নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

সত্যকা

সত্যকা › বিস্তারিত পোস্টঃ

আইন আছে : বাস্তবায়ন করার কেউ নেই ।

১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২

ঈদ এবং পূজার ছুটি একত্রে হবার কারনে এবছর স্বভাবঃতই শহর ছেড়ে গ্রামমূখী হয়েছে বেশী মানুষ । বাংলাদেশের দক্ষিনাঞ্চল বরিশালের মঠবাড়ীয়া উপজেলায় এরকম মানুষের সংখ্যা কিছুটা বেশি । চরবহুল এ জনপদের মানুষ ভৌগলিক ভাবেই কিছুটা গরীব । এখানকার মানুষের অধিকাংশই জীবিকার তাগিদে বাংলাদেশের রাজধানী শহরসহ বিভিন্ন শহরে কাজ করে । শত ব্যাস্ততার মধ্যেও তারা তাদের আপনজনদের কাছে ফিরে আসার বিভিন্ন সুযোগ খোঁজে । মুসলমান ধর্মাবলম্বীদের জন্য দুই ঈদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজাই এরকম সুযোগ । আপন নীড়ে ফিরে আসার সময় ছুটির তারতম্যের কারনে যাত্রা পথে ততোটা ভিড় পড়ে না । দক্ষিনাঞ্চলের মানুষের যোগাযোগ মাধ্যম বাস এবং স্টীমার । মাত্র একটি স্টীমার নৌপথে থাকার কারনে মানুষ বাসমূখী হয়ে পড়ে । স্থলপথে যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ার পড়েও মানুষের এ ছাড়া বিকল্প কোন পথ থাকে না । মঠবাড়ীয়ার টিকিট কাউন্টারের ম্যানেযারের সাথে আলাপ করে জানা গেছে , ঈদের সময়ে যদি ৩০ মিনিট পর পর বাস ছাড়া হয় তাহলে যাত্রীদেরকে ছাদে ওঠানো লাগবে না । ৩০ মিনিট পর ছাড়তে গেলে যে পরিমান বাস দরকার তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন মঠবাড়ীয়া বরিশাল রুটে যে পরিমান বাস আছে তা যদি ২০ মিনিট পর পরও ছাড়া হয় তবুও বাসের ঘাটতি হবে না । যাত্রীদের সাথে কথা বলেও এরকম মত পাওয়া গেছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

শাহ আলম বাদশাহ বলেছেন: সহমত--শাজার বাংলা আইন জানুন এখানে

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

সত্যকা বলেছেন: ধন্যবাদ । আইন বিষয়ক লিংকটা দিয়ে উপকার করেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.