![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া ক্যান্টনমেন্টের বাড়িটির বরাদ্দ বাতিলের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন অধ্যাপক মোজাফফর আহমেদ ও সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।
অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, রাজনৈতিক কারণেই এটি করা হয়েছে। মন্ত্রিসভা ক্যান্টনমেন্টের সম্পদের বরাদ্দ বাতিল করতে পারে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। অধ্যাপক মোজাফফর বলেন, বাতিল করতে পারে তারাই, যারা বরাদ্দ দেয়। এই বাড়িটি তৎকালীন সেনাপ্রধান দিয়েছিলেন ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান হিসেবে। সুতরাং এটি বাতিল করতে হলে ক্যান্টনমেন্ট বোর্ডকেই করতে হবে।
অধ্যাপক মোজাফফর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে ওই বাড়িটি ছাড়ার ব্যাপারে যে আহ্বান পার্লামেন্টে করেছিলেন, সেখানে থামলেই তিনি ভালো করতেন। বিধবাদের জন্য ওই জায়গাটুকু প্রধানমন্ত্রী চাইছেন। তা চাতুরি বলে আমার মনে হয়। শেখ হাসিনা যে মাত্র ১ টাকায় গণভবন পেয়েছিলেন এবং সেটা রাখতে পারেননি, সেই প্রতিহিংসা থেকেই এটি করা হয়েছে বলে মানুষের কাছে মনে হতে পারে।
একই ব্যক্তির নামে দু’টি বাড়ি বরাদ্দ দেয়ার বিধান নেই উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয়া হলেও ড. আকবর আলি খান বলছেন, এ রকম কোনো আইন নেই। তিনি বলেন, সরকার একটি বাড়িও দিতে পারে, দুটোও দিতে পারে। আবার নাও দিতে পারে।
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:১৩
রাজনীতিক বলেছেন: গনভবন ফিরাইয়া দেয়া হোক।
২| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৮
সোনার বাংলা বলেছেন:
লিংক কই ভাই?
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৯
রাজনীতিক বলেছেন: বাংলা ভিশন ও নয়া দিগন্ত
৩| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:১১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: মোহাইমেনের সহমত।
সবাইকে আমন্ত্রণ
Click This Link
শুভকামনা।
৪| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:১৬
নাফসানিয়াত ফাতেমা বলেছেন: Desh to shukh e vashche...kono problem neei, ajonno.
Hasina govt aktu amod furti korche bivinno unnecessary issue niye....
ashole aader lojja shorom o nei, 2 yrs e aktu shikhkha o holona aashob politician der....
Peelkhana issue, electricity issue, Chatroleague issue agulo solution korar time tader nei...desher manush niye kono chinta tader naai...
kintu khaleda kobe free bari peyechilo..keno peyechilo, hasina keno pelona ba shoman porimaan e peyechilo ki na..kothay Khaleda theke taar aktu beshi laav / lokshan hoye gelo agulo niye tader ghum haram hoye jachche.....atai tader politics...
৫| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:২০
অলস ছেলে বলেছেন: মোহাইমেন ভাই এর বুদ্ধিমত চললে দেশে এত গন্ডগোল আর থাকতো না। জাতি ওনাকে চিনলো না।
আমিও একটু কন্ট্রিবিউট করি, গণভবনের সাথে সাথে, চা নাস্তা খাওয়া আর ড্রইংরুম হিসেবে ব্যবহারের জন্য সংসদ ভবনও দেওয়া হৌক। সংসদ কে সোহাগ কমিউনিটি সেন্টারে স্থানান্তর হৌক। তিনশ সাড়ে তিনশ মানুষ বসতে এত বড় জায়গা লাগে নাকি?
৬| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:২২
মইন বলেছেন: হি হি হি, আঙ্গো হাসিনা বুবুজানরে গনভবন ফিরাইয়া দেওয়া হউক। সেইটা তেনার পইত্রিক সম্পতি।
পরশনো: ক্ষেমতায় এহন কেঠা? খালেদা নি?
নাইলে মোহাইমেন কার কাছে এই আবদার করবার লাগছে।
৭| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩২
মোহাইমেন বলেছেন: @মইন: ইহা জনতার দাবী, সংসদে উত্থাপন করতে হবে, মন্ত্রী কেবিনেট এ পাস করতে হবে। উনি ক্ষমতায় থাকলেই তো হবে না। বললেই তো উনি গনভবন নিতে পারবেন না। এটা গনতন্ত্রী দেশ। এটা গন দাবী, জনতার দাবী। এইটা বুঝতে হবে। আপনি বুঝতে পেরেছেন তো!?
৮| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩৭
সোজা কথা বলেছেন: শুধু চাই পাবলিকের যাতে একটু উন্নতি হয়।
যদি দেশের সমস্ত অনাথ দের উপর আল্লাহ এমন রহম করতো!
৯| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪১
তিথী ও টাটা বলেছেন: যদি ধরেও নেই আওয়ামীলীগ সরকার খালেদা জিয়ার বাড়ী বরাদ্দ বাতিল করেছেন রাজনৈতিক কারনে কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না তিনজন মানুষের বসবাসের জন্য কত টুকু জায়গা দারকার ??
খালেদার জিয়াকে সরকার দুইটি বাড়ী বরাদ্দ করেছিলেন একটির আয়তন ৯বিঘা আর একটির আয়তন দেড় বিঘা !! যে দেশের মানুষ পথে ঘাটে রাস্তায় আর ফুটপাতে ঘুমায়,বিদেশ থেকে ভিক্ষা করে টাকা না আনলে যে দেশের বাজেট করা বেশ কঠিন সে দেশের একজন অন্যতম প্রধান রাজনিতীবিদ,প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি কিন সারাধন মানুষের জন্য রাজনীতি করেন যার দুইটা পুত্র বাংলাদেশের অন্যতম ধনি উনার কি এতবড় বড় দুইটা বাড়ী দরকার??
একজন মুসলমান হিসাবেও তো এটা একটা মারাত্নক অপচয়। বি.এন.পি যে মুখে ইসলামের কথা বলে উনার দুইটা সরকারী বাড়ি কি ইসলামের দৃষ্টিতে অপচয় নয়??
আওয়ামীলীগ সরকার উনার বাড়ী বরাদ্দ বাতিল করেছেন এ কথাটা বাদ দিয়ে একবার চিন্তা করে দেখুনতো একটা মানুষের কতটুকু জায়গা দরকার বসবাসের জন্য??
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫১
রাজনীতিক বলেছেন: আপনার যুক্তি অনুযায়ী বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর ভবনসহ সব বড় বড় ভবনগুলো ভেঙ্গে ছোট করতে হবে।
১০| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৫
লুথা বলেছেন: আমার এক বন্ধুর ৪ টা বাড়ি আছে। আমি অরে কইলাম যে এত্ত বাডী দিয়া কি করবি ? সে আমারে কি বলে শুনবেন ?
সে আমারে বলে তার বাপের কিছু বন্ধুর নাকি ৭-৮ টার উপর বাডি আছে।
আমার প্রস্ন হইতেছে, যাদের এমন একাধিক বাডী আছে, তাদের বাডী সরকার কেন নিয়ে নিচ্ছে না ??
১১| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫৩
উজায়ের বলেছেন: হাসিনা যে দিন গণভবন ছেড়ে যায় সেদিন অপমানবোধের মাত্রা কতটা তীব্র ছিল তা দেশবাসী টিভির পর্দায় হাসিনার গণভবন ত্যাগের শেষ দৃশ্যে দেখতে পেয়েছিল। গণভবন ছেড়ে যাবার পর কোথায় থাকবেন? জনৈক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হাসিনা বলেছিলেন , কেন? রাস্তায় যাব, সেখানেই থাকব।বুঝেন অবস্তা
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫৭
রাজনীতিক বলেছেন: হুম। উনি এখন যেখানে থাকেন সেখানকার একটা বর্ণনা দেখুন।
" রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা গত এক মাস ধরে প্রধানমন্ত্রীর বাসোপযোগী করে গড়ে তোলা হয়। সেখানে ১৪টি লিভিং রুমে নতুন খাট, ৭টি নতুন সোফাসেট, নতুন পর্দা ঢ কার্পেট, নতুন চেয়ার-টেবিল, আলমারি, জাজিম, তোষক দেয়া হয়েছে। বাথরুমে স্থাপন করা হয়েছে আমেরিকান স্ট্যান্ডার্ডের কমোড। সব আসবাবপত্র আখতার ফার্নিচার ঢ হাতিল থেকে কেনা হয়েছে। " Click This Link
১২| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:০৬
অারমান বলেছেন: আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী সব সময়ই বেশ চিত্তাকর্ষক কথা বলেন। ক্ষমতায় না যেতে পারলে অথবা ক্ষমতায় গিয়ে, ক্ষমতা হারিয়ে এবং ক্ষমতায় ফিরে এসে-সব অবস্হাতেই তিনি প্রায় নিয়মিত এমন কিছু না কিছু বলে থাকেন, যা নিয়ে দেশের মানুষ অনেক দিন পর্যন্ত বলাবলি করতে পারে। অর্থাৎ লোকে তাঁর কথা ধরে আলোচনা করার খোরাক পায় আর তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে মাঝে মাঝে বেফাঁস কিছু কথা বলে ফেলেন তিনি। এগুলো এমনসব কথা, যা তিনি রাখতে পারেন না। এতে তিনি কতটুকু বিব্রত হন জানি না, তবে তাঁর দল এর ফলে মাঝে মাঝে বিপদে পড়েছে বৈকি।
আওয়ামী লীগ ও তার মহাজোট জাতীয় সংসদ নির্বাচনে জয় পাবার মুহুর্ত থেকেই লীগের পেশি-মালিকরা লাঠিয়াল কায়দায় চারদিকে ‘চর-দখল’ শুরু করে দেয়। ছাত্রদের হল-হোষ্টেল, হাটবাজারের চাঁদা তোলার জায়গা, লঞ্চঘাট, বাস টার্মিনাল, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদ, ঠিকাদারি ইত্যাদি দখল করার জন্য তারা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শপথ নেয়া পর্যন্ত অপেক্ষা করেনি। তবে তখন থেকেই শোনা যাচ্ছিল বাংলাদেশ সরকারের সচিবালয় এবং অন্যান্য সরকারি অফিস দখল করার ব্যবস্হা হয়ে রয়েছে।
শেখ হাসিনা গনভবন নিতে পারেন নাই এই জেদে তিনি কি করছেন নিজেও বুজতে পারছেন না,
এই জেদি মহিলার পাশে কি একজন ভাল পরামর্শক নাই?
অবশ্য দুর্জনেরা বলেন এই একরোখা মহিলা করো কথা শুনেন না,
১৩| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:১১
রামন বলেছেন: লীজ বাতিল নিয়ে যদি দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী হবে খালেদা স্বয়ং নিজে। যখন সংসদে এই বাড়ী নিয়ে প্রথম আলোচনা হয়, তখনই খালেদা জিয়ার উচিত ছিল বাড়ীটির মালিকানা ত্যাগ করা। তাহলে তার মহানুভবতার বৃদ্ধির পাশাপাশি রাজনীতিক স্বচ্ছ চরিত্রটি প্রকাশ পেত এবং তিনি সর্বমহলে ভূয়শী প্রশংসিত হতেন। বাড়ীটিকে তিনি শেখ হাসিনা কিংবা অন্যকোনো ব্যাক্তিকে দিচ্ছেন না, রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের হাতে অর্পন করছেন এটাই তাকে ভাবতে হবে। আর এই সরকারী সিদ্ধর্ন্তের বিপরীতে যে কোনো উসকানী বা মামলার প্রস্তুতি গ্রহন করা হলে সেটি হবে তার উচ্চ লোভের বর্হিপ্রকাশ।
১৪| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২১
রাজনীতিক বলেছেন: একই ব্যক্তির দুটি বাড়ী থাকা যদি অন্যায় হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী ১ এপ্রিল সংসদে দেয়া ভাষণে পিলখানার ঘটনায় নিহত সেনা সদস্যদের পরিবারকে দুটি করে ফ্লাট দেয়ার ঘোষণা কেন দিয়েছেন ?
১৫| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৩
অারমান বলেছেন: তালুকদার মনিরুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিলের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতে রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ পেয়েছে। এর ফলে রাজনীতিতে চরম অস্থিরতা দেখা দিতে পারে। এর জন্য সরকারই দায়ী থাকবে। তিনি বলেন, দেশের মানুষ এ সিদ্ধান্ত মেনে নেবে না। এ বাড়িটি বেগম জিয়া সরকারের কাছ থেকে কিনে নিয়েছিলেন। এটি তার ব্যক্তিগত সম্পত্তি। সরকার কারও ব্যক্তিগত সম্পত্তি জোর করে কেড়ে নিতে পারে না। এটি সরকারের একটি হঠকারী সিদ্ধান্ত বলে মনে হয়েছে।
১৬| ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫২
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: ফাও বাড়িতে আর কত?
এখন তো আর বাক্স ভাঙ্গা নাই, এখন তো তারেক কোকোর টাকাই স্বর্গ হয়্
আমনের টা বাদ।
১৭| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৭
হোলসেল বলেছেন: অসুবিদার কি আচে? হাসিনারে খেদাইসে খালিদা, এহন খালিদারে হাসিনা খেদাইলে আফনের জলতাসে ক্যা? হাল্লাই, নয় বিঘা জমিন দিয়াতো ঢাকা শরে একখান পার্ক বানায়া ফেলান যায়। নয় বিঘা! খালিদা কি অইখানে ঘুড়া দৌড়াইতো ভাইডি? আর গুলশানে দ্যাড় বিঘা! দ্যাড় বিঘা জমিন গুলশানে। পুরা ঢাকা শহরটারে হজম কইরালায়নাই যে এই কারনে বেগমরে ধন্যবাদ দেওনের কাম।
১৮| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৭
হিটলারের সাগরেদ বলেছেন: উনি হলেন এই দেশের মালিক। আমরা তার প্রজা । উনি একটাকা দিছেন তাও কম কি।
১৯| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৯
রশীদ বলেছেন:
খালেদা জিয়ার পুত্রদ্বয়ের ব্যবাক টেকা ধরা খাইছে, এখন তারা নিঃস্ব। এই বিবেচনায় উনাকে আরো একটি বাড়ী দেয়া হোক।
২০| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪০
শামীম শাহনূর বলেছেন: শহীদ পরিবারের সাথে হাসিনা একটা ফ্লাট এর জণ্য আমরা আবেদন করতে পারি। ফাইজলামির একটা সীমা পরিসীমা থাকা দরকার।
২১| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৫
আবু সালেহ বলেছেন: শেখ হাসিনা যে মাত্র ১ টাকায় গণভবন পেয়েছিলেন এবং সেটা রাখতে পারেননি, সেই প্রতিহিংসা থেকেই এটি করা হয়েছে বলে মানুষের কাছে মনে হতে পারে।
তিনি তো পান নাই নিজেই নিয়ে নিয়েছিলেন................
২২| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: শেখ হাসিনা গনভবন নিতে পারেন নাই এই জেদে তিনই কু-কাম করছেন
২৩| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৭
পজিটিভ২৯ বলেছেন: হাসিনা মাগীরে বাংলাদেশের অর্ধেক আর খালেদা মাগীরে বাংলাদেশের বাকী অর্ধেক লিখ্যা দেয়া হউক। সাথে এরশাদ চাচারে হাসিনার এবং নিজামি পোংটারে খালেদার পাহারাদার নিয়োগ দেয়া হউক।
২৪| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১১
পজিটিভ২৯ বলেছেন: শালা শুয়োরের বাচ্চা সব । রক্ত চোষার দল।
২৫| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২
নুসরাত জাহান যুথি বলেছেন: সব কয়টাই সেম। কেউ কারো চেয়ে কম না।
২৬| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২
নুসরাত জাহান যুথি বলেছেন: খালেদাও কি কম কিছু করেছে নাকি?
২৭| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪২
তিথী ও টাটা বলেছেন: Positive: Language pls..............
২৮| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২
কেএসরথি বলেছেন:
এতো টাকা চুরির পরও তোমরা ১ টাকায় কেনা বাড়ির জন্য ঝগড়া করো?
আসুন আমরা এদের গণ-ধিক্কার জানাই।
ছিঃ হাসিনা।
ছিঃ খালেদা।
২৯| ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০০
ধীবর বলেছেন: খালেদার বাড়ি ছাড়ার মাধ্যমেই যদি, গ্যাস, বিদ্যুত,পানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সহনীয় মুল্য নিশ্চিত হয়, তবে তাই হোক। আর যদি তা না হয়, তবে হাসিনার উচিত হবে আগে জনগণের মৌলিক সমস্যার সমাধান আগে করা।
৩০| ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০
নাফসানিয়াত ফাতেমা বলেছেন: মৌলিক সমস্যার সমাধান করা ওদের একদম শেষ কতর্ব্য, ওগুলো হল ভোট পাওয়ার আগে ব্যবহার করা শব্দ....
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৭
মোহাইমেন বলেছেন: ভাল হইছে!
খালেদা ম্যাডামের দুই বাড়ীর কি দরকার, একটা থাকলেই তো চলে। অনেকের তো একটাও নাই।
হাসিনা ম্যাডামের কয়টা বাড়ী, জানাইবেন? উনাকে গনভবন ফিরাইয়া দেয়া হোক। ইহা সময়ের আবেদন।