নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখির অভ্যাস কখনোই ছিল না । হটাত ইচ্ছা করল । তাই ব্লগে জয়েন করা । চেষ্টা করব ভাল কিছু পোস্ট করার ।

রাকিব ৫৬

রাকিব ৫৬ › বিস্তারিত পোস্টঃ

কোথায় আমাদের পুরুষত্ব, কোথায় সাহস, কোথায় আমাদের নিরাপত্তা

২৯ শে জুন, ২০১৬ সকাল ৭:২৭

ভোর ৬টা বেজে ৩০মিনিট, মুভি দেখতেসি মনোযোগ দিয়ে । হটাত অনেক জোরে একটা শব্দ পেলাম বাসার পেছন দিকে । দৌড়ে গেলাম বারান্দায় । অদ্ভুত এক দৃশ্য । একজন তার বাইক ফেলে দিয়ে দৌড়াচ্ছে ৩টা ছিনতাইকারীর পেছনে আর ১৫-২০জন মানুষ দাড়িয়ে দেখছে । এ যেন সিনেমা চলতেসে । খুব মজা নিয়েই দেখতেসিল তারা । লোকটা শেষ পর্যন্ত ওদের নাগাল করতে না পেরে গালিগালাজ করতে করতে ফিরে আসল । তখনও ঘটনা বুঝতে পারিনি আমি । পরে বুঝলাম । ঘটনাটা এরকম ছিল, একটা মহিলা রিক্সায় ৪-৫ বছরের একটা বাচ্চা নিয়ে গ্রামে যাওয়ার জন্য বের হয়েছে । তখন এলাকার কিছু ছিনতাইকারী তার গলায় ছুরি ধরে ছিনতাই করছিল । ওই লোকটা তখন বাইকে করে আসছিল । লোকটা যখনই চিল্লানি দেয় কি হচ্ছে এখানে তখনি ওরা বোমা টাইপ কিছু একটা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । অথচ পাশেই একটা বাসার কাজ চলতেসে । ২০-২৫ টা মানুষ কেউ এগিয়ে আসল না । একটা মাত্র ব্যাক্তি দৌরাল ওদের পিছে । এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে । অবাক হইনি তখনও । অবাক হলাম বাবার কথা শুনে, বাবা বলে, ওরা তোমার বাসার নিচে দিয়েই যায় । সবাই চিনে ওদেরকে । কেউ কিছু বলে না । সাহস নাই বলার । তুমি চুপ থাক । নিচে যেও না । আমরা এখনও কোথায় পড়ে আছি । আমি ব্যাপারটার সাথে পরিচিত না । এতদিন ঢাকায় আছি কিন্তু চোখের সামনে এভাবে দেখিনি । অনেকে হয়ত অভ্যস্ত ব্যাপারটার সাথে । তারা হয়ত সহজে মেনে নিতে পারবে ব্যাপারটা, আমি পারতেসি না । ওরা ওপেন ঘুরে বেড়ায় কিন্তু ওদের কেউ কিছু বলে না এটা কিভাবে মেনে নেয়া সম্ভব? তাহলে সিনেমায় তো কোন গণ্ডগোল নাই । বস্তি দখল এর ঘটনা তো সিনেমায় খুব পরিচিত একটা ব্যাপার । এটা তো অস্বাভাবিক কিছু না । এইদিকে আম্মা বলে দিছে রাত ৯টার পর বাইরে থাকা বন্ধ । লজ্জা…………

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:১১

কলাবাগান১ বলেছেন: আপনি নিজেও তো বাবা মায়ের বাধ্য সুবোধ বালকের মত দুর থেকে দেখে এসি রুমের কম্পিউটারে নিরাপদে বসে আছেন। আপনি যেমন আপনার নিরাপদ দূরূত্ত্ব টা বুঝতে পেরেছেন, রাস্তার লোকেরা ও তাই..... খুব একটা ফারাক নাই

২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৪

রাকিব ৫৬ বলেছেন: আমি যখন ঘটনা টা টের পেয়েছি তখন ঘটনটা অলরেডি শেষ । তখন আমার কিছু করার ছিল না, কিছু করার থাকলে অবশ্যই করতাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.