব্যস্ত। আমার আপত্তি সেখানেই।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৬
রাজনীতি বলেছেন: ধন্যবাদ। আপনার সাথে একমত আমি।
২৩| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯
চোরকাঁটা বলেছেন: বিবর্তনবাদীকে ধন্যবাদ!!
আপনার কথাগুলির জবাব আমিও দেখতে আগ্রহী!!
হুজুরে গেল কই?
২৪| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯
সুর বাংলা বলেছেন: এরশাদ বিদিশা ভাই, মফিজ খ্যাডা?
২৫| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২০
রাসেল ( ........) বলেছেন: শিক্ষা দিবসে শিবির কি চায়? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু রাখা?
মাণহীন শিক্ষা নিয়ে মসজিদের ইমামতি করতে যাওয়া মাদ্রাসার ছাত্রদের সংখ্যা বাড়িয়ে সামাজিক উপকার কি হয়?
ফতোয়া দেয় তারা সেইটাও না বুইঝ্যাই দেয়, ইসলামি জ্ঞানের সীমানা শেষ পর্যন্ত মাকসুদুল মোমেনিনের পাতায় গিয়া থাইম্যা থাকে,
এইসব আবর্জনার সংখ্যা বাড়াইতে চায় শিবির?
শিবিরের টার্গেট প্রোফাইলে এইসব দরিদ্র মানুষ নাই, তাদের রাজনৈতিক লালসা এবং ক্ষমতালিপ্সুতা এই দরিদ্র ছাত্রদের দিয়া পুরণ হইবো না,
এদের দাবার ঘুঁটি বানাইয়া এদের পরিকল্পিত এবং অপরিকল্পিত ভাবে খুন করবার প্রক্রিয়াটা চালু রাইখ্যা রাজনৈতৈক ইস্যু তৈরি করবার শিবিরের পরিকল্পনার বাইরে আর কি আছে শিবিরের লক্ষ্য?
মাদ্রাসার বাইরে গিয়া কোলকাতা আলীয়া মাদ্রাসা কিংবা আলীগড় যে পন্থা ধরছে সেইটা করবার বাসনাও শিবিরের নাই, দারুল ইহসান, আই আই ইউ, এইসব উচ্চ শিক্ষা সংস্থান প্রকল্প নিয়া শিবির ইসলামী শিক্ষা বিস্তার করবো?
সুর বাংলাই দেখি বেশী ফালাইতাছে- সুর বাংলারে জিগাই-
ও বাই- শিবির কি চায়?
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯
রাজনীতি বলেছেন: একসময় শিবিরের পরিচিতিটা পইড়া দেখবেন। তাহলেই বুঝবেন শিবির কি চায়? আন্দাজে কথা না বলে জেনে কথা বলেন।
২৬| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
সুর বাংলা বলেছেন: "লেখাজোকা শামীম বলেছেন: সুর বাংলা @ মুসলমানের জ্ঞান দরকার আছে, কিন্তু ইসলামী জ্ঞানের দোহাই দিয়া অন্য ধান্দা করার দরকার নাই। বাংলাদেশে কিছু লোক জ্ঞান অর্জন নয়, ইসলামের নাম দিয়া ধান্দাবাজিতে ব্যস্ত। আমার আপত্তি সেখানেই।"
এই ধান্ধাবাজদের মইদ্দ্যে জামাত-শিবির-আমলিগ, বিনফি, জাপা হগলতেই আচে। আমনে আমিও আচি। ঠগ বাছতে গা উজাড় হইবো। কইয়া লাভ নাই।
১৯৯৬তে হাচিনার তসবি হাতে কান্দন মনে কইরা আমার এহনো কান্দন আহে। এরশাদের মতো বিশ্ব বেহায়া-বিশ্ব লম্পটইতো রাষ্ট্রধর্ম ইসলামের ব্যনার টানাইছিলো। নিজামীতো খালেদার কোলে বইয়াই ৫ বছর কাটাইলো। তয় ধান্ধাবাজটা কে না? ওইডা লইয়াই আপনের বাচতে হইবো।ওইডা লইয়াই আপনের কবরে যাইতে হইবো। মরার পরে জানাজাডাও পরাইবো ওরম কুনো ছুডুখাডু ধান্ধাবাজ
২৭| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
ভালো বলেছেন: আপনার পোষ্টে আলোচনা চলছে । তাই আর আমি কমেন্ট প্রকাশ করলাম না ।
২৮| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৮
সুর বাংলা বলেছেন: বিহারীর বাচ্চা! অপ যাও!
২৯| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩০
শান্তির দেবদূত বলেছেন: কমেন্ট দেখতেছি আর মজা পাইতাছি
সবাই যেমনে, বংশদন্ড উখাইয়া পোষ্টদাতার পশ্চাৎদেশে লাইনে খারাইছে ...... হা হা হা .......
৩০| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩১
ভালো বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: ছাত্র ইউনিয়নের পোলাপান করলে নিশ্চয়ই রাজাকার হত্যার ক্রেডিট ছাড়তে চাইত না।
বিবর্তনবাদী, মাথাখারাপ মানুষের মত কথা বলেন কেন ? শহীদ আব্দুল মালেককে হত্যা করা হয় ১৯৬৯ সালে । ১৯৬৯ সালেও আপনি রাজাকার তত্ব আবিষ্কার করতে চান ?
৩১| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৯
ভালো বলেছেন: রাসেল অষ্টডটু, ইসলামী শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না । ইসলামী শিক্ষা মানে বৈজ্ঞানিক শিক্ষা । বৈজ্ঞানিক শিক্ষা মানে ব্যালেন্সড শিক্ষা । যেখানে বিজ্ঞান ও শেখানো হয়, নৈতিকতাও শেখানো হয় । বোঝাতে পারলাম ?
ইসলাম বিজ্ঞান শিখতে বলেছে, নৈতিকতাও শিখতে বলেছে । ধর্মনিরপেক্ষ/স্যেকুলার/ ধর্মহীন / নৈতিকতাহীন শিক্ষাব্যবস্থা থেকে পাওয়া যায় দুর্নিতিবাজ ঘুষখোর বিসিএস ক্যাডার আর ইসলামী শিক্ষাব্যবস্থা দিতে পারে একজন আদর্শ সচ্চরিত্রবান বিসিএস ক্যাডার ।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৩
রাজনীতি বলেছেন: ধন্যবাদ।
৩২| ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬
রাসেল ( ........) বলেছেন: ইসলামি শিক্ষা নিয়া সংগ্রামের প্রতিবেদন দেখলাম, সেইখানে এক উজবুক লিখছে কোরানের ৮ ভাগের ১ ভাগ বিজ্ঞান। ভালো লাগলো দেইখ্যা, শিবির বাকি ৭ ভাগ পড়াইবো না?
বিজ্ঞানের নৈতিকতা শিখাইবো?
বৈজ্ঞানিক ব্যলেন্সড শিক্ষা কি দাঁড়ি-পাল্লাতৈরি করা শিখাইবো?
শিবির প্রস্তাবিত শিক্ষানীতি সামনে না আইলে ক্যমনে বুঝি?
শিক্ষানীতির গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কি কি আইতাছে?
দাঁড়িপাল্লার রশিও গুরুত্বপূর্ণ আসলে।
মাইত্যা পাগলা দেখি শিক্ষা নিয়া বিশাল বক্তব্য দিছে সংগ্রামে-
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৬
রাজনীতি বলেছেন: সংগ্রাম পড়ার জন্য ধন্যবাদ। আপনি শিবিরের প্রকাশিত কিছু বই পড়েন তাহলেই শিবিরের শিক্ষানীতি পাইবেন।
৩৩| ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৩
ভালো বলেছেন: শিবির প্রস্তাবিত শিক্ষানীতি সামনে থাকবে না কেন ? অবশ্যই আছে । শিক্ষানীতি-শিক্ষাব্যবস্থা সম্পর্কে সুষ্পষ্ট মেনুফেষ্টো নিয়ে শিবিরের প্রকাশনা রয়েছে । কৌতুহলি হলে খুজে নিও ।
৩৪| ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
অনন্ত দিগন্ত বলেছেন:
১৯৬৯ ........ আর আজকে ২০০৮ ..........
এ শাহাদাত বার্ষিকী আপনারা ৩৯ বছর পর থেকে কেন এত গুরুত্ব দিয়ে পালন করা শুরু করছেন ? এর আগে কখনো তো এ দিবসের কথা শুনিনি ।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৮
রাজনীতি বলেছেন: এটা তো আজকের বিষয় নয়। বরং আপনিই জানতেন না। ধন্যবাদ।
৩৫| ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২
ভালো বলেছেন: এর আগে না শোনাটা আপনার ব্যার্থতা @ অনন্ত দিগন্ত
১৯৬৯ সালের ১৩, ১৪, ১৫, ১৬ আগষ্টের সবগুলো জাতীয় দৈনিকের খবর ছিলো শহীদ আব্দুল মালেক । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পরিচিত ছাত্রটির মৃত্যুতে পুরো জাতি শোকাচ্ছন্ন হয়ে ছিলো । প্রেরণার বাতিঘর বইটা সংগ্রহ করে দেখবেন । এ দিবস শহীদ আব্দুল মালেকের শাহাদাৎ দিবস হিসেবে যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা দিবস হিসেবে । শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষব্যবস্থার পক্ষে কথা বলতে গিয়ে এদেশের প্রথম শহীদ ।
Click This Link
ইসলামী শিক্ষা দিবস নতুন করে আবিষ্কার করা কোন দিবস না । এটা এদেশের ছাত্র ইসলামী আন্দোলনের শুরু থেকেই পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস । ছাত্রদের সংগঠন ছাত্রশিবিরের মুল লক্ষ্যটাই তো ছাত্রদের কল্যানে শিক্ষাব্যবস্থায় নৈতিকতার সংযোজন করা । সেক্ষেত্রে ইসলামী শিক্ষাব্যবস্থার ওপর কথা বলতে গিয়ে বাম/স্যেকুলারদের হাতে প্রথম শাহাদাৎ বরন করা শহীদ আব্দুল মালেক ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এক বিরাট প্রেরণা । এছাড়া ৬৯ এর ঘটনা নিয়ে আরো অনেক প্রকাশনা রয়েছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালেক "ফাউন্ডেশনের" সাথেও যোগাযোগ করে দেখতে পারেন ।
৩৬| ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: শিবির একটা ভন্ড হারামির জাত ।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪০
রাজনীতি বলেছেন: এত গরম কেনরে? শিবিরের ছেচা মাইর খাইছ নাকি?
৩৭| ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৭
রাহিদুল সামান্না রকি বলেছেন: প্রথমেই আমি বলতে চাই ভাই সত্যি বলতে কী আমিও আপনার এই দিবস সর্ম্পকে অজ্ঞ। আমি আপনার লেখাটি পড়েছি । এই বিষয়ে আমার তর্কের কোন ইচ্ছে নেই শুধু রক্তাত জনপদ ব্ইটা একবার পড়তে চাই।
নিচে আমি আমার কিছু মতামত দিলাম এগুলো আমার একান্ত নিজেস্ব মতামত
ইসলামী শিক্ষা বিষয়টি যেভাবে অবজ্ঞা করা হচ্ছে সত্যিকার বিষয়টা তাই। আমরা একদল লোক নিজেদেরকে প্রগতিশীল বলে দাবী করছি কিন্তু আমাদের কাজকর্মে, কথাবর্তয় কি সত্যি কোন প্রগতিশীলতার ছাপ রাখছি। তর্ক হ্ওয়া প্রয়োজন যুক্তি দ্বারা। নিশ্চয় আমাদের সঙ্গে অনেকের মতের বিরোধ থাকবে। তার অর্থ এই নয় যে আমরা সবাই কাদা ছুড়াছুড়ি করব শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে।
আমি কিছু মত পোষন করছি এই আলোচনায়
১. ইসলাম মানে ছাত্র শিবির নয়।
২, ইসলামী শিক্ষা ছাত্র শিবির শিক্ষা এমন নয় ।
৩. ছাত্র শিবির ইসলামের মান দন্ড নয়।
কিন্তু আমার যখন কোন আলোচনা করি তখন ইসলাম বলতে ছাত্র শিবিরকে নির্ণয় করি যা কোনভাবেই যুক্তিযুক্ত নয়।
ইসলাম শিক্ষার বিরোধী কিংবা মাদ্রাসা শিক্ষাই একমাত্র ইসলামী শিক্ষা এমনটা ইসলাম কখনোই বলে না । গুটি কয়েক ব্যক্তি তাদরে নিজের লাভের জন্য এরকম কথা বলতে পারে। তবে বর্তমানের যে আধুনিক শিক্ষা নামে যে ইংল্যান্ড কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে দেশে তা কোনভাবেই আধুনিক শিক্ষা নয়। এই শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে পণ্য করে তুলছে। এই শিক্ষা ব্যবস্থার সাম্ররাজ্যবাদের । এই শিক্ষা ব্যস্থার মাধ্যমে তার পুরো জাতি একদিন গোলামীর শিকলে বন্দী হবে। সুতরাং বাঙ্গালীরই আজ উচিৎ এই শিক্ষা ব্যবস্থার বিরোধে আন্দোলনে যাওয়ার।
আমরা ছাত্র শিবিরের সঙ্গে বিরোধ করতে পারি কিন্তু শিবিরের সঙ্গে বিরোধী মানেই তো ইসলামের সঙ্গে বিরোধ নয়। ইসলাম ছাত্র শিবির কিংবা কোন দলের বাঞ্চ নয়।
আরো কিছু লেখার ইচ্ছে ছিল কিন্তু এখন পর্যন্ত কিছু খাইনি তাই ছুটি।
পরিশেষে বলি ছাত্র শিবির কিংবা জামাত এর সঙ্গে বিরোদ্ধের অর্থ এই নয় গোটা ইসলামের সঙ্গে বিরোধ।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৭
রাজনীতি বলেছেন: আপনার কথা খুব ভাল লাগল। আপনাকে পড়তে রক্তাক্ত জনপদ বইটি দিব। যোগাযোগ করবেন। আপনার কথার সাথে আমিও একমত। শিবির কোনদিন কি দাবী করেছে যে শিক্ষা ব্যবস্থা বলতে আমাদের শিক্ষাব্যবস্থা? ধন্যবাদ।
৩৮| ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫১
আরিফ থেকে আনা বলেছেন: আচ্ছা ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঐদিনের ঘটনাতে শহীদ মালেক কোন সংঘটনের মানুষ ছিলেন? ইসলামী ছাত্র শিবির?
৩৯| ১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
বিবর্তনবাদী বলেছেন: @ ভালো -
ভালো মিঞা, আগে বলুন রাজাকার কাহাকে বলে??? রাজাকার শব্দের বাংলা অর্থ স্বেচ্ছাসেবক বা ইংরেজীতে যাকে ভলান্টিয়ার বলি আমরা। একাত্তরে যারা রাজাকার ছিল তাদের একাত্তরপূর্ব পরিচয় নিশ্চয়ই আপনার, আমার, সবার অজানা নয়। মালেক উনসত্তরে মরে একাত্তরে পাপ অর্জনের হাত থেকে বেচেছে। হয়ত তার পিতা মাতা ভালো কিছু করেছিল। একাত্তরে মালেক জীবিত থাকলে একজন প্রথম সারির রাজাকার হইত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক হত্যাকান্ডের তার গুরুত্বপূর্ণ অবস্থান থাকত এটা নিশ্চিত জেনেই আপনারা আজ তার জয়গান গাইতে বসেছেন।
৪০| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৩
প্রিয়জন বলেছেন: বিবর্তনবাদী-- আলোচনা করতে মন চাইলে আলোচনা করুন। ফালতু কমেন্ট লিখে ব্লগ নষ্ট করবেন না।
আপনার আলোচনায় বুঝলাম, আপনি একজন অন্ধ বাম পন্থি । ভাল করে বুঝুন, জানুন তারপরে কথাবলুন।
ভালো থাকবেন।
৪১| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯
এরশাদ বাদশা বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: শিবির একটা ভন্ড হারামির জাত ।
৪২| ১৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৪
সূর্য বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: "মালেক হত্যার পেছনে আপনারা কি নিজামী ও ছাত্র ইউনিয়নের কোন আতাঁত খুঁজে পাচ্ছেন??? আমার তো মনে হয় কামটা নিজামীই করেছে ছাত্র ইউনিয়নের ছদ্মবেশে। কারন ছাত্র ইউনিয়নের পোলাপান করলে নিশ্চয়ই রাজাকার হত্যার ক্রেডিট ছাড়তে চাইত না। আমরা জানতাম কারা কারা মালেককে হত্যা করেছে। "
হা-হা-হা-- মন্তব্যে পেলাস।
৪৩| ১৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:০৬
বিডি আইডল বলেছেন: পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ২১ জনের ভাল লাগেনি
৪৪| ১৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৯
এরশাদ বাদশা বলেছেন: মফিজ কেডা হেইডা বুঝাইয়া কইতে অইবো???
হায়রে!!!!!!!!!!!!
@সুর ভাংগা (টাইপিং মিসটেক:p )
৪৫| ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২০
রাজনীতি বলেছেন: সকলকে ধন্যবাদ।
৪৬| ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩০
িদদারুল আলম বাননা বলেছেন: সত্যের সেনানীরা নেবেনাকো বিশ্রাম ! আমাদের সংগ্রাম চলবেই অবিরাম।
চলছে চলুক।
ধন্যবাদ
৪৭| ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৭
বিডি আইডল বলেছেন: আরিফ থেকে আনা বলেছেন: আচ্ছা ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঐদিনের ঘটনাতে শহীদ মালেক কোন সংঘটনের মানুষ ছিলেন? ইসলামী ছাত্র শিবির?
৪৮| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৮
রাহিদুল সামান্না রকি বলেছেন: আমি কোথায় বইটা পাব জানালে খুশি হব এবং আশা করি সুস্থ বির্তকের জন্য এই ঘটনার বিরোধে যদি কোন বই থাকে তা আপনি জানাবেন। আগামীকাল আজিজ মাকেটে যাব বই কিনতে যদি তার আগে জানান তাহলে খুশি হব।
৪৯| ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪২
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: অনেক কিছু জানলাম। কিন্তু যারা মনের দুয়ার বন্ধ করে অন্ধকারকেই নিজেদের নিয়তি মেনে নিয়েছে, তাদের জন্য করুণা হয়।
৫০| ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৫
বহ্নিশিখা বলেছেন: শিরোনামটা ঠিক করে দিন প্লীজ:
মুক্তিযোদ্ধারা এক ছাগুর জীবন নিয়ে ভেবেছিল সব শেষ করতে সক্ষম হয়েছে। কিন্তু এক ছাগুর হারানো বেদনা ভুলতে আমরা লাখো ছাগু!
৫১| ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৭
বহ্নিশিখা বলেছেন: শিবির হত্যা করুন, সওয়াব কামাই করুন।
৫২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫২
উপপাদ্য বলেছেন: এসব পোস্ট মিস করা ঠিক না।
এসব পোস্টে আসলে ব্লগার নামের কিছু কুপমন্ডুক, অসহিষ্ণু, অগনতান্ত্রিক, যুক্তিহীন ও ব্যাক্তিগত আক্রমনকারী অন্ধদের দেখা যায়। এরা পরিচয় দেয় মুক্তমনা ও প্রগতিশীল কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এরা বন্ধমনা, অন্ধ ও প্রগতীবিরোধী।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১২
কাঙাল বলেছেন: ?