নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

৩৪তম সাধারণ বিসিএস আসছে শিগগিরই নিয়োগ পাবেন দুই হাজার একশ’ জন

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

৩৪তম সাধারণ বিসিএস আসছে শিগগিরই। প্রায় ২ হাজার ১০০ শূন্যপদে এই নিয়োগে বিজ্ঞপ্তি আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে শূন্যপদ উল্লেখ করে ৩৪তম বিসিএসের নিয়োগ সম্পর্কিত সারসংক্ষেপ পাঠানো হয়েছে। এ মাসে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে। এ সরকার চাইছে তাদের সময়েই বিসিএসের এই নিয়োগও সম্পন্ন করতে। তবে বিজ্ঞপ্তি আসার আগেই চাকরিপ্রার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, সরকারের শেষ সময়ে এই বিসিএস কতটুকু স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে? জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ‘প্রতি বছর একটি সাধারণ বিসিএস’ এমন নীতির ভিত্তিতেই শিগগির ৩৪তম সাধারণ বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৩৪তম বিসিএস নিয়োগের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। আশা করি, সেখান থেকে এ মাসের মধ্যেই অনুমোদন হয়ে আসবে। আশামাত্রই নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই বিজ্ঞপ্তি এ মাসে অথবা ফেব্রুয়ারির প্রথমদিকে আসতে পারে বলেও ওই কর্মকর্তা জানান। এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, সংখ্যাটা ২ হাজারের বেশি বা ২ হাজার ১০০-এর কাছাকাছি হতে পারে। গত তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রতি বছর ‘একটি বিসিএস নিয়োগ’ নীতির। এই নীতির পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২৮তম বিসিএসের বিজ্ঞপ্তি ও পরীক্ষা শুরু হয়। এরপর বর্তমান মহাজোট সরকারের সময় ২৯তম, ৩০তম, ৩১তম, ৩৩তম সাধারণ ও ৩২তম (বিশেষ) বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি হয়। এর মধ্যে ২৯, ৩০ ও ৩১তমের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। ৩২তম নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে এবং ৩৩তমের লিখিত পরীক্ষা শেষ হলো। সরকারের শেষ সময়ে এখন ৩৪তমেরও বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। এই বিসিএসে ব্যাপক দলীয়করণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি বিসিএসে নিয়োগ পাওয়া কয়েকজন জানান, পিএসসি’র চেয়ারম্যান সাদত হুসাইনের দৃঢ়তার কারণে তার সময় পর্যন্ত নিয়োগে মোটামুটি স্বচ্ছতা ছিল। ২০১১ সালের ২৪ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার পর এখন পিএসসি সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। এখন পিএসসিতে যত নিয়োগ হচ্ছে, তাতে মেধার পাশাপাশি দলীয় বিবেচনাও বিবেচনা করা হয়। সম্প্রতি গেজেট হওয়া ৩১তম বিসিএসে দেখা যায়, পিএসসি মন্ত্রণালয়কে নিয়োগের যে সুপারিশ করে, মন্ত্রণালয় সেখান থেকে ২৬০ জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে। মন্ত্রণালয় সূত্র জানায়, গেজেট থেকে বাদপড়াদের বিরুদ্ধে এনএসই, মেডিকেল রিপোর্ট নেতিবাচক হওয়ায় তাদের নিয়োগ দেয়া সম্ভব হয়নি। তবে নিয়োগ না পাওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্টে ভিন্নমতের তথ্য পাওয়ায় তাদের নিয়োগ আটকে দেয়া হয়েছে। প্রশাসন ক্যাডারে নিয়োগ থেকে বাদপড়া এক প্রার্থী জানান, তার বাড়িতে গিয়ে এনএসআই তদন্তে প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে, ‘জিয়া ভালো, নাকি মুজিব ভালো?’ ওই প্রার্থীর মাকেও জিজ্ঞাসা করা হয়, ‘কোন দলকে ভোট দেন?’ ৩৩তম বিসিএস নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এই বিসিএসে ৮ হাজার ৭৭টি পদের মধ্যে ৬ হাজারের বেশি চিকিত্সা ক্যাডারে ডাক্তার নিয়োগ হবে। এই ডাক্তার নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় উত্তরপত্র দেখতে উদারীকরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাধারণদের ক্ষেত্রে প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে একশ’ নম্বরের মধ্যে ষাটের বেশি নম্বর পেতে হলেও চিকিত্সা ক্যাডারের ক্ষেত্রে তা ৪৫ করা হয়েছে এমন অভিযোগও রয়েছে। এছাড়া এই বিসিএসেরই লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে তা স্থগিত করে পরে আবার পরীক্ষা নেয়া হয়। এ অবস্থায় ৩৪তম বিসিএস কতটুকু স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে, সেই প্রশ্ন এখন চাকরিপ্রার্থী অনেকেরই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: সাধারণদের ক্ষেত্রে প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে একশ’ নম্বরের মধ্যে ষাটের বেশি নম্বর পেতে হলেও চিকিত্সা ক্যাডারের ক্ষেত্রে তা ৪৫ করা হয়েছে এমন অভিযোগও রয়েছে।[/sb




ভুল তথ্য। আমি ৬০ পেয়েও প্রিলিতে আউট।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

আথাকরা বলেছেন: একশ’ নম্বরের মধ্যে ষাটের বেশি নম্বর। ৬০ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.